নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সাইক্লোন আম্ফানের তাণ্ডবে তছনছ কোলকাতা (ছবি ব্লগ)

২১ শে মে, ২০২০ বিকাল ৫:৫৫



সবকিছু ভেঙ্গে-চুরে তছনছ করে দিয়ে আমফান বিদায় নিয়েছে।
লন্ডভন্ড হয়ে গেল সুন্দরবন-সহ দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। প্রবল দুর্যোগের কবলে কোলকাতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এত দিন কলকাতায় আছি। এমন ঝড় দেখিনি। সব শেষ করে দিয়ে গেছে।’ শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে। মমতা কাল রাতেই জানিয়েছিলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে ১ লক্ষ কোটি টাকা। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব করোনভাইরাস মহামারির চেয়েও মারাত্মক হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত বিশাল জনগোষ্ঠীর জন্য জরুরি সহায়তা পরিচালনা করতে গিয়ে দিশেহারা রাজ্য সরকার। সুন্দরবনসহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১৮৫ কিমি বেগে ঝড় বয়ে গিয়েছে। আইলার সময়ে উপকূলবর্তী এলাকায় ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। আর কলকাতায় আয়লার গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার। এদিন আম্পানের তাণ্ডবের সময়ে ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ১৩৩ কিলোমিটার এবং কোলকাতার আলিপুরে ১১৪ কিলোমিটার। রাত পর্যন্ত কোলকাতায় বৃষ্টি হয়েছে ২৪৪.২ মিলিমিটার।


১।

২।

৩।

৪।

৫।

৬।

৭।

৮।

৯।

১০।

১১।

১২।

১৩।

সুন্দরবন নিয়ে আলাপ শেষ। আম্পান চলে গেছে। অন্যকিছু নিয়ে আলাপ করেন। আবার ঝড় আসলে তখন আবার সিলেবাসে যুক্ত কইরেন সুন্দরবনকে। এখন এই আলাপ করতে পারেন, ট্রাক উল্টে ১৩ জন মারা গেছে আর করোনায় ২৪ ঘন্টায় ২২ জন। এও আলাপ করতে পারেন, এক মাসে সড়ক দুর্ঘটনায় যা মারা যায় করোনায় তার চাইতে কম। মৃত্যু নিয়ে কি পৈশাচিক তুলনা আপনাদের! এমন তুলনা যে হইতে পারে, আগে আমি জানতাম না। এখন আপনাদের মাধ্যমে জ্ঞানী হইসি।
সুন্দরবন আমাদের কত বড় বন্ধু আমরা বিপদে পড়লেই তা অনুভব করি, কিন্তু বিপদ কেটে গেলেই আবার ধ্বংশ লিলায় মেতে উঠি,আমরা ভীষণ অকৃতজ্ঞ...!


(বিঃ দ্রঃ ছবি গুলো নেট থেকে সংগ্রহ)

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ ঠিক আছে তো?

২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

রাজীব নুর বলেছেন: ঠিক আছে। অল্পের উপর দিয়ে বেঁচে গেছে।

২| ২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার উচিত ঘর মেরামতের (সুতার মিস্ত্রী, রাজমিস্ত্রী, ইলেকট্রিসিয়ান) ২/৩ শত লোক পাঠানো, যারা পড়ে যাওয়া ও আংশিকভাবে ক্ষতি হওয়া কাঁচা ঘরগুলো মেরামত করে দিতে পারে!

২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

রাজীব নুর বলেছেন: আমার মনে হয় শেখ হাসিনা মমতাকে পছন্দ করেন না।

৩| ২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


২৪-পরগনার লোকজন দরিদ্র; ওদের কাঁচা ঘরগুলো মেরামত করার জন্য বাংলাদেশ থেকে ২/৩ শত লোক পাঠানো দরকার।

২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

রাজীব নুর বলেছেন: লোক পাঠানোর দরকার নাই।
ওদের লোকের অভাব নাই। তবে কাচামাল পাঠানো যেতে পারে।

৪| ২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:২৪

ইসিয়াক বলেছেন: ভয়াবহ অবস্থা।
https://www.dw.com/bn/রাতভর-আমফানের-তাণ্ডবে-বাংলাদেশে-১২-জনের-মৃত্যু/a-53523039?maca=ben-VAS-RSS-Somewherein-Headlines-12717-xml-mrss

২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

রাজীব নুর বলেছেন: লিংক কাজ করছে না।

৫| ২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আল্লাহ সুবহানাতায়ালার কাছে আরো বেশি করে দোয়া খায়র করা দরকার ছিল।
দোয়া কম করাতে এই কাজ হয়েছে। হুজুররা এই ক্ষেত্রে অবহেলা করেছেন।

২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দরবন আমাদের বাচিয়ে দিয়েছে।

৬| ২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

ভুয়া মফিজ বলেছেন: কোলকাতা নিয়ে মনে হয় আপনি বেশী চিন্তিত? আমাদের দেশের কি অবস্থা? ব্যাপারটা 'মায়ের থেকে মাসীর দরদ বেশী' এর মতো মনে হচ্ছে।

২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

রাজীব নুর বলেছেন: কোলকাতা শহরের প্রতি আমার অনেক টান আছে।
এই শহরে আমাদের একটা বাড়ি ছিলো। আমার দাদা এই কাহ্নেই ব্যবসা করতেন।

৭| ২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছবি নেট থেকে স্ংগ্রীত !!

আমি ভা্বলাম করোন মহামারীতে খানসাব
বর্ডার পার হ্ইলে ক্যামতে !!

২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

রাজীব নুর বলেছেন: করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার যাবো।

৮| ২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫০

সেলিম আনোয়ার বলেছেন: প্রথমেই সমবেদনা পশ্চিম বঙ্গের আমফান দূর্গত মানুষ আর শ্রী মমতা ব্যানার্জি মহোদয় কে। মহান মুক্তিযুদ্ধের সময় অসহায় বাংলাদেশীদের বৃহত্তম আশ্রয় দাতা পশ্চিম বঙ্গ । তাদের ঋণ আমরা ভুলবো না। সাধ্যমত পাশে দাঁড়ানো উচিত আমাদের।

সুন্দর বন নিজে ক্ষত বিক্ষত হয়ে আমাদের সাইক্লোন থেকে বাঁচিয়ে দেয়। সেটির নিবিড় পরিচর্যা আবশ্যক। রামপাল প্রজেক্ট সহ অন্য কোন পরিকল্পনা যদি সুন্দর বন উজাড় করে দেয় সেগুলো বাতিল করতে হবে।


গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বঙ্গোপসাগরে সাইক্লোন সংখ্যা বেড়েছে দ্বিগুণ হারে। শক্তি ও বেড়ে এখন সুপার সাইক্লোন পদ গ্রহণ করেছে। এখন ই সময়। সুন্দরবন সংরক্ষণ ও নিবিড় পরিচর্যার।

২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনি সুচিন্তিত মতামতের জন্য।

৯| ২১ শে মে, ২০২০ রাত ৮:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: আজ সকালে নির্মীয়মান বাড়িতে যাওয়ার সময় আম্ফানের ফেলে দেওয়া যে ছবিগুলো প্রত্যক্ষ করি।















২১ শে মে, ২০২০ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: হায় হায়---------!!!!!!!!!!!!!!!

১০| ২১ শে মে, ২০২০ রাত ৯:০৪

পদাতিক চৌধুরি বলেছেন:





শেষ ছবিটা নির্মীয়মান বাড়ির ভেঙে পড়া দেওয়ার।

২১ শে মে, ২০২০ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: সীমাহীন ক্ষয় ক্ষতি হয়েছে।

১১| ২২ শে মে, ২০২০ রাত ১২:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পদাতিক দাদা
বাড়িটা কি আপনার?

২২ শে মে, ২০২০ রাত ১:৩৫

রাজীব নুর বলেছেন: না। ওটা দাদার বাড়ি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.