নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৫৩

২৪ শে মে, ২০২০ দুপুর ২:৩৬



১। একবার নাসিরুদ্দিন হোজা দেখলো, এক লোক পথের ওপর বসে আছে খুব বিমর্ষ হয়ে। কী হয়েছে জিজ্ঞেস করতেই লোকটি বললো, তার অনেক ধন-সম্পত্তি। খাওয়া-পরা নিয়ে কোনো ভাবনা নেই। কিন্তু তার কিছুই ভালো লাগে না। জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। ঘর-বাড়ি, স্ত্রী-সন্তান কোনোকিছুই আর তাকে আকর্ষণ করে না। এ অস্থিরতা সইতে না পেরে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে সে।

হোজা মনোযোগ দিয়ে শুনলেন।
হঠাৎ কিছু না বলেই পাশে রাখা লোকটির কাপড়ের বোচকা নিয়ে দিলেন এক ছুট এবং নিমেষে হয়ে গেলেন চোখের আড়াল। বিস্ময়ের ঘোর কাটতেই লোকটিও পিছু ধাওয়া করলো। কিন্তু হোজাকে পায় কে?
অনেকদূর যাওয়ার পর রাস্তার ওপর এক জায়গায় বোচকাটি রেখে গাছের আড়ালে অপেক্ষা করতে লাগলো হোজা। এদিকে ছুটতে ছুটতে ক্লান্ত অবসন্ন উদ্বিগ্ন লোকটি যখন এখানে এসে তার বোচকা খুঁজে পেলো, আনন্দে চিৎকার করে সে বলে উঠলো, পেয়েছি! পেয়েছি! এইতো আমার বোচকা। বহুদিন সে এত খুশি হতে পারে নি।
হোজা আড়াল থেকে হেসে বললেন, দুঃখবিলাসীদের এভাবেই শায়েস্তা করতে হয়।

২। একদল বাচ্চা হৈচৈ করে ফুটবল খেলছে।
আরেকটা বাচ্চা একপাশে একা দাঁড়িয়ে আছে। এক মনোবিজ্ঞানী দেখলেন এই বাচ্চাটা বিষন্নতা আর দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। মনোবিজ্ঞানী মনে মনে চ্যালেঞ্জ গ্রহণ করলেন এই বাচ্চাকে কাউন্সিলিং-এর মাধ্যমে চিকিৎসা করে রোগমুক্ত করার চেষ্টা করবেন। তিনি কাছে গিয়ে তাকে বললেন- তুমি আমার বন্ধু হবে?
বাচ্চাঃ না। যান।
মনোবিজ্ঞানীঃ আমার সাথে বন্ধুত্ব করতে তোমার সংকোচ হচ্ছে খোকা?
বাচ্চাঃ হ্যাঁ। যান।
মনোবিজ্ঞানীঃ আমার মনে হয় তুমি অনেক মনো কষ্টে আছো।
বাচ্চাঃ না। যান।
মনোবিজ্ঞানীঃ তুমি কিন্তু অন্য বাচ্চাদের সাথে একসঙ্গে দৌড়াদৌড়ি করছো না।
বাচ্চাঃ হ্যাঁ। যান।
মনোবিজ্ঞানীঃ কেন?
বাচ্চা (বিরক্ত হয়ে): আমি গোলকিপার।

৩। যখন সাপ জীবিত থাকে তখন সে পিঁপড়া খায়, আর সাপ যখন মরে যায় তখন পিঁপড়ারা তাকে খায়।

৪। আমাদের বই পড়তেই হবে, কেননা, বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ন্তর নেই। ধর্মের চর্চা চাইকি মন্দিরের বাইরেও করা চলে, দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে, এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে; কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২০ দুপুর ২:৪৭

নেওয়াজ আলি বলেছেন: ৩ .নাম্বারটা হতে মানুষ শিখার আছে।
৪ .বই পড়ি । এইবার অনেক পড়েছি । ছবি দিব একদিন ।

২৪ শে মে, ২০২০ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: কি কি বই পড়ছেন?

২৪ শে মে, ২০২০ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: কি কি বই পড়ছেন?

২| ২৪ শে মে, ২০২০ বিকাল ৩:০২

ইসিয়াক বলেছেন: আহারে জীবন ... আহা জীবন !
জলে ভাসা পদ্ম যেমন ।

২৪ শে মে, ২০২০ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: হুম।

৩| ২৪ শে মে, ২০২০ বিকাল ৩:১৯

শূন্য সারমর্ম বলেছেন: ৪নং এ যত চর্চা আছে সব করলে বোধহয় ১,২,৩ অনুধাবন করা আরও সহজ হবে।

২৪ শে মে, ২০২০ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ২৪ শে মে, ২০২০ বিকাল ৩:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক।

২৪ শে মে, ২০২০ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ২৪ শে মে, ২০২০ বিকাল ৪:২১

রাকু হাসান বলেছেন:

কেমন আছেন ? আমি আলহামদুলিল্লাহ্ । ল ভাইয়ের কোনো খবর জানেন ?

২৪ শে মে, ২০২০ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: না। জানি না।

৬| ২৪ শে মে, ২০২০ বিকাল ৪:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খানসাব দুঃখ বিলাসী মানুষ
সুন্দরী একটা বউ থাকতেও
তার কেবলই দুঃখ আর একটা
বউ চাই। তাকে সায়েস্তা করতে হবে!!

২৪ শে মে, ২০২০ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: একটা বিষয়ে আমার মন ভরে না।

৭| ২৪ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

২৪ শে মে, ২০২০ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: !!

৮| ২৬ শে মে, ২০২০ রাত ১০:২৭

কল্পদ্রুম বলেছেন: মোল্লা নাসিরুদ্দিনের অনেক গুলো গল্প পড়ছিলাম ছোটবেলায়। অনেকদিন পর আবার পড়লাম।

২৬ শে মে, ২০২০ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: যত পড়বেন। তত উপরে উঠবেন। তারপর একসময় জগতের অনেক বিষয়ই তুচ্ছ মনে হবে।

৯| ২৬ শে মে, ২০২০ রাত ১১:১৭

কল্পদ্রুম বলেছেন: আমার ইতোমধ্যেই অনেক কিছু তুচ্ছ মনে হয়।ঘরবাড়ি ছেড়ে হিউয়েং সাঙ হতে ইচ্ছা করে।

২৬ শে মে, ২০২০ রাত ১১:২১

রাজীব নুর বলেছেন: এরকম ইচ্ছে সব মানুষেরই করে। আবার এই ইচ্ছা হুট করে নাই হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.