নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মনটা খুব খারাপ হয়ে আছে

২৫ শে মে, ২০২০ রাত ১:১৬



আগামীকাল ঈদ অথচ একটু খুশি লাগছে না।
আসলে সারা বিশ্বের কেউ ভালো নেই। চোখে দেখা যায় এমন এক ভাইরাস সব তছনছ করে দিচ্ছে। আমরা কেউ ভালো নেই। অলরেডি তিন মাস পার হয়ে গেছে। এমনিতেই আমাদের দেশটা দরিদ্র। করোনা পরিস্থতিতে দরিদ্র মানুষদের অবস্থায় ভয়াবহ হয়েছে। রাস্তায় বের হলেই শুধু ভিক্ষুক আর ভিক্ষুক। অসংখ্যা ছোট ছোট বাচ্চা এসে যখন হাত পাতে খুব কষ্ট লাগে। আমি নিজেও দরিদ্র মানুষ। কয়জনকে আমি সাহায্য দিতে পারি। চারিদিকে শুনছি ব্যাপক ত্রান দেওয়া হচ্ছে। অথচ রাস্তায় বের হলেই ঝাকে ঝাকে ভিক্ষুক।

ফেসবুকে আমার একটা গ্রুপ আছে।
ফোটোগ্রাফী সংক্রান্ত। অনেক পুরাতন গ্রুপ। আট বছর আগে গ্রুপটি খুলে ছিলাম। গ্রুপটির নাম আমার ফোটোগ্রাফী। আট বছর আগে তখন ফেসবুকে এত ফোটোগ্রাফী পেজ ছিলো না। আমার গ্রুপের দেখাদেখি পরে আরো কমপক্ষে ৫০টা গ্রুপ এসেছে। আমার গ্রুপে মেম্বার আছে চল্লিশ হাজারেরও বেশি। বেশ জনপ্রিয় গ্রুপ আমার। প্রতিদিন অসংখ্য মানুষ গ্রুপে ছবি পোষ্ট করে। সেসব ছবি আমি দেখি। মন্তব্য করি।

আমি নিজে বারো বছরের বেশি সময় ধরে ফোটোগ্রাফী করছি।
দৈনিক যুগান্তর, সমকাল আর দুইটা অনলাইনেও দীর্ঘদিন কাজ করেছি। যুগান্তর পত্রিকায় যে পাতায় কাজ করতাম তার নাম ছিলো- 'ঢাকা আমার ঢাকা''। প্রতি সপ্তাহে একদিন পাতাটা বের হতো। যুগান্তরে আমার সাব এডিটর ছিলেন আহম্মদ উল্লাহ। শুনেছি আহম্মদ উল্লাহ এখন খুব অসুস্থ। আর সমকাল পত্রিকায় যে পাতায় কাজ করতাম তার নাম ছিলো- ''কিছু বলতে চাই''। সমকালে আমার সাব এডিটর ছিলেন কাউসার ভাই। কাওসার ভাই এখন ইত্তেফাকে আছেন। দু'টা পত্রিকাতেই আমার কাজ ছিলো ছবি তোলা। ঢাকার বিভিন্ন সমস্যা নিয়ে লেখা হতো। লেখার সাথে মিল রেখে আমি ছবি তুললাম।

মনটা খুব খারাপ হয়ে আছে, কারন-
আমার ফোটোরাফী গ্রুপটা আজ সন্ধ্যায় হ্যাক হয়েছে। হ্যাকওয়ালা আমার গ্রুপ থেকে আমাকেই বের করে দিয়েছে। রবেল খান নামে একজন হ্যাক করেছে। এই রবেল খানকে আমি চিনি না। জানি না। আমার সাথে কারো কোনো শত্রুতা নেই। আট বছর ধরে গ্রুপটার সাথে আছি আমি। আজ গ্রুপটা হাত ছাড়া হয়ে গেল। অবশ্য আমি রিপোর্ট করেছি। ফেসবুক কর্তৃপক্ষ হয়তো ৭২ ঘন্টার মধ্যে আমাকে কিছু জানাবে। বুঝলাম আমার গ্রুপটা হ্যাক করে কি লাভ হলো?


হ্যাক করেছে এই হারামজাদা। মনে হচ্ছে ফেক আইডি।


আমার গ্রুপ থেকে আমাকে বের করে দিয়ে নিজে এডমিন হয়ে বসে আছে।

মন্তব্য ৪৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২০ রাত ১:২৫

ডার্ক ম্যান বলেছেন: আপনি সাইবার ক্রাইম ইউনিটের হেল্প নিন

২৫ শে মে, ২০২০ রাত ১:৩১

রাজীব নুর বলেছেন: আমার সাবেক সহকর্মী (আইটি স্পেলিস্ট) সে-ও এই কথাটাই বলেছেন।

২| ২৫ শে মে, ২০২০ রাত ১:৩৫

কল্পদ্রুম বলেছেন: সে আসলেই একটা হারামজাদা।রুবেল নামটাও ঠিকমত লিখতে পারে নাই।লিখছে রোভেল।আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।

২৫ শে মে, ২০২০ রাত ১:৩৭

রাজীব নুর বলেছেন: ফেক আইডি।
ইচ্ছা করেই নামটা এরকম লিখেছে।

৩| ২৫ শে মে, ২০২০ রাত ১:৩৯

নেওয়াজ আলি বলেছেন: যদি প্রমাণ করতে পারেন তাহলে ভালো না হয় চুপ থাকতে হবে । হ্যাকার নৌকার যাত্রী ।

২৫ শে মে, ২০২০ রাত ২:৩১

রাজীব নুর বলেছেন: ফেসবুক জানে। গ্রুপটা আমার। আট বছর আগে গ্রুপটা আমিই খুলে ছিলাম।

৪| ২৫ শে মে, ২০২০ রাত ১:৪০

ইসমাঈল আযহার বলেছেন: আস্ত জানোয়ার একটা। কুত্তারবাচ্চা বলে গাল দিতে ইচ্ছে করছে। মুখ খারাপের জন্য মাফ করবেন ভাই। পৃথিবীতে এতো এতো হারামজাদা আছে বলা মুশকিল।

২৫ শে মে, ২০২০ রাত ২:৩২

রাজীব নুর বলেছেন: পৃথিবীতে দুষ্টলোকের সংখ্যাই বেশি।

৫| ২৫ শে মে, ২০২০ রাত ১:৪২

আখেনাটেন বলেছেন: ফেক আইডি মনে হয়। পেছনে হয়ত কোনো ভন্ড সাধু বাবা।

২৫ শে মে, ২০২০ রাত ২:৩৩

রাজীব নুর বলেছেন: তা তো অবশ্যই।
কিন্তু আমার তো কোনো শত্রু নাই।

৬| ২৫ শে মে, ২০২০ রাত ২:০৭

ভ্রমরের ডানা বলেছেন: সে ফটোগ্রাফি গ্রুপের অ্যাডমিন হলে সেটাকে গুজবের আড্ডাখানা বানাবে! অনুমান নয় দৃঢ়বিশ্বাস!

২৫ শে মে, ২০২০ রাত ২:৩৪

রাজীব নুর বলেছেন: সেটাই। হয়তো গ্রুপএর নামও বদলে দিবে।

৭| ২৫ শে মে, ২০২০ রাত ২:২৫

চাঁদগাজী বলেছেন:



হ্যাকার, করোনার মতোই আরেক ভাইরাস

২৫ শে মে, ২০২০ রাত ২:৩২

রাজীব নুর বলেছেন: ভালো লোক হ্যাক করে না।

৮| ২৫ শে মে, ২০২০ রাত ৩:০৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভ্যারচুয়াল জগতের এই এক সমস্যা।

২৫ শে মে, ২০২০ রাত ৩:৪৮

রাজীব নুর বলেছেন: সমাধান নিশ্চয়ই আছে।

৯| ২৫ শে মে, ২০২০ রাত ৩:০৫

উদাসী স্বপ্ন বলেছেন: আপনি যুগান্তরে জব করতেন!!!

২৫ শে মে, ২০২০ রাত ৩:৪৮

রাজীব নুর বলেছেন: জ্বী।

১০| ২৫ শে মে, ২০২০ রাত ৩:১৯

শিখা রহমান বলেছেন: চিন্তা করবেন না। নিশ্চয়ই আপনার গ্রুপ ফিরে পাবেন।

তবে মন খারাপ হয়ে যাওয়ার মতোই ঘটনা।

ভালো থাকার চেস্টা করুন। আশা হারাবেন না।

২৫ শে মে, ২০২০ রাত ৩:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

১১| ২৫ শে মে, ২০২০ ভোর ৪:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আশা ও বিশ্বাস করি আপনি আপনার গ্রুপ আবার ফিরে পাবেন।
শুনেছি আপনার এক ভাই আইটি বিশেষজ্ঞ, তার সাহায্য নিন।
সবচেয়ে উত্তম হবে থানায় একটা ডাইরী করা। কারন ওই সাইট থেকে
কোন ক্রামইম করলে তার দ্বায় দ্বায়িত্ব আপনার উপর বর্তাবে। তাই
থানায় জানিয়ে রাখলে ঝামেলা কম হবে।

২৫ শে মে, ২০২০ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: ছোট ভাই বলছে ৭২ ঘন্টা অপেক্ষা করতে।
হ্যাক হয়েছে আমা্র গ্রুপটি। ব্যাক্তিগত ফেসবুক আইডি না।

১২| ২৫ শে মে, ২০২০ ভোর ৫:২৮

সেলিম আনোয়ার বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো রাজীব নুর। সব কিছু ঠিক হয়ে যাবে।

২৫ শে মে, ২০২০ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: ভালোবাসা ভাই।

১৩| ২৫ শে মে, ২০২০ ভোর ৬:২১

ডঃ এম এ আলী বলেছেন:

ঈদের শুভেচ্ছা রইল

২৫ শে মে, ২০২০ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক।

১৪| ২৫ শে মে, ২০২০ ভোর ৬:২১

ইসিয়াক বলেছেন: একটা খুশীর খবর জানাতে এসেছিলাম বন্ধু.......হঠাৎ মনটা বিষাদে ছেয়ে গেল। সমবেদনা রইলো ,এছাড়া আর কি বলবো।
নিশ্চয়ই আপনি আপনার গ্রুপ ফিরে পাবেন। আল্লাহ ভরসা।
ঈদের শুভেচ্ছা রইলো

২৫ শে মে, ২০২০ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: খুশির খবরটা কি?

১৫| ২৫ শে মে, ২০২০ ভোর ৬:৩৪

আমি সাজিদ বলেছেন: সাইবার ক্রাইম ইউনিটের হেল্প নিন।

২৫ শে মে, ২০২০ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: শেষমেষ এটাই করবো।

১৬| ২৫ শে মে, ২০২০ সকাল ৮:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই জন্যই মাঝেমাঝে পাসওয়ার্ড পরিবর্তন করা দরকার

২৫ শে মে, ২০২০ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: আমি ভেবেছিলাম কেউ আমার সাথে এরকম করবে না।

১৭| ২৫ শে মে, ২০২০ সকাল ৯:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি বেতন কেমন পেতেন।
আমি যখন লেখালেখি করতাম তখন সব চেয়ে ভালো টাকা দিত ইত্তেফাক কর্তৃপক্ষ।

২৫ শে মে, ২০২০ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: কারো সেলারি জিজ্ঞেস করতে হয় না।

১৮| ২৫ শে মে, ২০২০ সকাল ৯:৩৬

রাকু হাসান বলেছেন:

এটা খুব দুঃখের । :(( দোয়া করছি যেন তাড়াতাড়ি ফিরে পান।

২৫ শে মে, ২০২০ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ।

১৯| ২৫ শে মে, ২০২০ দুপুর ১২:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
২০২০ দুপুর ১২:২৬০

লেখক বলেছেন: কারো সেলারি জিজ্ঞেস করতে হয় না।

আমি তো শুনেছিলাম , মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না।

২৫ শে মে, ২০২০ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: দুটাই।

২০| ২৬ শে মে, ২০২০ রাত ১২:২০

নতুন নকিব বলেছেন:



ঈদ মুবারক।

২৬ শে মে, ২০২০ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।

ঈদের শুভেচ্ছা।

২১| ২৬ শে মে, ২০২০ রাত ১২:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হ্যাকার ভাবছে আপনি অন্য কাজে ব্যস্ত,
আমার ধারনা আপনার পরিচিত কেউ এটা করেছে
একটু ঈদ ম্যাজিক দেখাল ।

.............................................................................
সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিমাসে পাসওয়ার্ড পরিবর্তন
করা আবশ্যক, আপনি বোধহয় তা করতেন না ।

২৬ শে মে, ২০২০ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: পরিচিত না। একেবারেই সম্ভবনা নাই।

পাসওয়ার্ড আলসেমির কারনে পরিবর্তন করা হতো না।

২২| ২৬ শে মে, ২০২০ সকাল ৯:১২

নতুন নকিব বলেছেন:



ওয়া আলাইকুমুস সালাম।

পরিবারের সকলকে নিয়ে শান্তিতে থাকুন। সুন্দর প্রতিমন্তব্যে আবারও কৃতজ্ঞতা।

২৬ শে মে, ২০২০ সকাল ১১:৩১

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালোবাস আজানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.