নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আসসালামু আলাইকুম।
আজ ঈদের দিন। ঈদ মোবারক। আমার জীবনে এরকম ঈদ আর আসে নাই। আনন্দহীন ঈদ। সমস্ত দেশের মানুষ আজ একটি অন্যরকম ঈদ পালন করলো। সারাটা দিন আমি বাসায়। কোথায় যাবো? কার কাছে যাবো? কোথাও যাওয়ার জায়গা নাই। আড্ডা দেওয়ার জায়গাও নেই। সারাদিন চুপচাপ আর একা। অথচ দিনটি চলেই গেলো। সন্ধ্যায় বের হলাম। একটা চায়ের দোকানও খোলা পেলাম না। বিশ মিনিট পর বাসায় ফিরলাম। আগামী রোজার ঈদ পর্যন্ত কি বেঁচে থাকবো? সেই ঈদের দিনটা কেমন হবে? জানি না। ভবিষ্যত আমরা কেউই জানি না।
গত তিন মাস ঘরে বসে আছি।
আমি হলাম রাস্তায় রাস্তায় হেঁটে বেড়ানো মানুষ। ঘরের মধ্যে কি আমার ভা্লো লাগে! করোনার কারনে ঘরে শুয়ে বসে থাকতে থাকতে পেট বড় হয়ে গেছে। কমপক্ষে দেড় ইঞ্চি বেড়েছে। এখন আমার সব গুলো প্যান্ট টাইট হয়ে গেছে। খুব বেশি আইট। হুক লাগাতে পারি না। আমার সতেরটা প্যান্টই অকেজো হয়ে গেল এই করোনার কারনে। একবার ওজন বাড়লে যেমন কমানো খুব কঠিন। ঠিক তেমনি পেট বেড়ে গেলে সেটাও কমানো কঠিন হয়ে পড়ে। পেট বাড়ার সাথে সাথে ওজনও অনেক বেড়েছে। কিন্তু উলটো হওয়ার কথা ছিলো। বাসায় ওজন মাপার মেশিন আছে। মাপলাম। ৭৮ কেজি।
আমার ফোটোগ্রাফী গ্রুপটা উদ্ধার করতে সক্ষম হয়েছি।
(গতকাল এক পোষ্টে 'আমার ফোটোগ্রাফী' গ্রুপ হ্যাক হওয়ার কথা লিখেছিলাম) তিন জনের সহযোগিতায় গ্রুপটা আজ উদ্ধার করতে পেরেছি। হ্যাকারের সাথে কথা বলেছি। সে গ্রুপটা ফেরত দিতে বাধ্য হয়েছে। গ্রুপ ফেরত পেয়েছি এতেই আমি খুশি। যাই হোক, গ্রুপের সেটিং এখন কিছুটা উন্নত করেছি। এখন কেউ খুব সহজে হ্যাক করতে পারবে না। র্যাব পুলিশ মানে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ইচ্ছা করলে অসাধ্য সাধন করতে পারে। শুকরিয়া জানাই তাদের।
আজ দাওয়াত ছিলো ভাবীর বাসায়।
ভাবী থাকে দোতলায়। সকাল দুপুর আর রাতে তাদের ঘরেই খেয়েছি। তাই আজ রান্না করতে হয়নি। ভাবী সকালে দিয়েছে নুডুল, দুই পদের সেমাই, কেক, ফলটল আর চা। দুপুরে ছিলো- খিচুড়ি, গরুর মাংস আর ইলিশ মাছ ভাজা। রাতে রোস্ট, প্লেন পোলাউ, কাবাব আর দেশী মূরগী। বিকেলে নাস্তা ছিলো পুডিং, পুলি পিঠা আর চা। রান্না খুব খুব ভালো হয়েছে। আগামীকালও রান্না করতে হবে। আগামীকাল সারাদিন ছোট ভাই খাওয়াবে। ছোট ভাইয়ের বউকে বলে দিয়েছি- আমার জন্য যেন ভাত থাকে। ধব ধবে সাদা ভাত। পোলাউ আমার ভালো লাগে না। বয়স হচ্ছে। এখন একটু হিসাব করে চলা উচিত।
দূর হোক করোনা!
সবাইকে ঈদ মোবারক।
২৬ শে মে, ২০২০ রাত ১২:২৭
রাজীব নুর বলেছেন: শক্তিশালী করেছি। হে হে---
২| ২৬ শে মে, ২০২০ রাত ১:২৩
কথার ফুলঝুরি! বলেছেন: বাহ অনেক কিছু খেয়েছেন ভাইয়া । আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ্ মোটা হওয়া নিয়ে নো টেনশন খেয়ে যান যা মন চায় ।
২৬ শে মে, ২০২০ রাত ২:৩৩
রাজীব নুর বলেছেন: আমি খুব সামান্য খাই।
৩| ২৬ শে মে, ২০২০ রাত ১:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার লেখার টপিকগুলো ভাল লাগে। আমি এমন লেখতে চেষ্টা করছি। আসছে না। পেচিয়ে যাচ্ছে। কবিতা লেখা বাদ দিব ভাবছি।
২৬ শে মে, ২০২০ রাত ২:৩৪
রাজীব নুর বলেছেন: আপনি ভালো লিখেন।
আপনার কবিতা সহজ সরল সুন্দর।
লেখা অব্যহত রাখুন।
৪| ২৬ শে মে, ২০২০ রাত ১:৪১
ভুয়া মফিজ বলেছেন: আপনি একদিনে যেই খাওয়া দিলেন, তা আমি তিনদিনেও খাইনা। এ'রকম চলতে থাকলে আগামী কোরবানী ঈদ নাগাদ আপনি পুরাপুরি তৈরী হয়ে যাবেন ইন শা আল্লাহ!!
২৬ শে মে, ২০২০ রাত ২:৩৪
রাজীব নুর বলেছেন: খাবারের আইটেম বেশি থাকলেও আমি কিন্তু অল্প খাই।
৫| ২৬ শে মে, ২০২০ রাত ২:০৪
ওমেরা বলেছেন: পরশু নিশ্চয় আপনি খাওয়াবেন সবাইকে।
জীবনে তো আগে আর করোনাও দেখেনি তাই ঈদও এমন ছিল না।
ঈদ - মোবারক।
২৬ শে মে, ২০২০ রাত ২:৩৫
রাজীব নুর বলেছেন: পরশু আমি খাওয়াতে পারবো না। সুরভি অসুস্থ। রান্না করবে কে?
৬| ২৬ শে মে, ২০২০ রাত ২:০৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: দুই মাসে ১৭টা পেন্ট অকেজো।তাহল কেজো আছে ৩৪ টা।হিমুর বোধ হয় ছিল একসেট পায়জামা পাঞ্জাবি।একালের হিমুর এই অবস্থা।
২৬ শে মে, ২০২০ রাত ২:৩৬
রাজীব নুর বলেছেন: আসলে আমার জামা কাপড় পুরোনো হলেও ফেলে দেই না। মায়া লাগে।
৭| ২৬ শে মে, ২০২০ রাত ২:১৭
চাঁদগাজী বলেছেন:
ওজন= ৭৮ কিলো উচ্চতা = ?
দেশে দুর্ভিক্ষ দেখা দিলে, আপনাদের পরিবার অভিযুক্ত হবে।
২৬ শে মে, ২০২০ রাত ২:৩৭
রাজীব নুর বলেছেন: আমাদের বাসার সবাই আমরা খুব অল্প খাই।
আশে পাশের মানুষের বাজার করা আর খাওয়া যদি দেখতেন- তাহলে বুঝতেন।
৮| ২৬ শে মে, ২০২০ রাত ২:৪৯
ওমেরা বলেছেন: কেন আপনি ! শুধু ভাইদের বাসায় খাবেন , খাওয়াবেন না তাতো হবে না !!
আপনি করল্লা ভাজি করেন আর ডাল রান্না করেই খাওয়ান তাতেই হবে।
২৬ শে মে, ২০২০ সকাল ১১:২৯
রাজীব নুর বলেছেন: আরে না করলা, ডাল খাওয়ানো যায়? ওরা কত ভালো ভালো রান্না খাওয়ালো। সুরভি সুস্থ হোক। ওদের আফগানিস্তানি বিরানী খাওয়াবো।
৯| ২৬ শে মে, ২০২০ রাত ৩:১৭
ডঃ এম এ আলী বলেছেন:
অলাইকুম ছালাম,
গতকাল জাতির উদ্দেশ্যে ভাষনে করোনা ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে বসেই পরিবারের সদস্যদের নিয়ে
ঈদের আনন্দ উপভোগ করার অনুরোধ জানিয়েছেন দেশের সরকার প্রধান। আপনি পরিবারের সদস্যদের
নিয়েই ঈদের আনন্দ উপভোগ করেছেন। তবে যে সমস্ত উপাদেয় আনন্দ উপাদান উদরস্থ করেছেন তার
পরিনাম নিয়ে অনেকের মত আমিও কিছুটা শংকিত ।
২৬ শে মে, ২০২০ সকাল ১১:৩০
রাজীব নুর বলেছেন: আমি খুব সামান্য খাই।
১০| ২৬ শে মে, ২০২০ ভোর ৬:৫৮
ইসিয়াক বলেছেন: ওয়ালাইকুম আসসালাম।
২৬ শে মে, ২০২০ সকাল ১১:৩০
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১১| ২৬ শে মে, ২০২০ সকাল ১০:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ঈদ মোবারক।
২৬ শে মে, ২০২০ সকাল ১১:৩০
রাজীব নুর বলেছেন: ভালোবাসা ভাই।
১২| ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনাদের বিল্ডিং এ প্রচুর পরিমাণে রান্নাবান্না হয়। প্রথম তলায় । দ্বিতীয় তলায়। তৃতীয় তলায়। ছাদে ও কি হয়?
২৬ শে মে, ২০২০ বিকাল ৪:৩৯
রাজীব নুর বলেছেন: হা হা হা---
ছাদেও হয়। ভাবী মাঝে মাঝে মানে বিশেষ দিনে ছাদে মাটির চুলায় রান্না করে।
১৩| ২৬ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৪
ঢাবিয়ান বলেছেন: আপ্নেতো মহাভাগ্যবান। বউ, ভাবী সবাই খালি আপনারে মজার মজার খাবার খাওয়ায়
২৬ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৫
রাজীব নুর বলেছেন: তা খাওয়ায়।
এমন কি তিন তলার ভাড়াটিয়াও খাওয়ায়।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০২০ রাত ১২:২৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যাক, শান্তনা এই যে, ফেরত পেয়েছেন,
সুরক্ষা ব্যবস্হা আরও শক্তিশালী করুন ।