নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঢাকা শহরের করোনা পরিস্থিতি

২৭ শে মে, ২০২০ বিকাল ৫:০১



বাংলাদেশে করোনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি না।
কেউ নিদিষ্টভাবে কিছু বলছেও না। এদিকে প্রতিদিনই লোক মরছে। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছে। আক্রান্তের তালিকায় বাংলাদেশ বিশ্বে দশম ও দক্ষিণ এশিয়ায় তৃতীয়। যত বেশি পরীক্ষা হচ্ছে, আক্রান্তের সংখ্যাও তত বাড়ছে। দেশ তো মধ্যেম আয়রে দেশ, দেশ তো উন্নয়ের মহাসড়কে, দেশ তো মালয়েশীয়, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও আমেরিকার মত উন্নয়নশীল দেশ হয়ে গেছে, আমরা করোনা চেয়ে শক্তিশালী। এসব কথার বুলি আজ কোথায় গেল? (৫০ জনের কম আক্রান্ত এলাকার নাম উল্লেখ করা হয়নি, তথ্যসূত্র আইইডিসিআর।)

রাজধানীতে করোনা পজিটিভ রোগীদের এলাকা ভিত্তিক হিসাব, ২৫ মে ২০২০ পর্যন্ত।

১। বাবুবাজার ১৪৩
২। বাড্ডা ১২৭
৩। বংশাল ৯৯
৪। বাসাবো ৮৮
৫। বসুন্ধরা ৫০
৬। চকবাজার ৭৯
৭। ধানমন্ডি ১৪৯
৮। ইস্কাটন ৫২
৯। গেন্ডারিয়া ১০৮
১০। গুলশান ৯১
১১। হাজারীবাগ ৭৯
১২। যাত্রাবাড়ি ৩০৭
১৩। জুরাইন ৫৩
১৪। কাকরাইল ২৯৮
১৫। কামরাঙির চর ৫৩
১৬। খিলগাঁও ১৫০
১৭। লালবাগ ১৬২
১৮। মালিবাগ ১৩১
১৯। মিরপুর ৫৪৪
২০। মগবাজার ১৯৭
২১। মহাখালী ৩৩৭
২২। মোহাম্মদপুর ২৮০
২৩। মুগদা ২৯৫
২৪। নয়াবাজার ৫৭
২৫। রাজারবাগ ২১৩
২৬। রামপুরা ৯৩
২৭। রমনা ৬৩
২৮। শাহবাগ ৮৪
২৯। শ্যামলী ৮৩
৩০। স্বামীবাগ ৫৭
৩১। তেজগাঁও ১৭৭
৩২। উত্তরা ২১১
৩৩। ওয়ারি ৯৪

শাহজাহানপুর এলাকায় ৩৯ জন আক্রান্ত। [অর্ধশত হয়নি বলে তালিকায় তুলিনি।]
আজকের পরিস্থিতিঃ
গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ২২,
নতুন আক্রান্ত ১,৫৪১,
সুস্থ ৩৪৬ জন।
নমুনা পরীক্ষা ৮,০১৫
মোট মৃত ৫৪৪,
আক্রান্ত ৩৮,২৯২,
সুস্থ ৭,৯২৫ জন।

কোভিড-১৯ নিপাত যাক, মানুষ গুলো মুক্তি পাক।
পোষ্ট টা ২৫ তারিখে দিতে চেয়েছিলাম। কিন্তু ভুলে গেছিলাম। তাই আজ পোষ্ট দিলাম।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২০ বিকাল ৫:২৭

রাকু হাসান বলেছেন:

টোলারবাগ দৃষ্টান্ত হতে পারতো। কিন্তু টোলারবাগে কমলেও বাকি জায়গায় নিয়ন্ত্রণ করা যায় নি। ভালো থাকুন।

২৭ শে মে, ২০২০ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: এই দেশের জনগনকে নিয়ন্ত্রন রাখা সম্ভব না। এরা বিরাট বদ।

২| ২৭ শে মে, ২০২০ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


সরকার ঠিক সঠিক পদক্ষেপ নেয়নি, তাদের সেই দক্ষ লোকজন নেই; কিন্তু মানুষ যেই ধরণের বজ্জাতীর পরিচয় দিয়েছে উহা কষ্টকর; দেশের শিক্ষিত সমাজ যেভাবে নিজেদের সুরক্ষা করে চুপচাপ বসে আছে, ইহা ভয়ংকর অপরাধ।

এখন কোন কিছুই করার নেই, নির্ভর করতে হবে প্রকৃতির উপর, যা ঘটে, তা হবে; যদি একদিন নিজের থেকে কমে যায়, সেটাই আশা, ব্রাজিলের মতো দিন গুনতে হবে।

২৭ শে মে, ২০২০ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: সরকার সঠিক পদক্ষেপ কি নিবে? আগে তো জানতে হবে ''সঠিক পদক্ষেপ'' কোনটা।

নিয়ন্ত্রন হাতের বাইরে চলে গেছে। এখন প্রকৃতির উপর ভরসা করা ছাড়া অন্য কোনো উপায় নাই।

৩| ২৭ শে মে, ২০২০ বিকাল ৫:৩০

ইসিয়াক বলেছেন:


করোনা তুমি বাড়ি যাও,
বন্ধু আমার পেরেশান।
মানুষগুলো মুক্তি পাক,
হোক বন্দীত্বের অবসান



২৭ শে মে, ২০২০ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: হুম।

৪| ২৭ শে মে, ২০২০ বিকাল ৫:৫৬

ইসিয়াক বলেছেন:






করোনাকে নিয়েই থাকতে হবে। ভ্যকসিন না আসা পর্যন্ত এর থেকে মুক্তি নাই জনাব।
১ তারিখ থেকে আমাদের স্কুলে অনলাইন ক্লাস শুরু।

২৭ শে মে, ২০২০ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: যে সমস্ত কাজ অনলাইনের বাইরে করতে হয় তার কি হবে?

৫| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১৪

ইসিয়াক বলেছেন:





সবাইকে কাজে বের হতেই হবে। উপায় নেই।যার যা জমানো ছিলো মোটামুটি সব শেষ। ব্যাংক খুললে আমাকেও টাকা তুলতে হবে। স্কুলের বেতন তিন মাস বন্ধ। এই তিন মাসের বেতন স্কুল দেবে না বলে দিয়েছে। আর ছাত্র ছাত্রীদের এপ্রিল আর মে মাসের বেতন মওকুফ। এখন ভাবেন তো কিভাবে চলব। টিউশনি কোচিং সব বন্ধ। এই মাসটা দেখবো দেখি কেমন সাড়া পাই না হলে আউট সোসিং এ জোর দেব । তাতেও অসুবিধা । লক ডাউনে সব বন্ধ।তেমন কারো ষাথে যোগাযোগ করতে পারছি না। এরকম লক ডাউনের কি দরকার তা বুঝি না।

২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

রাজীব নুর বলেছেন: লকডাউন আর তিন আছে। লকডাউন খোলার ঘোষনা আগামীকাল পাবেন।

৬| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এক সময় প্রাকৃতিক ভাবেই এই ভাইরাস দুর্বল হয়ে যাবে।
যেভাবে এসেছিল সেভাবে নিরবে চলে যাবে।

২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

রাজীব নুর বলেছেন: হতে পারে।

৭| ২৭ শে মে, ২০২০ রাত ৮:০৭

সাইন বোর্ড বলেছেন: গত কয়েক দিন টেস্ট কম হচ্ছে বলে আক্রান্তও কিছুটা কমেছে, আসলে টেস্ট বেশি করা হলে আক্রান্তের সংখ্যাও বহুগুণ বেড়ে যাবে । ভয়টা এখানেই ।

২৭ শে মে, ২০২০ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: কি যে হয়?? কি যে হচ্ছে!!! আমি কিছুই বুঝতে পারছি না।

৮| ২৭ শে মে, ২০২০ রাত ৮:২৫

নেওয়াজ আলি বলেছেন: একজন মন্ত্রী বলে ছিল আমরা করোনার চেয়ে শক্তিশালী । জনগণ উনার কথা বিশ্বাস করছে আর এখন ফল পাচ্ছে ।

২৭ শে মে, ২০২০ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

৯| ২৮ শে মে, ২০২০ ভোর ৪:২৬

সুপারডুপার বলেছেন:

বর্তমান পরিস্থিতিতে আমার ধারণা , ২০শে জুনের কাছাকাছি সময়ে দেশে আনুমানিক মোট ১০০,০০০ বা ১ লক্ষ (প্রায়) করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার সম্ভবনা (উপরের চিত্র)। আর ঢাকা হচ্ছে দেশের করোনাভাইরাসদের হেডকোয়ার্টার। আশাকরি সেইভাবেই মানসিক প্রস্তুতি রাখবেন।

২৮ শে মে, ২০২০ সকাল ১১:৩৪

রাজীব নুর বলেছেন: তাহলে সরকার যে লক ডাউন খুলে দিলো !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.