নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আমি মুগ্ধ হই, অবাক হই!
মানুষের হাজারো সীমাবদ্ধতার মাঝেও তার সৃষ্টিশীলতার বিশালত্ব আমাকে অবাক করে, বিস্মিত করে, আশাবাদী করে।
তাই চারপাশের হাজারো খারাপ লাগা অনুভূতির মধ্যেও অসাধারণ ভালো লাগার কিছু অনুভূতি আমাকে প্রবলভাবে আবার জীবনে ফিরিয়ে আনে।
২। ঢাকা শহরে রাস্তার পাশে সর্বরোগের ঔষুধ পাওয়া যায়!
দশ/বিশ টাকার বিনিময়ে ক্যান্সার থেকে বাত সব নিমিষেই সমাধান। আর যৌন রোগ নিয়ে তো কথাই নেই। চারপাশে ঘিরে থাকা আগ্রহী জনতা ওষুধ বিক্রেতার কথা খুব মন দিয়ে শুনছে।
এক আকাশ আগ্রহ নিয়ে আমি ওষুধ বিক্রেতার কথা শুনি। মুগ্ধ হই ! আশ্চর্য হই!
৩। Do not feel envious of the happiness of those who live in a fool’s paradise, for only a fool will think that it is happiness.
৪। সবুজ রঙটি অনেক বেশি সহনশক্তি এবং আশার অর্থ বহন করে থাকে। যারা সবুজ রঙটি পছন্দ করেন তারা অনেক বেশি সাধারণ জীবন যাপনে আগ্রহী থাকেন। তারা সবার কথা চিন্তা করতে পছন্দ করেন। তারা অনেক ধৈর্যশীল এবং দায়িত্বপরায়ণ হয়ে থাকেন। সমস্যা হলো তারা অনেক বেশি আদর্শ থাকেন ফলে মাঝে মাঝে নিজের নীতিতে এতো বেশি অটল থাকেন যা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
৫। বই আর বউ একবার চলে গেলে আর ফিরে আসে না।
অধিকাংশ লোকই ঝরাপাতার মতো হাওয়ায় উড়ে যায়, ভেসে বেড়ায় কিছুক্ষণ, তারপর মাটিতে মুখ থুবড়ে পড়ে। অল্প কয়েকজন আছেন যাঁরা আকাশের নক্ষত্রের মতো নির্দিষ্ট কক্ষপথে চলেন।
৬। প্লেট থেকে চানাচুর খেতে গেলে দেখবেন সবাই বেছে বেছে আগে বাদাম খাওয়া শুরু করে। এটা একটা সহজাত প্রবৃত্তি। আপনি আমি সবাই একই_ বেছে বেছে বাদাম খাওয়া শুরু করি!
৭।
এই ছবিটা কার বলেন দেখি? ছবিটা দশ বছর আগের।
২৭ শে মে, ২০২০ রাত ১১:০৯
রাজীব নুর বলেছেন: হে হে---
২| ২৭ শে মে, ২০২০ রাত ১০:৪২
গুরুভাঈ বলেছেন: আমি ভাবতেছি কুরবানি ঈদের পর করোনার ঔষধ আবিষ্কার করবো
২৭ শে মে, ২০২০ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: যত দ্রুত সম্ভব করুন। আর ভালো লাগে না।
৩| ২৭ শে মে, ২০২০ রাত ১১:২২
চাঁদগাজী বলেছেন:
৭ নং:
উহা লাইটপোষ্টের, উহা কি এখনো ওখানে আছে?
২৭ শে মে, ২০২০ রাত ১১:৪৫
রাজীব নুর বলেছেন: উহা সিলেট। ক্বীন ব্রীজের পাশে।
৪| ২৭ শে মে, ২০২০ রাত ১১:২৩
গুরুভাঈ বলেছেন: এই জন্য বিশাল ফান্ডের দরকার। সরকারের পাশাপাশি জনগনকেও এই ফান্ডিং এর জন্য এগিয়ে আসতে হবে।
২৭ শে মে, ২০২০ রাত ১১:৪৫
রাজীব নুর বলেছেন: জনগন তো দরিদ্র।
৫| ২৭ শে মে, ২০২০ রাত ১১:৫৩
গুরুভাঈ বলেছেন: জনগন দরিদ্র হলে ঈদের আগে শপিং করলো কারা?
২৮ শে মে, ২০২০ রাত ১২:০৮
রাজীব নুর বলেছেন: শুনুন আমাদের দেশটাই দরিদ্র।
১৮ কোটি মানুষের দেশ। হয়তো ৫/৭ হাজার লোক শপিং করেছে। এটা হিসাবে ধরার কিছু না।
৬| ২৮ শে মে, ২০২০ রাত ১২:২৩
গুরুভাঈ বলেছেন: ৫/৭ হাজার লোকের মাঝে ২/৩ হাজার লোক ৫/৭ হাজার করে পাঠালেই চলবে।
২৮ শে মে, ২০২০ রাত ২:১৬
রাজীব নুর বলেছেন: এর চেয়ে ভালো ওদের কাছ থেকে না দিয়ে দূর্নীতিবাজদের কাছ থেকে সব কালো টাকা নিয়ে নিলেই হয়।
৭| ২৮ শে মে, ২০২০ রাত ১২:৩৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৫,কিছু আপত্তি আছে।বাকিগুলো ভাল লেগেছে।রাস্তার পাশেরঔষধের দোকানে ঘুরাঘুরি করেন কেন?
২৮ শে মে, ২০২০ রাত ২:১৬
রাজীব নুর বলেছেন: ভালো লাগে ওদের কথা শুনতে।
৮| ২৮ শে মে, ২০২০ রাত ১২:৪৪
নতুন বলেছেন: Happiness জিনিসটাই সম্পনূ মানুষের মনে। কেউ যদি মনে করে সে সুখী তবেই সে সুখী।
বউ চলে গেছে ফিরে আসেনা এটা নারীদের প্রতি অবজ্ঞা করেই মানুষ বলে থাকে। আপনি কিভাবে বলছেন এই কথা?
২৮ শে মে, ২০২০ রাত ২:১৭
রাজীব নুর বলেছেন: হা হা হা----
উফ আল্লাহ!!!
৯| ২৮ শে মে, ২০২০ রাত ১২:৫১
ইসমাঈল আযহার বলেছেন: বই চলে গেলে ফিরে আসতে পারে তবে বউ নয়।
যৌনতা পেয়ে অনেক কবিই কবিতাকে ভুলে গিয়েছিলেন।
২৮ শে মে, ২০২০ রাত ২:১৭
রাজীব নুর বলেছেন: যৌনতাই তো সব।
১০| ২৮ শে মে, ২০২০ রাত ১:১২
ডঃ এম এ আলী বলেছেন:
চমৎকার মুল্যবান কথামালা সমৃদ্ধ পোষ্ট ।
ডালিয়া ফুল গুলি খবই সুন্দর হয়েছে ।
ডালিয়ার সাথে কসমস মানায় ভাল
এর রয়েছে অসাধারণ গুণ যা মানুষের
বিভিন্ন রোগ উপশমে কাজ করে থাকে।
ভাল থাকার শুভেচ্ছা রইল
২৮ শে মে, ২০২০ রাত ২:১৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
১১| ২৮ শে মে, ২০২০ সকাল ৭:৩০
ইসিয়াক বলেছেন: সবুজ আমার প্রিয় রং।
২৮ শে মে, ২০২০ সকাল ১১:৩৩
রাজীব নুর বলেছেন: আমারও।
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০২০ রাত ১০:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৭। কোন ছবির নায়ক তা এই মুহুর্তে ঠিক বলতে পারছিনা।
তবে মনে পড়বে খুব তাড়াতাড়ি, তখন না হয় বলি !!