নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ পড়ে ফেললে লাভ কি?
তাতে কি অমরতার সন্ধান পাওয়া যাবে?
ঝাঁকে ঝাঁকে পাখি যখন উড়ে সন্ধ্যায়
হয় না ভুল তাদের, নিজ আবাসন চিনে নিতে
পাখিদের কি ইচ্ছে হয় না কলাপাতায় ভেসে যেতে
মৃত্যু কবে কখন আমরা জানি না তা
দীর্ঘদিন বেঁচে থাকা কীসের টানে
দীর্ঘশ্বাস আর কপালের ভাঁজ!
মগ্ন হয়ে থাকা যায়, দেবীর নরম কোমল স্তনে
স্তন অবহেলা করার দুঃসাহস কার আছে!
পান করে যাওয়া সারাদিন সারারাত অবিরাম!
এই এক অমিয় বিষাদ আমৃত্যু!
২৮ শে মে, ২০২০ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: ধর্মীয় জ্ঞানের কানাকড়ি মূল্য নেই।
২| ২৮ শে মে, ২০২০ দুপুর ১২:০৯
গুরুভাঈ বলেছেন: অংরেজি মিডিয়াম সিনেমাটা দেখলাম, কারিনা আছেন লন্ডনের পুলিশ অফিসার হিসাবে। অফিসে বসে কথা বলার সময় তার স্তন যেভাবে হাইলাইট করা হলো, কারনটা বুঝি নাই। বাচ্চা হওয়ার পরেও ফিট আছে বুঝাতে কি না....
২৮ শে মে, ২০২০ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: মনে হয় টাইট ব্রা পড়েছে।
৩| ২৮ শে মে, ২০২০ দুপুর ১২:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধর্মীয় গ্রন্থ পাঠ করে কোন লাভ নেই ।
সম্ভব হলে মানবতাবোধ সম্পন্ন মানুষ হোন।
সৎ থাকুন। সততাকে ধারণ করুন।
২৮ শে মে, ২০২০ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: একদম আমার মনের কথা বলেছেন।
৪| ২৮ শে মে, ২০২০ দুপুর ২:৩২
নেওয়াজ আলি বলেছেন: উপভোগ্য লেখা।
২৮ শে মে, ২০২০ বিকাল ৪:০৬
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০২০ সকাল ১১:৫৫
চাঁদগাজী বলেছেন:
নিরক্ষর মানুষও ধর্মীয় জ্ঞানে পন্ডিত হতে পারেন।