নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। শুধু খেয়ে পড়ে বেঁচে থাকার স্ট্রাগলই একমাত্র স্ট্রাগল না। একজন মানুষ প্রাচুর্যে বেঁচে আছে, তার অর্থ কখনোই এই না যে সে সুখে আছে, ভালো আছে।
২। মা বলছে ছেলেকে- স্কুলে যা।
ছেলে না যাবো না, আমি জব করবো।
মা- ফাজিল, ক্লাস টু'তে পড়িস তুই কি জব করবি?
ছেলে- ক্লাস ওয়ান এর মেয়েকে পড়াব।
৩। মানুষ কষ্ট পায় না, কষ্ট তৈরি করে, কে কেমন কষ্ট তৈরি করবে সেটা তার বেড়ে ওঠা পরিবেশ, শিক্ষা, কোয়ালিটি অব ইনফরমেশন, বিশ্বাসের ওপর নির্ভর করে।
৪। কোথাও বেড়াতে যাওয়ার সময় মেয়েরা গড়ে ২৬ টা জিনিস তার ব্যাগে ঢোকায় যা কখনোই তার দরকার পরে না।
৫। প্রকৃত পক্ষে বিড়াল মিউ মিউ করে মানুষের সাথে যোগাযোগ করারা জন্য , নিজেদের সাথে যোগাযোগের জন্য নয়।
৬। দেশের সব অসৎ কর্মকান্ড (খুন, গুম, সন্তাস, দুর্নীতি, হত্যা ইত্যাদি) ঠেকানো সম্ভব যদি আমাদের স্বাধীন ও শক্তিশালী গোয়েন্দা সংস্থা থাকতো। একটা শক্তিশালী গোয়েন্দা দল দরকার এই কথাটা কবে বুঝবে আমাদের রাজনৈতিকরা।
৭। বিভিন্ন ইসু নিয়ে দেশ ও দেশের মানুষ বিভক্ত আজ। একটা দেশকে তলানিতে নিতে এটাই যথেষ্ট।
০২ রা জুন, ২০২০ দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: হে হে---
২| ০২ রা জুন, ২০২০ সকাল ১১:১৩
চাঁদগাজী বলেছেন:
৭ নং:
বাংগালীরা ইস্যু নিয়ে বিভক্ত নয়, বাংগালীরা সাধারণ জ্ঞানের অভাবে বিভক্ত
০২ রা জুন, ২০২০ দুপুর ১২:০২
রাজীব নুর বলেছেন: বাঙ্গালীর জ্ঞান আছে। এই জ্ঞান তারা খারাপ কাজে লাগায়।
৩| ০২ রা জুন, ২০২০ সকাল ১১:৩৮
কাছের-মানুষ বলেছেন: আইনশৃঙ্গলা শক্তিশালি হলে অসৎ কর্মকান্ড ঠেকানো যেত। আমি আপনার সাথে একমত।
আমেরিকায়ও আমরা দেখলাম যে বিক্ষভের সুযোগে যখন আইন শৃঙ্খলা শিথিল হয়েছে সেই সুযোগে মানুষজন চুরি করছে। এর আগে ফ্রান্সেরও একটি ভিডিও দেখেছিলাম, কোন এক সময় যখন আইন শৃঙ্খলা শিথিল হয়েছিল তখন তখন মানুষ লুটপাট শুরু করেছিল। এতে প্রমানীত হয় উন্নত দেশের নাগরিকদের আমরা দূর থেকে দরবেশ ভাবি, আমরা ভাবি তারা চুরি মুরি করে না, আসলে ব্যাপারটা হল সেখানে আইন কঠোর তাই মানুষ চুরি চামারি করতে সাহস পায় না। তারা একটি শক্তিশালি সিস্টেম ডেভেলপ করেছে, সেখানে অন্যায় করলে পার পাওয়া যাবে না।
আমরাও যদি এরকম একটি সিস্টেম ডেভেলপ করতে পারি, যে অসৎ কর্ম করলে তাকে শাস্তি পেতে হবে তাহলে আমাদের এখানেও এগুলো বন্ধ হয়ে যেত।
০২ রা জুন, ২০২০ দুপুর ১২:০৩
রাজীব নুর বলেছেন: একদম ঠিক বলেছেন।
৪| ০২ রা জুন, ২০২০ সকাল ১১:৪১
সাইন বোর্ড বলেছেন: এক পোষ্টে সাতটা বিষয়, ভাল ।
০২ রা জুন, ২০২০ দুপুর ১২:০৩
রাজীব নুর বলেছেন: ভালো না?
৫| ০২ রা জুন, ২০২০ দুপুর ১২:০৭
সাইন বোর্ড বলেছেন: বললাম তো, তবে সাতটা পয়েন্ট ধরে মন্তব্য লেখার সময় হয়ত অনেকেরই হবেনা ।
০২ রা জুন, ২০২০ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: ওকে।
৬| ০২ রা জুন, ২০২০ দুপুর ১:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ২৬ এর তালিকা প্রকাশের দাবি উঠছে।
০২ রা জুন, ২০২০ দুপুর ২:২৮
রাজীব নুর বলেছেন: তালিকা প্রকাশ করাটা অশোভন হবে।
৭| ০২ রা জুন, ২০২০ দুপুর ২:১২
নেওয়াজ আলি বলেছেন: লিপস্টিক মাক্সের জন্য এখন ব্যবহার করা যায় না। আর রইলো ২৫টি
০২ রা জুন, ২০২০ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: হে হে---
৮| ০২ রা জুন, ২০২০ দুপুর ২:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: বাঙ্গালীর জ্ঞান আছে। এই জ্ঞান তারা খারাপ কাজে লাগায়।
বাঙালি মানুষ তো পড়াশোনাই করে না।
পড়ার মধ্যে তারা পড়ে শুধু ফেসবুক।
০২ রা জুন, ২০২০ বিকাল ৫:১৪
রাজীব নুর বলেছেন: না বহু লোক পড়াশোনা করছে।
৯| ০২ রা জুন, ২০২০ বিকাল ৩:৫৬
কল্পদ্রুম বলেছেন: https://youtu.be/A3yCcXgbKrE আগে শুনে থাকলেও আবার শুনেন।ইংরেজি বলে অবহেলা করবেন না।
০২ রা জুন, ২০২০ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: What A Wonderful World
১০| ০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:০১
ইসিয়াক বলেছেন: ভালো।
০২ রা জুন, ২০২০ রাত ৮:০১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০২০ সকাল ১১:০৬
শূন্য সারমর্ম বলেছেন: ২৬ জিনিসের লিস্ট চাই ভাই