| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
রাজীব নুর
	আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
  
 সলিমুল্লাহ'র চুল দাড়ি সবই গিয়েছে পেকে, সেই কবে  
হাড়ে আর দাঁতে নেই কোনো জোর মোটে
তবু সে মানতে একেবারেই নারাজ আমার এই কথা 
তরুন যুবকের সাথে লাগতে যায়- ভীষন তার সাহস 
অথচ গনজাগরন মঞ্চে দেখি নি তাকে। 
কবি আর ছড়াকার হতে বড্ড বুড়োর স্বাদ জাগে তার
সাদা চুল দাড়িওলায়ার কান্ড দেখে হাসে পাড়ার লোকে
সলিমুল্লাহ কাশতে কাশতে বেজায় কাহিল সারা দিনরাত 
 
বয়স বাড়লে যে বুড়ো হতে হয়- 
সলিমুল্লাহ সাহেব মানিতে রাজি নন  
বুড়ো বয়সে সারাদিন করেন নানান অংক 
অথচ কোনো দিনই তার অংক মিলে না
হেলে দুলে চলতে যে তার লাগে লাঠি
ভীষন মায়া হয়, অথচ তার তেজ ষোলআনা।
  
সারা বাজার ঘুরে শেষে কিনেন পচা মাছ তরকারী 
রিকশায় চড়েন নাকো সলিমুল্লাহ, টাকা খরচের ভয়ে 
গ্রামের বাড়ির বাথরুম তার ছেড়া ছালায় মোড়া 
ভিক্ষুকেরাও ভুল করে তার কাছে ভিক্ষা চায় না।
 
টাকা পয়সা খরচ করেন না, ব্যাংকে রাখেন জমা 
অথচ বুঝতে চান না, দুদিন পরেই যাবেন চলে পরপারে 
তাই বলি একটু ভালো খানগো বুড়ো, একটু ভালো পরেন 
দয়া করে এবার আপনি তরুনী মেয়েদের দিকে তাকানো বন্ধ করেন 
সুমতি হোক কিপটে বুড়োর- বলে পাড়ার লোকে। হে হে...
 
০৬ ই জুন, ২০২০  বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: হে হে---
২| 
০৬ ই জুন, ২০২০  বিকাল ৫:২৬
ইসিয়াক বলেছেন: ছবিটা কি ফুলের?
 
০৬ ই জুন, ২০২০  বিকাল ৫:৩৮
রাজীব নুর বলেছেন: নাম জানি না।
৩| 
০৬ ই জুন, ২০২০  সন্ধ্যা  ৬:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নবাব সলিমুল্লাহর একজন মহান ব্যক্তি।
 
০৬ ই জুন, ২০২০  সন্ধ্যা  ৭:৫৫
রাজীব নুর বলেছেন: আসলে বিরাট বদ।
৪| 
০৬ ই জুন, ২০২০  রাত ৮:৫২
ইসিয়াক বলেছেন: গান : আজ রাতে ঘুমিয়ে পোড়োনা তুমি
শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়
-----------------------------------------
আজ রাতে ঘুমিয়ে পোড়োনা তুমি
এ লগন আসেনি আগে।
এই স্বপ্ন আমার যেন দিয়ো না ভেঙ্গে
আজ সব কিছু ভালো লাগে।
একটি ভ্রমর যেন ফিরিতে পারেনি তার ঘরে
রাত জেগে গুন গুন করে।
তারই সুরে যেন মোর এই অঙ্গে
জানিনা কি রোমাঞ্চ জাগে।
ছন্দে গন্ধে আজ আমারি এ মন যেনো ভরে
জানি নাতো একি সুর ধরে।
বুঝি আজ আরূপের আপরুপ স্পর্ষে
ভরে গেছি একি আনুরাগে।
 
০৬ ই জুন, ২০২০  রাত ৮:৫৬
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
৫| 
০৭ ই জুন, ২০২০  সকাল ৮:২৯
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
লেখক বলেছেন: আসলে বিরাট বদ। 
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে উনার ব্যাপক ভূমিকা রয়েছে।  এছাড়াও বুয়েট প্রতিষ্ঠার ব্যাপারে ও তাঁর ভূমিকা রয়েছে বলে শুনেছি।
 
০৭ ই জুন, ২০২০  সকাল ১১:৩০
রাজীব নুর বলেছেন: জ্বী।
৬| 
০৭ ই জুন, ২০২০  রাত ৮:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন: '
'কাক যতই ময়ূরের পালক তার পুচ্ছে গুজুক না কেন
তার কর্কশ কণ্ঠ জানান দেবেই যে সে কাক!!
চকচক করলেই সোনা হয়না এটা অতি প্রাচিন এক
প্রবাদ। তবে এ যুগেও সমান প্রযোজ্য। কয়লার ময়লা
সাবানে যায়না। চির সত্য বানী। আমরা তা মানি।
 
০৭ ই জুন, ২০২০  রাত ৮:৩২
রাজীব নুর বলেছেন: তা আমি আপনাকে দেখেই শিখেছি।
 
০৭ ই জুন, ২০২০  রাত ৮:৩২
রাজীব নুর বলেছেন: তা আমি আপনাকে দেখেই জেনেছি।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০২০  বিকাল ৪:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কবিতা।