নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভালো কাজের পুরস্কার অবশ্যই আছে

০৭ ই জুন, ২০২০ দুপুর ২:০০



এক দিন মা ফাতেমা হযরত আলী (রা) কে বললেন, স্বামী ঘরে কিছু সুতা কেটেছি, বাজারে বিক্রি করে ক্ষুধার্ত দু'সন্তান হাসান ও হোসেনের জন্য কিছু আটা নিয়ে আসেন।

হযরত আলী (রা) সুতা গুলো নিয়ে বাজারে ৬ দিরহামে বিক্রি করলেন। এমন সময় এক অসহায় ছাহাবা হযরত আলী (রা) কে বললেন আলী, কিছু দিরহাম কর্য হবে! আমার ঘরে বাচ্চারা না খেয়ে আছে।

একথা শুনে হযরত আলী (র) নিজের ঘরের কথা চিন্তা না করে সুতা বেচা ৬ দিরহাম ঐ অসহায় ছাহাবাকে দিয়ে দিলেন।

কিছুক্ষন পর দেখল বাজারে এক ব্যক্তি একটি উট নিয়ে হযরত আলীর নিকট এসে বললেন, আলী উট নিবে! হযরত আলী (রা) বললেন নিব, কিন্তু দিরহাম (টাকা) নাই।
লোকটি বলল নাও, টাকা পরে দিলে চলবে। এ বলে লোকটি চলে গেল, কিছক্ষন পর আর একটি লোক এসে হযরত আলীকে বললেন, আলী তোমার উটটি বিক্রি করবে? নগদ ৩০০ দিরহাম দিব। হযরত আলী (র) বললেন নাও, নগদ ৩০০ দিরহাম দাও। হযরত আলী (র) ৩০০ দিরহাম দিয়ে উটটি বিক্রি করে উটের আসল মালিককে খুজতে লাগল। কিন্তু পুরো বাজারে উটের আসল মালিককে খুজে না পেয়ে ঘরে চলে আসলেন।

ঘরে এসে দেখল, নবীজি (স) মা ফাতেমার সাথে বসে আছেন।
নবীজি (স) মুচকি হাসি দিয়ে বললেন, আলী! উটের ঘটনা আমি বলব, নাকি তুমি বলবে! হযরত আলী (র) হয়রান হয়ে বললেন, ইয়া রসুলাল্লাহ (স) আপনি বলুন।

নবীজি (স) বললেন, আলী প্রথমে যে তোমাকে উট বাকীতে দিয়ে ছিল, সে হচ্ছে হযরত জিব্রাঈল (আ) আর পরে ৩০০ দিরহাম দিয়ে যে
উটটি কিনে ছিল, সে হযরত ইস্রাফিল (আ)। উট ছিল জান্নাতের মা ফাতেমার, যা দিয়ে জান্নাতে মা ফাতেমা (রা) সওয়ার হবেন।
তুমি যে অসহায় ছাহাবাকে সুতা বেচা ৬ দিরহাম কর্য দিয়েছিলে, তাহা আল্লাহর নিকট খুব পছন্দ হয়েছে, আর তাহার বদলে আল্লাহ দুনিয়াতেই তোমাকে কিছু দিয়ে দিয়েছেন।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২০ দুপুর ২:১১

নেওয়াজ আলি বলেছেন: আজ না কাল অবশ্যই প্রতিদান পাওয়া যাবে

০৭ ই জুন, ২০২০ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: অবশ্য প্রতিদানের আশায় কিছু না করাই ভালো।

২| ০৭ ই জুন, ২০২০ দুপুর ২:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি কি কোন অচেনা লোকের কাছ থেকে একটি গরু নিবেন?
আমার মনে হয়, আপনি নিবেন না।

আমিও নিব না, না।

০৭ ই জুন, ২০২০ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন: প্রশ্নই আসে না।

৩| ০৭ ই জুন, ২০২০ দুপুর ২:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রূপকথা পড়তে আমার খুবই ভালো লাগে।

০৭ ই জুন, ২০২০ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন: এগুলো খুব ভালো বিনোদন।

৪| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৪:২৫

ইসিয়াক বলেছেন: কাজী নজরুল ইসলামের উপর পরবর্তী পোস্ট দিন।

৫| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:১৫

ইসিয়াক বলেছেন:





দীঘির পাড়

০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: এই দীঘির নাম কি?

৬| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৭

ইসিয়াক বলেছেন:



এর নাম নাই মেটে পুকুর।

০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: হুম।

৭| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৫১

ইসিয়াক বলেছেন:


স্যরি ভুল হয়েছে, <এই দীঘির নাম মেটে পুকুর।আমাদের গ্রামের সব পুকুর সিড়ি বাঁধানো। এই পুকুর বা দীঘির কোন ঘাট নেই তাই এর নাম মেটে পুকুর।

০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: একদিন এসে এই মেটে পুকুরে গোছল করতে চাই।

৮| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৮

ইসিয়াক বলেছেন:





হা হা হা ..ডুব দিতে পারবেন? অভ্যাস না থাকলে কানে পানি চলে যাবে। আর বড় বড় ঢোড়া সাপ আছে কখনো কখনো পা জড়িয়ে ধরবে।

০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১২

রাজীব নুর বলেছেন: খাইছে আমারে।
দরকার নাই।

৯| ০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৬

ইসিয়াক বলেছেন:





যখন আমি গ্রামে থাকতে বাধ্য হয়েছিলাম। কোন কিছুতে মন বসাতে পারতাম না।তখন আমি এই নির্জন স্থানে বসে থাকতাম।ধীরে ধীরে মন ভালো হয়ে যেতো নির্মল শান্ত পরিবেশে।

০৭ ই জুন, ২০২০ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: এরকম পরিবেশে মন বিষন্ন হয়ে যায়।

১০| ০৭ ই জুন, ২০২০ রাত ১১:৫৪

মীর আবুল আল হাসিব বলেছেন: তবে প্রতিদান এর আশায় ভালো কাজ করার পক্ষে আমি নই।

০৮ ই জুন, ২০২০ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: গ্রেট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.