নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
মৃত্যুর পূর্বে একজন পিতা তার সন্তানকে কাছে ডেকে বললেন, 'এই নাও! এই ঘড়িটা আজ আমি তোমাকে দিলাম। আমাকে দিয়েছিলো তোমার দাদা। ঘড়িটা দুইশত বছর আগের। তবে, ঘড়িটা নেওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে'।
ছেলেটা বললো, 'কি কাজ?'
- 'এই ঘড়িটা নিয়ে রাস্তার পাশের ঘড়ির দোকানে যাবে। তাদের বলবে যে এই ঘড়ি তুমি বিক্রি করতে চাও'।
ছেলেটা তা-ই করলো। ঘড়িটা রাস্তার পাশের একটা ঘড়ির দোকানে বিক্রি করতে নিয়ে গেলো।
সে ফিরে এলে তার বাবা বললো, 'ঘড়ির দোকানদার কতো টাকা দিতে চাইলো ঘড়িটার বিনিময়ে?'
ছেলেটা বললো, 'একশো টাকা মাত্র। ঘড়িটা নাকি অনেক পুরাতন, তাই'।
বাবা বললেন, 'এবার পাশের কফি শপে যাও। তাদেরকে বলো যে তুমি এই ঘড়ি বিক্রি করতে চাও'।
ছেলেটা তা-ই করলো। ঘড়িটা নিয়ে পাশের এক কফি শপে গেলো।
ফিরে এলে তার বাবা জানতে চাইলো, 'কি বললো ওরা?'
- 'ওরা তো এটা নিতেই চাইলো না। বললো, এতো পুরোনো, নোংরা ঘড়ি দিয়ে আমাদের কি হবে?'
বাবা হাসলেন। বললেন, 'এবার তুমি এই ঘড়ি নিয়ে জাদুঘরে যাও। তাদের বলো যে এই ঘড়িটা আজ থেকে দুই'শতো বছর আগের'।
ছেলেটা এবারও তা-ই করলো। সে ঘড়িটা নিয়ে জাদুঘরে গেলো। ফিরে এলে তার বাবা বললো, 'কি বললো ওরা?'
- 'ওরা তো ঘড়িটা দেখে চমকে উঠেছে প্রায়! তারা এই ঘড়ির দাম বাবদ এক লক্ষ টাকা দিতে চাইলো আমাকে'।
ছেলের কথা শুনে বাবা হাসলেন। বললেন, 'আমার সন্তান! আমি তোমাকে এটাই শিখাতে চাচ্ছিলাম যে, যারা তোমার মূল্য বুঝবে তারা ঠিকই তোমাকে জীবনে মূল্যায়ন করবে। আর যারা তোমার মূল্য বুঝবেনা, তারা কোনোদিনও তোমাকে মূল্যায়ন করবেনা। তাই, যারা তোমাকে মূল্যায়ন করবেনা তাদের দেখে হতাশ হয়ে পড়ো না। তারা তোমার মূল্য বুঝতে অক্ষম। তুমি তাদের কাছেই যাবে তারা তোমার সত্যিকার মূল্য বুঝবে...'।
০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১১
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
২| ০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০০
ইসিয়াক বলেছেন:
কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম । আমার নিজের হাতে রান্না। আলু ডিম ভুনা......।
০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১১
রাজীব নুর বলেছেন: দেখে তো খেতে ইচ্ছা করছে।
৩| ০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর পোস্ট।
০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ প্রিয় বড় ভাই।
৪| ০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৩
ইসিয়াক বলেছেন:
সত্যি খুব মজা হয়েছিলো। আমি পরোটা দিয়ে খেয়েছিলাম।
০৭ ই জুন, ২০২০ রাত ৮:২৮
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
৫| ০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৭
ইসিয়াক বলেছেন: বারবার ফিরে আসে - শামসুর রাহমান
+++++++++++++++++++++++
বার বার ফিরে আসে রক্তাপ্লুত শার্ট
ময়দানে ফিরে আসে, ব্যাপক নিসর্গে ফিরে আসে,
ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড চোয়ালে।
হাওয়ায় হাওয়ায় ওড়ে, ঘোরে হাতে হাতে,
মিছিলে পতাকা হয় বারবার রক্তাপ্লুত শার্ট।
বিষম দামাল দিনগুলি ফিরে আসে বারবার,
বারবার কল্লোলিত আমাদের শহর ও গ্রাম।
‘আবার আসবো ফিরে’ ব’লে সজীব কিশোর
শার্টের আস্তিন দ্রুত গোটাতে গোটাতে
শ্লোগানের নিভাঁজ উল্লাসে
বারবার মিশে যায় নতুন মিছিলে, ফেরে না যে আর।
একটি মায়ের চোখ থেকে
করুণ প্লাবন মুছে যেতে না যেতেই
আরেক মায়ের চোখ শ্রাবণের অঝোরে আকাশ হ’য়ে যায়।
একটি বধূর
সংসার উজাড়-করা হাহাকার থামতে না থামতেই, হায়,
আরেক বধূর বুক খাঁ-খাঁ গোরস্থান হ’য়ে যায়,
একটি পিতার হাত থেকে কবরের কাঁচা মাটি
ঝ’রে পড়তে না পড়তেই
আরেক পিতার বুক-শূন্য-করা গুলিবিদ্ধ সন্তানের লাশ
নেমে যায় নীরন্ধ্র কবরে।
০৭ ই জুন, ২০২০ রাত ৮:২৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৬| ০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম । আমার নিজের হাতে রান্না। আলু ডিম ভুনা......।
অতিরিক্ত তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না।
০৭ ই জুন, ২০২০ রাত ৮:২৯
রাজীব নুর বলেছেন: তেল টা শরীরের জন্য খুব ক্ষতি।
৭| ০৭ ই জুন, ২০২০ রাত ৮:২৬
নেওয়াজ আলি বলেছেন: ইসিয়াক ভাই মনে হয় দাওয়াত দিবে তাই রেসিপির ছবি দিয়েছে রান্না কেমন হয় দেখতে। রাজিব ভাই লেখা বরাবরই গুড়
০৭ ই জুন, ২০২০ রাত ৮:৩০
রাজীব নুর বলেছেন: আমার লেখা গুলো অসহায় হয়ে পড়েছে।
৮| ০৭ ই জুন, ২০২০ রাত ৯:২১
চাঁদগাজী বলেছেন:
ছবিটা কি সংগ্রহ, নাকি আপনার নিজের তোলা?
০৭ ই জুন, ২০২০ রাত ১০:০৫
রাজীব নুর বলেছেন: সংগ্রহ।
৯| ০৭ ই জুন, ২০২০ রাত ১১:৫০
মীর আবুল আল হাসিব বলেছেন: দারুন কনসেপ্ট। আসলেই যে আমর মূল্য বুঝবে তাকে সময়, মূল্য দিব। মূল্য না বুঝলে আমি নাই।
০৮ ই জুন, ২০২০ রাত ১২:০২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
১০| ০৮ ই জুন, ২০২০ ভোর ৬:০০
ইসিয়াক বলেছেন:
রান্নায় সত্যি সত্যি তেল বেশি হয়ে গেছে ।এবার থেকে তেল কম দেবো। সামনে আরো মজাদার রেসিপি ব্লগে পোস্ট করবো আশা করি।
০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:০৫
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
১১| ০৮ ই জুন, ২০২০ ভোর ৬:২৩
আমি রানা বলেছেন: আগেই পড়েছি আবার পড়লাম, আপনার ব্লগে পরবর্তীতে আসা হলে আবার পড়বো।
০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:০৫
রাজীব নুর বলেছেন: কিছু কিছু লেখা বারবার পড়তেও ভালো লাগে।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৬
ইসিয়াক বলেছেন: অনেক ভালো একটা পোস্ট। লিখতে থাকুন।