নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এক নজরে \'ঢাকা\'

০৭ ই জুন, ২০২০ রাত ১০:০৪



ঢাকার সন্নিকটে বিক্রমপুরে সেনদের রাজধানী ছিল।
মুঘল শাসনের পূর্বে বাংলা মুঘলবিরোধী বারো ভূঁইয়া কর্তৃক শাসন হত। ঢাকা প্রায় ১৯০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকে। বিশ্বব্যাপী মসলিন বাণিজ্যের একটি কেন্দ্র ছিলো ঢাকা এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীগণ এখানে বাণিজ্যের উদ্দেশ্যে আসতেন। ব্রিটিশ শাসনামলে বাংলার রাজধানী ছিলো কলকাতা, ঢাকা নয়। এক সময় ঢাকা শহরে প্রচুর মানুষের বসবাস ছিল এবং বেশির ভাগ ঘরবাড়ি ছিল খড়ের তৈরি।

এক নজরে ঢাকাঃ

# খ্রিস্টিয় ৭ম শতক থেকে ঢাকায় লোক বসবাস শুরু করে।
# খ্রিস্টীয় ১৩শ শতাব্দীর শেষের দিকে মুসলমানেরা ঢাকা দখল করে।
# ১৬০০ খ্রিস্টাব্দে ঢাকায় আগমনকারী পর্তুগিজ পরিব্রাজক ও ভ্রমণকারী সেবাস্তিয়ান মানরিকের বর্ণনায় নারিন্দা এলাকাটির উল্লেখ পাওয়া যায়।
# ১৬০৮ সালে ঢাকায় প্রথম মুঘলদের পা পড়ে।
# ১৬১০ সালে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীর নগর।
# ১৬৪৫ খ্রিস্টাব্দে শাহ সুজা বড় কাটরা নামে একটি সুপ্রশস্ত ইমারত নির্মাণ করেছিলেন।
# ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানী বাংলার শাসনভার গ্রহণ করার পর ঢাকা নগরীর উন্নয়ন ব্যহত হয়।
# ১৭৭২ সাল থেকেই ঢাকা একটি জেলা প্রশাসনের কেন্দ্র ছিল।
# ১৭৭৭ সালে বাংলায়, তথা ঢাকায় প্রথম নীল চাষ শুরু হয়।
# ১৭৮৬ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢাকা শহরের সীমানা হিসেবে দক্ষিণে বুড়িগঙ্গা, উত্তরে টঙ্গী-জামালপুর, পশ্চিমে মিরপুর এবং পূর্বে পোস্তগোলা পর্যন্ত গ্রহণ করে।
# ১৮০০ সালের শেষ দিকে ঢাকায় উৎপাদিত মসলিনের মূল্য দাঁড়ায় ২৬ লক্ষ টাকায়।
# ১৮৩০ সালে আইন করে নীলচাষকে বাধ্যতামূলক করা হয়।
# ১৮২৩ সালে নগর উন্নয়নে গঠন করা হয় কমিটি অব ইমপ্রূভমন্ট।
# ১৮৩৫ সালে ঢাকা গভর্নমেন্ট কলেজিয়েট স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ নগরী পূর্ববাংলার বিশাল পশ্চাদভূমির হাজার হাজার তরুণের কাছে নতুন ইংরেজি শিক্ষা এবং পাশ্চাত্য সংস্কৃতির প্রধান কেন্দ্রে পরিণত হয়।
# ১৮৪১ সালে ঢাকা গভর্নমেন্ট কলেজ প্রতিষ্ঠিত হয়।
# ১৮৬৪ সালের ১লা আগষ্ট ঢাকা পৌরসভা স্থাপিত হয়।
# ১৮৭১ সালে সাধারণ ঢাকাবাসীর চাঁদায় শহরে সর্বপ্রথম ১০০টি ল্যাম্পপোস্ট আর তেলের বাতি চালু করা হয়।
# ১৮৭২ সালে প্রথম আদমশুমারিকালে ঢাকার জনসংখ্যা ছিল ৬৯,২১২ জন।
# ১৮৭৮ সালে ইডেন গার্লস স্কুল নামে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়।
# ১৮৮০-এর দশকের মধ্যে ঢাকা নগরী পরিণত হয় পাট বাণিজ্য ও পাট উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে।
# ১৮৮৪ সালে একটি বেসরকারি উদ্যোগ হিসেবে জগন্নাথ কলেজ প্রতিষ্ঠিত হয়।
# ১৮৮৫ সালের মধ্যে বঙ্গপ্রদেশে কলকাতার পরে ঢাকা নগরী সর্ববৃহৎ ‘বেসামরিক কেন্দ্র’ (civil station) হিসেবে গড়ে ওঠে।
# ১৮৯৮ সালে নবাব আহসানউল্লাহ কলকাতা থেকে বায়োস্কোপ এনে পরিবার ও ঢাকাবাসীকে দেখানোর ব্যবস্থা করেন।
# ১৯০১ সালে নবাব আহসানউল্লাহর অর্থায়নে ঢাকার বেশকিছু রাস্তায় বিদ্যুৎ বাতির ব্যবস্থা করা হয়।
# ১৯০৩ সালে বড় লাট লর্ড কার্জন ঢাকায় সফরে এলে নওয়াব সলিমুল্লাহ পূর্ববাংলার সমস্যাগুলো তুলে ধরেন।
# ১৯০৫ সালের বঙ্গভঙ্গের পরে ঢাকা নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হয়।
# ১৯০৬ সালে ঢাকা থেকে প্রকাশিত হয় উর্দু সংবাদপত্র আল মাশরিক।
# ১৯১০ সালে ১৬ নম্বর নবাবপুর রোডে আর সি দাস অ্যান্ড সন্স নামে ঢাকায় প্রথম ফটোগ্রাফিক স্টুডিও প্রতিষ্ঠিত হয়।
# ১৯২১ সালে জন্ম নিয়েছিলো বর্তমানে প্রাচ্যের অক্সফোর্ড নামের খ্যাতি পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়।
# ১৯৪৭ সালে ঢাকা পূর্ব বঙ্গের রাজধানি হিসেবে পাকিস্তানের অন্তর্গত হয়।
# ১৯৫০-১৯৬০ সালের মধ্যে এই শহর বিভিন্ন সামাজিক, জাতীয়তাবাদী ও গণতন্ত্রপন্থী আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
# ১৯৫৩ সালে নির্মিত হয় গুলিস্তান সিনেমা হল।
# ১৯৫৬ সালের ২৩ মার্চ ঢাকাকে পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে মর্যাদা দেয়া হয়।
# ১৯৬১ সালের আদমশুমারি অনুযায়ী নগরীর জনসংখ্যা ছিল ৫,৫৬,০০০ জন।
# ১৯৬৭ সালে বিআইডব্লিউটিএ সদরঘাটে নৌ-টার্মিনাল নির্মাণ করে আধুনিক যাতায়াত ব্যবস্থা গড়ে তোলে।
# ১৯৬৮ সালের ১ মে, কমলাপুর রেলস্টেশন চালু হওয়ার আগ পর্যন্ত রেলস্টেশন বলতে সবাই ফুলবাড়িয়া রেলস্টেশনকেই চিনত।
# ১৯৭১ সালে ঢাকা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের রাজধানী ঘোষিত হয়।
# ১৯৭২ সালের সংবিধান অনুযায়ি ঢাকাকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।
# ১৯৮২ সালে বাংলাদেশ সরকার ঢাকার সরকারী নাম “ডাক্কা (Dacca)” থেকে পরিবর্তন করে “ঢাকা (Dhaka)” রাখে।
# ১৯৯০ সালে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম পরিবর্তন করে ঢাকা সিটি করপোরেশন নামকরণ করা হয়।


মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২০ রাত ১১:৩৩

মৃন্ময়ী শবনম বলেছেন: ৭ম শতকের আগে ঢাকায় কি ছিলো?

০৭ ই জুন, ২০২০ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: জঙ্গল।

০৭ ই জুন, ২০২০ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: জঙ্গল।

২| ০৭ ই জুন, ২০২০ রাত ১১:৩৭

সাহাদাত উদরাজী বলেছেন: এত পুরাণো শহর কিন্তু সেই অনুপাতে তেমন করে গড়ে উঠে নাই!

০৭ ই জুন, ২০২০ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: জায়গাই তো নাই।
মানুষ হয়ে ড়েছে কোনঠাসা।

৩| ০৭ ই জুন, ২০২০ রাত ১১:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

রাজধানী দর্শন

কচ্ছপ থাকে সদা উচ্ছবে মেতে ।
এক দিন সাধ হলো রাজধানী যেতে ।
চার পায়ে লাগিয়ে সে চারখানা চাকা ।
নিজে নিজে গাড়ি সেজে এসে গেল ঢাকা।
ঢাকা এসে ঢাকা
দেখে, ওমা , হরতাল ! পথ ঘাট ফাঁকা!

০৭ ই জুন, ২০২০ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: বাহ!
এটা কার লেখা।

৪| ০৭ ই জুন, ২০২০ রাত ১১:৪৬

মীর আবুল আল হাসিব বলেছেন: ওয়াও!! পোস্ট প্রিয়তে নিলাম। একবার পড়লে কিছু মনে থাকবেনা বার বার পড়বো।

অন্যান্য জেলা শহর নিয়ে লিখলে কিন্তু মন্দ হয়না।

০৮ ই জুন, ২০২০ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: অন্য জেলা নিয়ে আপনি শুরু করুন। প্লীজ।

৫| ০৮ ই জুন, ২০২০ রাত ১২:২০

ডার্ক ম্যান বলেছেন: ভাল পোস্ট। আপনি কি গৃহবন্দী?

০৮ ই জুন, ২০২০ রাত ১:৪৬

রাজীব নুর বলেছেন: জ্বী।

৬| ০৮ ই জুন, ২০২০ রাত ১:২৮

মানতাশা বলেছেন: সবুরে মেওয়া ফলে

০৮ ই জুন, ২০২০ রাত ১:৪৬

রাজীব নুর বলেছেন: সেটা মেনে নিয়েই অপেক্ষায় আছি।

৭| ০৮ ই জুন, ২০২০ রাত ২:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




রাজীব নুর ভাই,
৭ম শতরে আগে ঢাকায় আংশিক জঙ্গল ছিলো আর বাদবাকি পানির নিচে ছিলো।

আপনি কেমন আছেন?
আপনি লক্ষ্য করে দেখবেন আমি ব্লগের সকল ধরনের ঝামেলা থেকে নিজেকে দুরে সরিয়ে নিয়েছি।
আপনাকে আমি পছন্দ করি তাই বলছি নিজের লেখা লিখুন।

আপনার আমার নিজের লেখা এক জনমে লিখে শেষ করতে পারবো না - তাই কোনো ঝামেলায় জড়ানোর আর দরকার নাই।


০৮ ই জুন, ২০২০ রাত ২:৩৯

রাজীব নুর বলেছেন: অবশ্যই।
আগা্মীকাল থেকে শুরু করবো।

৮| ০৮ ই জুন, ২০২০ ভোর ৫:৫৮

ইসিয়াক বলেছেন:



খুবই প্রয়োজনীয় পোস্ট।

০৮ ই জুন, ২০২০ সকাল ১১:৪৮

রাজীব নুর বলেছেন: হুম।

৯| ০৮ ই জুন, ২০২০ ভোর ৬:৩৪

ইসিয়াক বলেছেন:




ঢাকার নামকরণের ইতিহাস
+++++++++++++++++

ঢাকার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে। কথিত আছে যে, সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন ঐ এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিলো, তাই রাজা, মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির। মন্দিরের নাম থেকেই কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে।
আবার অনেক ঐতিহাসিকের মতে, মোঘল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন; তখন সুবাদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশস্বরূপ শহরে 'ঢাক' বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তির রূপ নেয় এবং তা থেকেই শহরের নাম ঢাকা হয়ে যায়।
এখানে উল্লেখ্য যে, মোঘল সাম্রাজ্যের বেশ কিছু সময় ঢাকা সম্রাট জাহাঙ্গীরের প্রতি সম্মান জানিয়ে জাহাঙ্গীরনগর নামে পরিচিত ছিলো। ঢাকা নগরীকে বর্তমানে দু'ভাগে বিভক্ত করা হয়েছে - ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর। ঢাকা দক্ষিণই মূলতঃ মূল নগরী। ঢাকা উত্তর ঢাকার নবীন বর্ধিত উপশহরগুলো নিয়ে গঠিত।

০৮ ই জুন, ২০২০ সকাল ১১:৪৮

রাজীব নুর বলেছেন: হুম।

১০| ০৮ ই জুন, ২০২০ ভোর ৬:৩৭

ইসিয়াক বলেছেন:


ঢাকার ইতিহাস ও ঐতিহ্য
++++++++++++++++

ধারণা করা হয় কালের পরিক্রমায় ঢাকা প্রথমে সমতট, পরে বঙ্গ ও গৌড় প্রভৃতি রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো। খ্রিস্টীয় ১৩শ শতাব্দীর শেষের দিকে মুসলমানেরা ঢাকা দখল করে। মোঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমান অনুযায়ী ১৬ জুলাই ১৬১০ খ্রিষ্টাব্দে ঢাকাকে সুবাহ বাংলার রাজধানী ঘোষণা করা হয়। সম্রাট জাহাঙ্গীর-এর নাম অনুসারে রাজধানীর নাম জাহাঙ্গীরনগর রাখা হয়। সম্রাট জাহাঙ্গীরের জীবিতকাল পর্যন্ত এ নাম বজায় ছিলো।

এর আগে সম্রাট আকবরের আমলে বাংলা-বিহার-উড়িষ্যার প্রাদেশিক রাজধানী ছিলো বিহারের রাজমহল। সুবা বাংলায় তখন চলছিলো মোঘলবিরোধী স্বাধীন বারো ভূইঁয়াদের রাজত্ব। বারো ভূইয়ার নিয়ন্ত্রণ থেকে বাংলাকে করতলগত করতে ১৫৭৬ থেকে ১৬০৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত বারবার চেষ্টা চালানো হয়। এরপর সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে ১৬০৮ খ্রিষ্টাব্দে ইসলাম খান চিশতীকে রাজমহলের সুবেদার নিযুক্ত করেন। তিনি ১৬১০ খ্রিষ্টাব্দে বাংলার ভৌগোলিক অবস্থান বিবেচনা করে রাজধানী রাজমহল থেকে সরিয়ে ঢাকায় স্থানান্তর করেন।

সুবেদার ইসলাম খান চিশতী দায়িত্ব নেবার মাত্র পাঁচ বছরের মধ্যে বারো ভূঁইয়ার পতন ঘটে ও বর্তমান চট্টগ্রামের কিছু অংশ বাদে পুরো সুবে বাংলা মোগল সাম্রাজ্যের অধীনে আসে।

১৬১০ খ্রিষ্টাব্দে ঢাকা সুবা বাংলার রাজধানী হলেও সুবা বাংলার রাজধানী বারবার পরিবর্তন করা হয়েছে। ১৬৫০ খ্রিষ্টাব্দে সুবেদার শাহ সুজা রাজধানী আবার রাজমহলে স্থানান্তর করেছিলেন। শাহ সুজা'র পতনের পর ১৬৬০ খ্রিষ্টাব্দে সুবেদার মীর জুমলা আবার রাজধানী ঢাকায় স্থানান্তর করেন।

এরপর বেশ কিছুকাল ঢাকা নির্বিঘ্নে রাজধানীর মর্যাদা ভোগ করার পর ১৭১৭ খ্রিষ্টাব্দে সুবেদার মুর্শিদ কুলি খান রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন। এরপর ঢাকায় মোঘল শাসনামলে চলতো নায়েবে নাজিমদের শাসন, যা চলেছিল ১৭৯৩ সালে। ব্রিটিশ শাসন শুরু হবার আগে পর্যন্ত। ব্রিটিশরা রাজধানী হিসেবে কলকাতাকে নির্বাচিত করলে ঢাকার গুরুত্ব আবারো কমতে থাকে। এরপর দীর্ঘকাল পর ১৯০৫ খ্রিষ্টাব্দে ঢাকা আবার তার গুরুত্ব ফিরে পায়। বঙ্গভঙ্গের পর ১৯০৫ সালে ঢাকাকে আসাম ও বাংলার রাজধানী করা হয়। কংগ্রেসের বাধার মুখে ব্রিটিশ রাজ আবার ১৯১১ সালে রাজধানী কলকাতায় ফিরিয়ে নিয়ে যায়।

০৮ ই জুন, ২০২০ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ০৮ ই জুন, ২০২০ সকাল ৮:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
একবার সম্ভবতঃ ইত্তেফাক বা প্রথম আলোতে পড়েছিলাম। কোন এক সংস্থা নাকি ঢাকা শহরকে পৃথিবীর বৃহত্তম ডাস্টবিন হিসেবে আখ্যায়িত করেছে।

০৮ ই জুন, ২০২০ সকাল ১১:৫০

রাজীব নুর বলেছেন: প্রিয় শহরের কি অবস্থা!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.