নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
জিব্রাইল আঃ বিভিন্ন রকম আকৃতি ধারণ করতেন।
কখনও মানুষ বা কখনও ফেরেশতার আকৃতিও ধারণ করতেন। রাসূল সঃ বলেন, আমি জিব্রাইল আঃ কে দেখেছি আর তাঁর ছিল ৬০০ ডানা। ঐ ৬০০ ডানা শুধু ছড়ানোই থাকতো না, তাঁর ডানাগুলো থেকে প্রতিনিয়ত মনি মুক্তা ঝরতে থাকতো। আর তাঁর ডানার রং ছিল সবুজ, তাঁর পায়ের পাতার রং ও ছিল সবুজ। উনার পাখা মোবারকের নূরের ছলকানিতে পুরো দুনিয়া আলোকিত হয়। উনার এক পাখা প্রসারিত করলে সেটা ১ম আসমান থেকে ২য় আসমানে গিয়ে ঠেকবে।
জিব্রাইল অর্থ আল্লাহর দাস।
তিনিও মারা যাবেন। হযরত মুহাম্মদ (সাঃ) জিব্রাইল (আঃ) কে চারবার আসল আকৃতিতে দেখেছেন। প্রথমবার তিনি যখন হেরা গুহায় অবস্থান করছিলেন, তিনি হযরত জিবরাঈল ( আঃ) তাঁর আসল আকৃতি দেখানোর অনুরোধ করেন। হুযুরের অনুরোধের প্রেক্ষিতে তিনি তাঁর আসল আকৃতি ধারণ করে দেখান। জিবরাইল (আ.) আদম (আ.)-এর কাছে ১২ বার এসেছেন। আর হজরত মুহাম্মদ (সা.)-এর কাছে ২৪ হাজার বার এসেছেন। এক সাক্ষাতে হুজুর (সা জিবরাঈল (আ কে জিঙ্গাসা করেছিলেন, হে জিবরাঈল! আমার ইন্তেকালের পরে তুমি কতবার দুনিয়াতে আসবে? তিনি বললেন, ১০ বার আসব এব প্রতিবারই একটি করে জিনিস তুলে নেব।
একবার নবিজি হযরত জিব্রাইল আমীনকে জিজ্ঞেস করলেন,
হে জিব্রাইল তোমার বয়স কত? হযরত জিব্রাইল আলাইহিস সাল্লাম আরজ করলেন - আমার সঠিক জানা নেই, তবে এতটুকু জানি যে, চতুর্থ হেজাবে এক নুরানী তারকা সত্তর হাজার বছর পর পর চমকাতো। আমি সেটাকে বাহাত্তর হাজার বার চমকাতে দেখেছি। হুজুর সল্লাল্লাহু আলাইহে ওয়াসল্লাম এটা শুনে ফরমালেন- আমার প্রতিপালকের ইজ্জতের কসম! আমিই সেই নূরানী তারকা।
হযরত জিব্রাইল (আঃ) বলেন, পৃথিবীতে কত ফোঁটা বৃষ্টি পড়ে তা আমি গণনা করতে পারি, কিন্তু যৌবন কালে ইবাদত করার যে কত নেকী তা আমি গণনা করতে পারি না!
আল্লাহ পাক নবী-রাসূলদের সাথে যোগাযোগ স্থাপন করতেন জিব্রাইল ফেরেশতার মাধ্যমে। আল্লাহ পাক মোহাম্মদ সাঃ এর কাছে কোরআন শরীফ নাজিল করেছিলেন জিব্রাইল আঃ এর মাধ্যমে। মা মরিয়মকে ঈশা আঃ বা যীশু খ্রিষ্টের জন্মের খুশির বার্তা প্রদান করেছিলেন জিব্রাইল আঃ। হযরত আদম আঃ কে যখন আল্লাহ বেহেস্ত থেকে নির্বাসিত করে দুনিয়ায় পাঠিয়েছিলেন শাস্তি হিসেবে তখন জিব্রাইল আদমের পাশে ছিলেন। তিনি আদমকে বিভিন্ন কাজ শেখান। ফসল উৎপাদন করা সহ আরো অনেক কাজ শেখান। হযরত মূসা আঃ যখন শত্রুদের থেকে বাঁচতে সমুদ্র পাড়ি দিচ্ছিলেন তখন জিব্রাইলই উনাকে সাহায্য করেছিলো।
একবার জিবরাইল (আ.) ধবধবে সাদা পোশাকে এবং নিকষ কালো কেশবিশিষ্ট অবস্থায় ছদ্মবেশে মহানবী (সা.)-এর দরবারে এসে হাজির হন। হাদিস বিশারদদের মতে, দশম হিজরিতে বিদায় হজের কিছুকাল আগে জিবরাইল (আ.) সাহাবায়ে কেরামদের দ্বিন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। তাঁর মধ্যে সফরের কোনো চিহ্ন পরিলক্ষিত হয়নি। মহানবী (সা.) তখন সাহাবায়ে কেরাম দ্বারা পরিবেষ্টিত ছিলেন। ওমর (রা.) বলেন, আমাদের কেউ তাঁকে চিনতে পারেনি।
হে মানুষ তুমি ভয় কর সেদিনকে, ভুল পথ থেকে সরে দাড়াও সঠিক আলোয় জীবন গড়ো। আল্লাহ-পাক সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক ।
০৯ ই জুন, ২০২০ রাত ১২:৩১
রাজীব নুর বলেছেন: সব খারাপের মধ্যেও ভালো দিক থাকে।
২| ০৯ ই জুন, ২০২০ রাত ১২:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন: খুব ভালো বিষয় জানতে পারলাম। ধন্যবাদ।
০৯ ই জুন, ২০২০ রাত ১২:৩২
রাজীব নুর বলেছেন: কি সত্যিই ভালো লেগেছে
না বিনোদন?
৩| ০৯ ই জুন, ২০২০ রাত ১২:৪৯
ঠাকুরমাহমুদ বলেছেন: সত্যি সত্যি ভালো লেগেছে আপনার লেখা।
আমার জন্য দোয়া করবেন ভাই।
০৯ ই জুন, ২০২০ রাত ১:০০
রাজীব নুর বলেছেন: আমি সাধারনত দোয়া করি না।
আসলে আমি দোয়া বা বদদোয়া যাই ই করি। সেটা ফলে যায়।
৪| ০৯ ই জুন, ২০২০ রাত ১:০৪
ঠাকুরমাহমুদ বলেছেন: তাহলে দোয়া করুন আমি আপনি দুজনে মিলে ঢাকায় বেড়াবো। আপনাকে নিয়ে ঢাকায় এমন জায়গায় যাবো যেখানে আপনি হয়তো বা কখনো যান নি।
০৯ ই জুন, ২০২০ সকাল ১১:১৩
রাজীব নুর বলেছেন: ওকে দুজনে মিলে ঢাকার নতুন জায়গা খুজে বেড়াবো।
৫| ০৯ ই জুন, ২০২০ সকাল ১০:১৭
কাছের-মানুষ বলেছেন: ভাল বিষয় নিয়ে লিখেছেন।
আপনি অপেক্ষা করুন। আপনি একজন জনপ্রিয় ব্লগার। আমার বিশ্বাস আপনাকে শীঘ্রই সেইফ করা হবে।
০৯ ই জুন, ২০২০ সকাল ১১:১৪
রাজীব নুর বলেছেন: আমি অপেক্ষায় আছি।
৬| ০৯ ই জুন, ২০২০ দুপুর ১:৩৮
সুপারডুপার বলেছেন:
মিথ তাহলে ভালোই পড়া হচ্ছে আপনার। নিশ্চয় আল্লাহ মানুষের চেয়ে টেকনোলজিতে ভালো। জিব্রাইল আঃ-এর আসার কি দরকার ছিল , মোবাইলে সরাসরি যোগযোগ হইলো না কেন ? এতে তথ্য বিকৃত হওয়ার সম্ভবনা কম হত , কারণ জিব্রাইল আঃ এতো দূর থেকে মেসেজ আনতে গিয়ে পথিমধ্যে কিছু বিষয় ভুলেও যেতে পারেন।
জিব্রাইল আঃ এতো কিছু আনতে পারলো কিন্তু মানুষের জন্য সবচেয়ে দরকারী আলো / 'বিদ্যুতের আলো ' স্বর্গ থেকে এনে দিলো না কেন?
আপনি এর পরে বেহেশত নিয়ে মিথ লিখতে পারেন। বেহেশতে কি দিন রাত আছে? বেহেশতে কি মানুষ ঘুমাবে ? ওখানকার আনন্দ গুলো কেমন ? সেই আনন্দ গুলো কি অন্য দেশের মানুষ গ্রহণ করতে পারবে ? ইত্যাদি শিশু মনে যেসব প্রশ্ন জাগে, সেই সব নিয়ে লিখতে পারেন।
ধর্ম শিশুমনে উদিত হওয়া প্রশ্ন গুলোর সঠিক উত্তর দিতে পারে না। এই থেকেই বোঝা যায় ধর্ম হয় মিথ্যা মিথ বলে অথবা সত্যকে লুকায়।
০৯ ই জুন, ২০২০ দুপুর ২:১৫
রাজীব নুর বলেছেন: এসব তো আসলে রুপ কথা।
৬০০ ডানা !!!
হা হা হা-----
চমৎকার বিনোদন।
৭| ০৯ ই জুন, ২০২০ দুপুর ১:৪০
চাঁদগাজী বলেছেন:
ব্লগার "ইসিয়াক" আমাকে "কমেন্ট ব্যান" করে রেখেছে; সে আপনাকে নিয়ে পোষ্ট দিয়েছে; কমেন্ট ব্যানে থাকায়, আপনাকে ওখনাে শুভবকামনা জানাতে পারছি না।
আপনার জন্য শুভকামনা রলো। আপনার জেনারেল ষ্টেটাস কত সময়ের জন্য, উহা দেখায় ষ্টেটাসে?
০৯ ই জুন, ২০২০ দুপুর ২:১৬
রাজীব নুর বলেছেন: হায় হায়-- ইসিয়াক ভাই না জানি কি করেছে!!!
না কিচ্ছু দেখায় না।
কতদিন হয়ে এলো!!
৮| ০৯ ই জুন, ২০২০ দুপুর ১:৪৪
চাঁদগাজী বলেছেন:
জিব্রাইল ও সবকিছু নিয়ে সত্যবাদীতার জন্য উনাকে "আল আমিন"ডাকা হতো; ততকালীন আরবে, মনে হয়,কেহ সত্য কথা বলতে জানতো না।
০৯ ই জুন, ২০২০ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: সত্য আর রুপকথা এক নয়।
৯| ০৯ ই জুন, ২০২০ দুপুর ১:৪৯
নেওয়াজ আলি বলেছেন: ভীষণ ভালো লাগলো লেখা । সুখময় হোক বিচরণ ।
১০| ০৯ ই জুন, ২০২০ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আলি ভাই।
১১| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৩:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার মাধ্যমে রূপকথার গল্প শুনতে খুবই চমৎকার লাগে ।
রূপকথার গল্প আরো লিখুন।
০৯ ই জুন, ২০২০ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: ৬০০ ডানা হে হে----
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০২০ রাত ১১:২৯
ডার্ক ম্যান বলেছেন: জেনারেল হয়ে ভালই হয়েছে । আপনি ইসলামকে জানার চেষ্টা করছেন ।