নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৫৭

১২ ই জুন, ২০২০ রাত ২:০০



১। ঘুম থেকে উঠেই দেখি, ঝুম বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘে ভরা। মনটা আনন্দে ভরে গেল। আসলে মন ভালো হতে বা খারাপ হতে সময় লাগে না। আজিব!

২। ''হাত বাড়িয়ে দাও'' ওরিয়ানা ফ্লাচ্চির একটি বই। চমৎকার বই। বহু বছর আগে একজন নারী ব্লগার এই বইটা আমাকে দিয়েছিলো। অনেক গুলো বই দিয়েছিলো তার মধ্যে এই বইটা আমার খুব ভালো লেগেছিলো। বইটা হারিয়ে গেছে। সেই ব্লগারও হারিয়ে গেছেন। মাঝে মাঝে মাঝে মনে পড়ে তার কথা।

৩। বিয়ের অনুষ্ঠান শেষ।
‘অতঃপর তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিলো’। গল্পের মতোন জীবনের কাহিনীর সমাপ্তি ঘটে না। বিয়ের পরই জীবন আনন্দহীন হতে শুরু করে। তবু মানুষের লক্ষ্য থাকে বিয়ে করা।

৪। কাচাঁ আম না
পাকা আম না
এমন কী হারমোনিয়ামও না
তাহলে এটা কোন আম?

৫। একজন ফটোগ্রাফার এর সাথে দুইজন মানুষ থাকেন। একটি তার নিজ দেহ এবং অন্যটি তার শৈল্পিক সত্তা! ছবি তোলার সময় তিনি তার নিজ দেহকে ছায়ায় বিলিন করে দিয়ে শৈল্পিক সত্ত্বাকে দাঁড় করান!

৬। এক বৃদ্ধা আজরাইলের হাত থেকে বাঁচতে চায়।
সে একটা কৌশল বের করলো যেন আজরাইল তাকে খুঁজে না পায়। কৌশল কাজ করলো। আজরাইল তাকে খুঁজে পেল না।
বলুন তো, কৌশল টা কি?


(ছবিঃ আমারই তোলা)

মন্তব্য ৪৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২০ রাত ২:০৭

অনল চৌধুরী বলেছেন: এই ফলটার নাম কি বলতে পারবেন।
জ দিয়ে শুরু।
অরিয়ানা ফ্যালাচির অনাগত সন্মাতের প্রতি চিাঠ ১৯৯১-১৯৯২ সালে ধারাবাহিকভাবে দৈনিক সংবাদে প্রকাশিত হয়।
''হাত বাড়িয়ে দাও'
কি সেটা?

১২ ই জুন, ২০২০ রাত ২:৪২

রাজীব নুর বলেছেন: ফলটার নাম আমাদের এলাকায় বলে আমরুজ।

জ্বী, সেই বইটাই।

২| ১২ ই জুন, ২০২০ রাত ২:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




জামরুল
ওয়েলকাম ব্যাক রাজীব নুর ভাই।

১২ ই জুন, ২০২০ রাত ২:৪২

রাজীব নুর বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ বললেও কম বলা হবে।

৩| ১২ ই জুন, ২০২০ রাত ২:১৮

কাছের-মানুষ বলেছেন: সেনাবাহিনীর জেনারেল পদটা কেউ পছন্দ করছে না।

আপনাকে জেনারেল পদ থেকে অপসারণের জন্য অভিনন্দন রইল।

১২ ই জুন, ২০২০ রাত ২:৪৩

রাজীব নুর বলেছেন: ভালোবাসা ভাই।

৪| ১২ ই জুন, ২০২০ রাত ২:৩৮

ডঃ এম এ আলী বলেছেন:

সুস্বাগতম । অভিনন্দন রইল ।
সবুরে তা হলে মেওয়া ফললো।
সুন্দর লকেটের মত ঝুলে আছে
পোষ্টের উপরে।
প্রশ্নের জবাবগুলি দেখতে
আসব আবার।

শুভ হোক ব্লগিং

১২ ই জুন, ২০২০ রাত ২:৪৩

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ১২ ই জুন, ২০২০ রাত ২:৫৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: নিজের গাছের ফল?আমাদের গাছেরটা হাল্কা লাল।বই কি শুধু আপনাকেই দিত?নুরু ভাই এর সাথে মিলে মিসে থাকবেন।শুভ কামনা

১২ ই জুন, ২০২০ সকাল ১০:৪০

রাজীব নুর বলেছেন: না আমার গাছের ফল না। বিক্ষ মেলা থেকে তুলেছিলাম ছবিটা।
না শুধু আমাকেই বই দিতেন।
শুধু নুরু ভাই না সবার সাথেই মিলিমিশে চলবো। তবে কেউ সেধে সেধে ক্যাচাল করতে চাইলে অন্য কথা।

৬| ১২ ই জুন, ২০২০ রাত ২:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:

আমাদের ব্লগের হিমু আজ থেকে মুক্ত

মুক্ত
রাজীব নুর, মনের আনন্দে ব্লগিং করুন। আমি দুঃসময়ে মানুষের পাাশে থাকি এবং মনেপ্রাণে দোয়া করি কখোনো কেউ যেনো বিপদে না পড়েন। ব্লগার রাজীব নুর ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। লেখা চলুক খোলা আকাশের সাদা ঘুড়ির মতো।

১২ ই জুন, ২০২০ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: আপনি ভালোবাসা দেখিয়েছেন।
আপনি আছেন আমার মনের আসনের উচ্চতায়।

৭| ১২ ই জুন, ২০২০ ভোর ৪:১৭

এনাম আহমেদ বলেছেন: চমৎকার লিখা।

১২ ই জুন, ২০২০ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ এনাম ভাই।

৮| ১২ ই জুন, ২০২০ ভোর ৫:১৫

নেওয়াজ আলি বলেছেন: সহজ সরল লেখায় রাজীর নুর সবার কাছে পৌছে গিয়েছে অনেক আগেই। ভালোবাসা প্রিয় বগ্লার।

১২ ই জুন, ২০২০ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: দূর কি যে বলেন লজ্জা লাগে।

৯| ১২ ই জুন, ২০২০ ভোর ৬:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আরাম।

১২ ই জুন, ২০২০ সকাল ১০:৪৩

রাজীব নুর বলেছেন: কিসের আরাম?

১০| ১২ ই জুন, ২০২০ সকাল ৭:৫১

তারেক_মাহমুদ বলেছেন: বেশ , আপনাকে ধন্যবাদ পুনরায় ফিরে আসার জন্য।

১২ ই জুন, ২০২০ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া ভাই।

১১| ১২ ই জুন, ২০২০ সকাল ৭:৫৭

অমাবস্যার তারা বলেছেন:

@ঠাকুরমাহমুদ

রাজিব নুর ১২জুন নয়, ১১জুন হতে প্রথম পাতায়। এটির আগের পোস্টও প্রথম পাতায়।

ধন্যবাদ।

১২ ই জুন, ২০২০ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১২| ১২ ই জুন, ২০২০ সকাল ১০:৫৮

কৃষিজীবী বলেছেন: ৪। কাচাঁ আম না
পাকা আম না
এমন কী হারমোনিয়ামও না
তাহলে এটা কোন আম?
উত্তর আমরুজ তবে এইটা মূলত জামরুল ফল, বিভিন্ন অঞ্চলে সাদা ফল, মগুল, সাদাজাম নামে পরিচিত। আমাদের এলাকায় বলা হয় পাইনাফল।
৬। এক বৃদ্ধা আজরাইলের হাত থেকে বাঁচতে চায়।
সে একটা কৌশল বের করলো যেন আজরাইল তাকে খুঁজে না পায়। কৌশল কাজ করলো। আজরাইল তাকে খুঁজে পেল না।
বলুন তো, কৌশল টা কি?
আমি জানি, তবে বলবো না। এখন বললে অন্যদের মজা নষ্ট হবে। দেখা যাক অন্যরা কেউ পারে কি না।

১২ ই জুন, ২০২০ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: ৬ নং কি আসলেই জানেন? !!!

১৩| ১২ ই জুন, ২০২০ সকাল ১১:০৮

ডার্ক ম্যান বলেছেন: আগের মত জামরুল ফল পাওয়া যায় না

১২ ই জুন, ২০২০ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: পাওয়া যায়। তবে খুব কম।

১৪| ১২ ই জুন, ২০২০ সকাল ১১:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়াতে ফলের রং হয় লাল।
সাদাও পাওয়া যায় । তবে সংখ্যায় খুব কম।

১২ ই জুন, ২০২০ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: অনেক দেশের ফল খেয়েছি- তবে ভাই আমাদের দেশী ফলের তুলনা হয় না।

১৫| ১২ ই জুন, ২০২০ দুপুর ১২:০০

রুদ্র নাহিদ বলেছেন: কারাগার থেকে মুক্ত হয়েছেন দেখে ভালো লাগলো।

১২ ই জুন, ২০২০ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৬| ১২ ই জুন, ২০২০ দুপুর ১২:০৪

সাকলায়েন শামিম বলেছেন: বৃদ্ধা এর কৌশল কি?

১২ ই জুন, ২০২০ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: খুজে বের করুন।

১৭| ১২ ই জুন, ২০২০ দুপুর ১:০১

ইসিয়াক বলেছেন:





অসময়ি বৃষ্টি]
************
কন্ঠঃ মেখ্লা দাশগুপ্ত
*******************


অসময়ি এ বৃষ্টিতে আমি,
অসময়ি এ বৃষ্টিতে তুমি,
কিছু না বলা কথা দিলাম ভাসিয়ে,
ধুয়ে যাক না এ মন অভিমানী।

মেঘলা আকাশ, হাল্কা হাওয়া।
যাই ভিজে আর নিজেকে ফিরে পাওয়া।
আধখোলা কাঁচ, বৃষ্টি ছোঁয়াচ।
তোমার নামে মেঘের খামে চিঠি দিলাম আজ।
আধভেজা প্রহর, আধভেজা শহর।
আধভেজা তুমিও আর আধভেজা আমার সফর।

হালকা পায়ে রঙ ধোয়ানোর আবদার,
মেঘ বলেছে বৃষ্টি আনবে বারবার।
রাস্তা বেয়ে এক ছাতায় প্রেমের ঢল,
রঙিন সাজুক আমার শহর অনর্গল।

মেঘেরা ক্লিপ খুলেছে মন জুড়োয় খুশিতে,
হালকা হাওয়ায় সিম্ফোনিতে কাটছে আজ অবসর।

আধভেজা প্রহর, আধভেজা শহর।
আধভেজা তুমিও আর আধভেজা আমার সফর।

এর ফাঁকেই নাম না জানা ইচ্ছে,
ফের তোমাকে মন পাঠিয়ে দিচ্ছে।
বৃষ্টি শেষে তাও যে থাকে অল্প,
আবছা আলো আর না বলা গল্প।

তোমাকে মেঘ সাজিয়ে দিচ্ছি,
আর নিজেকে ঠিক সেভাবে বৃষ্টি ভেবে নিচ্ছি তারপর।

আধভেজা প্রহর, আধভেজা শহর।
আধভেজা তুমিও আর আধভেজা আমার সফর।

১২ ই জুন, ২০২০ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৮| ১২ ই জুন, ২০২০ দুপুর ২:২০

ভুয়া মফিজ বলেছেন: তিন নম্বরে কি নিজের কথা বললেন? ;)

যাক, আপনার উপর দিয়ে বেশ ঝড়-ঝাপ্টা গেল। এবার বড় করে একটা শ্বাস নেন। আর চোখ বন্ধ করে বলেন, ওম শান্তি!!! :)

১২ ই জুন, ২০২০ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: ৩ নং শুধু আমার না। সমস্ত বিবাহিতদের কথা বলেছি।

১৯| ১২ ই জুন, ২০২০ রাত ৯:২৩

চাঙ্কু বলেছেন: মেলাদিন আমরুজ খাই না।
৫ নাম্বারে ভালা কথা কইছেন!!
আজরাইল থেকে কেউ পালাতে পারে না। বুড়ি হয়ত মরে নিজেই আজরাইল হয়ে গেছে :-*

১২ ই জুন, ২০২০ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: এখনই আমরুজের সময়। বাজারে খুজলে পাবেন।

২০| ১৩ ই জুন, ২০২০ রাত ১:৩০

অনল চৌধুরী বলেছেন: আমাদের শান্তিনগরেই অনেকগুলি গাছ আছে। আমিন টাওয়ারের বিপরীত দিকে ঈষ্টার্ণ পেয়ারের পাশে লুৎফা একাডেমী স্কুলের ভিতর এখন ভবন না থাকলেও গাছটা আছে , যেখান খেকে ১৯৮৫-৮৬ সালে বন্ধুদের নিয়ে জামুরুল পেড়ে খেতাম।
আরেকটা আছে ঈষ্টার্ণ পয়েন্টের বিপরীতে আমিনবাগ সমসজিদের পাশে রাস্তার উপর। কিন্ত এটা থেকে কখনো পারিনি।
আর এখন সেই বয়সও নাই।
এখন ফল চুরি করলে এলাকার লোকজন দুর্নাম করবে !!!
কাল গাছ দুইটা দেখে আসেন ।

১৩ ই জুন, ২০২০ রাত ৩:০৩

রাজীব নুর বলেছেন: গতকাল সকালে এখানে এসেছিলাম।
পপুলারে নিয়ে গিয়েছিলাম সুরভিকে।

লুৎফা একাডেমীর অপর পাশে যে বিশাল বিল্ডিংটা আছে সম্ভবত (শেলটেকের) সেখানে প্রায়ই যাই। যেতে হয়।

২১| ১৩ ই জুন, ২০২০ রাত ৩:১৩

অনল চৌধুরী বলেছেন: আপনি কোন স্কুলে পড়তেন?
আমি লিটল জুয়েলস,লুৎফা একাডেমী আর উইলস লিটল ফ্লাওয়ার -তিনটাতেই পড়েছি।

১৩ ই জুন, ২০২০ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: আমি অনেক স্কুলে পড়েছি। রাজারবাগ পুলিশ লাইন্স, শান্তিবাগ স্কুল, মতিঝিল মডেল, শাহজাহানপুর রেলওয়ে, দীপ শিখা প্রি ক্যাডেট .।.।.।.।

২২| ১৩ ই জুন, ২০২০ দুপুর ১:১৩

অনল চৌধুরী বলেছেন: এসএসসি পর্যন্ত মাত্র ১০ বছরে ৭টা বিদ্যালয়ে পড়া কিভাবে সম্ভব!!!!

১৩ ই জুন, ২০২০ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: হে হে---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.