নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
দেশ চালাতে হলে বাজেট তো একটা দিতেই হবে। শুধু বাজেট দিলেই তো হয় না- সেই বাজেট বাস্তবায়ন করার ক্যাপাসিটি থাকা দরকার। কোনো বছরই বাজেট দেশের মানুষের মন মতো হয় না। পদ্মা সেতুর জন্য চীনাদের আনে, গ্যাস তুলতে বিদেশীদের আনে, বাজটের জন্য পশ্চিম থেকে অর্থনীতি ও ফাইন্যন্সের লোক আনার দরকার। প্রধানমন্ত্রী থেকে শুরু করে- মন্ত্রী এমপি নেতা, বড় বড় সরকারি কর্মকর্তারা সবাই'ই চিৎকার করে বলছেন, দেশে প্রচুর উন্নতি হচ্ছে। অথচ আমি কোনো উন্নয়ন দেখতে পাই না। আমি দেখি রাস্তায় বের হলেই ভিক্ষুক। ফুটপাতে লোকজন রাত্রিযাপন আর বেকার সমস্যা। হ্যা পদ্মা সেতু হচ্ছে। মেট্রোরেল হচ্ছে। এসব দিয়ে তো আর দেশে ভিক্ষুক বা দরিদ্র মানুষ কমবে না। বেকার কমবে না।
১৮ কোটি মানুষের জন্য আয় করতে ও তাঁদের জন্য সঠিকভাবে ব্যয় করার জন্য কমপক্ষে ২০/৩০ জন জ্ঞানীগুনী মানুষ দরকার। মুজিব কোট পড়লেই তো লোকজন মুজিব হয়ে যায় না। কিবরিয়া সাহেব, সাইফুর রহমান, মুহিত সাহেব, ক্রিকেট কামাল সাহেব এরা একই রকম বুদ্ধির মানুষ। প্রাইমারী স্কুলের শিক্ষক হলে তারা ভালো করতেন। যেই বাজেটের কারণে মানুষকে স্ত্রী ও সন্তানদের পেছনে ফেলে বিদেশে যেতে হয় কাজ করতে, উহা কিছুতেই উন্নত বাজেট হতে পারে না। বাজেট ঠিক মতো করতে জানলে, কোন বাঙ্গালীকে সৌদী বা মালোয়েশিয়া যেতে হতো না। যখন কোথাও আগুন লাগে, কোটি কোটি টাকার ক্ষতি হয়। মানুষ মরে। তখন দেখা যায় কটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় নি।
বর্তমান বিশ্ব একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, এখন চিকিৎসা খাত আলোচনা কেন্দ্রে, এতদিন আমাদের চিকিৎসার খাতের বেহাল দশা সেভাবে প্রকাশিত না হলেও, এখন স্পষ্ট হয়েছে খালি কলস বাজে বেশি। আফসোস ছাড়া কিছুই করার থাকে না আমাদের মত আমজনতার, তবুও 'বলে' কিছুটা হলেও মনের শান্ত্বনা পাওয়া যায়। দূর্নীতি একটি রাষ্ট্রকে কিভাবে ধীরে ধীরে শেষ করতে পারে- বাংলাদেশ মনে হয় সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। প্রতি বছর নিয়ম করে মন্ত্রনালয় গুলোতে বরাদ্দ দেওয়া হচ্ছে। বরাদ্দের টাকা গুলো যায় কই? আর কতদিন এভাবে চলবে? চলতেই থাকবে? সরকারের উচিত বাজেট করার সময় দেশের মানুষের মতামত নেওয়া। এই দেশ তো শুধু অর্থমন্ত্রীর না, সরকারের না। এই দেশ আমাদের সবার।
আমরা আমাদের মত, বিশ্ব আমাদের চিনবে বাংলাদেশ হিসাবে, উন্নত হলে আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বিশ্বে দাঁড়াবো কিন্তু যখন সরকারের সর্ব্বোচ পদধারী যখন বলে আমরা সিঙ্গাপুরের চেয়ে অর্থনেতিকভাবে উন্নত। আসলে উনি হয়তো উনাদের কথা বলেন। দেশের না। চুরি-চামারী-জোচ্চুরী-লুটপাটে আমরা আমাদের মতোই অনন্য তাই দেশটা অন্য কোনও দেশের মতো হবার কথা নয়। কাগজে কলমে উন্নয়ন দেখিয়ে, আসল সত্যিকারের উন্নয়ন না হয়ে হাজার হাজার কোটি টাকা নাই হয়ে যায়। টাকা গায়েবকারীরা বিদেশ গিয়ে জুয়া খেলে। নারী নিয়ে সমুদ্রের পাড়ে ঘুরে বেড়ায়। বিদেশে গাড়ি বাড়ি করে। দেশে রাজার হালে থাকে। দল বেধে সামান্য মাথা ব্যথার চিকিৎসা করাতে যায় সিঙ্গাপুর। এরাই আবার বড় বড় কথা বলে। লোকজন তাদের বাহবা দেয়। ভাগ্যহত আমরা জিম্মি সেই সব শ্রেণিদের কাছে- যারা শোষক এবং চোর। এমন উন্নয়নের লাগাম টেনে ধরতে হবে।
(ছবিঃ আমার তোলা)
১৩ ই জুন, ২০২০ রাত ২:৫৬
রাজীব নুর বলেছেন: মোবাইলে ম্যাসেজ এলে আমি ফিরেও তাকাই না। একদম ডিলিট।
২| ১৩ ই জুন, ২০২০ রাত ১:০১
আলআমিন১২৩ বলেছেন: দুটি বক্তব্য বেশ বলেছেন-১)খালি কলসি বাজে বেশি। ২)এমন উন্নয়নের লাগাম টেনে ধরতে হবে।--সেলুকাস। জন্মই আমাদের আজন্ম পাপ। আপনার আমার কথা কি এ পর্যনত কেউ শুনেছে? বা শনবে?শুধুই অরন্যে রোদন।
১৩ ই জুন, ২০২০ রাত ২:৫৭
রাজীব নুর বলেছেন: জনগনের কথা সরকারের শোনা উচিত। বুঝা উচিত।
৩| ১৩ ই জুন, ২০২০ রাত ১:১৬
সাহাদাত উদরাজী বলেছেন: আমি বাজেট টাজেট নিয়ে আর তেমন চিন্তা করি না, চিন্তা করি কি করে উপার্জন করবো এবং আরো আরো বেশি! হা হা হা, এটাই বেঁচে থাক্র মুল মন্ত্র। বাজেটে আমার কি আসে যায়!
১৩ ই জুন, ২০২০ রাত ২:৫৮
রাজীব নুর বলেছেন: বট গাছের নিচে দাড়ালে আপনার গায়ে বট গাছেরই ছায়া পড়বে।
৪| ১৩ ই জুন, ২০২০ রাত ১:২০
অনল চৌধুরী বলেছেন: ২০১৭ সালে আমি বাংলাদেশের জাতীয় বাজেট কেমন হওয়া উচিত,সে সম্পর্কে বিস্তারিত পরামর্শ দিয়ে লিখেছিলাম, যা ১১ এপ্রিল ২০০৭ এর যুগান্তরে প্রকাশিত হয়।
বাংলাদেশ উন্নত দেশ না হওয়া পর্যন্ত সেই পরামর্শগুলি প্রয়োজনীয়তা থাকবে।
১৩ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: সেই লেখাটার লিংক দেন। পড়ি।
৫| ১৩ ই জুন, ২০২০ রাত ১:২১
অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশের জাতীয় বাজেট কেমন হওয়া উচিত,সে সম্পর্কে বিস্তারিত পরামর্শ দিয়ে লিখেছিলাম, যা ১১ এপ্রিল ২০০৭ এর যুগান্তরে প্রকাশিত হয়।
বাংলাদেশ উন্নত দেশ না হওয়া পর্যন্ত সেই পরামর্শগুলি প্রয়োজনীয়তা থাকবে।
* প্রথম মন্তব্যটা কেটে দেবেন।
৬| ১৩ ই জুন, ২০২০ রাত ১:৩৩
চাঁদগাজী বলেছেন:
১৮ কোটী মানুষের জন্য আয় করা, সবাই যাতে সুখে শান্তিতে বাস করতে পারে সেটার ব্যবস্হা করা, মানুষের জন্য সঠিকভাবে ব্যয় করতে হলে তাঁকে অনেক চিন্তাশীল মানুষ হতে হবে।
১৩ ই জুন, ২০২০ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: আপনি যদি অর্থমন্ত্রী হতেন কি করতেন?
৭| ১৩ ই জুন, ২০২০ রাত ১:৪৬
চাঁদগাজী বলেছেন:
২০১৯ সালে, বাংলাদেশের জিডিপি মোটামুটি ২৯০ বিলিয়ন ডলার; মিনিষ্টার বলছে, এবার শতে ৮.২ হারে উহা বাড়বে; মানে, গত বছরের চেয়ে ২৪ বিলিয়ন ডলার বেশী হবে; ২০২০ সালের জন্য জিডিপি হবে, ৩১৪ বিলিয়ন ডলার। এই করোনায় ইহা কিভাবে সম্ভব? এই লোক বাটপার।
১৩ ই জুন, ২০২০ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: উনি হয়তো পারবেন। তাই বলেছেন। আর আজাইরা বললে আমরা দেখব। আগামী বছর তাকে মনে করিয়ে দি্ব।
৮| ১৩ ই জুন, ২০২০ রাত ৩:৩১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এতো উন্নয়নের পরেও আমি কানাডায় দেখি,কিছু লোক ভিক্ষা করে কিছু লোক মানবেতর জীবনযাপন করে।অবশ্য সংখ্যায় খুবই কম কিন্ত আছে।আয় বৈষম্য কম,যেটা বাংলাদেশে প্রকট।যেই হারে বড়লোক বাড়ছে সেই হারে ফকির বাড়ছে,তাই এতো ফকির
১৩ ই জুন, ২০২০ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: অসতভাবে যারা বড়লোক হয় তাদের আমি ঘিনা করি।
৯| ১৩ ই জুন, ২০২০ ভোর ৫:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাজেট নিয়ে ভেবে আমার কি লাভ?
আমি কে?
আমি কেউ না।
১৩ ই জুন, ২০২০ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: আপনি ''কেউ'' হোন।
১০| ১৩ ই জুন, ২০২০ সকাল ৭:২৭
ইসিয়াক বলেছেন:
গরীব মারা বাজেট।
১৩ ই জুন, ২০২০ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: দেশে এত এত গরীব অল্প কিছু গরীব মারা গেলে কোনো ক্ষতি হবে না।
১১| ১৩ ই জুন, ২০২০ সকাল ৯:৩০
মাহমুদুর রহমান বলেছেন: বাজেটে যেমন কারও মন মত হয় না তেমন কারো মন মত হলে দুই নম্বরি করার সুযোগ থাকতো না।সমস্যা হচ্ছে আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করি। আমরা নিজেদের স্বার্থের কথা চিন্তা করি।আপনি যেমন আপনার জন্য চিন্তা করেন আমাদের প্রতিনিধিরাও নিজেরা নিজেদের জন্য চিন্তা করেন।ফলে জনগণ আর প্রতিনিধিদের সম্পর্কের উদ্দেশ্য ব্যাহত হয়।আর শুরু হয় সব ধরনের জটিলতা।
১৩ ই জুন, ২০২০ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: জটিলতা থাকবেই। জটিলতা থাকবে না বেহেশতে।
১২| ১৩ ই জুন, ২০২০ সকাল ৯:৫১
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: আফসোস ছাড়া কিছুই করার থাকে না আমাদের মত আমজনতার, তবুও 'বলে' কিছুটা হলেও মনের শান্ত্বনা পাওয়া যায়
দিন শেষে এটাই সত্যি।
এনিওয়ে, ছবিটা ভালো লাগছে
১৩ ই জুন, ২০২০ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: ভালোবাসা ভাই।
১৩| ১৩ ই জুন, ২০২০ দুপুর ১:০৮
ইসিয়াক বলেছেন: আমাদের এলাকায় পর পর দুজন দুদিনে মারা গেছে। দুজনই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলো। কি ভয়াবহ অবস্থা। সেই বাসার লোকজন সর্বত্র ঘুরে বেড়াচ্ছে,বিনা বাধায়, এ সবের মধ্যে জীবন ও জীবিকার টানে অন্য এক সমান্তরালে দাড়িয়ে আছি। পুরোদমে টিউশনি করছি ,স্কুল করছি। আগের থেকে বেশি টিউশনি করতে হচ্ছে। প্রায় অর্ধেক টাকাতে পড়াতে হচ্ছে। আগে যেখানে বাসায় গেলে এক ঘন্টায় তিন হাজার নিতাম সেখানে এখন বারোশত টাকায় রাজী হতে হচ্ছে।অবশ্য সব ক্ষেত্রে নয়। কোচিং বন্ধ। তিনমাস স্কুল থেকে বেতন পাইনি। আমাদের স্কুল বাচ্চাদের তিন মাসের বেতন মওকুফ করে দিয়েছে। উপায় নেই।
যা হোক সেই কারণে ব্লগে আর আগের মতো সময় দেওয়া সম্ভব হচ্ছে না। আসবো মাঝে মাঝে কথা হবে নিশ্চয়। ভালো থাকুন।
নিরন্তর শুভকামনা।
১৩ ই জুন, ২০২০ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: ভয়াবহ অবস্থার মধ্যে আছেন।
১৩ ই জুন, ২০২০ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: ভয়াবহ অবস্থার মধ্যে আছেন।
১৪| ১৩ ই জুন, ২০২০ দুপুর ১:১১
অনল চৌধুরী বলেছেন: যুগান্তরের আর্কাইভ শুরু হয়েছে ২০১৩ সাল থেকে। তাই সেখান থেকে দেয়া যাচ্ছে না।
তবে আমার একটা বইয়ে লেখাটা আছে।
সেটা থেকে পরে দেবো।
আগে বাজেটের আগে লিখতাম।কিন্ত বাজেটে প্রণয়নে গুরুত্বপূর্ণ পরামর্শগুলি না মানায় এখন আর লিখি না।
এভাবেই এদেশে যোগ্যদের অবমূল্যায়ণ করে পুরো দেশেরই ক্ষতি করা হয়।
১৩ ই জুন, ২০২০ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: ওকে।
আমি কিছুদিন যুগান্তরে কাজ করেছিলাম।
১৫| ১৩ ই জুন, ২০২০ দুপুর ১:৫১
অনল চৌধুরী বলেছেন: আমি ২০০১ সালে যুগান্তরের প্রকাশকাল থেকেই সেখানে শিশুদের জন্যসহ রাজনীতি-অর্থনীতি বিভিন্ন বিষয় নিয়ে লিখতাম
তবে কাজ করিনি।
১৩ ই জুন, ২০২০ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: ওকে গুড।
আমি ''ঢাকা আমার ঢাকা'' পাতাতে কাজ করতাম। মানে ছবি তুলতাম।
১৬| ১৩ ই জুন, ২০২০ দুপুর ১:৫৭
উদাসী স্বপ্ন বলেছেন: লিংক দেখতে আসছিলাম কিন্তু এখানে উল্টা বাংলালিংকের সিম ধরায় দিবে সেটা বুঝি নাই
হে রাম কি খাম!
১৩ ই জুন, ২০২০ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: হে হে----
১৭| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: আপনি ''কেউ'' হোন।
কেউ হবার মত অত বড় মহামানব আমি নই । আমি সামান্য এক জন মানুষ ।। জীবনে সামান্যতম সুযোগ-সুবিধাও পাইনি । তাই কিছু হতে পারিনি। কেউ হতে পারিনি।
১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৭
রাজীব নুর বলেছেন: আমারও আপনার মতো অবস্থা। তবে আমি আশাবাদী। আমার হাতে এখনও সময় আছে।
১৮| ১৩ ই জুন, ২০২০ রাত ৯:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই সব বাজেটে কি আসে আর কি যায় । এসব নিয়ে না ভেবে আমি সব সময় ভাবি কেমনে বেশি করে টুপাই
কামানো যায়।
১৩ ই জুন, ২০২০ রাত ৯:৩৩
রাজীব নুর বলেছেন: হা হা হা---
১৯| ১৩ ই জুন, ২০২০ রাত ১১:১৮
বিজন রয় বলেছেন: বাজেট নিয়ে আমি যেটা ভাবি সেটা হলো.... প্রতিবছর ঘটা করে বাজেট করার দরকার কি?
১৪ ই জুন, ২০২০ রাত ১২:১৭
রাজীব নুর বলেছেন: দরকার।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০২০ রাত ১২:৪৯
নেওয়াজ আলি বলেছেন: আপনার মোবাইলে কি ম্যাসেজ আসছে সরকার কর বৃদ্ধি করেছে ।