নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমাদের শাহেদ জামাল (সাত)

১৭ ই জুন, ২০২০ বিকাল ৪:২৬



কিছুক্ষনের মধ্যেই হয়তো নাটক শুরু হবে।
নাটকের নাম 'মানবতা'। চমৎকার ভাবে মঞ্চ তৈরি করা হয়েছে। থিয়েটারের আসন সংখ্যা তিন শ'। আসন পরিপূর্ন। পুরো থিয়েটার এসি। এত মানুষ, পুরো থিয়েটার জুড়ে এত লাইটিং কিন্তু একটুও গরম না। চৎকার আধুনিক থিয়েটার। দর্শকগুলো ভদ্র, বিনয়ী। কেউ চেচামেচি করছে না। মোবাইলে কেউ চিৎকার করে কথা বলছে না। আজকের 'মানবতা' নাটকটি লিখেছেন রাজীব নূর খান। নাটকটি পরিচালনা করছেন শাহেদ এবং রাজীব। রাজীব শাহেদ জামালের দীর্ঘদিনের বন্ধু। ঘনিষ্ট বন্ধু। মানবতা নাটকে যারা অভিনয় করছেন- তারা থিয়েটার ভালোবাসেন। ভা্লোবাসা থেকেই নাটক করছেন। এখানে অর্থ মূখ্য বিষয় না। যারা মঞ্চের অভিনয় শিল্পী তারা নিজের আবেগ এবং তাগিদ থেকেই অভিনয় করেন। দেশের জন্য। দেশের প্রতি ভালোবাসা থেকেই।

দেশভাগের আগে মঞ্চ নাটক ছিলো কলকাতা কেন্দ্রিক।
আজও বাংলাদেশের মঞ্চ নাটক ঢাকা শহরের কয়েকটি অডিটোরিয়ামের গণ্ডি পেরিয়ে তেমন একটা বিস্তার লাভ করতে পারেনি। এটা প্রচন্ড দুঃখজনক। এও সত্য একটি নাটক মঞ্চস্থ করতে যে পরিমাণ টাকা খরচ হয়, শুধু টিকিট বিক্রি থেকে তা উঠে আসে না। মঞ্চনাটক শব্দটির মানে হলো দর্শনের জন্য যে স্থান। মঞ্চ নাটকের কথা ভাবলেই মাথায় আসে শেক্সপিয়রের নাম। শাহেদ জামাল মনে করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মঞ্চ নির্মাণ করা প্রয়োজন, যাতে করে সেখানে নিয়মিত নাটক হতে পারে। ভালো নাটক মানুষকে সচেতন করে, মহৎ করে। শাহেদ সস্তা আর শুধু কমেডি নাটক করবে না। তার নাটক দেখে মানুষ সভ্য হবে, বিনয়ী হবে। হৃদয়বান হবে, মানবিক হবে। শাহেদের চিন্তা পরিকল্পনা হলো সে শুধু নাটক দিয়ে মানুষকে বিনোদন দিবে না। দিবে শিক্ষা।

শাহেদ এতক্ষন বেঞ্চে শুয়ে ছিলো।
এখন উঠে বসলো। রমনা পার্ক হলো তার ভাবনা চিন্তা করার জায়গা। কেউ বিরক্ত করার নেই। ভাবনা চিন্তা করে রাখা মানে একটা কাজ অনেকখানি এগিয়ে রাখা। শাহেদ তার কাজ গুলো এগিয়ে রাখছে। খুব দ্রুতই তার স্বপ্ন গুলো বাস্তবে রুপ নেবে। তার দীর্ঘদিনের ইচ্ছা একটা নাটকের দল করবে। তার দল সারা বাংলাদেশ ঘুরে ঘুরে নাটক করবে। মানুষকে সচেতন করবে। তারা মুক্তিযুদ্ধ নিয়ে নাটক করবে। সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে নাটক করবে। ধর্ষনের বিরুদ্ধে নাটক করবে। কালো টাকার বিরুদ্ধে নাটক করবে। নাটক অনেক বড় হাতিয়ার। ধারালো তরোয়ালের চেয়ে বেশি শক্তশালী। বন্দুকের চেয়ে শক্তিশালী। তাদের নাটক দেখে মানুষের বিবেক জাগ্রত হবে। মানুষের বিবেক জাগ্রত হলে দেশের উন্নতি হবে। তাতেই শাহেদ খুশি।

দুপুরের দিকে পার্কে লোকজন কম থাকে।
বিকেলের দিকে লোকজনের সংখ্যা বাড়ে। এত লোকজনের মধ্যে সঠিক চিন্তা ভাবনা করা যায় না। শাহেদ মোবাইলে সময় দেখলো। বিকেল চারটা। দুপুরে কিছু খাওয়া হয়নি। অনেকক্ষন ধরেই পেট জানান দিচ্ছে তার খাবার চাই। পকেট একেবারে ফাঁকা। পেট তো আর বুঝে না পকেটে টাকা নেই। শাহেদ খাবারের সন্ধানে রমনা পার্ক থেকে বের হলো। তার জন্য কেউ খাবার নিয়েই বসে নেই। কোনো বন্ধু বান্ধব, এমন কি আত্মীয়স্বজন পর্যন্ত শাহেদের কোনো খবর নেয় না। তাদের চাকরি আছে, ব্যবসা আছে, ঘর সংসার আছে। শাহেদের কিচ্ছু নেই। কিচ্ছু নেই বলাটা ঠিক না। তার নীলা আছে। এখন পর্যন্ত কোনোদিন নীলা শাহেদকে দেখে বিরক্ত হয়নি। সারাদিন প্রচন্ড গরম গেছে। এখন ঠান্ডা বাতাস ছেড়েছে। রাতে মনে হয় বৃষ্টি হবে।

(ছবিঃ আমার তোলা।)

মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৪:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:




রাতে মনে হয় বৃষ্টি হবে। বৃষ্টি সম্ভবত জনজীবনে শান্তি এনে দিতে পারে।

১৭ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: এই সাময়িক শান্তিও কম না।

২| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৫:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Good evening.

১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩১

রাজীব নুর বলেছেন: শুভ সন্ধ্যা বড় ভাই।

৩| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৫:১৬

ইসিয়াক বলেছেন:




আমি আসলে প্রচন্ড ব্যস্ততার মধ্যে আছি। আগের চেয়ে দ্বিগুন বেশি কাজ করতে হচ্ছে। সেই কারণে ব্লগে সময় দিতে পারছিনা।পোস্ট না পড়ে মন্তব্য করতে চাই না। সেই কারণে একেকটা পোস্ট পড়ি তারপর মন্তব্য করি। আপনার সব পোস্টই আমি পড়ব। অসুবিধা নেই।তারপর মন্তব্য করবো।
এছাড়া নতুন উপন্যাসের এক জায়গাতে এমন ভাবে আটকে গেছি যে প্রচুর পড়াশোনা করতে হচ্ছে।
#Mental disorder উপর কিছু বইয়ের নাম বলতে পারবেন? একটু দরকার ছিলো।

১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

রাজীব নুর বলেছেন: সিগমুন্ড ফ্রয়েড এর বই পড়লেই হবে।

১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

রাজীব নুর বলেছেন: সিগমুন্ড ফ্রয়েড এর বই পড়লেই হবে।

৪| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৫

আমি রানা বলেছেন: নাটকে আমাকে সুযোগ দিয়েন ৪ বছরের অভিজ্ঞতা রয়েছে।

১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

রাজীব নুর বলেছেন: গ্রেট।
আমি নিজেও উদীচিতে গিয়ে বসে থাকতাম। ওদের অভিনয় দেখতাম।

৫| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বেচারা সাহেদ জামাল !! ্
ওর জন্য মায়াই লাগে !!
তবে তার কুড়েমির জন্য
রাগও হয়। কাজকর্ম করেনা
কেন? টোকাইরাওতো কাগজ
কুড়ায় তাদেরও স্বপ্ন আছে
কিন্ত তার নাই। বাপের হোটেলে
আর কত দিন !!! সামনে কঠিন দিন
আসতেছে রমনা পার্কে আর কত ঘুমাবে
এই অকর্মা সাহেদ জামাল?

১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

রাজীব নুর বলেছেন: মুরুব্বী আপনি বুঝবেন না।
কারন শাহেদ জামাল যে যুগে আছে আপনি সেই যুগে মুরুব্বী হয়ে গেছেন।

৬| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৪১

ইসিয়াক বলেছেন:






এই আপনি দয়া করে আমাকে নাটকের একটা চরিত্রে অভিনয়ের সুযোগ করে দিবেন। মঞ্চনাটকে অভিনয়ের পূর্ব অভিজ্ঞতা আছে। আমার অনেকদিনের শখ ,প্লিজ।

১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

রাজীব নুর বলেছেন: আচ্ছা, দেখি কি করা যায়।

৭| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:




আপনি ব্লগে ছোট একটা নাটক প্রকাশ করেন।

১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩১

রাজীব নুর বলেছেন: করবো। অপেক্ষা করুন।

৮| ১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যশোরে একটা নাটক দেখে ছিলাম।৬০ এর দশকে নাটকের নাম কালিন্দী।ঐ নাটকে সুচন্দা অভিনয় করেছিল। ঘুর্ণায়মান মঞ্চ,ঢাকায় এমন মঞ্চ নেই।কলকাতায় এমনই একটা মঞ্চে তাপসের অভিনীত নাটক দেখেছিলাম৭৬/৭৭এর দিকে।৭২থেকে৮০পর্যন্ত বেইলি রোডে নিয়মিত নাটক দেখতাম।কিন্ত রাজীব নূর লিখিত নাটক দেখা হয় নাই।হয়তো ৮০ পর লিখছেন।হুমায়ুন আহমেদ কে যখন অনুসরণ করছেন নাটক,সিনেমা বাদ যাবে কেন?

১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

রাজীব নুর বলেছেন: আমিও প্রচুর মঞ্চ নাটক দেখতাম।
বেইলী রোড তো বাসার কাছেই।

৯| ১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০১

কাছের-মানুষ বলেছেন: শাহেদের ইচ্ছাপূর্ণ হোক। আপনিও মানবিক নাটক লিখুন, আমরা পড়ব।

১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
শাহদ জামালের প্রতিভা আছে। আমার নাই।

১০| ১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের নাটকের যে অবস্থা এখন আর দেখি না ।
মাঝে মাঝে টিভিতে গোপাল ভাঁড়ের কার্টুন দেখি আর বিদেশি নাটক দেখি।

১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪০

রাজীব নুর বলেছেন: কোলকাতার আর্ট ফ্লিম গুলো দেখিতে পারেন। ভালো লাগবে।

১১| ১৭ ই জুন, ২০২০ রাত ৮:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি ইংরেজি আর ফরাসি দেখি।

১৭ ই জুন, ২০২০ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: ইঙ্গরেজি আমি বুঝি না। ফরাসি তো আরো বুজি না।

১২| ১৭ ই জুন, ২০২০ রাত ৮:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বেহেশতে কেবল সুখ আর সুখ।

১৭ ই জুন, ২০২০ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: সুখ চাই না।
সারা জীবন দুঃখ কষ্ট করছি। মরার পরও দুঃখ কষ্ট করবো।

১৩| ১৮ ই জুন, ২০২০ রাত ১:০২

নেওয়াজ আলি বলেছেন: সবাই আমরা মানবিক হই । জয় হোক মানবতার।

১৮ ই জুন, ২০২০ রাত ১:৩০

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১৪| ১৮ ই জুন, ২০২০ সকাল ৭:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: শাহেদের স্বপ্নটা ভালো। তবে মঞ্চ না থাকার জন্য হা-হুতাশ না করে পথনাটিকা তো করতেই পারে।

১৮ ই জুন, ২০২০ সকাল ১০:১৩

রাজীব নুর বলেছেন: জ্বী এটাও চিন্তার মধ্যে আছে দাদা।

১৫| ১৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০১

আমি সাজিদ বলেছেন: কোন নদীর ছবি এইটা ? শাহেদের খাবারের টাকা নেই কিন্তু মোবাইল আছে কেমনে ? মহিলা সমিতি নাট্য মঞ্চে নাটক দেখতে গিয়েছিলাম গেল ডিসেম্বরেই। প্রতিটা টিকেটের দাম এক হাজার টাকা, এবং টিকেট পাই নি আমি।

১৮ ই জুন, ২০২০ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: সাঙ্গু নদী।
মোবাইল আজকাল সবার আছে।
ভা্লো নাটকের টিকিটের দাম বেশি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.