নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বাঁচতে হলে খেতে হবেই।
মানুষের খাবার নিয়ে বাছবিচার কম করে না। জামা কাপড়ের দোকানে ভিড় না হোক খাবারের দোকান গুলোতে সারা বছরই ভিড় লেগেই থাকে। মানুষ প্রচুর খায়। সারাদিন খেতেই থাকে। খুব অল্প কিছু মানুষের খাবারের প্রতি আগ্রহ খুব কম। খাওয়াটা তাদে রকাছে যন্ত্রনার মতোন। আমার বড় ভাইকে কোনো খাবার দিলে সেটা সেখানেই পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা। এমন কি দিনের পর দিন। তাকে এক শ' বার খাওয়ার কথা মনে করিয়ে দিতে হয়। এদিকে আমার ছোট ভাইয়ের ছেলে আরিশ। চার বছর বয়স। তাকে খাওয়ার কথা বলতে হয় না। তাকে খাবার দিতে গেলেই বলবে, বেশি করে দাও। অবশ্য আমি খুব সামান্য খাই। কিন্তু খাবারটা সুস্বাদু হতে হবে। মজা হতে হবে। অনেকে আছে ক্ষুধা পেলেই সামনে যা পায় তাই খায়। আমি সেটা পারি না।
গরুর মাংস লোকজনের অনেক প্রিয়।
আমারও প্রিয়। আমার বাপ চাচাদের দেখেছি গরুর মাংস চুলা থেকে নামানোর আগেই খাওয়া শুরু করতো। ই্দানিং আমিও এটা করি। সুরভিকে বলি- 'দেখি লবন ঠিক আছে নাকি। অথবা দেখি মাংসটা শক্ত না নরম।' গরুর মাংস সাধারনত লোকে ভূনা বা ঝোল করে খায়। কেউ কেউ মাংসে আলুও দেয়। গরুর মাংস বাধাকপি দিয়ে খেয়েছেন? অথবা পেপে দিয়ে? পেপে গুলো বড় বড় করে কাটতে হয়। বুটের ডাল দিয়ে গরুর মাংস ভালোই লাগে। গরুর মাংস তেলে ভেজে খেয়েছেন? সব মশলা মিশিয়ে দিয়ে অল্প তেলে ভেজে? একটু শক্ত শক্ত লাগলেও খেতে চমৎকার লাগে। সেই পড়া মাংস গরম ভাত বা রুটিও ভালো লাগবে। ইলিশ মাছ খুব দারুন একটা মাছ। ইলিশের ডিমটা খেতে বেশ লাগে। বেহেশতে কি ইলিশ মাছের ডিম পাওয়া যাবে? ইলিশ মাছের ডিম দিয়ে করলা ভাজি খেয়ে দেখবেন। ভালো লাগবে। ইলিশ মাছের ভর্তাও খেতে দারুন লাগে। কলমি শাক দিয়েও ইলিশ মাছ দারুন লাগে।
আপেল কিভাবে খান?
হা হা হা। বোকার মতো প্রশ্ন করলাম। আপেল বিট লবন খেয়ে দেখবেন- অন্য রকম স্বাদ লাগবে। যদি ঝাল পছন্দ করেন তাহলে সাথে একটু মরিচের গুড়া দিয়ে নিবেন ভালো লাগবে। পেয়ারা খাওয়ার সময়ও লবন, মরিচে গুড়া আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিবেন। সেই রকম স্বাদ লাগবে। চিংড়ি মাছ একটা অদ্ভুত খাবার। সবচেয়ে বড় কথা বাজারে সারা বছরই চিংড়ি মাছ পাওয়া যায়। যে কোনো ভাজির সাথেই চিংড়ি মাছ খাওয়া যায়। ধরুন, ঢেঁড়স, চিচিংগা, করলা, লতি, বরবটি ইত্যাদি যে কোনো ভাজিতেই চিংড়ি মাছ দিলে খাবারের স্বাদ বহুগুন বেড়ে যায়। তাছাড়া যে কোনো শাকে চিংড়ি মাছ দিলে স্বাদ বাড়ে। বিশেষ করে লাল শাক আর পুই শা্ক। আজ সুরভি চিংড়ি ফ্রাই করেছে। গরম গরম চিংড়ি ফ্রাই খেতে দারুন লাগে। সাদা ভাত বা পোলাউ দিয়েও ভালো লাগে। অনেকে নুডুলস এ চিংড়ি দেয় সেটা আমার ভালো লাগে না। তবে নুডুলস এ মাংস দেওয়া যেতে পারে।
সেদিন কলকাতার একটা মুভি দেখলাম।
নাম 'মাছের ঝোল'। মুভিতে কই মাছ রান্না করে কমলা লেবু দিয়ে। এই খাবার আমি খেয়েছি ছোট বেলায়। আমার ফুপু দেশি কই মাছ রান্না করলেন কমলা লেবু দিয়ে। কিভাবে রান্না করছেন তা জানি না। কমলা লেবুর কোয়া গুলো একটুও ভাঙ্গেনি। বহু আগে খেয়েছিলাম স্বাদটা কেমন ছিলো আজ মনে নাই। তবে দেশি কই মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে ভালো লাগবেই। আমি আগে তেলাপিয়া মাছ খেতাম না। কোনো কারন নাই, এমনিই খেতাম না। একদিন গ্রামের বাড়ি গিয়েছি। খুব ক্ষুধা লেগেছিলো। চাচি ভাত দিলেন। মাছ দিলেন। ঝোল করে আলু আর বেগুন দিয়ে রান্না করেছিলেন। আমি তিন পিছ মাছ খেয়ে নিলাম। বড় বড় পিছ। চমৎকার লাগলো। খেয়ে বেশ আরাম পেলাম। পরে জিজ্ঞেস করার পর জানলাম মাছটা তেলাপিয়া ছিলো। আসলে যে কোনো খাবারই রান্না ভালো হলে আরাম করে খাওয়া যায়।
একদিন গ্রামের বাড়ি গিয়েছি।
আমাদের গ্রামের বাড়ি না। ব্যাক্তিগত এক কাজে। সেখানে পরিচিত এক লোকের সাথে দেখা। তিনিই জোর করে তার বাসায় নিয়ে গেলেন। দাওয়াত ছিলো না। এমনিতেই যাওয়া। গিয়ে দেখি তারা দুপুরে খেতে বসেছে। তাদের সাথে আমাকেও বসতে হলো। তারা অনেক ধনী। গ্রামের সবচেয়ে ধনী লোক। তাদের বাড়িটা দোতলা। খেতে বসে আমি অবাক। পুরো টেবিল ভরতি খাবার আর খাবার। ছোট মাছ, বড় মাছ, মাঝারি সাইজের মাছ থেকে শুরু করে মূরগী, গরু, খাসী সব রকম খাবার আছে। আমি মাংস খেলাম না। শুধু মাছ খেলাম। সব দেশী মাছ দারুন স্বাদ। এরকম ভালো রান্না বহুদিন খাই নি। মাটির চুলায় রান্না। গ্যাসের চুলার চেয়ে মাটির চুলার রান্না বেশী ভালো হয়। প্রচুর তেল আর মশলা দিলেই রান্না ভালো হয় না।
(ছবিঃ আমার তোলা। অবশ্য লেখার সাথে ছবির কোনো সামঞ্জস্য নেই। আসলে হাতের কাছে খাবারদাবারের কোনো ছবি পে্লাম না।)
১৮ ই জুন, ২০২০ রাত ১১:৫১
রাজীব নুর বলেছেন: আপেলের চোকলা ফেলে দিলেই হলো।
২| ১৮ ই জুন, ২০২০ রাত ১১:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খাবারে তেল কম খাওয়ার দরকার। তেল বেশী খেলে এসিড হবে। তখন মজা টের পাওয়া যাবে।
১৮ ই জুন, ২০২০ রাত ১১:৫২
রাজীব নুর বলেছেন: তেল কম খেতে হবে অবশ্যই। তেল রান্নার স্বাদ বাড়ায় না।
৩| ১৮ ই জুন, ২০২০ রাত ১১:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আল কুরআন না শুনে গান শুনতেন কেন?
আপনি গান বেশী শুনেন?
নাকি ওয়াজ বেশী শুনেন।
১৮ ই জুন, ২০২০ রাত ১১:৫২
রাজীব নুর বলেছেন: গান শুনি মনের আনন্দের জন্য।
ওয়াজ শুনি বিনোদনের জন্য।
৪| ১৮ ই জুন, ২০২০ রাত ১১:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানুষ খায় বাঁচার জন্য
খাবার জন্য বাঁচেনা।
তবে কেউ কেউ খাঁবার
জন্য অনেক সম্পদ করে
কিন্তু খেতে পারেনা।
১৯ শে জুন, ২০২০ রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: খেয়েই মানুষ বেঁচে থাকে।
৫| ১৯ শে জুন, ২০২০ রাত ১২:২৮
নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো।
১৯ শে জুন, ২০২০ রাত ১২:৩৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ১৯ শে জুন, ২০২০ ভোর ৬:১৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: পরিমান মতো খেতে হবে।সুষম খাবার খেতে হবে।
১৯ শে জুন, ২০২০ সকাল ১০:৩১
রাজীব নুর বলেছেন: তা তো অবশ্যই।
৭| ১৯ শে জুন, ২০২০ সকাল ৭:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পৃথিবীতে খাওয়ার মত আনন্দ আর কিছুতেই নেই।
১৯ শে জুন, ২০২০ সকাল ১০:৩১
রাজীব নুর বলেছেন: সম্ভবনা আছে।
৮| ১৯ শে জুন, ২০২০ সকাল ৭:৫৭
ইসিয়াক বলেছেন:
আমি ক্ষুধা সহ্য করতে পারি না। আর খাওয়া দাওয়ায় আমার কোন অরুচি নেই। ভোজন রসিক বলতে পারেন।
১৯ শে জুন, ২০২০ সকাল ১০:৩১
রাজীব নুর বলেছেন: ক্ষুধা আমিও সহ্য করতে পারি না।
৯| ১৯ শে জুন, ২০২০ সকাল ১১:৫৩
প্রেক্ষা বলেছেন: বাধাকপি দিয়ে গরুর মাংস আপনি খেয়েছেন কখনো? অসম্ভব মজার একটা রেসিপি এইটা। আর পেয়ারা বানানোর সময় ওতে হালকা একটু তেতুল দিবেন,স্বাদ দ্বিগুণ হয়ে যাবে।
১৯ শে জুন, ২০২০ দুপুর ১২:১৮
রাজীব নুর বলেছেন: তেতুল আমার পছন্দ না। তাই দেই না।
বাধাকপি দিয়ে গরুর মাংস খেয়েছি।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০২০ রাত ১১:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশে আপেল এমন একটা ফল যেটা ৬ মাস খোলা জায়গায় রেখে দিলেও পচবেনা। এটা পরীক্ষিত। আপনি পরীক্ষা করে দেখতে পারেন।
আমি মালয়েশিয়ার আপেলও পরীক্ষা করে দেখেছি। পচে না। তার মানে এর মধ্যে ঝামেলা আছে। সব ফল এখন আর খাওয়ার উপযোগী নেই।