নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৬০

১৯ শে জুন, ২০২০ সকাল ১০:৫৩



১। আল কোরআনে যখন জান্নাতের বর্ননা পড়ি খুব ভাল লাগে। মনে প্রশান্তি আসে। সাথে জাহান্নামের আজাবের বর্ণনা পড়ি ভয়ে গা শিউরে উঠে। মনে মনে শপথ করি আল্লাহ যা করতে আদেশ করেছেন তাই করব, যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকব। কিন্ত একটু পরই সব ভুলে যাই।

২। 'দুচাকায় দুনিয়া' লেখক- বিমল মুখার্জী।
ভূ-পর্যটক বিমল মুখার্জীর সাইকেলে চড়ে বিশ্ব-ভ্রমণের অমর আখ্যান। ২৩ বছরের ভারতীয় এক তরুন ১৯২৬ সালে একটা সাইকেল আর সামান্য কিছু টাকা নিয়ে পৃথিবী ভ্রমণে বেড়িয়ে পরেন। পুরো বিশ্ব ভ্রমণ করে ভারত ফিরে আসেন ১৯৩৭ সালে। পথে কত রহস্য কত রোমাঞ্চ, এমনকি তরুন হিটলারের সাথে দেখা পর্যন্ত। সে সব শুনুন তারই বয়ানে।

৩। তোমরা যারা কবি হতে চাও-
একটি সার্থক কবিতার জন্য আছে কিছু বিবেচ্য বিষয়, আছে কিছু কাব্যকৌশল। কবিত্ব অর্জন করা যায় না আসলে, কবিত্ব মানুষ আপনা আপনি পায়। আমার মতো করে লাইনের পর লাইন লিখে গেলেই, ঘুমপাড়ানি মাসীপিসীর মতো ছন্দ মিলিয়ে পঙ্ক্তি সাজালেই তা কবিতা হয় না!

৪। ভালো লেখক হতে হলে সর্বাগ্রে ভালো পাঠক হতে হবে। পাঠক হবার আগেই যদি সমালোচক হতে চাও, তবে তা হবে বোকামী। বিচারক হতে যেও না, আগে পাঠক হও। যদি শিখতে চাও, যদি জানতে চাও তবে পড়ো, ভক্তি নিয়ে পড়ো।

৫। আমি খুব ভাল একটা ছেলে। আমার সবচেয়ে ভাল দিক হল, কথাটা আমি বিশ্বাস করি!


(ছবিঃ আমার তোলা)

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২০ সকাল ১১:৪২

শোভন শামস বলেছেন: দু চাকায় দুনিয়া একটা সুন্দর ভ্রমন কাহিনি, প্রায় একশ বছর আগে ভু পর্যটক বিমল মুখার্জী দেখেছেন এবং সুন্দর করে লিখেছেন। একটা আনন্দময় ভ্রমন গল্প। ধন্যবাদ

১৯ শে জুন, ২০২০ দুপুর ১২:১৯

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২| ১৯ শে জুন, ২০২০ দুপুর ১২:৩২

কৃষিজীবী বলেছেন: ৫। আমি খুব ভাল একটা ছেলে। আমার সবচেয়ে ভাল দিক হল, কথাটা আমি বিশ্বাস করি!
এইটা আমিও বিশ্বাস করি

১। আল কোরআনে যখন জান্নাতের বর্ননা পড়ি খুব ভাল লাগে। মনে প্রশান্তি আসে। সাথে জাহান্নামের আজাবের বর্ণনা পড়ি ভয়ে গা শিউরে উঠে। মনে মনে শপথ করি আল্লাহ যা করতে আদেশ করেছেন তাই করব, যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকব।
এটা ভালো লক্ষণ


কিন্ত একটু পরই সব ভুলে যাই। ভক্তি নিয়ে পড়েন, আশাকরি ঠিক হয়ে যাবে।

১৯ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাইজান সুন্দর মন্তব্যের জন্য।

৩| ১৯ শে জুন, ২০২০ দুপুর ১২:৩৬

কল্পদ্রুম বলেছেন: দুই চাকায় দুনিয়া বইটা পড়বো।আমিও ভালো পাঠক।

১৯ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: রকমারিতে বললেই বাসায় এসে বই দিয়ে যাবে।

৪| ১৯ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর হয়েছে।

১৯ শে জুন, ২০২০ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বড় ভাই।

৫| ১৯ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৭

কাছের-মানুষ বলেছেন: দুই নম্বরের সাথে একজন কোরিয়ান লেখকের মিল আছে। সেই লেখকও তাঁর জমানো টাকা দিয়ে বিশ্ব ভ্রমণে বের হয়েছিলেন, এবং সেই অভিজ্ঞতার আলোকে একটি বই লিখেছিলেন যেটা খুবই জনপ্রিয় হয়েছিল কোরিয়াতে। সেই লেখক ইন্ডিয়া এবং বাংলাদেশেও এসেছিলেন যেটা তাঁর বইতে লিখেছিলেন।

ইন্ডিয়াতে তাঁর ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল, তিনি অজোপারা গায়ে গিয়েছিল, সেখানে বিদ্যুৎ ছিল না। বাদ্য হয়ে সম্ভবত রেল লাইনের নিচে বা মোটা কোন কনক্রিটের পাইপের নিচে শুয়েছিল। পরের দিন ঘুম থেকে উঠে দেখে তাঁর পাশে একজন মরা মানুষ, অন্ধকার ছিল তাই সারারাত তাঁর চোখ পরেনি লাশের উপর।

বাংলাদেশ সম্পর্কে তিনি লিখেছেন মশার কথা। এখানে প্রচুর মশা।

১৯ শে জুন, ২০২০ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: কোরিয়ান লেখকের নাম কি? বা বইটার নামই বা কি?

৬| ১৯ শে জুন, ২০২০ দুপুর ১:০২

নেওয়াজ আলি বলেছেন: ১) আল্লাহ যা বলছে তা মানলে দুনিয়াই স্বর্গ হতো। আমরা কেউ মানি না।
৩,৪) রাইট । একমত।
৫) আপনার ভালো লেখা পড়ে ভালো হতে চাই

১৯ শে জুন, ২০২০ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: ভালোবাসা ভাই।

৭| ১৯ শে জুন, ২০২০ দুপুর ১:১১

কাছের-মানুষ বলেছেন: আমার আসলে মনে নেই। আমি কোরিয়ান ভাষা শিখেছিলাম কোরিয়াতে , আমাদের ক্লাসে এক কোরিয়ান ম্যাডাম এই বইয়ের এবং লেখকের সম্পর্কে বলেছিলেন অনেক আগে। এটুকু মনে আছে তখন আমরা ক্লসের সবাই দারুন আনন্দ নিয়ে শুনছিলাম।

১৯ শে জুন, ২০২০ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: ওকে। ধন্যবাদ।
আমি খোজ লাগাতে চেষ্টা করবো।

৮| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:২৬

ইসিয়াক বলেছেন:



৩ নম্বরটা ভালো লেগেছে।সহমত।

১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: বন্ধু আছেন কেমন?

৯| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমরা ভালো ভালো অনেক কথা জানি, শুনি
মানুষকে তা করেতে ও উপদেশ দেই কিন্তু
দুঃখ আমরা নিজেরাই তা মানিনা, করিনা।

১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: হুম এরকম আছে বহু লোক।

১০| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৯

সুপারডুপার বলেছেন:



প্রথম কথা, আপনার জাহান্নামের আজাবের বর্ণনা পড়ার-ই দরকার কী ! শুধু জান্নাতের বর্ননা পড়বেন।

দ্বিতীয় কথা, আপনিতো জাহান্নামেই যেতে চান। তাহলে জাহান্নামের আজাবের বর্ণনা পড়লে ভয়ে গা শিউরে উঠযে কেন? জাহান্নামে যেতে হলে তো, আপনাকে মনে মনে শপথ করতে হবে : আল্লাহ যা করতে আদেশ করেছেন তা করবেন না , যা করতে নিষেধ করেছেন তা করবেন। আপনি অনেক স্ববিরোধীতায় ভোগেন তা নিজেই বুঝতে পারেন না।

তৃতীয় কথা, আপনার লেখাতে যেহেতু সাধারণ মানুষের চিন্তা ভাবনার প্রতিফলন থাকে, সেহেতু সহজেই বোঝা যায় , অবাস্তব ভয় দেখিয়ে ম্যাংগো পাবলিককে কিভাবে অতি দ্রুত কুপোকাত করা সম্ভব। যা নবী রাসূল প্রয়োগ করে দেখিয়ে দিয়েছেন, আর শাসক সম্প্রদায় প্রতিনিয়তই প্রয়োগ করে চলছেন।

১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য আমার পছন্দ হয়েছে।

১১| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৭

ইসিয়াক বলেছেন: মোটামুটি আছি। চাপা টেনশনে প্রায় সময় মাথা ভার হয়ে থাকছে।
# বাচ্চাদের বাড়িতে গিয়ে পড়াতে হচ্ছে। তারপর তাদের ব্যবহারটাও আগের মতো নাই। যেনো আমাকে দেখে তারাও আতঙ্কিত।
# গতকাল আমাদের রোড়ের দুই রোড় ওপাশে একজন ব্যাংকার হঠাৎ হার্ট এ্যাটাকে মারা গেছেন। সবাই বলছে করোনা। কে জানে কি।

১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: হায় হায়-----
করুন অবস্থা।

১২| ১৯ শে জুন, ২০২০ রাত ৮:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

কোরআন অর্থ সহ পড়ুন ভালো লাগবে ।
শিখতে পারবেন অনেক কিছু।

১৯ শে জুন, ২০২০ রাত ৮:৩৩

রাজীব নুর বলেছেন: কোরআন পড়েছি। অর্থ সহ পড়েছি।

১৩| ১৯ শে জুন, ২০২০ রাত ১১:২৬

নাসরীন খান বলেছেন: আমিও পড়ি।এর মধ্যে দুটো সিরিয়াল দেখেছি।ইউসূফ জোলেখ, দ্যা মেসেজ।আল্লাহর অস্তিত্বের উপর আরো বিশ্বাস ও শ্রদ্ধা বাড়াতে সাহায্য করে।

২০ শে জুন, ২০২০ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: গ্রেট।

১৪| ১৯ শে জুন, ২০২০ রাত ১১:২৬

নাসরীন খান বলেছেন: আমিও পড়ি।এর মধ্যে দুটো সিরিয়াল দেখেছি।ইউসূফ জোলেখ, দ্যা মেসেজ।আল্লাহর অস্তিত্বের উপর আরো বিশ্বাস ও শ্রদ্ধা বাড়াতে সাহায্য করে।

১৫| ২০ শে জুন, ২০২০ রাত ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কিছু কথা বলেছেন ।

২০ শে জুন, ২০২০ রাত ১:০৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.