নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এই সমাজ- ২৭

১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৫



এই করোনা কালে- ব্যাংকসহ বেসরকারী প্রতিষ্ঠান গুলো তার কর্মীদের সেলারি কমিয়ে দিচ্ছে। কর্মী ছাটাই করছে। বিশেষ করে মিডিয়াতে লোকজন বেশি ছাটাই হচ্ছে। ঘর ভাড়া তো দিতে হয়, পরিবারের খাওয়া খরচ আছে, ডাক্তার ওষুধ আছে। মানুষ দিশেহারা হয়ে পড়েছে। সরকারি চাকরিজীবি ছাড়া কেউ ভালো নেই। আমার সবচেয়ে খারাপ লাগে- রাস্তায় বের হলেই ভিক্ষুক। প্রচুর ভিক্ষুক। ভিক্ষুক আগেও ছিলো কিন্তু অতি মাত্রায় তাদের সংখ্যা অনেক বেড়ে গেছে। একদম ছোট ছোট বাচ্চাও ভিক্ষা করছে। আগে যে সমস্ত জায়গাতে ভিক্ষুক দেখা যেত না এখন সেখানেও ভিক্ষুক দেখা যাচ্ছে। যে দেশ উন্নয়নের মহাসড়কে সে দেশে এত ভিক্ষুক থাকবে কেন?

এই করোনা মহামারীর মধ্যেও অনেক কষ্ট করে প্রবাসীরা তাদের পরিবার বা আত্মীয়স্বজনদের জন্য দেশে ঠিকই টাকা পাঠাচ্ছেন! মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মানুষের সহ্যের বাধ ভেঙ্গে গেছে। মানুষের ক্ষোভ কোন পর্যায়ে গেলে ডাক্তারকে পিটিয়ে মেরে ফেলে। যদিও এটা কিছুতেই কাম্য নয়। ডাক্তারদের অবহেলা ( কিছু সংখ্যক বাদে) প্রতিদিনকার ঘটনা। হাসপাতালে হাসপাতালে ঘুরে অবশেষে রাস্তায় মৃত্যু। রোগী ও রোগীর স্বজনদের আর্তচিৎকারের করুন চিত্র কার চোখে না পড়েছে? এসবের পুঞ্জিভূত ক্ষোভ হয়তো ডাক্তারের উপর আক্রমণ। রাষ্ট্র ও শাসকশ্রেণীর অব্যবস্থাপনা আর ব্যর্থতাই এসব মৃত্যুর জন্য দায়ী। বড় বড় পদ গুলোতে অযোগ্য লোকজন বসে আছে। কোণ ত্রান চোরকে পিটিয়ে মারা হয় নি। কোনো দূর্নীতিবাজকে পিটিয়ে মারা হয়নি। কোনো রাজনীতিবিদকে পিটিয়ে মারা হইয়নি। নিশ্চয়ই কোনো গরীব মানুষ ডাক্তারকে পিটিয়ে মেরে ফেলেনি।

এদিকে লাদাখে চীনা বাহিনীর হামলায় ৭৬ ভারতীয় সেনা আহত। উপমহাদেশ অশান্ত হলে ভয় লাগে। চারপাশে আবদ্ধ ছোট এই দেশের উপর সব কিছুর প্রভাব কোন না কোনভাবে পরে যায়। চারিদিকে শুধু দুঃসংবাদ। ঢাকা-১৮ আসনের অভিভাবক, মাটি ও মানুষের নেত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সকলের প্রিয় জন মাতৃতুল্য এড. সাহারা খাতুন এম পি ICU তে। আশা করি উনি দ্রুত রোগ মুক্ত হয়ে ঢাকা ১৮ আসনের জনগনের সেবায় আবারো আত্মনিয়োগ করতে পারেন। আল্লাহ উনাকে দ্রুত সুস্থতা দান করুক, আমিন। আজ জানলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী করোনা আক্রান্ত। এদিকে শুনলাম, সাবেক এলজিইআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনও নাকি করোনা আক্রান্ত!

একের পর এক প্রকাশনী বন্ধ হয়ে যাচ্ছে।
প্রথমে পেন্সিল এরপর মধ্যমা, দীপনপুর, কবিতাক্যাফে, নালন্দা এসব নাকি বন্ধ হয়ে গেছে। এরপর কোন প্রকাশনী বন্ধ হবে? এই করুন অবস্থা শুধু কয়েকটি প্রতিষ্ঠানের নয়। এখন দীর্ঘশ্বাস ও দুঃসময় সমস্ত জাতির। সমস্ত বিশ্বের। এজন্য দায়ী করোনা নয়। দায়ী হলো- সমাজ ব্যবস্থার। রাষ্ট্র ব্যবস্থার। শাসন ব্যবস্থা। রাজনীতিবিদ। শিক্ষা ব্যবস্থা। দূর্নীতি। এই জাতি মূর্খ থাকতে ভালোবাসে তাই বইয়ের দোকান বন্ধ হবে এটা স্বাভাবিক ব্যাপার। এগুলোতে এখন টিশার্ট ও খাবার দোকান ভালো বিকোবে।

একটা কৌতুক দিয়ে লেখাটা শেষ করছি।
এক শিক্ষকের স্ত্রী মাঝরাতে উঠে দেখলেন, স্বামীর দু চোখ লাল, মাথার চুল এলোমেলো। পরীক্ষার খাতা খুলে একদৃষ্টে খাতার দিকে তাকিয়ে আছেন।
স্ত্রীঃ এ কী? রাত দশটা থেকে দেখছি এই খাতাটা নিয়েই বসে আছো ?
শিক্ষকঃ হ্যাঁ, ওকে কত নাম্বার দেব বুঝতে পারছি না।
স্ত্রীঃ কেন? কী লিখেছে?
শিক্ষকঃ লিখেছে, সম্রাট আকবর বিপদের দিনে জাঙ্গিয়া পড়িতেন না।
স্ত্রীর চোখ কপালে উঠে গেল। এ আবার কী? তিনি স্বামীকে প্রশ্ন করলেন, জাঙ্গিয়া পরিতেন না? মানে কি? তখন তো জাঙ্গিয়ার কোম্পানিই ছিল না!
শিক্ষকঃ সেটাই তো ভাবছি। কেন সে এটা লিখল।
স্ত্রী চলে গেলেন।

ভোর রাত্রে একটা হৈ হল্লার আওয়াজে স্ত্রীর ঘুম ভেঙে গেল। উঠে দেখলেন, স্বামী অত্যন্ত আনন্দের ভঙ্গিতে উন্মাদের মত সারা ঘরে নেচে বেড়াচ্ছেন, সারা ঘরে খাতা কলম ছড়ানো। স্ত্রীকে দেখে স্বামীর উল্লাস দ্বিগুণ বেড়ে গেল। স্ত্রীকে বললেন, গিন্নী, নাম্বার দিয়েছি।
স্ত্রীঃ কত দিয়েছ?
শিক্ষকঃ শূণ্য।
আশ্চর্য হয়ে স্ত্রী বললেন, সারারাত জেগে খাতা দেখে শুধু শূণ্য দিলে?
শিক্ষকঃ হ্যাঁ।
স্ত্রীঃ কিন্তু কেন?
শিক্ষকঃ মাল টুকলি করেছে।
স্ত্রীঃ টুকলি? তার মানে আরো অনেকে লিখেছে?
শিক্ষকঃ না।
স্ত্রীঃ তবে?
শিক্ষকঃ সে দেখতে ভুল করেছে। যারটা দেখে সে টুকেছে সে লিখেছিল, সম্রাট আকবর বিপদের দিনে ভাঙ্গিয়া পড়িতেন না"। আর সে লিখেছে সম্রাট আকবর বিপদের দিনে জাংগিয়া পড়িতেন না।

(ছবিঃ আমার তোলা।)

মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৫:০২

আমি তিতুমীর বলছি বলেছেন:



আপনি কি সংবাদ পত্রের কলাম লিখেছেন? দেশীয়, আন্তর্জাতিক, দলীয় শেষে আবার আপনার রসবোধের পরিচয়ও দিলেন!!

১৯ শে জুন, ২০২০ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: আমি একসময় পত্রিকা অফিসেই চাকরি করতাম। এখন কোনো পত্রিকার সাথে যুক্ত নাই।

ভালো থাকুন।

২| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৫:০৮

ইসিয়াক বলেছেন:


যাই হোক না কেন সভ্য সমাজে একজন ডাক্তারকে পিটিয়ে মেরে ফেলা কোন ক্রমেই সমর্থন যোগ্য নয়।

১৯ শে জুন, ২০২০ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: সহমত।

৩| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৫:১৮

ইসিয়াক বলেছেন:





কৌতুকটা ভালো লাগলো।

১৯ শে জুন, ২০২০ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: হে হে---

৪| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৫:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিকই তো।

১৯ শে জুন, ২০২০ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: বড় ভাই আমি সব সময় ঠিক কথাই বলতে চেষ্টা করি।

৫| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৫:২৯

আমি তিতুমীর বলছি বলেছেন:


আমি একসময় পত্রিকা অফিসেই চাকরি করতাম।
আপনার অন্য লেখার কথা বলতে পারবো না তবে এই লেখায় আপনার সাংবাদিক চরিত্র বেশ ফুটে উঠেছে।

১৯ শে জুন, ২০২০ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: উফ কি যে বলেন!!!
লজ্জা লাগে।

৬| ১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৯

অজানা তীর্থ বলেছেন: চোরা না শুনে ধর্মের কাহিনী, কুকুরের লেজ কখনো সোজা হবেনা....যাইহোক ভাই কৌতুকটা পড়ে আবার মন ভালো হয়ে গেছে। B-)

১৯ শে জুন, ২০২০ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: ওকে।

৭| ১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৫

কৃষিজীবী বলেছেন: করোনা কারো চোখ আবার কারো জাংগিয়া খুলে দিয়েছে

১৯ শে জুন, ২০২০ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: হুম।

৮| ১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মানুষের জেগে উঠার সময় হলো।

১৯ শে জুন, ২০২০ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: বিএনপির মতোন বাঙ্গালীর কোমরও ভেঙ্গে গেছে।

৯| ১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার যে ধরনের মেধা ও প্রজ্ঞা আছে আপনি যে কোন পত্রিকার সম্পাদকীয় বিভাগে খুব ভালো পারফরম্যান্স দেখাতে পারবেন বলে আমার বিশ্বাস।

১৯ শে জুন, ২০২০ রাত ৮:৩২

রাজীব নুর বলেছেন: না না। আপনি বাড়িয়ে বলেন।

তবে পত্রিকা অফিস কিভাবে চালাতে হয় তা জানি।

১০| ১৯ শে জুন, ২০২০ রাত ৮:২৫

রানার ব্লগ বলেছেন: শেষ টা অনবদ্য !!!

১৯ শে জুন, ২০২০ রাত ৮:৩২

রাজীব নুর বলেছেন: ভালোবাসা ভাই।

১১| ১৯ শে জুন, ২০২০ রাত ৯:১৭

সাইন বোর্ড বলেছেন: সময়টা খারাপ, মানুষ খুব বিপদের মধ্যে আছে ।

কৌতুক পড়ে পুলকিত হইছি ।

১৯ শে জুন, ২০২০ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ১৯ শে জুন, ২০২০ রাত ১০:২৪

ঢাবিয়ান বলেছেন: দেশের অবস্থা শোচনীয়। স্বৈরাচারী সরকারের পক্ষে কখনই সম্ভব নয় দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলা করা।

১৯ শে জুন, ২০২০ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: আমাদের আশাবাদী হতে হবে।

১৩| ২০ শে জুন, ২০২০ রাত ১২:২১

সেলিম আনোয়ার বলেছেন: দেশের পরিস্থিতি কোন দিকে যাচে্ছ মনে হয় খুব খারাপ কিছু অপেক্ষা করছে । দুর্ভিক্ষ হলে খুব ভয়ানক পরিস্থিতি অপেক্ষমান । এদিক দিয়ে আমেরিকার সামনে নাকি আরো খারাপ অপেক্ষমান ।

শেষটায় বেশ আনন্দ পাওয়া গেল ।

২০ শে জুন, ২০২০ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: যত গর্জে তত বর্ষে না।

১৪| ২০ শে জুন, ২০২০ ভোর ৪:৩৭

নেওয়াজ আলি বলেছেন: জাপান দিয়ে শুরু হলো মাত্র

২০ শে জুন, ২০২০ সকাল ১১:৪১

রাজীব নুর বলেছেন: আল্লাহ ভরসা।

১৫| ২০ শে জুন, ২০২০ সকাল ৮:১২

বিজন রয় বলেছেন: এই সমাজ-২৭!

আপনার এই সমাজ একটি সামাজিক দলিল হয়ে থাকুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.