নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমার যদি করোনা হয়- আমি কি চিকিৎসা পাবো? কোনো হাসপাতালে কি ভর্তি হতে পারবো? সিএমএইচ এ ভর্তি হতে পারবো? এই চিন্তাটা হলো- ব্যর্থ রাষ্ট্রের ফলাফল। ভিভিআইপি দিয়ে ভরা প্রতিটা হাসপাতাল। কোন সিট খালি নেই। আমার জন্য তো প্রধানমন্ত্রী, কোনো মন্ত্রী, এমপি বা সচিব নির্দেশে দিবেন না। উপরের নির্দেশ ছাড়া তো কিছু সম্ভব না। যে দেশ উন্নয়নের মহাসড়কে সেই দেশে কেন আমাকে চিকিৎসা নিয়ে চিন্তা করতে হবে?
বাংলাদেশের অধিকাংশ মানুষ কোন না কোন রোগে আক্রান্ত। করোনা বিপর্যয় শুরু হওয়ার অনেক অনেক আগে এর পূর্বাভাস পেয়েছে সরকার। কিন্তু এরা এতটাই দুর্নীতি আর মুজিববর্ষ নিয়ে মেতেছিল যে গুরুত্বসহকারে করোনা বিপর্যয় ঠেকানোর তেমন কোন ব্যবস্থা নেয় নাই। যারা অন্যায় অনিয়ম হৃদয়ে ধারণ করে তারাই কেবল দেশের এই সবচেয়ে ভঙ্গুর ও নাজুক স্বাস্থ্য ব্যাবস্থা নিয়ে বড়াই করতে পারে।
অবশ্য কেউ উন্নত চিকিৎসা পেয়েও মৃত্যুকে ঠেকাতে পারে না। আবার অনেকে পর্যাপ্ত চিকিৎসা না পেয়েও আল্লাহর অশেষ রহমতে সুস্থ্য হয়ে ওঠেন। মাননীয় মন্ত্রী মোহাম্মদ নাসিমের কি চিকিৎসা অপর্যাপ্ত ছিলো। অনেক বিশেষজ্ঞ চিকিৎসক মারা গেছেন তারা কি চিকিৎসা পা্ন নি? সুতরাং কাউকে দোষারোপ করা ঠিক নয়। ভাগ্যে যা আছে তাই ঘটবে।
বদি সারের জন্য আমারো মনটা খুব খারাপ। আশা করি উনি শত্রুদের মুখে ছাই দিয়ে একদিন পতাকা উড়িয়ে দেশের উন্নয়নের জন্য ঘুরে বেড়াবেন। বদি ভাইয়ের জন্য মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডা-ফার্মেসি সবখানে দোয়ার আয়োজন করা হউক। মানুষের দোয়ায় কাজ হয়। কেউ মন থেকে দোয়া করলে সেই দোয়ায় কাজ হয়। প্রমানিত।
নারায়ন গঙ্গোপাধ্যায় এর টেনিদার বইয়ে 'উস্টুম ধুস্টুম' এর ব্যবহার পাই। পূর্ব বাঙলায় এটা একটু বদলে উস্টুম ধাস্টুম হয়ে গেছে। এর অর্থ- বড় আকারে, অনেক বেশি, ব্যাপক, লাগাতার এই রকম। যেমন উস্টুম ধাস্টুম মার দেয়া, উস্টুম ধাস্টুম খাওয়া দাওয়া এই আর কি।
কোভিড ১৯ ভাইরাসের ব্যপারে অধিকাংশ মানুষের কোন সঠিক তথ্য কিংবা ধারণা নেই। আমারো নেই। আমাদের সামনে অশুভ দিন অপেক্ষা করছে, এই বাস্তবতাকে মাথায় রেখে সরকার এবং নাগরিকদের ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়া উচিত ছিলো। সেটি সম্ভব হয়নি। এখন আক্ষেপ এবং আকাশের পানে চেয়ে থাকার বিকল্প দেখছি না।
২২ শে জুন, ২০২০ বিকাল ৩:০০
রাজীব নুর বলেছেন: আপনার বয়স হয়েছে। আপনাকে খুব সাবধানে থাকতে হবে।
২| ২২ শে জুন, ২০২০ দুপুর ২:৪৪
নেওয়াজ আলি বলেছেন: বিভিন্ন অনলাইন নিউজে দেখতেছি ওয়বাদুল কাদের করোনার আক্রান্ত । জানি না সত্য মিথ্যা । সে বলেছে শক্তিশালী অনেক।
২২ শে জুন, ২০২০ বিকাল ৩:০১
রাজীব নুর বলেছেন: কি বলছেন??? জানি না। আসলে চারিদিকে এত গুজব।
৩| ২২ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৪
পদাতিক চৌধুরি বলেছেন: নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কথাটা এ প্রসঙ্গে হেব্বি লেগেছে। ++
শুভেচ্ছা প্রিয় ছোট ভাইকে।
২২ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
৪| ২২ শে জুন, ২০২০ বিকাল ৪:০২
জুন বলেছেন: আমি ইদানীং অমিতাভ বচ্চনের মত চ্যাবন প্রাশ খাইতেছি করোনাকে কুপোকাত করার জন্য
২২ শে জুন, ২০২০ বিকাল ৪:০৯
রাজীব নুর বলেছেন: এর চেয়ে ভালো মধু।
৫| ২২ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: এর চেয়ে ভালো মধু।
মধু কিন্তু মৌমাছির বমি!
ওয়াক! থু থু।
২২ শে জুন, ২০২০ রাত ১০:৩০
রাজীব নুর বলেছেন: হায় হায়---
৬| ২২ শে জুন, ২০২০ বিকাল ৪:৫১
ইসিয়াক বলেছেন:
বদির জন্য আমার কোন সহানুভূতি নাই।
২২ শে জুন, ২০২০ রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: সে তো একজন মানুষ।
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০২০ দুপুর ১:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
করোনা যে হারে উষ্টুম ধাষ্টুম প্রাণ নিতেছে
তা নিযে খুব্ই চিন্তার মধ্যে আছিন!! সে তো
এখন আর মন্ত্রী মনিস্টিার কেয়ারই করেনা।