নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
পৃথিবীটাকে সুন্দর করে সাজাতে চাই আমি
সাজানোর জন্য কিছু মৃত মানুষ ফিরে আসা খুব দরকার
আমি যদি বিজ্ঞানী হতাম তাহলে চেষ্টা করতাম
এদের ফিরিয়ে আনতে- আইনস্টাইন, ডারউইন,
সক্রেটিস, রবীন্দ্রনাথ এবং পীথাগোরাস।
এখন যারা বুদ্ধিজীবি আছেন, তাদের দিয়ে সম্ভব নয়
একদল মহৎ মৃত মানুষ ফিরে এসে সেমিনার করবে
সারা বিশ্বের মানুষ তা দেখবে
তাদের প্রচন্ড আলোড়নই শেষ পর্যন্ত জাগিয়ে তুলবে
প্রবল জীবনতৃষ্ণা, মনুষ্যজীবনের শ্রেষ্ঠ বোধ
শ্রেষ্ঠকে অনুসন্ধান ও প্রাপ্তির ক্ষান্তিহীন বাসনা।
মৃত মানুষদের ফিরিয়ে আনা খুব বেশি অসম্ভব নয়
মানুষকে পুনরায় সৃষ্টি করতে হলে-
দেহের একটি পরমানু খুঁজে পেলেই হবে আমার
এক একটা পরমানুর ভেতরে
একটি করে জ্যান্ত মানুষ ধূলিরুপে মানুষের দেহে'ই লেগে থাকে
কাজেই কোটি কোটি অনু দিয়েই মৃত মানুষদের
আবার পৃথিবীতে নিয়ে আসা সম্ভব
আগে জানতে হবে- মানুষ কি?
আসলে মানুষ বলতে কোনো কিছু নেই
কোটি কোটি এ্যাটম (Atom) একত্রে জড় করে মানুষ সৃষ্টি করা হয়েছে
আমাদের মনে রাখতে হবে- ঈশ্বর সবসময়ই শুভ ও মঙ্গলের পক্ষে।
২২ শে জুন, ২০২০ রাত ১১:১৫
রাজীব নুর বলেছেন: নিশ্চয়ই কেউ হিটলারকে ফিরিয়ে আনতে চাইতো না।
২| ২২ শে জুন, ২০২০ রাত ১০:৪২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভালো চিন্তা,চেষ্টা করতে থাকুন।একদিন না একদিন সফল হবেন এই কামনা করি।
২২ শে জুন, ২০২০ রাত ১১:১৬
রাজীব নুর বলেছেন: আমার চেষ্টা অব্যহত আছে।
৩| ২২ শে জুন, ২০২০ রাত ১০:৪৪
কৃষিজীবী বলেছেন: তিনবার পড়লাম, বলেন তো কেন?
২২ শে জুন, ২০২০ রাত ১১:১৬
রাজীব নুর বলেছেন: কারন আমি কি লিখেছি তা বুঝতে চেষ্টা করলেন।
৪| ২২ শে জুন, ২০২০ রাত ১১:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: কু বলিবো না।কু শুনিবো না। কু দেখিবো না।
২২ শে জুন, ২০২০ রাত ১১:১৬
রাজীব নুর বলেছেন: ওকে।
৫| ২২ শে জুন, ২০২০ রাত ১১:৫৪
নেওয়াজ আলি বলেছেন: ঈশ্বর সবসময় শুভ চিন্তক । আমরা ঈশ্বরের অবাধ্য
২৩ শে জুন, ২০২০ রাত ১২:৫২
রাজীব নুর বলেছেন: জ্বী।
৬| ২৩ শে জুন, ২০২০ ভোর ৫:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পৃথিবীটা স্বর্গের চেয়েও সুন্দর।
অনেক মানুষ সেটা বুঝতে চায় না।
কিংবা বুঝতে পারে না।
২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৯
রাজীব নুর বলেছেন: সুখে আছেন তো,বুঝেন না- মানুষ কত কষ্টে আছে।
৭| ২৩ শে জুন, ২০২০ সকাল ১১:০৫
নীল আকাশ বলেছেন: খুব সুন্দর একটা থীমের উপর লিখেছেন। আমি আপনার সাথে একমত।
২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৯
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৮| ২৩ শে জুন, ২০২০ বিকাল ৪:১৯
ইসিয়াক বলেছেন:
সুন্দর
২৩ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৯| ২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: সুখে আছেন তো,বুঝেন না- মানুষ কত কষ্টে আছে।
আমি সুখে আছি সেই জন্য আমাকে অমানুষিক পরিশ্রম করতে হয় । অনেক মানুষই সেটা করতে চায় না। তারা সুখে থাকবে কি করে।
২৩ শে জুন, ২০২০ রাত ৮:১৪
রাজীব নুর বলেছেন: ওকে। ভালো।
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০২০ রাত ১০:৪০
কল্পদ্রুম বলেছেন: মৃত মানুষকে ফিরিয়ে আনা গেলে ভালোই হতো।তাহলে কবি এবং বিজ্ঞানী ছাড়াও আরো কিছু মানুষকে ফিরিয়ে আনা যেত।