নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

লাল নীল সাদা

২৩ শে জুন, ২০২০ রাত ১:৫৬



ঢাকা শহরটা কিন্তু বড্ড অদ্ভুত
একদিন ভর দুপুরবেলা আমি
মিরপুর স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে ছিলাম
হাতে কোনো কাজ নেই- কি করবো? কোথায় যাবো?
কিছুই পূর্বনির্ধারিত নয়!
গলা শুকিয়ে কাঠ
মাথার উপরে গনগনে সূর্য, চলছে আষাঢ় মাস
অথচ সূর্যের তাপ দেখে মনে হচ্ছে গ্রীষ্মকাল।

ফুটপাতে আখের রস বিক্রি হচ্ছে খুব
খাবো কিনা বুঝতে পারছি না
ঠিক এই সময় দেখতে পেলাম-
একমেয়ে রিকশায় করে আমার দিকেই আসছে
মেয়েটির চোখে মুখে দিশেহারা ভাব
রিকশাওয়ালা আমার সামনে রিকশা থামিয়ে
মেয়েটিকে ধমকের সুরে বলল, নামেন রিকশা থিক্কা। যত্তসব!
আমি মেয়েটির মুখের দিকে তাকালাম
ভীষন মায়াময় একটি মুখ।
কি সুন্দর করেই না চোখে কাজল দিয়েছে!
হালকা নীলের মধ্যে ছোটবড় সাদা সাদা ফুল আঁকা শাড়ি পড়েছে
শাড়ির কুচি গুলোর ভাঁজ সমান
কোনো হৃদয়বান পুরুষের পক্ষে
সুন্দরী মেয়ের সাথে খারাপ ব্যবহার করা সম্ভব না
শুধু মাত্র রিকশাওয়ালাদের পক্ষেই সম্ভব।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০২০ রাত ২:৩৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এক গ্লাস আখের রশ খাইয়ে দিতেন।

২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: শুধু আখের রস না দুপুরে একসাথেই খেয়েছি।

২| ২৩ শে জুন, ২০২০ ভোর ৫:২৮

নেওয়াজ আলি বলেছেন: সৃজনশীল লেখা।

২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আলি ভাই।

৩| ২৩ শে জুন, ২০২০ ভোর ৫:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঢাকা পৃথিবীর সব চেয়ে সেরা শহর।
আমি ঢাকাকে ভালা পাই।

২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: আবেগ থামানো মুশকিল।

৪| ২৩ শে জুন, ২০২০ সকাল ৭:০৯

ডঃ এম এ আলী বলেছেন:



শাহ আলী বোগদাদী তার একশত সঙ্গী সাথী নিয়ে আসন গেড়েছিলেন মিরপুরে, চৌদ্দশতকের শুরুর দিকে। সুবেদার মীর জুমলা ঢাকায় এসেছিলেন ষোলশ ষাট এ । আমি প্রথম মিরপুরে গিয়েছিলাম ১৯৬০ এ। সে সময়কালে মিরপুরের অধিকাংশ অঞ্চলই ছিল পানিমগ্ন এবং জংগলাকীর্ণ। টিলাটক্করও ছিল বিস্তর। পর্বতা নামটি এর সাক্ষ্য বহন করে আজতক। বর্তমানে মিরপুর একটি ঘনবসতি এলাকা হিসাবে গড়ে উঠছে। সরকারি বেসরকারি অফিস আদালত ব্যবসাপ্রতিষ্ঠান উঠে আসছে মিরপুরে। ভবিষ্যতে সচিবালয়ও আসবে। ছয় সাতশ বছর পরও মিরপুর তৃপ্তিদায়ক মহিমাময় অঞ্চল হিসাবেই থাকবে। এমন একটি জায়গায় রিক্সাওয়ালা একজন মেয়েমানুষের প্রতি এমন নিষ্টুর স্বরে কথা বলবেন তা মেনে নেয়া যায়না । রিক্সা চালকদের জন্য শিক্ষা আলো জ্বালতে হবে । রিক্সা যারা চালায় তাদেরকে আমি রিক্সাওয়ালা বলতে নারাজ। তারা রিক্সার মালিক নয়, তাই তাদেরকে রিক্সাচালক হিসাবে অভিহিত করা হোক । বাড়ীর মালিকদেরকে যেমন বাড়ীওয়ালা বলা হয় তেমনি রিক্সার মালিকদেরকেই বলা হোক রিক্সাওয়ালা ।

শুভেচ্ছা রইল

২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আজ থেকে রিকশা চালক বলব।
মিরপুরে সুরভিদের বাড়ি।

৫| ২৩ শে জুন, ২০২০ সকাল ৭:২৫

পারভীন শীলা বলেছেন: ভালো লাগলো।ভালো থাকবেন।

২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন শীলা।

৬| ২৩ শে জুন, ২০২০ সকাল ৮:৪৬

রুদ্র আতিক বলেছেন: বেচারির অপরাধ কি ? সেইটা কি জানা গেছে ? নাকি কেবলই বিমোহিত হয়েছিলেন, মনেই ছিল না জিজ্ঞেস করার ! @নুরলইসলা০৬০৪ খারাব বলেন নি কিন্তু । খাইয়েছিলেন ?

২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: বিমোহিত হয়ে গিয়েছিলাম কথা সত্য।

৭| ২৩ শে জুন, ২০২০ সকাল ৯:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

শাহ আলী বোগদাদী তার একশত সঙ্গী সাথী নিয়ে আসন গেড়েছিলেন মিরপুরে, চৌদ্দশতকের শুরুর দিকে। সুবেদার মীর জুমলা ঢাকায় এসেছিলেন ষোলশ ষাট এ । আমি প্রথম মিরপুরে গিয়েছিলাম ১৯৬০ এ। সে সময়কালে মিরপুরের অধিকাংশ অঞ্চলই ছিল পানিমগ্ন এবং জংগলাকীর্ণ। টিলাটক্করও ছিল বিস্তর। পর্বতা নামটি এর সাক্ষ্য বহন করে আজতক। বর্তমানে মিরপুর একটি ঘনবসতি এলাকা হিসাবে গড়ে উঠছে। সরকারি বেসরকারি অফিস আদালত ব্যবসাপ্রতিষ্ঠান উঠে আসছে মিরপুরে। ভবিষ্যতে সচিবালয়ও আসবে। ছয় সাতশ বছর পরও মিরপুর তৃপ্তিদায়ক মহিমাময় অঞ্চল হিসাবেই থাকবে। এমন একটি জায়গায় রিক্সাওয়ালা একজন মেয়েমানুষের প্রতি এমন নিষ্টুর স্বরে কথা বলবেন তা মেনে নেয়া যায়না । রিক্সা চালকদের জন্য শিক্ষা আলো জ্বালতে হবে । রিক্সা যারা চালায় তাদেরকে আমি রিক্সাওয়ালা বলতে নারাজ। তারা রিক্সার মালিক নয়, তাই তাদেরকে রিক্সাচালক হিসাবে অভিহিত করা হোক । বাড়ীর মালিকদেরকে যেমন বাড়ীওয়ালা বলা হয় তেমনি রিক্সার মালিকদেরকেই বলা হোক রিক্সাওয়ালা ।

সহমত।

২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: আমিও সহমত।

৮| ২৩ শে জুন, ২০২০ সকাল ১০:৪৭

নীল আকাশ বলেছেন: নীল শাড়িতে প্রতিটা মেয়েকেই অপ্সরী মনে হয়। নীলের সাথে মেয়েদের মনে হয় কোন গভীর সর্ম্পক আছে।

২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: সম্ভবনা আছে।

৯| ২৩ শে জুন, ২০২০ বিকাল ৪:২২

ইসিয়াক বলেছেন:




ভালো

২৩ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বন্ধু।

১০| ২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে চায়না বিশেষজ্ঞরা তো দেখেছি হতাশ হয়ে গেছে।

২৩ শে জুন, ২০২০ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: বাইরে থেকে কেউ এই দেশে এলে হতাশ হবেই।

১১| ২৩ শে জুন, ২০২০ রাত ৮:৫৯

কল্পদ্রুম বলেছেন: বাংলাদেশের রিকশাচালকদের ব্যবহার খুব খারাপ।বিশেষ করে মাঝ বয়সী রিকশাচালকদের।অল্প বয়সীগুলোর সাথে আবার চাইলে গল্প করা যায়।

২৩ শে জুন, ২০২০ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: আপনি অভিজ্ঞ মানুষ।

১২| ২৪ শে জুন, ২০২০ রাত ১২:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: রিক্সা ওয়ালারে দুইটা চড় দিলেন না কেন ?

২৪ শে জুন, ২০২০ রাত ১:১৮

রাজীব নুর বলেছেন: আমি ভাই কোনো দিন কাউকে চড় দেই নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.