নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৬১

২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৩২



১। এক লোক তার বন্ধুকে বলছেঃ আমি আমার বউকে অনেক ভালবাসি। প্রতিদিন অফিসে যাওয়ার আগে আমি তাকে চুমু খাই।

২। দি পারস্যুট অব হ্যাপিনেস-ভীষণ আবেগি একটি ছবি। সত্যি ঘটনা নিয়ে ছবি। অসাধারণ অভিনয়। উইল স্মিথের জীবনে সেরা ছবি।

৩। আপনার চোখকে উজ্জ্বল রাখতে...বেগানা নারী থেকে চোখ নামিয়ে নিন, এতে আপনার চোখ ঝকঝকে ও মন পরিশুদ্ধ থাকবে।

৪। ঈশ্বর যদি মানুষকে অন্তত একদিনের জন্যে অন্যের মনের কথা পড়ার ক্ষমতা দিতেন তাহলে নব্বই ভাগ মানুষ কেউ কারো সাথে থাকতে পারত না।

৫। মানুষ চোখ কান মুখ নিয়ে সারাদিন যুদ্ধ করে যেতে পারে কিন্তু মনের শান্তি ছাড়া রাতের ঘুম খুঁজে পায় না।

৬। শয়তান যদি পাঞ্জাবি-পাজামা-টুপি পরে এসে বলে, ইসলামকে রক্ষার জন্য তোমরা একজন আরেক জনের বাড়িতে আগুন ধরিয়ে দাও, মানুষজন তাই করবে। ধর্ম সম্পর্কে এদেশের মানুষ এতটাই মূর্খ।

৭। রিফাত প্রিয় ক্রিকেট টিমের ফাইনাল খেলা দেখার জন্য অনেক কষ্টে তার বান্ধবী পুষ্পকে রাজি করলেন।
যথারীতি নির্দিষ্ট দিনে বান্ধবী পুষ্পকে নিয়ে মাঠে গেলেন খেলা দেখার জন্য। তারা বসলেন। খেলা শুরু হল। খেলা চলছে।
পুষ্প এর মোবাইলে ফোন এলো। সে মোবাইলে আষাঢ়ে গল্প শুরু করল।
হঠাৎ এক খেলোয়ারের শর্টে বলটি ১২০ কি.মি. বেগে পুষ্প মুখ বরাবর আসতে লাগল। রিফাত হতাশ হয়ে উঠে দাঁড়াল। কিছুক্ষন পর দেখা গেল পুষ্পের কিছু হয়নি বরং সে তখন ও আষাঢ়ে গল্পে মগ্ন।
পুষ্প কোন আঘাত পেল না এটা কিভাবে সম্ভব?

৮। বর্ষা মানেই গুচ্ছ গুচ্ছ কদম ফুলের সুবাস। পথ চলতে কিংবা বাসে ছোট শিশু কিংবা কিশোরীর হাতে শোভা পায় তরতাজা একগুচ্ছ কদম ফুল। হাত বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করে ‘আফা নিবেন?’ মাত্র ১০ টাকা। কদম ফুলকে বলা হয় বর্ষা ঋতুর হাসি।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দরী নারী দেখলে আমার খুব ভালো লাগে।

২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: আমারও। হে হে---

২| ২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৪

রোকনুজ্জামান খান বলেছেন: কেমন যেন জটিল মনে হচ্ছে।

২৩ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: জটিল নয়। সহজ করে ভাবুন।

৩| ২৩ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৬

ইসিয়াক বলেছেন:


১ নম্বর প্রতিদিন অফিসে যাবার আগে চুমু খেতে হবে কেন?
২ নম্বর দেখি নাই।
৩ নম্বর, এটা আবার কোন ধরনের ডায়লগ?
৪ নম্বর, ভাবতে হবে।
৫ নম্বর, মনের শান্তি বড় শান্তি।
৬ নম্বর, ০০০০০০০০০
৭ নম্বর, ততক্ষনে বলটি কেউ ক্যাচ ধরে ফেলেছে।
৮ নম্বর, ও।

২৩ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: ১। ভালোবাসা।

৪| ২৩ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৩

ইসিয়াক বলেছেন: বাকি গুলোর উত্তর কই?

২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:২২

রাজীব নুর বলেছেন: আমি বন্ধী কারাগারে।

৫| ২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৩,বৌ দেখতে গেলে কি চোখ বন্ধ করে থাকবে?
৬,হাজার হাজার টুপি পাঞ্জাবি পরা লোক অন্যের বাড়ী লোক সহ পুড়িয়ে দিচ্ছে তাতে হয় না?আবার একজন সয়তান লাগবে?

২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৪

রাজীব নুর বলেছেন: মন্তব্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। খুব ভালো।

৬| ২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: 100 লিচু কিনে বাসায় আসবেন । তারপর গুনে দেখবেন মাত্র 75 /76 টা আছে।

২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৫

রাজীব নুর বলেছেন: আমি জানি। এরকমই হয়।

এবছর মোট চার বার লিচু কিনেছি একশ' করে। বাসায় এসে গুনি নাই। মন খারাপ হবে বলে। অবশ্য লিচু আমি খাই না।

৭| ২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
গত কাল লিচু কিনেছিলাম। অসম্ভব ভালো লিচু। এত ভাল লিচু মালয়েশিয়াতে সচরাচর দেখিনি।

২৩ শে জুন, ২০২০ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: =হে হে এই লিচু মালোশিয়াতে বাংলাদেশ থেকেই গিয়েছে।

৮| ২৩ শে জুন, ২০২০ রাত ৯:৫৯

নেওয়াজ আলি বলেছেন: বর্ষার কদম ফুল কাদায় পড়ে নষ্ট হয় । কিন্তু উপহার দেওয়া যায় না ।

২৩ শে জুন, ২০২০ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: গাছে থাকতেই পেড়ে ফেলতে হবে।

৯| ২৪ শে জুন, ২০২০ রাত ১২:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ৪। ঈশ্বর যদি মানুষকে অন্তত একদিনের জন্যে অন্যের মনের কথা পড়ার ক্ষমতা দিতেন তাহলে নব্বই ভাগ মানুষ কেউ কারো সাথে থাকতে পারত না
এইটা ঠিক বলেছেন।

২৪ শে জুন, ২০২০ রাত ১:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জগাই।

১০| ২৪ শে জুন, ২০২০ সকাল ৮:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: =হে হে এই লিচু মালোশিয়াতে বাংলাদেশ থেকেই গিয়েছে।

এখানে লিচুর চাহিদা খুবই কম । সামান্য যা কিছু আসে তাও থাইল্যান্ড থেকে।

২৪ শে জুন, ২০২০ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: ঐ তো বাংলাদেশের কিচু থাইল্যান্ড হয়ে মালশিয়া গিয়েছে।

১১| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৫:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৪ শে জুন, ২০২০ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.