নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দেশের মানুষ ভালো নেই

২৮ শে জুন, ২০২০ দুপুর ২:০৮



দেশ কোন দিকে যাচ্ছে হয়তো সরকারও জানে না। যারা এখন গ্রামে চলে যাচ্ছেন তারা আরো আগে গেলে ভালো করতেন। তখন তাদের হাতে কিছু টাকা পয়সা থাকতো। গ্রামে গেলে হয়তো বাড়ি ভাড়া দিতে হবে না কিন্তু সেখানে তাদের আয়ের পথ কি হবে? এই যে মানুষ কর্মহীন হয়ে গ্রামে চলে যাচ্ছে- এসব মানুষদের নিয়ে সরকারের পরিকল্পনা কি? অর্থনৈতিক উন্নয়ন শুধু শহরে না গ্রামে করাও প্রয়োজন ছিলো। যারা এতদিন বলেছে 'দেশ উন্নয়নের মহাসড়কে' তাদের বিচার হওয়া দরকার।

দেশের বেশির ভাগ মানুষের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। সরকার যা ভালো বুঝে করে। সরকারের যে কোনো কাজ শেষ করতে সময় লাগে পাঁচ বছরের বেশি। যারা গ্রামে ফিরে যাচ্ছেন- তারা কোনো মন্ত্রী, এমপি, সচিব বা চেয়ারম্যান-মেম্বারদের সাথে এদের কোনো সম্পর্ক নেই। এখন এরা গ্রামে কিভাবে জীবনযাপন করবেন? এরা এতদিন শহরে থেকে টাকা পয়সা সঞ্চয় করতে পারেন নি। সরকারী চাকরিজীবিরা কি ভালো আছেন? সরকারী চাকুরীজীবি বেশীরভাগ লোকজন সরকারের জন্য কোনভাবে আয় করে না। তারা মাছের তেল দিয়ে মাছ ভাজে। আয় যে বাড়াতে হবে সেই বিষয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই।

সেদিন এক শিক্ষিত ছেলেকে দেখলাম রাস্তায় ডাব বিক্রি করছে। এই ছেলে আগে একটা ছোট চাকরি করতো। বিনা নোটিশে তার চাকরি চলে যায়। দেশ হয়তো উন্নয়নের মহাসড়কে- কিন্তু এদের তো খেয়েপড়ে বেঁচে থাকতে হবে। চোখ বন্ধ করে বলা যায় এখন দেশে চুরী, ছিনতাই আর ডাকাতি বেড়ে যাবে। সমস্ত দেশের মানুষ এক ভয়ানক অনিশ্চয়তার সম্মুখীন। তবে অল্প কিছু লোক এই দেশে খুব ভালো আছে। সরকার যতই পদ্মাসেতু করুক, ফ্লাইওভার করুক, রাস্তা করুক- এসবের চেয়ে হাজার গুন বেশি দরকার ছিলো- কর্মসংস্থান সৃষ্টি করা। কোনো সরকারই এদিকে নজর দেয় নি।

এদেশের বেশির ভাগ মানূষই অল্প আয়ের মানুষ। তারা কিছুই সঞ্চয় করে রাখতে পারে নি। সঞ্চয়ী হওয়াটা কতটা জরুরী করোনায় এখন হারে হারে টের পাচ্ছে সবাই। দরিদ্রদের সঞ্চয়ী করতে সরকারের নানান রকম প্লান প্রোগ্রাম থাকতে হয়, না হয় মানুষ নিজের থেকে ভবিষ্যত প্ল্যান করতে পারে না। অবশ্য নিম্ন মধ্যবিত্ত ও গরীবেরা টেনেটুনে মাসই চালাতে পারে না- ফলে, এদের সঞ্চয় থাকার কথাও নয়। শহরের দরিদ্রারা গ্রামে এসে কি করে টিকে থাকবেন, অনুমান করাই কঠিন। এই যে মানুষের এখন সীমাহীন কষ্ট- এর দায়ভার নেবে কে? রাস্তায় ভিক্ষুকের সংখ্যা দশ গুন বেড়ে গেছে।

সরকার যদি ঋণ খেলাপি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য ৭২ হাজার কোটি টাকার প্রণোদনার জায়গায় এদের জন্য মাত্র ৬ হাজার কোটি টাকার গ্রাম ভিত্তিক অর্থনীতি চালু করত, তাহলে এর বিশাল সুবিধাভোগীরা সরকারের কাছে কৃতজ্ঞ থাকত। এদের কথা সরকারের কাছে বলার কেউ নেই। গ্রাম গুলোও তো উন্নত নয়। গ্রামে কিছুই নেই, আয়ের কোন পথ নেই। যে কোনো বিপদে আপদে শেষমেশ গ্রামই আমাদের শেষ ভরসা। ৭১ এ যুদ্ধের সময়ও মানুষ গ্রামে ফিরে গিয়েছিলো। এখনও যাচ্ছে। অবশ্য কোনো সরকারই গ্রামের দিকে বিশেষ নজর দেন নি।

সরকারের কাছ থেকে ভালো কিছু আশা করা বোকামি। সরকারে দক্ষ, যোগ্য ও পরিশ্রমী লোক নেই। সামান্য একটা অফিসে দক্ষ, যোগ্য ও পরিশ্রমী লোক না থাকলে সেই অফিস উন্নতি করতে পারে না। বছরের পর বছর লস গুনতে হয়। এই করোনাকালে দুদক, নোবেল জয়ী ইউনূস, শিল্পপতি, ধনী, রাজনীতিবিদ, দূর্নীতিবাজ কেউই দরিদ্রদের সাহায্য করতে এগিয়ে আসে নি। তবে তাদের ত্রান নিয়ে নাটক হয়েছে বেশ। সরকারের এখন উচিত সমস্ত দূর্নীতিবাজদের টাকা গুলো নিয়ে দেশের মানুষের কল্যানে কাজে লাগানো। এখনই উত্তম সময়।

সরকারকে দোষ দিয়ে লাভ নেই। এই দেশের জনগন নির্বোধ। কুটিল জটিল তাদের মানসিকতা। নিজের কিভাবে উন্নতি হবে সেই চিন্তা না করে- কিভাবে অন্যকে বাশ দেওয়া যাবে সেই চিন্তা নিয়ে ব্যস্ত। আমাদের গ্রামে একটা কথা আছে- 'ছোট লোকের পোলায় যদি জমিদারি পায়, কানের আগায় কলম গুজে বাঈজি নাচায়। এই হলো আমাদের দেশের এক শ্রেনীর মানুষের অবস্থা। দেশের মা্নুষের জন্য আমার ভিষন চিন্তা হয়।

মন্তব্য ৩৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:১০

ইসিয়াক বলেছেন: মুরগীর বাজারে গিয়েছিলেন নাকি? সব পোস্টে মুরগীর ছবি। পরে আসছি।

২৮ শে জুন, ২০২০ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: ওকে।
বাজারে তো প্রতি সপ্তাহেই যাচ্ছি।

২| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:২৪

ইসিয়াক বলেছেন:


বাজার কিন্তু ভাইরাসের আখড়া।সাবধানে যাবেন।
আপনাদের বাসার কাছাকাছি ভ্যানে করে মাছ মাংস সবজিওয়ালা আসে না?

২৮ শে জুন, ২০২০ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: বাজার থেকে কেনাকাটা না করলে আরাম পাই না।

৩| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: দেশের জন্য মানুষের জন্চিয ন্তা বেশীর ভাগ মানুষই করে না

ভালো থাকুন

২৮ শে জুন, ২০২০ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:২৬

ইসিয়াক বলেছেন: এই সব শহরে বাস করা মধ্যবিত্ত মানুষগুলো গ্রামের পরিবেশে সহজে মানিয়ে নিতে পারবে না। কষ্ট হবে। সবচেয়ে বেশি কষ্ট হবে তাদের বাচ্চাদের।

২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: না এটা কোনো সমস্যা না। মানুষ যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে।

৫| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:৩২

ইসিয়াক বলেছেন:




আজ কদিন আমি পড়তে গিয়ে দেখছি প্রায় প্রত্যেকটি বাচ্চা বাসায় থেকে থেকে খিটখিটে, রাগী আর অস্বাভাবিক আচরণ করছে। তারা কোথাও না যেতে পেরে ঘর বন্দী হয়ে অসহায় হয়ে পড়ছে। আমাকে পেলে তারা পড়া বাদে গল্প করতে বেশি পছন্দ করছে। হাসি মজা করছে। আমি তাদের অভিভাবকদের বললাম আপনাদের প্রাইভেট কার আছে সেই গাড়িতে করে বাচ্চাদের ফাকা জায়গায় ঘুরিয়ে নিয়ে আসুন। দেখবেন ওরা অনেক স্বাভাবিক হয়ে আসবে। কিন্তু কে শোনে কার কথা। তারা ভাইরাসের ভয়েই বাড়ি থেকে নিজেরা বের হয় না বাচ্চাদেরও বের করে না। এভাবে ঘরবন্দী কতদিন। ফাকা মাঠের দিকে তো আর ভাইরাস উড়ে বেড়াচ্ছে না।

২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: আপাতত ঘরে বন্ধী থাকাই নিরাপদ।

৬| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:৩২

মোহামমদ কামরুজজামান বলেছেন: " ভাগের বউ " কে সবাই ব্যবহার করে কিন্তু কেউ দায়িত্ব বহন করে না।

দায়িত্বশীল রা সবাই নিজেদের নিয়ে ব্যস্ত।আমজনতার জন্য কোথাও কেউ নেই।তা গ্রাম কিংবা শহর যেখানেই হোক না কেন।

২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: দেশটা আমাদের সবার। ভাগের না।

৭| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি তো অনেক আগেই বলেছিলাম।

২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: জ্বী বলেছেন।

৮| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:৫৬

নেওয়াজ আলি বলেছেন: দেশ এখন উন্নয়নের মহাজোরারে আছে । তাই কালো পিছ করা করা রাস্তায় নৌকা চলে। যারা নৌকা চালাতে জানে তাদের দিনকাল ভালো যাবে।

২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: নৌকা যাদের নেই তাদের অবস্থাটা ভাবুন।

৯| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৩:১২

ভুয়া মফিজ বলেছেন: প্রথম ছয়টা প্যারাতে সরকারকে দোষ দিয়ে শেষের প্যারাতে এসে বলছেন, সরকারকে দোষ দিয়ে লাভ নেই, এদেশের জনগন নির্বোধ!!!

যা কন বুইজ্জা কন, নাকি খালি এমনেই...........কওয়ার জন্য কন!! =p~

২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: বুঝতে চেষ্টা করুন।
উপরে নিচে মিল খুজতে যাবেন না।

১০| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৩:২৫

চাঁদগাজী বলেছেন:


কমপ্লেক্স সমস্যা

২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের আরেক নাম সমস্যার দেশ।

১১| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৩

ফেনা বলেছেন: "ছোট লোকের পোলায় যদি জমিদারি পায়, কানের আগায় কলম গুজে বাঈজি নাচায়"
দেশের ৯০% লোকের এখন এই অবস্থাই।
কিছুই করার নাই।

২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: সেটাই।

১২| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৩:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ কামনা রইলো।

২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৩| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:০৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আসসালামু আলাইকুম।
রাজীব নুর ভাই কেমন আছেন?
দীর্ঘদিন পর সামুতে আসলাম।
আশা করছি আপনি সহ সামুর সবাই ভাল আছে।

সমসাসয়িক বিষয় নিয়ে আপনার এবং চাঁদগাজী ভাইয়ের পোস্ট পড়লাম।
দেশের মানুষের মধ্যে বিরাট একটা শ্রেনি বিশেষ করে নিম্ন মধ্যবিত্তদের জন্য খুব কঠিন সময় যাচ্ছে, সামনে আরো কঠিন সময় আসছে। এদের কথা কে ভাববে ??

২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: ওয়ালাইকুম আসসালাম।
আমি ভালো আছি। সামুর সবাই ভালো। মিলেমিশে সুন্দর ভাবে আছে। এই তো গত পরশু চমতকার আড্ডা হয়ে গেল।

১৪| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৮

সুপারডুপার বলেছেন: দেশের মানুষ ভালো কবে ছিল?

২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: দেশভাগের আগে।

১৫| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:১০

পদাতিক চৌধুরি বলেছেন: দেশের মানুষ ভালো নেই, অথচ খান বাড়িতে এতগুলো মুরগি এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমার তো মনে হয় গোটা বাংলাদেশের সম্পদ সব যেন ভাইয়ের বাসাতেই আটকে আছে।হেহেহে

২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: দাদা, এগুলো আমার বাসার মূরগী না। বাজারে গিয়েছিলাম। তখন ছবি তুলেছি।

১৬| ২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: করোনা আল্লাহর কোন গজব না।
করোনা আল্লাহর সৈনিক।
আল্লাহ সোবাহানা তায়ালা পাপী বান্দাদেরকে শায়েস্ত করার জন্য এদেরকে সৈনিক হিসাবে পাঠিয়েছেন।
পাপী বান্দারা সব মারা না গেলে সৈন্য প্রত্যাহার করার সম্ভাবনা খুবই কম।
এ ব্যাপারে কোন আলোচনা বা আপোষ মেনে নেয়া হবে না।

২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

রাজীব নুর বলেছেন: করোনা দিয়ে পাপী কমবে না।

১৭| ২৮ শে জুন, ২০২০ রাত ৯:০৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অল্প কিছু বাদে বেশির ভাগ ভিক্ষুক হয়ে শহরে ফিরে আসবে।

২৮ শে জুন, ২০২০ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: শহরের লোকজনের অবস্থা ভাল না। তারাও খুব একটা ভিক্ষা দিচ্ছে না।

১৮| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




এই দেশের মানুষ সব সময় বিরোধী ভূমিকা রাখতে পছন্দ করেন। বিএনপি সরকার সময়ে সবাই আওয়ামী প্রেমে অন্ধ হয়ে যান, আবার আওয়ামী সরকার সময়ে সবাই বিএনপি প্রেমে হাবুডুবু খেতে থাকেন।

আমি কি ভুল বলেছি?

২৯ শে জুন, ২০২০ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: কিছু ভুল বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.