নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ৬১

৩০ শে জুন, ২০২০ রাত ২:৫১



বার্গার আর কোক আমার খুব পছন্দ।
গতকাল সন্ধ্যায় বড় ভাই ফোন দিয়ে এগারোটা বার্গার আনায়। এগারোটা বার্গার কারন বাসায় আমরা এগারোজন সদস্য। বার্গারটা খেতে ভালো ছিলো। সবচেয়ে বড় কথা একদম বাসায় এসে দিয়ে গেছে। খুবই অল্প সময়ের মধ্যে। বাসার কাছের দোকান থেকে আনলাম কোক। সন্ধ্যায় বাসার সবাই মিলে বার্গার দিয়ে নাস্তা করলাম। যতই কোক ফানটা খাই সন্ধ্যায় আমাকে এক কাপ চা খেতেই হয়। দীর্ঘদিনের অভ্যাস।

আজও বড় ভাই নাস্তা আনালেন।
আজ অবশ্য বার্গার না। পিজা আর চিকেন ফ্রাই। KFC'র চিকেনটা আমার অনেক প্রিয়। মাঝে মাঝে খেতে ভালো লাগে। সুরভি খেয়েছে পিজা। বাইরের খাবার খেলে আমার সমস্যা হয়। গ্যাস্ট্রিক। তবুও খাই। আমার মা পিজা খায় না। আজ তাকে জোর করে ধরে পিজা খাইয়ে দিয়েছি। পরী চিকেন পছন্দ করে। কিন্তু আজ সে চিকেন খেতে পারেনি। খুব নাকি ঝাল। তবে আরিশ খেয়েছে।

আগামীকাল বড় ভাইয়ের জন্মদিন।
আগামীকাল ভাবী রান্না করবেন। রাতে ভাবীর ঘরে খাবো। মেন্যু পোলাউ, গরুর মাংস, রোস্ট, ডিমের কোমরা আর চিংড়ি ফ্রাই। ইদানিং পোলাউ আমার ভালো লাগে না। সাদা ভাত ভালো লাগে। ঝরঝরে সাদা ভাত। ভাতে থাকে না তেল, ঘি, গরম মশলা আর তেজপাতা। বাসার বানানো রোস্টও আমার ভালো লাগে না। বিয়ে বাড়ির মতো হয় না।

নীল সাধু ভাই, 'এক রঙ্গা এক ঘুড়ি'র প্রকাশক।
কবি এবং সেচ্ছাসেবক। তিনি মানুষের জন্যে কাজ করেন। করোনাকালের প্রারম্ভ থেকেই তিনি দিনরাত্রি মাঠে ছিলেন। “মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে” যেই গানটা রয়েছে, সেই গানের কথাগুলোর পূর্ণ অর্থ মনে হচ্ছে নীল সাধু ভাই এবং ভাবী বোঝতে পেরেছেন। তাই তাঁদেরকে করোনাকালেও ঘরে রাখা যায়নি! তাঁরা সাংগঠনিকভাবে খাবার এবং সাহায্য নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন। দুর্ভাগ্য এই যে, আজ তাঁরাই পুরো পরিবার নিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত!
এমন একটি পরিবারের সকলের সুস্থতার জন্যে আসুন আমরা দোয়া করি…

ফেসবুকে আমি নীলসাধু ভাইয়ের ফ্রেন্ড লিস্টে ছিলাম।
উনি ব্লগ থেকে বিদায় নিয়ে চলে যাবার পর আমাকে তার ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দেন। আমার সাথে তো তার ঝগড়া ঝাটি কিছুই হয় নাই। আমাকে ডিলিট দিলেন কেন? যাই হোক, উনি এবং উনার পরিবার সুস্থ হোক এটাই চাই।

মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২০ রাত ৩:০৭

চাঁদগাজী বলেছেন:



নীলসাধুর পরিবারের সুস্হতা কামনা করছি।
আপনাদের পরিবার প্রয়োজনের তুলনায় বেশী খাচ্ছেন, সমস্যা হতে পারে।

৩০ শে জুন, ২০২০ সকাল ১১:১২

রাজীব নুর বলেছেন: না বেশি খাচ্ছি না।
একজন যদি দুইটা বা তিনটা করে খেতাম তাহলে বেশি বলতে পারতেন। একজন তো একটা করেই খাচ্ছি।

২| ৩০ শে জুন, ২০২০ রাত ৩:৫৬

কলাবাগান১ বলেছেন: ১২শ টাকা দিয়ে দুই কেজি চিংড়ি কিনেছেন যার মাঝে আধাকেজিই হল নিরেট কোলেস্টরল...খেয়ে উনি উদাস ভংগীতে যারা না খেয়ে আছেন তাদেরজন্য হা-হুতাশ করেন আর ডাক্তার যখন ১১শ টাকা ফি নিয়ে এই কোলেস্টরল এর পাহাড় কিভাবে গড়ে উঠল (চিংড়ি মাছ, গরুর মাংশ, বার্গার আর কোক) তার সমাধান এর জন্য টেস্ট করান, তখন আপনি ব্লগে এসে পোস্ট দেন ডাক্তার রা কসাই....আপনি তো........

৩০ শে জুন, ২০২০ সকাল ১১:১৬

রাজীব নুর বলেছেন: উফ---
আপনি তো একটা বিষয়ের সাথে আরো চারটা বিষয় জোড়া দিলেন!
চার এলাকার চারটা পথ একসাথে জড়া লাগানো যায় না।
চিংড়ি মাছ ঘরে থাকলে ভালো। এটা শাক সবজি দিয়ে খাওয়া যায়।
ডাক্তার ১১ শ' নিয়েছে সেটা সমস্যা না। কিন্তু ডাক্তার কে গিয়ে চেম্বারে পাই নি। সে অনলাইনে রোগী দেখে। তাছাড়া অনলাইনে সে গানও শুনছিলো। তার কথা পরিস্কার শোনা যাচ্ছিলো না। এবং যখনিরিয়াল নেয় তখন আমাদের জানানো হয়নি যে উনি অনলাইনে দেখবেন।

৩| ৩০ শে জুন, ২০২০ ভোর ৪:০১

নেওয়াজ আলি বলেছেন: নীলসাধু ভাই জীবন জয় করুক। বড় ভাইও। পোলাও করমার টাকা গরীবের মাঝে বিলিয়ে দিন।

৩০ শে জুন, ২০২০ সকাল ১১:১৭

রাজীব নুর বলেছেন: পোলাউ কোমরা কি প্রতিদিন খাই নাকি?

৪| ৩০ শে জুন, ২০২০ ভোর ৪:২২

সোহানী বলেছেন: বাংলাদেশের খুব কম সুখী মানুষের মাঝে আপনি একজন। এরকম খাওয়া দাওয়ার লিস্ট দেখে মনে হচ্ছে কোনভাবে আপনার সাথে আত্মীয়তা কিভাবে করা যায় :P

নীলসাধু ভাইয়ের খবরতো জানি না। তাই নাকি? উনি অনেক কাজ করেছেন করোনাকালে। উনি সুস্থ হয়ে উঠুক, ভালো থাকুক এই কামনায়।

৩০ শে জুন, ২০২০ সকাল ১১:১৮

রাজীব নুর বলেছেন: বোন আমি তো সারা মাস এরকম খাই না।
করোণাকালে বন্ধী। তাই একআধদিন।

৫| ৩০ শে জুন, ২০২০ ভোর ৬:৪৩

ইসিয়াক বলেছেন:




এতো খাওয়াদাওয়ার পোস্ট পড়তে ভালো লাগে না। দেশের অনেক মানুষ না খেয়ে আছে বা কোন রকমে খাবার জোগাড় করতে হিমসিম খাচ্ছে।
অন্য কিছু নিয়ে লিখুন।
মানুষ কেন, কিভাবে, কোন কারণে ঢাকা ছেড়ে যাচ্ছে। কেমন করে একটা এস এম এসের মাধ্যমে চাকরি চলে যাচ্ছে। সব কিছু কি এতো সহজ।
#ব্লগার/কবি নীল সাধু ভায়ের পোস্ট আমি পড়েছি। উনার জন্য শুভকামনা রইলো।

৩০ শে জুন, ২০২০ সকাল ১১:১৮

রাজীব নুর বলেছেন: ওকে।

৬| ৩০ শে জুন, ২০২০ সকাল ৮:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোক কিন্তু স্বাস্থ্যসম্মত নয় ।
বাংলাদেশের কোক তো আরও মারাত্মক ।
সুতরাং খাওয়ার আগে চিন্তা ভাবনা করে খাওয়া উচিত।

৩০ শে জুন, ২০২০ সকাল ১১:১৯

রাজীব নুর বলেছেন: কোক বাদ। এখন থেকে স্প্রাইট।

৭| ৩০ শে জুন, ২০২০ সকাল ৯:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিজের বাড়ি(পৈতৃক), বড় ভাই থাকলে আমিও আপনার মত হয়ে যেতুম!...

৩০ শে জুন, ২০২০ সকাল ১১:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ৩০ শে জুন, ২০২০ সকাল ১০:৪০

জাহিদ হাসান বলেছেন:

হে হে হে একটা প্রাণখোলা হাসি নেন।

৩০ শে জুন, ২০২০ সকাল ১১:২০

রাজীব নুর বলেছেন: বিড়ালটাও কি সুন্দর করে সছে!!!

৯| ৩০ শে জুন, ২০২০ সকাল ১১:২৩

মুক্তা নীল বলেছেন:
রাজীব ভাই ,
বিয়ে বাড়ির খাবার আসলেই অন্যরকম টেস্ট আবার
কবে বিয়ের দাওয়াত খাবো জানিনা ?

৩০ শে জুন, ২০২০ সকাল ১১:২৭

রাজীব নুর বলেছেন: করোনা গেলে বিয়ের ধূম লাগবে। তখন আচ্ছা মতো খাবো।

১০| ৩০ শে জুন, ২০২০ বিকাল ৫:১৩

করুণাধারা বলেছেন: বড় আনন্দের জীবন আপনার- চিরকাল যেন এমনি থাকে।

৩০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩২

রাজীব নুর বলেছেন: আমিন।

১১| ৩০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: কোক বাদ। এখন থেকে স্প্রাইট।

স্প্রাইট এ প্রচুর পরিমাণে সুগার থাকে।
তার চেয়ে বরং আপনি বিয়ার খেতে পারেন।

৩০ শে জুন, ২০২০ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: বিয়ারের দাম বেশি।

১২| ৩০ শে জুন, ২০২০ রাত ১০:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনি কি জানেন, বাংলাদেশে মান বজায় রাখতে পারবে বলেই সেখানে McDonald চালানোর অনুমতি আজ পর্যন্ত কেউ পায়নি।
তবে কেমন করে কারা যেন কে এফসি চালানোর অনুমতি পেয়েছে। তারা নাকি গলাকাটা দাম রাখে।

মালয়েশিয়াতে এই সব খাবার খুবই সস্তা।

৩০ শে জুন, ২০২০ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: McDonald তো ভারতেও নাই।

১৩| ০১ লা জুলাই, ২০২০ ভোর ৬:৩৪

তাহমিদ রহমান বলেছেন: পড়ে ভালো লাগলো। আপনার লেখার মধ্যে জীবনের ঝামেলাহীন দিকগুলোর সন্ধান পাই আমি।

০১ লা জুলাই, ২০২০ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: জীবন আনন্দময়।

১৪| ০১ লা জুলাই, ২০২০ ভোর ৬:৫০

তাহমিদ রহমান বলেছেন: পড়ে ভালো লাগলো। আপনার লেখার মধ্যে জীবনের ঝামেলাহীন দিকগুলোর সন্ধান পাই আমি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.