নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জেলখানার দিন গুলো- ৪

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৫:১৫



(এই লেখাটি আমার নয়। এটা লিখেছেন আমার শ্বশুরমশাই। তার অনুমতি নিয়েই লেখাটি ব্লগে দিলাম।)

সাবেক কেন্দ্রীয় কারাগারের ১৫ সেল সম্পর্কে যাদের ধারণা নেই তারা কোন দিন বুঝবেও না কত কষ্টদায়ক থাকা খাওয়ার ব্যবস্হা এবং জেল বন্দিরা কতটা নিগৃহনের শিকার হতো। আল্লাহর অশেষ রহমত ও মজলুমদের দোয়ায় সরকারের পক্ষে আমাকে শাস্তিদায়ক সেলে প্রেরণ করলেও আমি খুব ভালোই ছিলাম যা আমি জেল থেকে ছাড়া পাওয়ার পর অনেককেই বলেছি। যেহেতু আমি তখন ডিটেনশন প্রাপ্ত আসামি সেহেতু আমার জেলখানায় চলাচলেও রিস্ট্রিকসন ছিল। আমি সেলের বাহিরে যেতে পারতাম না। ছোট্ট কুঠুরীতে কাটতো আমার সকাল- সন্দ্ধ্যা। পত্রিকা পড়ে, আমার সহধর্মিণীকে চিঠি লিখে কখন যে সন্ধ্যা ঘনিয়ে আসতো তা টেরই পেতাম না।

প্রতিদিন প্রতিক্ষায় থাকতাম কখন আমার জেলজীবন সমাপ্ত হবে, কখন আমার মায়াবী মায়ের নিস্পাপ মুখে নাম ধরে ডাকতে শুনবো। অনেক সময় আমার নির্ঘুম রাত কাটে। এভাবে দিনের পর দিন কেটে যায় কিন্তু সূর্য নতুন ভোরের সংবাদ দিতে কেন যেন বিলম্ব করেই যাচ্ছে। অন্য দিকে আমার অনুপস্থিতি কর্মচারীদের মনোবল সম্পুর্ন ভেঙ্গে যায়, আর যারা বাহিরে ছিল তারাও ভয়ে গা ঢাকা দিয়ে আত্মরক্ষায় নিজেকে ব্যাপৃত রাখায় আমাদের জেল জীবন দীর্ঘ হতে লাগলো।

আমার রুমমেটরা আমার জন্য এতটা আন্তরিক ছিল যা কোনদিন ভুলবার নয়। আমার বন্দী জীবন ভালোই কাটত। আমি আমার রুমের সকলের পরিচয় না দিলে ওদের সম্পর্কে খারাপ ধারণা থাকবে সকলের, তাই একটু হলেও এখানে উল্লেখ করতে চাই।
১। সুভ্রত বাইন ওরফে হতেহ আলী খা একজন গৌরনদীর খৃষ্টান পরিবারে জন্ম। তার জীবন অন্য সাধারণ মানুষের মতো শুরু করলেও তার প্রথম সন্তান রাশমনো ক্লিনিক টাকার অভাবে চিকিৎসা না দেয়ায় তার হাতে সন্তানের করুন মৃত্যু তাকে টাকার নেশায় অন্ধকার জীবনে ঠেলে দেয়। সে হাতে অস্ত্র তুলে নিয়ে আন্ডার ওয়াল্ডে ডন হিসাবে আবির্ভুত হন এবং তার একটা নতুন জগত তৈরী হয়। টাকার নেশায় একের পর এক অপরাধে জড়িয়ে যায়।
২। নাটকা বাবু লালবাগে সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বাবা আরবি ভাষায় গোল্ড মেডেলিষ্ট, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের এম এ এবং তিনি মহাহিসাব রক্ষক কার্যালয়ের একজন অফিসার ছিলেন। কিন্তু বাবু বিপদগামী হয়ে সন্ত্রাসের পথ বেছে নেয়।
৩। টিক্কা মগবাজারের তৎকালীন ওয়ার্ড কমিশনার আওয়ামিলীগ নেতা মোখলেছুর রহমান সাহেবের আপন ভাগ্নে। এছাড়া ওর পারিবারিক বিশাল সম্পত্তির মালিক ছিল এবং ভাই বোন সকলেই কানাডা প্রবাসী ছিল। মোল্লা মাসুদের সংস্পর্শে অন্ধকার জগতে পা রাখে যেখান থেকে মৃত্যু অবদি আর ফেরৎ আসা সম্ভব হয়নি।
এ ছাড়া অপর দু' জন ছিছকা ডাকাত ও ছিনতাই কারী ছিল।

চলবে------

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৫:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জেল বন্দিরা কতটা নিগৃহনের শিকার হতো।
...................................................................
বাংলাদেশের কমন চিত্র তবে আমার ভূল ভাঙ্গল
যখন দেখলাম, অন্যদেশে ও জেল বন্দীদের
উপর অমানুষিক বর্বরতা ।

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: জেল বড় নির্মম জায়গা।

২| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৫:৩১

ইসিয়াক বলেছেন: তারপর......।

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: আসবে----

৩| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৫:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখককে সামহোয়ার ইন ব্লগের একটি আইডি খুলে দিন। উনি তো এখন অবসর জীবনে আছেন। প্রচুর পরিমাণে লেখালেখি করতে পারবেন।

০৪ ঠা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

রাজীব নুর বলেছেন: না উনি এখনও অবসর না।
উনি নিয়মিত উনার চেম্বারে বসেন।

৪| ০৪ ঠা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:



আপনার শ্বশুর এখন কি করেন?

০৪ ঠা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

রাজীব নুর বলেছেন: চাকরি থেকে অবসরের পর উনি এখন ওকালতি করেন। জর্জ কোর্টে।

৫| ০৪ ঠা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পরের পর্বের অপেক্ষায়।

০৪ ঠা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

রাজীব নুর বলেছেন: আগামী পাবেন।

৬| ০৪ ঠা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

ঢুকিচেপা বলেছেন: রাজীব ভাই শুরু থেকে সব পর্বই পড়েছি, ভাল লাগছে। ওনার লেখা বেশ ভাল গোছানো।

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: অভিজ্ঞ মানুষ।

৭| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:১৮

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল জামাই, ভাল শশুর! নাম গুলো যে এক সময়ে মানুষ কাঁপাত এখন অনেকেই তা বুঝবে না!
আমরা সাক্ষী আছি, এরা এলাকাতে কেমন ছিলো!

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৮| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:




জেলখানার দিন গুলো - লেখাটি আনুমানিক কতো পর্ব হবে? পোস্টগুলো আমি নিয়মিত পড়ছি। ভাবছি আপনার পোস্ট শেষে একটি রিভিউ দিবো।

আপনার শশুর মশাই কি ঢাকা সিএমএম কোর্ট ও বার কাউন্সিলের সদস্য উকিল?

পূনশ্চ: রাজীব নূর ভাই, ধন্যবাদ বা এক দুই বাক্য মন্তব্য উত্তর করবেন না, এটি দুঃখজনক।

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: উনি তো প্রতিদিনই লিখছেন অল্প অল্প করে। তবে আট পর্ব লিখে ফেলেছেন।
রিভিউ করলে তো ভালো হয়। আমি এবং শ্বশুর মশাই খুশিই হবেন।
সদস্য কিনা জানি না। উনি জজ কোর্টে আছেন।

অল্প মন্তব্য করি কি ইচ্ছা করে! আমার ল্যাপটপে সমস্যা। টাইপ করতে খুব বেগ পেতে হয়। অনেক বুতাম কাজ করে না। কিছু কিছু খুলে হারিয়ে গেছে।

৯| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লেখক বলেছেন: না উনি এখনও অবসর না।
উনি নিয়মিত উনার চেম্বারে বসেন।

বাংলাদেশের উকিলদের মধ্যে আমার সব চেয়ে ভালো লাগে গাজী শামছুর রহমানকে। দারুণ তার কথা বলার স্টাইল। আমি মুগ্ধ।

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: আমি ভাই কাউকে চিনি না। জানি না।

১০| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৯:১৫

নেওয়াজ আলি বলেছেন: কথা সাহিত্যিক স্বকৃত নোমান জেল খানার উপর বই লিখেছেন বইটার নাম ভুলে গিয়েছি

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: জেল খানার উপর উনি কোনো বই লিখেন নি। উনি লিখেছেন রোহিংগাদের নিয়ে।

১১| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১০:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: ছোট্ট কুটুরের মধ্যে এটুকু শান্তি যে ভালো রুমমেট পাওয়া.

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

১২| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: উনি তো প্রতিদিনই লিখছেন অল্প অল্প করে। তবে আট পর্ব লিখে ফেলেছেন।
রিভিউ করলে তো ভালো হয়। আমি এবং শ্বশুর মশাই খুশিই হবেন।
সদস্য কিনা জানি না। উনি জজ কোর্টে আছেন।

অল্প মন্তব্য করি কি ইচ্ছা করে! আমার ল্যাপটপে সমস্যা। টাইপ করতে খুব বেগ পেতে হয়। অনেক বুতাম কাজ করে না। কিছু কিছু খুলে হারিয়ে গেছে।

১৩| ০৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:০৫

নীল আকাশ বলেছেন: জেলে উনার সংগীদের পরিচয় দেখে তো আমি অবাক, এতো ভয়াবহ অবস্থা।
উনার লেখা বেশ গুছানো। জেলে থাকা অবস্থাতেই কী উনি লেখা শুরু করেছিলেন?
না হলে এত বিস্তারিত সব এতদিন পরে মনে থাকলো কিভাবে?

১৪| ০৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: না জেলে থাকা অবস্থায় লিখেন নি। এই ইদানিং লিখছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.