নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নারী পুরুষ সম্পর্ক

০৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫৭




একজন পুরুষের জীবনে অনেক নারী আসে।
কমপক্ষে পাঁচ জন নারী। এরকম নারী জীবনের যে কোনো সময় আসতে পারে। বিয়ের আগে বা পরে। কিন্তু তারা জীবনে আসে। জীবন থেকে তাদের পুরোপুরি মুছে ফেলা যায় না। অস্বীকার করা যায় না। মানব জীবন এই রকমই। নারী ছাড়া কোনো পুরুষের জীবন হয় না। নারী এসেই তো পুরুষের জীবনটা আনন্দ করে দেয় অথবা তছনছ করে দেয়। যুগ যুগ ধরে এরকমই ঘটছে। ঘটছে। একজন পুরুষ নারী ছাড়া বাঁচতে পারে না। বেঁচে থাকার জন্য নারী দরকার আচে।

বীন্দ্রনাথের জীবনে এসেছিলেন- কাদম্বরী দেবী, আনা তরখড় 'নলিনী', লুসি, ভবতারিণী পরে মৃণালিনী দেবী, ইন্দিরা দেবী, রানু অধিকারী, ও ভিক্টোরিয়া ওকাম্পো; সর্বমোট ৭ (সাত) জন।

নজরুলের জীবনে এসেছিলেন- নার্গিস (সৈয়দা খাতুন), মিস ফজিলাতুন্নেসা, রানু সোম (প্রতিভা বসু), কানন দেবী, ও প্রমীলা সেনগুপ্তা; সর্বমোট ৫ (পাঁচ) জন। [বিবাহ-বহির্ভূত সম্পর্ক।]

পুরুষ হচ্ছে কুত্তার জাত।
ঘরে হাজার ভালো খাবার থাকলেও বাইরের নোংরা খাবারে মুখ দিবেই। ভালোবাসা, ভালোবাসি এগুলো ভুল কথা। আসল কথা হলো- সেক্স। নারী পুরুষ প্রেম ভালোবাসা করেই সেক্স করার জন্য। সেক্স করা খারাপ আমি কিন্তু তা বলছি না- বিশেষ একজন বা প্রিয় মানুষের সাথে সবাইই সেক্স করতে চায়। চাওয়াটাই স্বাভাবিক। সমস্যা হলো- কয়দিন পরপর একটা করে প্রেম করবা আর ভিন্ন ভিন্ন আদরের স্বাদ নিবা সেটা ঠিক না।

মেয়েদেরকে বলি- আপনারা যারা প্রেম ট্রেম করেন- তারা আপনাদের প্রেমিককে বলুন- বিয়ের আগে আমার কাছ থেকে একশো হাত দূরে থাকবে, আমার হাতও ধরবে না। চুমু তো দূরের কথা। তাহলে দেখবেন আপনার প্রেমিক আস্তে আস্তে আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। তার মানে কি? সে আপনার সাথে প্রেম করে- আপনাকে চুমু দেওয়ার জন্য, জড়িয়ে ধরার জন্য। শুধু যে ছেলেরাই জড়িয়ে ধরতে চায়- চুমু দিতে চায় তা কিন্তু নয়- বরং মেয়েরা আরও বেশী চায়।

অনেক মেয়ে ভেবে থাকেন- শারীরিক সম্পর্ক করলে বুঝি ছেলেটাকে আটকে রাখা যাবে। একেবারে ভুল চিন্তা। শারীরিক সম্পর্ক দিয়ে কাউকে আটকে রাখা যায় না। যত দিন মধু দিবেন, তত দিনই বারবার বলবে- অনেক ভালোবাসি তোমাকে, জান আমার, কলিজা আমার। মধু দেওয়া বন্ধ করবেন, ওমনি কোনো উছিলা ধরে সে আপনার কাছ থেকে চলে যাবে- অন্য কোথাও মধু সংগ্রহের আশায়।
ছেলেমেয়েরা তার সময়ের একটা বড় অংশ ব্যয় করে যৌন স্বপ্নে। কেউ যদি এই বিশ্লেষণকে অতি সরলীকরণ মনে করেন তবে তাকে চিজার থেকে চার্লস, তলস্তয় থেকে রবীন্দ্রনাথ বা রুশো থেকে হু.আজাদ অথবা ভিঞ্চি থেকে সুলতানের উপর ব্যাপক বর্ণনায় যেতে হবে।

মন্তব্য ৫০ টি রেটিং +১/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫৯

বিজন রয় বলেছেন: নারী-পুরুষ নিয়েই তো এই পৃথিবী।

০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:০৪

রাজীব নুর বলেছেন: জ্বী। নারী বা পুরুষ ছাড়া দুনিয়া অচল হয়ে যাবে। নারী পুরুষের সাথে শতেক যন্ত্রনাও থাকে।

২| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:০৭

ফেনা বলেছেন: আপনার সাথে একদম সহমত।

ভাল থাকবেন সতত।

০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: আপনার চশমা পরা ছবি দেখে ভালো লাগছে।

৩| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১২

আলমগীর সরকার লিটন বলেছেন: কি লেখলেন দাদা -----------

০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১৮

রাজীব নুর বলেছেন: জানি না। মাথা ঠিক নাই।
এখন নিজের বাপরেও তুই করে বলে ফেলতে পারি।

৪| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২৯

কল্পদ্রুম বলেছেন: আপনার উপরের মন্তব্য যেন হুমায়ূনের কোন নাটকের?চৈত্র দিনের গান?
পোস্টের সাথে কথার সাথে একমত নই।লোকের কথায় কান দিবেন না।ভালোবাসা, বাসি অবশ্যই আছে।

০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: জ্বী নাটকের ডায়লগ।

আমি বেশির ভাগ সময়েই ভুল কথা বলি। নারী পুরুষের ভালোবাসাবাসির দরকার আছে।

৫| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিতর্ক শুরু হয়ে যেতে পারে। তবে আমি বলব, পুরুষ নোংরা মন নিয়ে চলে ঠিক আছে, তবে সুযোগ আর বাস্তবায়ন করে দেয় নারী। কারণ, নারী না চাইলে কোন ভদ্র(!)লোকের ক্ষমতা নাই তারে স্পর্শ করে...

০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: একদম খাটি কথা বলেছেন।

৬| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সত্যিকারের ভালোবাসা এখন নেই।

০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: সত্যিকারের ভালোবাসা আছে।
যেমন ধরুন একজন বাবা তার কন্যাকে সত্যিকারের ভালোবাসে। আবার স্বামী তার স্ত্রীকে সত্যিকারের ভালোবাসে।

৭| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৮

জাহিদ হাসান বলেছেন: পুরুষদের কুকুরের জাত বলাটা ঠিক হয়নি। জগতে এমন অনেক পুরুষও আছেন যিনি এমন নিচু স্বভাবের নন।

০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: বেশির ভাগ পুরুষই দুষ্টলোক। কু স্বভাব তাদের। তাই কুকুরের জাত বলা যায়।

৮| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক কঠিন জিনিস লিখেছেন তবে একতরফাভাবে।

০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: লেখার মজাই তো এখানে।
একতরফা ভাবে যা ইচ্ছা তাই লেখা যায়।

৯| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:১০

মোহামমদ কামরুজজামান বলেছেন:
প্রতিটি কাজেরই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আপনি ভালবাসা বলেন অথবা বিবাহ বহির্ভূত সম্পর্ক বলুন তাতে নর-নারী দু জনের ই সমান ভূমিকা থাকে। উভয়ই এই অবৈধ (অবৈধই, কারন বিবাহ বহির্ভূত প্রেম বলুন আর সম্পর্ক বলুন সবটাই অবৈধ )সম্পর্ক উপভোগ করেন / করছেন। তারপর যখন দায়িত্বের প্রশ্ন আসে তখন এক বা উভয়েই যখন তা বহন করতে অপারগ হয় তখনই তা সবাই জানতে পারে (যখন :P প্রেমের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলাফল হিসাবে বেরিয়ে আসে)।

এতে উভয়েই সমান ভাবে দায়ী।

আর এই সমস্ত সমস্যা এড়ানোর জন্য নারী-পুরুষ সবারই বিবাহ বহির্ভূত সম্পর্ক এড়ানো উচিত।

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: বিবাহ বহির্ভূত সম্পর্ক ওয়ালাদের আল্লাহ হেদায়েত দান করুক।
নারী পুরুষ সমান দায়ী না। পুরুষ বেশি দায়ী।

১০| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪০

নেওয়াজ আলি বলেছেন: নারী পুরুষ সম্পর্ক চম্বুকের মত

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: আবার সম্পর্ক ঘৃণা দিয়ে ভরে যায়।

১১| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১৪

কৃষিজীবী বলেছেন: পুরুষ হচ্ছে কুত্তার জাত পুরাই অপ্রস্তুত হইয়া গেলুম

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: কথাটা কটু কথার মতো শোনালেও। কথাটা সত্য।

গুরু ভাই এর কোনো খবর আছে?

১২| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

নেওয়াজ আলি বলেছেন: নারী পুরুষ সম্পর্ক চম্বুকের মত।

আপনি পদার্থ বিজ্ঞানের ভাষায় কথা বলেছেন।

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: ধর্মের ভাষায় যদি কথা বলা যায় তাহলে পদার্থ বিজ্ঞানের ভাষায় বললে সমস্যা কি?

১৩| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০০

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ‘‘ঘরে হাজারো ভাল খাবার থাকলেও বাহিরের নোংরা খাবারে মুখ দিবেই’’। সঠিক বলেছেন, তবে সবাই নয়।

০৫ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: আমি সব সময় সত্য বলি ভাইজান।

১৪| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৪

রাতুল_শাহ বলেছেন: একজন পুরুষের জীবনে অনেক নারী আসে, আমার জীবনে তো আসেনা।

নারীর জীবনে কতজন পুরুষ আসে সেটাও বলা দরকার ছিলো।

পোস্ট প্রচন্ড রকমের নারীবাদী হয়ে গেছে।

০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: হা হা হা....আসিবে অপেক্ষা করুন।

১৫| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৭

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহা খুব হাসালেন ভাই, “পুরুষ হলো কুত্তার জাত” ছিঃ ছিঃ কিন্তু এই যে মানুষ হয়ে একটা পশুর সাথে নিজেদের পরিচয় করিয়ে দেন। কিন্তু কেনো? এতো কিছু না লিখে এই কুত্তাদের ভালো হওয়ার জন্য কিছু বলেন।

০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: পরামর্শ দিবেন আপনি, আপনারা।

১৬| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৯

কামরুননাহার কলি বলেছেন: এই কুত্তার জাত হওয়ার কারণ একটাই, ওরা নারীদের মানুষ ভাবতে পারে না তাই এরা জীবন জীবন কুত্তার জাতই হয়ে থাকবে। কখনো মানুষ আর হবে না।

০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:০৩

রাজীব নুর বলেছেন: এতটা বলবেন না বোন। সমাজে দুষ্ট নারীর অভাব নেই।

১৭| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১১

ইসিয়াক বলেছেন: কি বলবো বুঝতে পারছি না।

০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:০৩

রাজীব নুর বলেছেন: চুপ থাকাই ভালো। নিরব থাকাই ভালো।

১৮| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চালিয়ে যান!! মন্দ না !!
তবে এই লেখার শিরোনাম
নারী পুরুরষের সম্পর্ক নিয়ে
ব্লগাররা যা ভাবছেন
বলে
আপনার মতামত ব্লগারদের উপর
চাপান না্ই সেজন্য আপনাকে ধন্যবাদ।

০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: হা হা হা....ব্লগারদের চিন্তা ভাবনা, আমার চিন্তা ভাবনা একই রকম। তাই আমি শিরীনাম দেই ব্লগাররা যা ভাবছেন।

১৯| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: ধর্মের ভাষায় যদি কথা বলা যায় তাহলে পদার্থ বিজ্ঞানের ভাষায় বললে সমস্যা কি?

পৃথিবীটা তৈরীই হয়েছে ধর্ম দিয়ে। মহান আল্লাহ সোবাহানা তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন কেবলই তার ইবাদত করার জন্য।

০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: পৃথিবীতে আমার অনেক কাজ। শুধু ইবাদত করলে আমার চলিবে না। সব কাজই আমাকে শেষ করতে হবে।

২০| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:২০

সাইন বোর্ড বলেছেন: ছেলেদেরটা না হয় বুঝলাম চার পাঁচ জনের সাথে হয়, মেয়েরা গড়ে কয় জনের সাথে সম্পর্কে জড়াই, সেটাও খোলসা করুন ।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: একই অবস্থা।

২১| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:৩০

সাড়ে চুয়াত্তর বলেছেন: এখন পর্যন্ত ২০ টা মন্তব্যের মধ্যে মাত্র ১ জন নারী। আপনার লেখাতে মনে হয় মেয়েরা খুশি না। আপনার লেখার মটিভ আসলে কি ছিল বলেন তো?

০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: পুরুষ রমনী আমার চক্ষে ভেদাভেদ নাই।

২২| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

পুরুষ হচ্ছে কুত্তার জাত।

আপনি কি নিজেকে কুত্তা মনে করেন!!!

০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: না আমি কুকুর নই।

২৩| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: না আমি কুকুর নই।

তা হলে আপনি পুরুষ না !!

০৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: আপনি আমাকে যা খুশি তা ভাবতে পারেন, আমার কোনো সমস্যা নাই।

২৪| ০৬ ই জুলাই, ২০২০ সকাল ৯:৫৯

আরিফুজ্জামান১৯৮৭ বলেছেন: আপনাকে বলেছে। একটা পুরুষের জীবনে তো মাত্র ৫টা নারী আসে। কিন্তু একটা নারীর জীবনে তো অগুনতি ছেলে আসে। একটা সিঙ্গেল মেয়ে দেখাতে পারবেন? ছেলেরা তার পছন্দের মেয়ের কথা ভেবে বছরের পর বছর সিঙ্গেল থাকতে পারে। কোনো মেয়ে সেটা পারে? এখানে আর একটা কথা বলি, জান্নাতুল নামের একটা মেয়ে বলেছিল, রিলেশনশিপ মেয়েদের জন্য খুবই স্বাভাবিক জিনিস।

০৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২৫| ০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: হা হা হা....ব্লগারদের চিন্তা ভাবনা, আমার চিন্তা ভাবনা একই রকম। তাই আমি শিরীনাম দেই ব্লগাররা যা ভাবছেন।

আপনার চিন্তা ভাবনা অপরিপক্ক ! আপনি স্ববিরোধী স্বভাবের মানুষ।
আপনা কথাই আপনার জন্য বুমেরাং হয়ে যায়। মানুষ আশরাফুল মাখলুকাত
অর্থাৎ সৃষ্টির সেরা জীব। তবে অমানুষ বলেও একটা শব্দ চালু আছে। যার মান
ও হুস থাকে সে কখনো অমানুষ হয়না। আপনি যাদের পক্ষ নিয়ে পুরুষকে কুত্তার
জাত বলেছেন তাদের পিতারাও মানুষ। তারা ভুলেও বলবেন না যে তাদের
পিতা কিংবা ভ্রাতা কুত্তার জাত। আপনার জন্মদাতা কখনোই কুত্তা ছিলেন না। মুখের কথা
আর টুথ পেস্ট এক বার বের হয়ে গেলে তাকে আর ফিরিয়ে নেওয়া যায়না। সুতরাং নিজেকে
যাই ভাবুন ভাবুন তবে অন্যকে নিয়ে এক্ই ধারনা পোষণ করবেন না। যা আপনাকে বিতর্কিত
করবে। আলোচিত হবার এ সস্তা পন্থা পরিহার করুন।

০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

রাজীব নুর বলেছেন: হুম.....বুঝছি বুঝছি।
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.