নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কুরআনের ৪টি মোটিভেশনাল শব্দ খুবই উপকারী। ছোট্ট হলেও এগুলো ব্যাপক অর্থবোধক!
১। লা তাহযান
২। লা তাখাফ
৩। লা তাগদাব
৪। লা তাসখাত
অর্থঃ অতীত নিয়ে কখনো হতাশ হবেন না!
ভবিষ্যত নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না! তা ন্যাস্ত করে দিতে হবে আল্লাহর কাছে!
জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে! রাগ করবেন না!
আল্লাহর কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না!
শেষ পর্যন্ত সফল হয় কিনা দেখার বিষয়।
সফল হলে সেটা অবশ্যই আমাদের জন্যে দারুণ একটা খবর হবে এবং জাতি উপকৃত হবে। অভিনন্দন রইলো গ্লোব বায়োটেক ও তার সকল কর্মীদের। যারা বুঝে না তারাই সন্দেহ করছে। মনে হচ্ছে- গ্লোব বায়োটেক সঠিক পথেই এগিয়েছে। অভিনন্দন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাক্রোবায়োলজিতে মাস্টার্স আর জাপান থেকে পিএইচডি করা ড: আসিফ মাহমুদকে।
চায়ের দোকানে একজনকে বলতে শুনলাম- ভারতের ভ্যাক্সিন সেপ্টেম্বর থেকেই আসবে বাংলাদেশে। যদি সত্যি সত্যি আসে কারা কারা বয়কট করবেন হাত তুলেন দেখি।
অযোগ্য লোক দিয়ে কোনো প্রতিষ্ঠান চলতে পারে না।
যখন কোনো প্রতিষ্ঠানের উন্নতি হবে না, তার মানে প্রতিষ্ঠানের লোক গুলো সৎ না, দক্ষ ও পরিশ্রমী না। মুখের কথায় চিড়া ভিজে না। উন্নতির জন্য দরকার সৎ, বুদ্ধিমান, পরিশ্রমী, দক্ষ ও যোগ্য লোকের। সরকারী প্রতিষ্ঠান গুলোতে এরকম লোক নেই বললেই চলে। দেশের শত্রু হলো দূর্নীতিবাজরা। এদের চেয়ে খারাপ মানুষ আর নাই দুনিয়াতে। সমরেশ মজুমদার বলেছেন, কার উপর বিশ্বাস রাখবো? মানুষের উপর? সে তো সাপের চেয়েও ভয়ংকর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য। আর মানুষ ছোবল মারে আনন্দ পেতে, মজা লুটতে।
চীনের চর্বি বেড়ে গেছে। এবার ভুটানের ভূখণ্ড নিজেদের বলে দাবি করছে। চীনকে একটা ডলা না দিলে শান্তি পাচ্ছি না। সেদিন ভারতের এক গণমাধ্যমে নিউজ দেখলাম- চীনকে 'উচিত শিক্ষা' দিল ভারত। ভেতরে কি শিক্ষা দিল জানতে গিয়ে দেখি, জিনপিংকে জন্মদিনে শুভেচ্ছা জানাননি মোদি।
০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ০৭ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫৯
নেওয়াজ আলি বলেছেন: এখন নিয়ে হতাশ । অতীতে ভালোই ছিলাম
০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন: জ্বী।
৩| ০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: দক্ষ, পরিশ্রমী লোকের অভাব সমাজে নাই- তাক্বওয়ার অভাব আছে বিস্তর। মানুষ সৎ আর পরিশ্রমি হবার সাথে সাথে তাক্বওয়াবানও হতে হয় তা না হলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় না। সরকারি সব কর্মকর্তা-কর্মচারী দুর্নীতগ্রস্থ নয়।
০৭ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৫
রাজীব নুর বলেছেন: মৃত্যুর এত শাস্তি দেওয়া হবে অথচ লোকজনের কোনো ভয় নেই।
৪| ০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: দেশপ্রেম ঈমানের অঙ্গ।
০৭ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৫
রাজীব নুর বলেছেন: দেশ প্রেম নেই। তবে নারী প্রেম আছে।
৫| ০৭ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেদিন ভারতের এক গণমাধ্যমে নিউজ দেখলাম- চীনকে 'উচিত শিক্ষা' দিল ভারত। ভেতরে কি শিক্ষা দিল জানতে গিয়ে দেখি, জিনপিংকে জন্মদিনে শুভেচ্ছা জানাননি মোদি।
০৭ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৬
রাজীব নুর বলেছেন: হে হে.।।
৬| ০৭ ই জুলাই, ২০২০ রাত ৯:০১
সাড়ে চুয়াত্তর বলেছেন: @ রাজিব নুরের মন্তব্বের জবাবে - দেশও নারী তবে এই নারী আমাদের মা। ‘জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী’
০৭ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৭| ০৮ ই জুলাই, ২০২০ সকাল ৮:২৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাঁশ ডলা দিতে বাঁশ লাগে। কি ডলা দিবেন কিছু ঠিক করেছেন।
ভুটানের ঐ এলাকাটা একসময় তিব্বতের ছিল,অরুনাচলও একসময় তিব্বতের ছিল।
০৮ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩৩
রাজীব নুর বলেছেন: ডলাডলির মধ্যে আমি নাই। এসব পারি না। অরুনাচল খুব সুন্দর জায়গা।
৮| ০৯ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০০
সাকলায়েন শামিম বলেছেন: নিউজ পত্রিকার হেড লাইনগুলোর রসিকতা ডং হাস্যকর। তবে খারাপ না ভালোই লাগে
০৯ ই জুলাই, ২০২০ রাত ৯:৩১
রাজীব নুর বলেছেন: ওকে।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৯
আলমগীর সরকার লিটন বলেছেন: ভালই লেখেছেন রাজীব দা