নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আওয়ামী লীগের সবচাইতে বড় সম্পদ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগই পারবে বাংলাদেশকে বিশ্ব-দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়ে বাঙালি জাতিকে সম্মানিত করতে।
২। টুথপেস্টের একটা বিজ্ঞাপন করার সুযোগ পেয়েছিলাম। সব ফাইনাল। যেদিন শুটিং হবে সেদিন ডিরেক্টর সাহেব বললেন- আমাকে দিয়ে হবে না। আমার চোখে না-কি মায়া নাই। আমি বললাম, স্যার আমার দাঁতে কোনো সমস্যা নাই।
৩। একজন চিকিৎসক অন্তত বলুক, আমি ডাক্তার। আমার ভিজিট মুখ্য নয়, চিকিৎসা দেওয়াটাই মুখ্য। আমার ভিজিট তাই দিবেন, যেন আমি চলতে পারি পরিবার নিয়ে। সকল বেসরকারি হাসপাতালের ডাক্তারদের বেতন দেয়া হোক সরকারি হাসপাতালের রুল অনুযায়ী। তাহলে দরিদ্র বাবা মা ও তাদের ছেলে/মেয়ে গুলো চিকিৎসা চালিয়ে যেতে পারবে।
৪। বড় ভাই টিউশনির টাকা পেয়েছে তাই ছোট বোনকে থাইস্যুপ খাওয়াতে নিয়ে যাচ্ছে।
ভাইয়া, স্যুপ খাওয়ার পরেও কি তোমার কাছে টাকা থাকবে?
থাকতে পারে।
যদি টাকা থাকে আমাকে একটা জিনিস কিনে দিবে?
কী জিনিস?
একটা বোরকা। বাইরে যখন বের হই, পুরুষমানুষগুলা কেমন করে যেন তাকায়। এত বিশ্রী লাগে!
বোরকা কেনার মধ্যে আমি নাই।
প্লিজ ভাইয়া। প্লিজ।
ভাই বিরক্ত মুখে এগারো শ' টাকা দিয়ে একটা বোরকা কিনে দিল।
৫। দুঃখের ব্যাপার হচ্ছে এখন দেখি বেশির ভাগ পারিবারিক বন্ধন আলগা। পরিবারের এক সদস্য কী করছে অন্যরা তার খোঁজ রাখছে না। ছেলে ড্রাগ ধরেছে, বাবা-মা কিছুই জানে না। ভেরি স্যাড।
৬। উপন্যাসের প্রধান চরিত্র মারসো নামের ফরাসি আলজিরীয় মধ্যবিত্ত পরিবারের এক অবিবাহিত যুবক। মায়ের মৃত্যু সংবাদ শুনেও যার চোখে পানি আসেনি। ছুটির দিনে মেয়ে বন্ধুকে নিয়ে ফ্লাটে নিরানন্দময় জীবন কাটে তার। সমাজের চোখে সে দোষী। কেন না সমাজ মনে করে তার মধ্যে অভাব রয়েছে মৌল আবেগ ও প্রতিক্রিয়ার। দ্বাদশ ব্যক্তি হিসেবে সে পর্যবেক্ষণ করে জীবন, যৌনতা ও মৃত্যু। তারপর ঘটনাচক্রে একদিন সে খুন করে বসে....।
উপন্যাসটির নাম কি?
৭। একজন শিক্ষক অন্তত বলুক, আমি শিক্ষক। আমার বেতন মুখ্য নয়, শিক্ষা দানটাই মুখ্য। আমার বেতন তাই দিবেন, যেন আমি চলতে পারি পরিবার নিয়ে। সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বেতন দেয়া হোক সরকারি ভার্সিটির রুল অনুযায়ী। তাহলে দরিদ্র বাবা-মার ছেলে মেয়ে গুলো পড়াশোনা চালিয়ে যেতে পারবে।
০৮ ই জুলাই, ২০২০ রাত ৮:২৮
রাজীব নুর বলেছেন: আমারও তো সেই কথাই।
১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৪
রাজীব নুর বলেছেন: চোখের সাথে দাঁতের মনে হয় একটা সম্পর্ক আছে।
২| ০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩০
সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল ।
০৮ ই জুলাই, ২০২০ রাত ৮:২৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৩| ০৮ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩৬
নেওয়াজ আলি বলেছেন: এই ছবিটা অনেক কিছুর উত্তর। আর এখন বেসরকারি শিক্ষকদের কেউ ভিক্ষার দেওয়ার নাই গ্রাম অঞ্চলে ।
০৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৩০
রাজীব নুর বলেছেন: হাসপাতালের মালিক কি উনি একা? উনার দল আছে।
৪| ০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১৪
চাঁদগাজী বলেছেন:
১ নং:
বাংলাদেশের মানুষ ও সরকারের মাঝে ভয়ানক দুরত্বের সৃষ্টি হয়েছে, এই অবস্হায়, শেখ হাসিনার কোন চেষ্টা কাজ করছে না
০৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৩০
রাজীব নুর বলেছেন: প্রধানমন্ত্রী আজ সংসদে কেদেছেন!
৫| ০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪৩
ইসিয়াক বলেছেন: ১ নম্বর , উনার প্রতি আস্থা হারাতে বসেছি।উনাকে চাটুকারেরা ঘিরে ধরেছেন।উনি সঠিকতথ্য পাচ্ছেন না।
০৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৩১
রাজীব নুর বলেছেন: পথ তো হারিয়ে যায় নাই।
৬| ০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪৩
ইসিয়াক বলেছেন:
২ নম্বর, কোন টুথপেষ্ট?
০৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৩১
রাজীব নুর বলেছেন: হা হা হা----
৭| ০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫০
ইসিয়াক বলেছেন:
৭ নম্বর, বেশিরভাগ বেসরকারী প্রাথমিক স্কুলের শিক্ষকগণ স্কুল থেকে যা বেতন পান তা শুনলে সাধারণ মানুষ হতভম্ব হয়ে যাবে।তারা সম্মানহানির ভয়ে বেতন এর কথা বাইরে প্রকাশ করে না।
এখন প্রশ্ন করতে পারেন তাহলে তারা চলে কিভাবে? উত্তর ,তারা চলে টিউশনির টাকায়।স্কুল শেষে রাত এগারোটা বারোটা পর্যন্ত চলে তাদের জীবন যুদ্ধ। তাদের কেউ দেখার নেই্ তাদের পক্ষে বলার ও কেউ নেই্ অথচ খেয়াল করে দেখবেন এই সমস্ত বেসরকারী প্রাথমিক স্কুলের পড়াশোনার মান সরকারী প্রাথমিক স্কুলের চেয়ে অনেক অনেক গুন ভালো।
০৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৩২
রাজীব নুর বলেছেন: এখন তো তাদের সেলারিসহ অন্যান্য সুযোগ সুবিধা বেড়েছে।
৮| ০৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন: ২ নাম্বারটা দাঁতবিদারক।
৩ নাম্বারের ডাক্তার আছেন। তবে হাজারে হয়তো একজন বা তারও কম।
৫ নাম্বার সত্যি কথা, কঠিক সত্যি কথা।
৭ নাম্বারের শিক্ষক আছেন। তবে হাজারে হয়তো একজন বা তারও কম।
আমি ২জন পেয়েছি। একজনের সংসার চলতো ছাত্র পড়িয়ে। ঘুরে ঘুরে টিউশানি করে বেড়াতেন। তিনি কোনো স্কুলের শিক্ষক ছিলেন না। টাকাটা তার জন্য খুব দরকারী হলেও জুলুম পরিমান নিতেন না। এইচ.এস.সি তে শুধু হিসাব বিজ্ঞান পড়ানোর জন্য ওনাকে রেখেছিলাম। উনি যখন জানলেন আমি ইংরেজীত কারোকাছে পড়তেছিলনা তখন উনি ইংরেজীও দেখিয়ে দিতেন। কিন্তু তারজন্য অতিরিক্ত কিছু নিতেন না। আমি পরিষ্কার জানি মহর আলী স্যার যদি আমাকে ইংরেজী না পড়াতেন তাহলে আমি এইচ.এস.সি পাশ করতে পরতাম না।
আরেক জনকে পেয়েছি অনার্সে তার কথা অন্য দিন বললো।
০৮ ই জুলাই, ২০২০ রাত ১০:০৩
রাজীব নুর বলেছেন: মহর আলী শিক্ষকের মতোন শিক্ষক দরকার আমাদের।
৯| ০৮ ই জুলাই, ২০২০ রাত ১১:১১
এনাম আহমেদ বলেছেন: সবগুলোই ভাল লেগেছে। ৬ নম্বরের উত্তরঃ দ্য আউট সাইডার।
০৮ ই জুলাই, ২০২০ রাত ১১:২৩
রাজীব নুর বলেছেন: ইয়েস।
১০| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১। আপনার গুরু তা বিশ্বাস করেনা।
২। কাজলের বিজ্ঞাপন ট্রাই করেন।
৩। কিছু ক্ষেত্রে ডাক্তার ও কসাই সমার্থক হয়ে যায়।
৪। আদর্শ বোন সবার ঘরে থাকলে দুনিয়াটাই স্বর্গ হতে পারতো।
৫। ডিজিটাল যুগে সবার খবর রাখা প্রায় অসম্ভব। আঙ্গুলের স্পর্শে সব হাজির!
৬। জাহাঙ্গীর একজন বিপ্লবী স্বদেশী দলের কর্মী। নারী সম্পর্কে তার ধারণা নেতিবাচক। উপন্যাসের নাম কি ?
৭। অনেক শিক্ষক আমাদের মাঝে বিদ্যমান যারা টাকার চেয়ে শিক্ষাদান মহৎ মনে করেন।
০৯ ই জুলাই, ২০২০ রাত ২:১৮
রাজীব নুর বলেছেন: ১। তার ইচ্ছা। তার স্বাধীণতা।
২। হা হা হা---
৩। আসলেই কিছু কিছু ডাক্তারের কাছে সেবাটা আসল উদ্দেশ্য না।
৪। ইয়েস।
৫। মোটেও অসম্ভব না।
৬। নং মন্তব্য দেখুন।
৭। ইয়েস।
১১| ০৯ ই জুলাই, ২০২০ রাত ২:১০
সেলিম আনোয়ার বলেছেন: সাদা মিথ্যা মন্দ নয় সত্য হলে ভালো হয়।
০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৩
রাজীব নুর বলেছেন: সাদা মিথ্যা আর সত্য একই জিনিস।
১২| ০৯ ই জুলাই, ২০২০ সকাল ১১:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন
৬। নং মন্তব্য দেখুন।
কোন মন্তব্য নাই!!! উত্তর দেন !!
হঠাৎ কোন উপন্যাসের একটা লাইন লিখে বলবেন
এটা কোন উপন্যাসের লাইন !! সবার পক্ষে তা বলা সম্ভব
নাও হতে পারে। এতে বোঝা যায়না আপনি বড়ই কিঠিন পাঠক।
যদি আমার উল্লেখিত বাক্যগুলি কোন উপন্যাসের তা হলে বুঝব আপনি
অনেক জানেন !! পাশ কাটাবেন না।
০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: উত্তরঃ উপন্যাসের নাম দ্য আউট সাইডার।
বই না পড়লে মুভি দেখতে পারেন।
১৩| ০৯ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩৪
আশরাফ২০২০ বলেছেন: লেখক রাজীব নূর আশা করি ভাল আছেন। আমি অনেকদিন ধরে আপনার লেখা অনুসরন করি এবং সম্প্রতি একটি একাউন্ট খুলি।বিনয়ের সাথে বলতে চাই আপনার চিন্তা ভাবনায় বড় রকমের ঝামেলা আছে। আমার বেতন মুখ্য নয় এটা বলার দায়িত্ব আপনি শুধু চিকিতসক আর শিক্ষকদের দিয়েছেন। ছাত্র জীবনে ৩ জন শিক্ষক আমাকে প্রায় ফ্রি প্রাইভেট পরিয়েছেন, যদিও অল্প সময় এর জন্য।
আপনি কি সারা দেশ খুজে ১ জন ডাক্তার খুজে পাবেন যে কমপক্ষে ১০০ জন রোগীকে ফ্রি চিকতসা দেয় নি????
আপনারা একদিকে চাইবেন মুক্তবাজার অর্থনীতি আরেকদিকে চাইবেন চিকিতসকদের ফি নিতে বাধানিষেধ।যারা ফী বেশি নেন তাদের চাহিদা বেশি, বেশি রোগী তাদের কাছে যায়।
আপনি কয়জন জুনিয়র ডাক্তার এর খোজ নিয়েছেন-তারা কিভাবে চলে।গুটি কয়েক বড় ডাক্তার দিয়ে পুরো ডাক্তার সমাজের বিচার করবেন না।
সবচেয়ে বড় কথা হচ্ছে যে কাজটা সরকার এর করার কথা সেটার দায় আপনি চিকিতসক শিক্ষক দের উপর দিয়ে দিচ্ছেন কেন??বলবেন সরকারের সামর্থ্য নাই???কেন নাই সেটাও জানেন কিন্তু বলবেন না।
সেবা শব্দটা ডাক্তার এর একার সম্পত্তি নয়,এবং আপনার আযে অর্থে সেবা শব্দ টা ব্যবহার করেন সেই অর্থে সেবা করতে ডাক্তার রা বাধ্য নয়।
আপনি যে কাজটা করেন সেটা কি সেবা নয়?বলেন যে নায্য ফি দিয়েও যেন আমরা সঠিক চিকিতসা পাই। অবশ্যই সেবা না,বলবেন চিকিতসা।
প্রিভেট হাস্পাতালে এ একটা রোগীর যা বিল হয় তার ৮০_৯০% হাস্পাতাল পায়[যদি বড় অপারেশন না লাগে)।
১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: আমি মনে হয় আজও আধুনিক মানুষ হতে পারিনি।
১৪| ০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২০
রাজীব নুর বলেছেন: খুব রেগে গেছেন আমার উপর।
যারা ডাক্তার হয় তারা মানুষকে সেবা করার জন্যই এই পেশা বেছে নেয়। কিন্তু শেষমেশ দেখা যায়, সেবার চেয়ে টাকা তাদের কাছে বড় হয়ে দেখা দেয়। এতই যখন টাকার শখ তাহলে তারা ব্যবসা করলেই পারে।
১৫| ১০ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৭
আশরাফ২০২০ বলেছেন: আমার মূল বক্তব্য আপনি ধরতে পারেন নি। আপনি টাকাটা বড় করে দেখছেন কেন???আর সেবা শব্দটা বাদ দিতে বলেছি। ডাক্তার এর কাছে শুধুমাত্র চিকিতসা চান। ডাক্তার যদি বর্তমান সময়ের তুলনায় বেশি ভিজিট নেয় সেয়ার বিরুদ্ধে লিখুন,গরিবদের চিকিতসার দায়িত্ব সরকারকে নিতে বলেন,আর যদি ব্যাক্তি চিকিতসকের কাছে চান তবে হাত জোড় করে চান। আর টাকা কামানোর অধিকার শুধু ব্যাবসায়ীদের ই আছে এই কথা আপনি কোন বুদ্ধিতে বলেন??এরকম কথা বললে তো মানুষ আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি করেন,বিনা পয়সায় বা নাম মাত্র মুলেয় করেন কিনা,কয় পয়সার চ্যারিটি করেন ইত্যাদি।
আরও অনেক বিষয় আছে যেগুলো নিয়ে প্রশ্ন তুলা যায় কিন্তু আপনারা তুলেন না(আইঞ্জীবিদের বলেন ফ্রি সেবা দিতে..ইত্যাদি ইত্যাদি।
১০ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৩
রাজীব নুর বলেছেন: শুনুন সরকারের ভুলের কারনে তাদের দক্ষতা আর যোগ্যতার অভাবেই ডাক্তাররা উজাইছে। যদি আমাদের দেশের ডাক্তাররা ভালোই হতো তাহলে দেশের লোকজন (রাজনীতিবিদসহ) বিদেশের যেত না চিকিতসার জন্য।
আমাদের দেশের লোকজন ভালো না। কাজেই ডাক্তাররা ভালো হবেন কি করে? তারাও তো এই দেশের মানুষ।
এখন আমাদের মিলেমিশে থাকতে হবে। ছোট দেশ আমাদের। দরিদ্র দেশ। মানুষজনকে মানবিক আর রিদয়বান হতে হবে। বিশেষ করে ডাক্তারদের।
১৬| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩০
আশরাফ২০২০ বলেছেন: আপনি যেখানে আটকে আছেন অখান থেকে বের করা মনে হয় কঠিন।
১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: আমাকে বের হতে সহযোগিতা করুন।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: টুথ পেস্টের বিজ্ঞাপনে দাত থাকতে চোখের মায়ার কি সম্পর্ক ?
+++