নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আপনি মিথ্যা বলছেন না। আপনি শান্তিতে ঘুমাচ্ছেন। আপনি অনেক রাত জেগে টিভি দেখছেন বা বই পড়ছেন। আপনি বাসায় অনেকরাতে বাসায় ফিরলেও জবাবদিহিতার ভয় থাকে না- তার মানে আপনি বিয়ে করেন নি।
২। আমরা যে যার কাজে ব্যস্ত।
এখনকার ছেলেমেয়েদের সময় কাটে ইন্টারনেটে। সেখানে তারা কি দেখছে, কার দ্বারা প্রভাবিত হচ্ছে ট্যাক করা খুবই মুশকিল। তাই, পিতা-মাতার সতর্ক থাকতে হবে।
৩। তালের তাড়ি খেয়ে মানুষ নেশাগ্রস্থ হয়ে পড়তো তাই সম্রাট আকবর তাল গাছ'ই কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন.... এখন কথা হচ্ছে দোষ কি তাল গাছের না তাড়ি খাওয়া মানুষের?
৪। লেখকরা অনেক সময় বিপদে পড়েন।
লেখালেখির জন্য অনেক কে হত্যা পর্যন্ত করা হয়েছে। দেশ থেকে বের করে দেয়ার ঘটনাতো আমাদের'ই আছে। হুমায়ূন আহয়ামেদের একটা বইতে পড়লাম 'দস্যু মোহনকে পদ্মার বুকে লঞ্চের ডেকে ধরা হলো। তাকে বস্তায় ইটসহ ভরে দেওয়া হলো। বস্তার মুখ সেলাই করে পদ্মা নদীতে ফেলে দেওয়া হলো।
এর পরেই লেখক লিখলেন, 'তাহার পরে কিভাবে কী ঘটিল কে জানে, দস্যু মোহনকে দেখা গেল পদ্মার পাড়ে বসিয়া হাসি মুখে চুরুট টানিতেছে।' লেখক সম্ভবত দস্যু মোহনকে বস্তার ভেতর থেকে উদ্বারের কোনো উপায় খুঁজে না পেয়ে ' কীভাবে কী ঘটিল কে জানে'র আশ্রয় নিয়েছেন।
৫। আল্লাহকে বান্দা আর কী দিতে পারে- দু'ফোঁটা অশ্রু ছাড়া!
৬। আমাদের দেশে এরকম করা হোক।
১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩৬
রাজীব নুর বলেছেন: কঠিন করে হলেও আমাদের দেশের লোকজনকে সভ্য বানাতে হবে। তা না হলে ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে? তারা কি করবে?
২| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৬
ইসিয়াক বলেছেন: ১ নম্বর, আহ! শান্তি! শান্তি!! শান্তি!!!
১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩৬
রাজীব নুর বলেছেন: ওকে।
৩| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩১
ইসিয়াক বলেছেন: ২ নম্বর,সহমত।অনেক সময় পড়তে দিলে টেবিলের নিচে মোবাইল থাকে ফেসবুক বা অনত্র ব্যস্ত থাকে। পড়তে দিলে জোরে জোরে পড়তে বলতে হবে। তাহলে খানিকটা বোঝা যাবে সে কি করছে।
৩ নম্বর, দোষ তাড়ি খাওয়া মানুষের।
৬ নম্বর, কে বাধবে বিড়ালের গলায় ঘন্টা?
১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: দেশটা আমাদের। গলায় ঘন্টি আমাদেরই বাধতে হবে।
৪| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: পৃথিবীতে পুরুষ জাতিকে মূলত দুইটা শ্রেণীতে ভাগ করা যায়। ১। বুদ্ধিমান ২। ব্যাচেলর
১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩৮
রাজীব নুর বলেছেন: ঠিকই বলেছেন।
৫| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪০
ইসিয়াক বলেছেন:
লেখক বলেছেন: দেশটা আমাদের। গলায় ঘন্টি আমাদেরই বাধতে হবে।
চলুন তাহলে নেমে পড়ি।
১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: হপথে নেমে পড়তে হবে না।
আপনি আপনার আশে পাশের মানুষকে ঘন্টি বাধুন। আমি আমার আশে পাশের মানুষের গলায় ঘন্টি বাধবো।
৬| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ৩ নাম্বার সত্যি নাকি? আগে শুনি নাই মনে হয়।
৬ নাম্বার দ্রুত বাস্তবায়ন করা দরকার।
১১ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৭
রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫১
শায়মা বলেছেন: রাস্তায় পাওয়া ডায়েরীটা গিয়ানী আছে ভাইয়া.......
১১ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৭
রাজীব নুর বলেছেন: আপনার মতো?
৮| ১১ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৬
শিশির আহমেদ শিশির বলেছেন: পৃথিবীতে পুরুষ মানুষ দুই প্রকার:
১। জীবিত
২। বিবাহীত
১১ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৮
রাজীব নুর বলেছেন: হুম।
৯| ১১ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৯
চাঁদগাজী বলেছেন:
ঢাকা চট্টগ্রামে দরকারী পরিমাণ টয়লেটই নেই
১১ ই জুলাই, ২০২০ রাত ৯:০০
রাজীব নুর বলেছেন: প্রতিবছর কোরবানীর ঈদে চট্রগ্রামে ৪ লাখ গরু জবাই হয়। কিন্তু এ বছর ৩ লাখ গরু জবেহ হবে।
চিটাগাং এ ১১ হাজার লোক করোনায় আক্রান্ত। মারা গেছে ২০০ জনের বেশি। লোকজন নিয়ম নীতি মানছে।
১০| ১১ ই জুলাই, ২০২০ রাত ৮:১৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১,অভিজ্ঞতায় অর্জিত জ্ঞানই সঠিক জ্ঞান।
৪,অনেকেই অলৌকিকতায় বিশ্বাস করেন,কিন্ত হুমায়ুন আহমেদের মতো বিজ্ঞান নিয়ে লেখাপড়া করা মানুষের সাথে এটা যায় না।
৬,নিজের ছবি দেখে অনেকেই আতকে উঠবে।
১১ ই জুলাই, ২০২০ রাত ৯:০১
রাজীব নুর বলেছেন: আপনাকে ধন্যবাদ আপনি আমার পোষ্ট পড়েন। এবং মন্তব্য করেন।
১১| ১১ ই জুলাই, ২০২০ রাত ৯:০৩
জাহিদ হাসান বলেছেন: আইসল্যান্ড এর মত দেশ চাই কিন্তু করবে কারা?
১১ ই জুলাই, ২০২০ রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: একদিন আমাদের দেশটা অনেক সুন্দর হবে।
১২| ১১ ই জুলাই, ২০২০ রাত ৯:২৪
নেওয়াজ আলি বলেছেন: অবিবাহিতদের জবাবদিহি থাকে না । সত্য। মা থাকলে অপেক্ষায় থাকে। সন্তানদের নজরদারি করা উচিত। জঙ্গীরা সৃজনী বুজে না । বুঝে হত্যা । এরা বর্বর ।
১১ ই জুলাই, ২০২০ রাত ১০:৩২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
১৩| ১১ ই জুলাই, ২০২০ রাত ৯:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি ভালো তো জগত ভালো।
আমি ভালো তো জগত ভালো।
আপনি কি ভালো?
আমি কি ভালো?
আমরা কি ভালো?
১১ ই জুলাই, ২০২০ রাত ১০:৩২
রাজীব নুর বলেছেন: এই মুহুর্তে আমি ভালো নাই। প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে।
১৪| ১১ ই জুলাই, ২০২০ রাত ১০:০৯
পদাতিক চৌধুরি বলেছেন: প্রতারক বোধহয় আমরা সবাই।সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা প্রত্যেকেই কাউকে না কাউকে ঠকিয়েই চলেছি।আইসল্যান্ডের মতো ব্যবস্থা করলে টয়লেটগুলো এমন ছবিতেই ভরে যাবে যে টয়লেটেরআর জায়গা থাকবে না।
১১ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৩
রাজীব নুর বলেছেন: না দাদা আমরা সবাই প্রতারক না। অল্প কিছু মানুষ প্রতারক।
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৮
ডার্ক ম্যান বলেছেন: আইসল্যান্ড সভ্য কিন্তু আমরা না ।