নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্লীজ বিরক্ত করবেন না

১১ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৬



দেখুন- আমি এখন একটি কবিতা লিখবো
প্লীজ, আমাকে বিরক্ত করবেন না
একটা কবিতা লেখা চারটেখানি কথা নয়
সামুর জনপ্রিয় ব্লগার চাঁদগাজী
আজ পর্যন্ত একটি কবিতা লিখতে পারেননি
কিন্তু রাজনীতি নিয়ে তিনি কঠিন সব লেখা লিখেন।

যাই হোক, কবিতা শুরু করা যাক-
ঝামেলা বিহীন খুব সহজ সরল একটা কবিতা লিখব
কবিতায় একটা মেয়ে থাকবে, মেয়েটা অনেক রুপবতী
সে কখনও খুব সাজে না তবে চোখে কাজল দেয়
(মেবেলিনের কলোসল কাজল)
তাতেই তাকে দেবী প্রতিমার মতোন লাগে!
কবিতার খাতিরে ধরে নিলাম- মেয়েটার নাম নীলা।

নীলা লালমাটিয়া কলেজ থেকে
রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছে
সে ভালো রান্না করতে পারে,
তার রান্নার বেশ নামডাক আছে
নীলা যখন বাবুর সাথে দেখা করতে যায়,
তখন সে চিকেন সাসলিক আর পরোটা নিজের হাতে
বানিয়ে নিয়ে যায়। বাবু আরাম করে খায়।

না কবিতা হচ্ছে না,
মাথা ব্যথা করছে। আজ থাক কবিতা
মাথা ব্যথা নিয়ে কবিতা লেখা যায় না।




মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জীবনের সহজ সরল কথামালাই কবিতা।
এছাড়া আর কী?

১১ ই জুলাই, ২০২০ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: জীবনের সহজ সরল কথামালাই কবিতা।
চাঁদগাজী মনে হয় এটা মানবেন না।

২| ১১ ই জুলাই, ২০২০ রাত ১১:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


কবিতা তুমি অক্কা পেয়েছো
আজ হতে তিন দশক আগে
রাজীব খানের হাতে!!

১১ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৬

রাজীব নুর বলেছেন: আমার হাতে কবিতা আসবে। আমি সেই সুসময়ের অপেক্ষায় আছি।
দেরী হোক, যায়নি সময়।

৩| ১২ ই জুলাই, ২০২০ রাত ১২:০২

উদ্বাস্তু মানুষ আমি বলেছেন: কবিতা হচ্ছে না হচ্ছে না, কিন্তু একটি সুন্দর কবিতা হয়ে গেছে।

১২ ই জুলাই, ২০২০ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: হে হে হে----

৪| ১২ ই জুলাই, ২০২০ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:


আষাঢ়ের মাঝরাতে যখন খুবই হালকা ইলশেগুড়ি বৃষ্টি বাতাসে সাথে উড়তে থাকে, তখন গ্রামের নির্জন রাস্তায় হাঁটলে মাথা ব্যথা করবে না; শহরের সোরগোলের মাঝে রবীঠাকুর কিছু লিখতেন কিনা কে জানে!

১২ ই জুলাই, ২০২০ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: আজ সন্ধ্যা থেকেই মাথায় যন্ত্রনা হচ্ছে। বিকেলে বাইরে গেলাম। বাসায় ফিরলাম। এখন রাত প্রায় সাড়ে বারটা মাথায় যন্ত্রনা হচ্ছেই। নাপা খেলাম। কপালে ওষুধ মাখলাম। ব্যথা কমছে না।

রবীন্দ্রনাথ লেখার জন্য নিরিবিলি পরিবেশ বেছে নিতেন। লেখার সময় তাকে কেউ যেন যন্ত্রনা না করতে পারে এজন্য উনি তার বোট নিয়ে মাঝনদীতে চলে যেতেন।

৫| ১২ ই জুলাই, ২০২০ রাত ১২:০৩

কল্পদ্রুম বলেছেন: রিজেন্ট শাহেদকে নিয়ে একটা কবিতা লিখতে পারেন।

১২ ই জুলাই, ২০২০ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: ভালো বুদ্ধি দিয়েছেন। দেখি আগামীকাল চেষ্টা নিব।

৬| ১২ ই জুলাই, ২০২০ রাত ১২:১০

শেরিফ আল সায়ার বলেছেন: আহা! কী সুন্দর কবিতা

১২ ই জুলাই, ২০২০ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৭| ১২ ই জুলাই, ২০২০ রাত ১২:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা তো মনে হয় হয়েই গেল। :)

১২ ই জুলাই, ২০২০ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: তাহলে আমি সার্থক।

৮| ১২ ই জুলাই, ২০২০ রাত ১২:১৫

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন

১২ ই জুলাই, ২০২০ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।

৯| ১২ ই জুলাই, ২০২০ রাত ১২:৩৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সবাই রুপবতী মেয়েদের নিয়ে কবিতা লিখলে গুনবতী মেয়েদের নিয়ে কবিতা লিখবে কে।

১২ ই জুলাই, ২০২০ রাত ২:২৫

রাজীব নুর বলেছেন: আপনি লিখুন।

১০| ১২ ই জুলাই, ২০২০ রাত ১২:৪০

লরুজন বলেছেন: চাঁদগাজী (কবিতা) চাঁদগাজীরে নিয়া কবিতা লেকছি। চাঁদগাজী উস্তাদ মাইন্ড খাইয়েন না, তাইলে কিন্তুক আপনের নামে কবিতা লেইক্যা সামুর হার্ড ড্রাইভ ভইরা ফালামু

১২ ই জুলাই, ২০২০ রাত ২:২৬

রাজীব নুর বলেছেন: হুম।

১১| ১২ ই জুলাই, ২০২০ রাত ১:১৪

আকিব ইজাজ বলেছেন: সহজ সরল ভালো কবিতা হয়েছে :)

১২ ই জুলাই, ২০২০ রাত ২:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১২| ১২ ই জুলাই, ২০২০ রাত ১:৩৭

শায়মা বলেছেন: কবিতা না হবার কি হলো??
এক লাইন লিখেই এন্টার চেপে দিলেই কবিতা..... :)

১২ ই জুলাই, ২০২০ রাত ২:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ১২ ই জুলাই, ২০২০ রাত ২:৫৯

কলাবাগান১ বলেছেন: মাথা ব্যাথা=কোভিড-১৯ প্রাথমিক সিম্পটম। অবশ্য এত 'পুস্টিকর' খাওনে ওয়ালা আপনি, করোনা আপনাকে ভয় পাবে।

১২ ই জুলাই, ২০২০ সকাল ১১:২৭

রাজীব নুর বলেছেন: মাথা ব্যথা রাতেই সেরে গেছে। এই মাথা ব্যথা আমার দীর্ঘদিনের সংগী।

১৪| ১২ ই জুলাই, ২০২০ সকাল ৯:২১

কবীর হুমায়ূন বলেছেন: এ শহর কবিতা লেখার জন্য আর উপযুক্ত নয়,
পিতার লাশের চেয়ে অর্থ অধিক মূল্যমানের;
মনুষত্ব আর শ্বাপদ-হিংস্রতা একাকার।
যেখানে চৈতন্য ম্রিয়মান!
সেখানে কি কবিতার শব্দ ছন্দ খেলা করে?


মাথা ব্যথা অন্য রোগের অনুষঙ্গ। অতএব, সাবধানে ঘরেই থাকুন। প্রয়োজনে, চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। শুভ কামনা।

১২ ই জুলাই, ২০২০ সকাল ১১:২৮

রাজীব নুর বলেছেন: বহু বছরের সংগী এই ব্যথা।

১৫| ১২ ই জুলাই, ২০২০ সকাল ৯:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম, মাথা ব্যাথা নিয়ে কবিতা লেখা যায় না, শরীরের কি খবর এখন, আগে সুস্থ্যতা তারপর লেখালেখি-- এই মাথা ব্যাথা নিয়ে কিছু লিখছেন এতেই আমারা ভীষণ খুশি---শুভকামনা নিরন্তর

১২ ই জুলাই, ২০২০ সকাল ১১:২৮

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৬| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৩

মোঃ খুরশীদ আলম বলেছেন: কি কন এগুলা?

১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: কবিতা।

১৭| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:১২

এম ডি মুসা বলেছেন: শুভেচ্ছা! কবিতার আকার ছোট্ট তাই কবিতা সহজে পড়া যাচ্ছে

১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভালো থাকুন।

১৮| ১২ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪১

ইসিয়াক বলেছেন:




জলছবি
********
জলছবিতে আঁকা তোমার মুখ,
আয়নার বুকে এসো,
ঠোঁটে রাখো তোমার গোলাপি ঠোঁট,
এবার তবে একটা সেলফি হয়ে যাক।

চির কলঙ্ক লাগিয়ে দিলাম কেমন!
আর তো তোমার মুক্তি নেই প্রিয়।
এসো এবার দুজনে হই জলছাপ,
তোমার আমার প্রেমের আয়নায়।

১২ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৯| ১২ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সেদিন চৈত্রের দূপুর পুকুর পাড়ে
গরু খাচ্ছিলো তামাটে হওয়া ঘাস!!
মে্ঘের গুরু গুরু ডাক বৃষ্টি নামার
আভাস। ভাবি এবার বুঝি আমার
হবে সর্বনাশ । দিলাম দৌড় নামলো
বৃষ্টি পিছলে পড়ে কাদা জলে একাকার
সত্যি হলো শংঙ্কা হয়েই গেল সর্বনাস।


সাত পংক্তির অত্যাধুনিক কবিতা !!
কেমন হলো ? জানাবেন

১২ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।

২০| ১২ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই কবিতা হচ্ছেনা
শব্দেরা ইচ্ছে ডানায় ভর করেছে
মাথার ভিতর মেঘ মালা
কিছুতেই কবিতা হচ্ছে না
আরে এ যে ভীষম জ্বালা।

১২ ই জুলাই, ২০২০ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: আমি অপেক্ষা করি। কবিতা আমার হাতে আসবে।

২১| ১২ ই জুলাই, ২০২০ রাত ৮:০২

আমি সাজিদ বলেছেন: বমি পাচ্ছে।

১২ ই জুলাই, ২০২০ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: কান্না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.