নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রতিটা মুহুর্ত আল্লাহকে স্মরণ করতে হবে

১৬ ই জুলাই, ২০২০ রাত ১২:৩০



আমি বাসার জন্য প্রায়'ই আনার কিনি।
এই আনার ফ্রিজে দিনের পর দিন থাকে। কেউ ধরেও দেখে না। বাসার কেউ আনার ছিলে খাওয়ার মতো ধৈর্য নেই। যেহেতু আমি টাকা দিয়ে কিনেছি, আমার মায়া লাগে। শেষে আমি নিজে আনার ছিলে বাটি ভরতি করি। তখন বাসার সবাই মুহূর্তের মধ্যে আনার খেয়ে শেষ করে ফেলে। এই ঘটনা প্রতিমাসেই ঘটে। আমার আনার ছিলতে অনেক সময় লাগে। আমি খুব ধীরে ধীরে, খুব যত্ন নিয়ে আনারের প্রতিটা দানা সংগ্রহ করি। কি সুন্দর করেই না একটার পর একটা দানা সাজানো! সৃষ্টিকর্তার উপর মুগ্ধতায় মন ভরে যায়।

সুরভি ডাব খুব পছন্দ করে।
দুই একদিন পরপর'ই সুরভির জন্য ডাব বাসায় আনি। ডাব বয়ে বাসা পর্যন্ত আনা খুব ঝামেলার ব্যাপার। তবু সুরভি খায় তাই এতটুকু কষ্ট আমি করি। বেচারা তো আমার জন্য সারা দিনই নানান কষ্ট করে। সেদিন রান্না করতে গিয়ে গরম তেলের ফোটা এসে হাতের অনেকখানি জাগায় পুড়ে গেছে। ডাব ব্যাপারটা আমার কাছে বড় অদ্ভুত লাগে! ভিতরে পানি। যে পানি খেলে মন জুড়িয়ে যায়। কিভাবে ঢুকে ডাবের ভিতর পানি? সেই ডাব একসময় নারকেল হয়। আসলে প্রভুর লীলা বুঝা আমাদের পক্ষে সম্ভব না। শুকরিয়া জানাই।

একটা গরু।
সে সারাদিন মাঠে ঘাটে থাকে। তার প্রিয় খাবার হলো ঘাস। একবার ভেবে দেখুন, চিন্তা করে দেখুন- সে কিভাবে দুধ দেয়? প্রতিদিন দুধ দেয়। কিভাবে দুধ তৈরি হয়? তার প্রক্রিয়াটা কি, একবার ভাবুন? এই দুধ আমরা খাই। কত না উপকার পাই গরুর খাঁটি দুধ থেকে! কাজেই মহান প্রভুর কোনো নেয়ামতকে অস্বীকার করার কোনো উপায় নাই। বারবার, প্রতিনিয়ত তার শুকরিয়া আদায় করা উচিত আমাদের। আল্লাহর হিসাব একেবার নিখুঁত। তাই সব সময় নামাজ পড়ে আল্লাহর দয়া কামনা করা উচিত। এছাড়া আমাদের আর কোনো পথ নেই।

একজন নারীর বিয়ে হয়।
তারপর তার বাচ্চা হয়। এবং তখন তার বুকে দুধ আসে। এই দুধ খেয়ে শিশু বেঁচে থাকে। টানা ছয়মাস সে বুকের দুধ খেয়ে বেঁচে থাকে। তার আর অন্য খাবারের প্রয়োজন হয় না। মায়ের বুকের দুধের গুনের শেষ নেই। নতুন শিশুকে আপনি ভাত খাওয়াতে পারবেন না। স্যুপ খাওয়াতে পারবেন। মহান আল্লাহ স্বয়ং শিশুর খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। কখনও কি ভেবে দেখেছেন 'ব্যাপারটা' কতখানি অলৌকিক? কাজেই আল্লাহর হিসাব অনেক সূক্ষ্ম। আল্লাহ প্রদত্ত এমন তৈরি খাবার, যা শিশু সহজেই হজম করতে পারে এবং সহজেই শিশুর দেহ বৃদ্ধিতে সহায়ক। পবিত্র কোরআনে বলা হয়েছে, দুই বছর শিশুকে দুধ পান করাতে।

একটা কাক আকাশে উড়তে উড়তে দেখতে পায় রাস্তায় কে বা কারা যেন ময়লা ফেলে রেখেছে। কাক তা দেখে মহা খুশি। পেট ভরে খায়, আবার বাসায়ও নিয়ে বাচ্চাদের জন্য। কিন্তু কাক একবারও ভাবলো না তার চলার পথে কে খাবার ফেলে রেখে দিয়েছে। ঠিক এই ভাবে মানূষও ভাবে না। অথচ মানুষকে ভাবার জন্য আল্লাহ জ্ঞান দিয়েছেন। মানুষ আনার খাচ্ছে, ডাব খাচ্ছে, তাল খাচ্ছে। সব খাচ্ছে। খেয়ে খেয়ে শেষ করে ফেলছে সব। কাকের না হয় জ্ঞান বুদ্ধি নাই। কিন্তু আল্লাহ মানূষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন। মানুষ ভাবে না। ভাবতে চায় না। চিন্তা করে না। শুকরিয়া আদায় করে না। এটা ঠিক না। আল্লাহ বলেছেন, "অতএব, হে জ্বীন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?" অস্বীকার করার প্রশ্নই আসে না।

আপনার যা কিছু দরকার সবার আগে নামাজ পড়ে, আল্লাহর কাছে চাইবেন। তিনি ব্যবস্থা করে দিবেন উছিলার মাধ্যমে। বিশ্বাস করুন তিনি দেন। মন থেকে চান, তিনি অবশ্যই দিবেন। আমাকে দিয়েছেন। আমি মনে প্রানে, বিপদে আপদে নিজের অজান্তেই আল্লাহকে ডাকতে থাকি। অটোমেটিক আল্লাহর নাম জপ করতে থাকি। একটা ভুল করলে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই। রাতে ঘুমাতে যাওয়ার আগে আল্লাহকে স্মরন করি আবার সকালে ঘুম থেকে উঠেই আল্লাহকে স্মরন করি। সময় সুযোগ পেলেই প্রতিটা মুসলমানের উচিত আল্লাহর প্রশংসা করা।
হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, আমাদের ক্ষমা করে দাও। তোমার রহমত থেকে আমাদের নিরাশ করো না। আল্লাহ বলেন, "তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব!"

মন্তব্য ৪৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১২:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: হে প্রভু,
তোমার সৃষ্টি যদি এতো সুন্দর হয় তাহলে জানিনা তুমি কতো সুন্দর। পোস্ট ভালো লাগলো।

১৬ ই জুলাই, ২০২০ রাত ১:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৫

নেওয়াজ আলি বলেছেন: স্বার্থবাজ লোক । ধন্যবাদ আপনাকে I

১৬ ই জুলাই, ২০২০ রাত ১:১৫

রাজীব নুর বলেছেন: হুম।

৩| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৩

চাঁদগাজী বলেছেন:



একবার কি কারণে ব্লগার পদাতিক চৌধুরীর উপর বিরক্ত হয়ে একটা মন্তব্য করেছিলাম, "পশ্চিম বাংলার মানুষ ভয়ংকর চালাক, ওরা নারিকেল গাছে মাথায়, ডাবের পানিতে মাছ চাষ করেন"।

১৬ ই জুলাই, ২০২০ রাত ১:১৫

রাজীব নুর বলেছেন: ওকে।

৪| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১:১২

ডার্ক ম্যান বলেছেন: চোর ডাকাত আল্লাহকে সবচেয়ে বেশি ডাকে।

১৬ ই জুলাই, ২০২০ রাত ১:১৬

রাজীব নুর বলেছেন: সব শ্রেনীর মানুষকেই আল্লাহকে ডাকতে হবে।

৫| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১:৩৯

আকিব ইজাজ বলেছেন: চমৎকার উপলদ্ধির সাথে প্রভুর প্রতি কৃতজ্ঞতার প্রকাশ। ভালো বলেছেন। আসলেই আমরা তার দেয়া হাজারো নেয়ামতের মাঝে ডুবে আছি। আর সে কারণেই তার কাছে কৃতজ্ঞতা জানানো প্রয়োজন, তাকে ডাকা প্রয়োজন, তার কাছে ক্ষমা প্রার্থনা করা প্রয়োজন।

১৬ ই জুলাই, ২০২০ রাত ৩:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।ভালো থাকুন।

৬| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১:৫৫

ফয়াদ খান বলেছেন: আল্লাহ মহান !!!!!

১৬ ই জুলাই, ২০২০ রাত ৩:১৩

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৭| ১৬ ই জুলাই, ২০২০ ভোর ৬:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তাবলিগের চিল্লায় গেছেন কখনো?
এই করোনার সময়ে যান একবার।
মনে শান্তি পাবেন।

১৬ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩৫

রাজীব নুর বলেছেন: চিল্লায় যাওয়া দরকার। অনেক জ্ঞান লাভ করা যায়।

৮| ১৬ ই জুলাই, ২০২০ সকাল ৮:০৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মানুষের সৃষ্টি ব্লগ পড়ে কি মনে হয় না,কি অপুর্ব সৃষ্টি অথবা মানুষের তৈরি অন্য কিছু দেখে।আচ্ছা মাগো বল দেখির মত হয়ে গেল।

১৬ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন।

৯| ১৬ ই জুলাই, ২০২০ সকাল ১১:১০

বিষন্ন পথিক বলেছেন: রাজনীতি করলে আপনি আজ খুব সফল হতেন..এই দল,ঐ দল সেই দল ..ইত্যাদী

১৬ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩৬

রাজীব নুর বলেছেন: হা হা হা

১০| ১৬ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: উল্টো সুরে সা-রে-গা-মা......... ব্যাপার কি ভাই!!

১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: না কিছু না।

১১| ১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১:২৮

সপ্তম৮৪ বলেছেন: আমার বাড়ি আমাজন বনে। আমার আশেপাশে কেউ আল্লাহ খোদা ডাকে না। কেউ কোনদিন বলেও না আল্লাহর নাম নিলে কি হয়। নামাজ কাল তো দূর আসে পাশে কেউ কাপড়ই পিন্দন নাই। সবাই নেংটা ঘুরে। আমরা কার শুকরিয়া আদায় করতাম

১২| ১৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: বিপদে ফেলে দিলেন।
অনেক রকম ঈশ্বর আছেন। যে কোনো একজন বেছে নিন।

১৩| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১৪

জাহাঙ্গীরআলম৮৩১ বলেছেন: জ্ঞানী কথা

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: হুম।

১৪| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ওয়াজ ফরমাইলেন বিশিষ্ট হুজুর রাজীব নুর শ্রীনগরী।

১৬ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: হা হা হা....

১৫| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এগুলো হচ্ছে কথার কথা ।

এগুলো হচ্ছে মিথ।
আল্লাহ কখনই কারো ডাকে সাড়া দেননি।
কখনো সাড়া দেন না এবং কখনো সাড়া দিবেন ও না।

১৬ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: হতে পারে।

১৬| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩০

123456789happy বলেছেন: একজন সমৃদ্ধ, চতুর রাজনীতিবিদের কর্মকান্ড বুজতে যেমন নুন্যতম বুদ্ধির দরকার, ঠিক তেমনি আল্লাহ্ বা সৃষ্টিকর্তার কর্মকান্ড বুঝতেও তেমন নুন্যতম বুদ্ধির প্রয়োজন। এখানে অনেকে অনেক তিরস্কার মূলক কথাবার্তা বলবে, মন খারাপের কিছু নেই! ওরা হনুর বংশধর

১৬ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: যে যা বলে আমি শুনি। বুঝতে চেষ্টা করি।

১৭| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১১:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: যে কোনও ভালো কাজ আল্লাহর নামে শুরু করলে যতক্ষণ কাজ চলবে ততক্ষণ আল্লাহর এবাদত হয়েছে বলে গণ্য হবে। এই কথাটা ক্লাস ফোরে থাকতে ইসলামের শিক্ষক বলেছিলেন।

১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৮

রাজীব নুর বলেছেন: শিক্ষকরা সব সময় ভালো কথাই বলেন। অথচ ছাত্ররা শিক্ষকের কথা মতো চলে না।

১৮| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১:৪৫

সুপারডুপার বলেছেন:



আনার সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা (১)। সৃষ্টিকর্তাকে (১) কে কোন সৃষ্টিকর্তা (২) সৃষ্টি করেছেন? সেই সৃষ্টিকর্তাকে (২) কে আবার কোন সৃষ্টিকর্তা (৩) সৃষ্টি করেছেন?
এই ভাবে সৃষ্টিকর্তা (১) < সৃষ্টিকর্তা (২) < সৃষ্টিকর্তা (৩) ......................... অসীম প্রশ্ন থেকে যায়।

নোট : এই প্রশ্নের উত্তরে কোনো হুজুর এসে যেন আবার সূরা ইখলাস তেলওয়াত শুরু কইরেন না। তখন এই উত্তর হবে জোর করে বিশ্বাস করানো ছাড়া আর কিছু না।

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৯| ১৭ ই জুলাই, ২০২০ রাত ২:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভূতের মুখে রাম নাম !!
গনেশ দেখি উল্টে গেলো !!

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: মানুষকে ভালো হতে দিবেন না?

২০| ১৭ ই জুলাই, ২০২০ রাত ২:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এগুলো হচ্ছে কথার কথা ।
এগুলো হচ্ছে মিথ।
আল্লাহ কখনই কারো ডাকে সাড়া দেননি।
কখনো সাড়া দেন না এবং কখনো সাড়া দিবেন ও না।

লেখক বলেছেন: হতে পারে।

ঈমান অর্থাৎ বিশ্বাস না থাকলে সব ছাইয়ে ঘি ঢালার মতো।
লেখক এত সময় ছাইয়ে ঘি ঢাললেন যার কানাকড়ি মূল্য নাই
কারন তার বিশ্বাস নাই আল্লাহর উপরে!!

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

২১| ১৭ ই জুলাই, ২০২০ রাত ২:৪৮

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার অনুধাবন হচ্ছে দেখে ভালো লেগেছে। ঠিক যে বিষয়গুলো আপনি আজ লিখছেন, বিষয়গুলো আমি বহু বছর থেকেই ভেবে যাচ্ছি। বলতে পারেন সৃষ্টিকর্তা হয়তো আমাকে দিয়ে ভাবিয়েছেন। বেশীরভাগ মানুষ, সংসার, সমাজ, পরিবার, বন্ধু নিয়ে ব্যস্ত থাকে, তাই খুব একটা হয়তো ভাবার সময় পায় না, কিন্তু ভাবাটা প্রয়োজন। আমি খুব তরুন বয়সে প্রবাসে এসেছি একা, এই ব্লগেও তা লিখা আছে। এখানকার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে প্রযুক্তির পাশাপাশি ধর্ম, ইতিহাস, ফটোগ্রাফী নিয়েও পড়াশোনা করেছি ব্যক্তিগত ভালোলাগা থেকে। জীবনের এই প্রান্তে এসে, অনেক কিছু দেখে, পড়ে, বুঝে এখন মনে হয় দিনের চব্বিশ ঘন্টা সিজদায় পড়ে থাকলেও মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন শেষ করা সম্ভব নয়।

আপনি কিছু উদাহরণ দিয়েছেন মাত্র, আর তাতেই আমাদের অনেক কিছু মনে হচ্ছে। আরো ভেবে দেখলে সবাই বুঝতে পারবেন যে সবকিছু প্রায় শূণ্য থেকে এতদূর আসার পর আসলে আমাদের আচরণ সৃষ্টিকর্তার প্রতি কেমন হওয়া উচিত ছিলো আর আমরা কি করছি। মহান সৃষ্টিকর্তা সবাইকে হেদায়াত দিন, এটুকুই চাওয়া। লিখার জন্য অনেক ধন্যবাদ রাজীব ভাই।

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: ইফতেখার আপনাকে অনেক ধন্যবাদ। সুন্দর মন্তব্য করেছেন।

২২| ১৭ ই জুলাই, ২০২০ সকাল ৭:০৯

মোঃ খুরশীদ আলম বলেছেন: মানুষ বড়ই অকৃতজ্ঞ।

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: আপনিও?

২৩| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৮

ইসিয়াক বলেছেন: প্রথমে আনার এর মুখটা হালকা করে গর্ত করে ফেলবেন। তার পর চারপাশ থেকে লম্বালম্বি হালকা করে চিরে নিবেন ছুরি দিয়ে এবার দেখবেন সহজে আনার দানা আলগা হয়ে আসবে একটু টান দিলেই।

১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: জ্বী ইউটিউব দেখে শিখে নিয়েছি।

২৪| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৪

ইসিয়াক বলেছেন:
এই পোস্টটা ভালো লাগলো।

১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৫| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২২

ইসিয়াক বলেছেন: সেদিন এক ছাত্রের বাসায় এই ফুল দেখলাম। ছবিতে এই ফুলের নাম কি?

১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: ্নাম তো জানি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.