নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। হেমিংওয়ে বলতেন, তুমি চোখ দিয়ে যা দেখো, ইন্দ্রিয় দিয়ে যা অনুভব করো, আঙুল দিয়ে যা স্পর্শ করো তার সবটুকুই পাঠক পাঠিকাকে দিবে, এমনভাবে দিবে যেন কিছুই বাদ না থাকে।
২। একটি শিশু জিজ্ঞেস করলো, “ঘাস কী?” একমুঠো ঘাস তার হাতে।
কী উত্তর দেবো আমি শিশুটিকে?
৩। একটি কথা বলি 'একজন মানুষের শৃষ্ট একটি ভূল তার তিনটি প্রজন্মকে ভোগায়। তার প্রজন্ম, পূর্ববর্তী প্রজন্ম ও পরবর্তী প্রজন্ম'।
আপনাদের বলছি। যুব সমাজ কে বলছি। জন্মই আমর আজন্মের পাপ এই কথাটি যেন আপনা বোন, ভাই, ভবিষ্যৎ প্রজন্ম কেউই বলতে না পারে, শুধু মাত্র আপনার ভুলের কারনে।
তাই যা লিখবেন বুঝে লিখবেন।
৪। বিজ্ঞানী হলেই যে আবিষ্কার করতে হবে এমন কোন কথা নেই। পৃথিবীতে বহু বিজ্ঞানী আছেন যারা সারা জীবন গবেষণা করে গেছেন কিন্তু আবিষ্কার করেনি ঐভাবে। তাদের কাজ হচ্ছে সত্য নিয়ে গবেষণা করা, সত্য উন্মোচন করে প্রকৃতির রহস্য ভেদ করা।
৫। আমি হয়ত রাজকুমার নই, কিন্তু আমার বউটা নিশ্চয়ই রাজকুমারীর মতো হবে। আর একজন সত্যিকারী পুরুষের ভাবনাঃ- আমার বউ হয়তো রাজকুমারীর মতো নাও হতে পারে, কিন্তু আমি তাকে রাজকুমারীর মতই রাখব।
৬। ভ্রু প্লাক করা হারাম!
আপনার মা, বোন, স্ত্রী এবং প্রেমিকা কে জাহান্নাম এর আজাব থেকে রক্ষা করুন
৭। ইরানী মুভিগুলো দেখার পর মানবিক দিক দিয়ে খুব তাড়িত হই। তাড়িত হতে ভালো লাগে। আজ দেখলাম- 'The White Balloon' । এটা ১৯৯৫ সালের ইরানী ড্রামা মুভি । পরিচালনা করেছেন জাফর পানাহি। মুভির গল্প যেমন তেমন কিন্তু বাচ্চা দুইটার অভিনয় একদম চোখে লেগে থাকার মতো।
কাহিনি এই রকমঃ বাচ্চা মেয়েটি মায়ের হাত-পা ধরে তাকে একটা গোল্ড ফিশ কিনে দেবার জন্য। অভাবী মায়েদের মতো এই মা ও তার শিশুর আবদার পাশ কেটে যায়। কিন্তু মাকে অনেক কষ্টে পটিয়ে মেয়েটার বড় ভাই তাকে মাছে কেনার টাকা এনে দেয়। একটা ৫০০ টাকার নোট দেওয়া হয়, মাছের মুল্যবাবদ ১০০ টাকা রেখে তাকে বাকি টাকা ফেরত দিতে বলা হয়। বারবার স্মরন করিয়ে দেওয়া হয়, তার টাকা যেন না হারায়। কিন্তু মেয়েটা হারিয়ে ফেলে টাকা, আবার খুজেও পায়। মুল গল্প এই।
আজ দেখব- About Elly। এটাও ইরানী মুভি।
৮। যে মানুষ সব সময় নিজের প্রশংসা শোনে। সে কখনো জানতে পারে না, তার অযোগ্যতাগুলো কী কী?
৯। যে ছেলেরা ইনবক্সে প্রেমিকার কাছে ন্যুড চায়, সেইসব ছেলেরা ব্রেকাপ হইলে ন্যুড ছড়ায় দিতে চাওয়ার মত ইতর হবে, এটাই সত্য।
১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৩
রাজীব নুর বলেছেন: সেই টা আমারও প্রশ্ন।
যে মুভি দু'টার নাম দিয়ে সময় পেলে দেখবেন। ভালো লাগবে।
২| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাকে যদি কেউ বলে, আপনি কি ইরান ভ্রমণ করতে যেতে চান?
আমি এক বাক্যে বলবো, না ।
যে দেশের মানুষ ধর্মান্ধ সেই দেশে না যাওয়াই ভালো।
১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: ভ্রমনে সমস্যা কি? আপনি আপনার মতো ভ্রমন করবেন।
৩| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৯
শেরজা তপন বলেছেন: সত্যিই কি কুড়িয়ে পাওয়া ডায়েরি থেকে? নাকি লেখার টাইটেল এটা? ভাল লাগল
@ সাজ্জাদ ভাই, আমার ধারনা ইরানে গেলে আপনার ধারনা পালটে যাবে।
১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৬
রাজীব নুর বলেছেন: আমি বেশ কয়েকটা ডায়েরী রাস্তায় কুড়িয়ে পেয়েছি।
প্রথমটা পেয়েছি কাফরুল থানার সামনে থেকে।
দ্বিতীয়টা পেয়েছি, আরামবাগ মাঠের সামনে,
৩য় টা পেয়েছি কলতাবাজারের সামনে।
৪| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৪
ইসিয়াক বলেছেন: ৮ নম্বর ,ঠিক বলেছেন।
১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৭
রাজীব নুর বলেছেন: দূর্নীতিবাজরা এজন্যই নিজেদের ফেরেশতা ভাবে।
৫| ১৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রতি- জনাব শেরজা তপনঃ
দেখি, বেশি টাকা পয়সা হলে একবার ঘুরতে যাব শেখ সাদি সিরাজীর বাড়িটা দেখা খুব শখ
দেখি, বেশী টাকা পয়সা হলে এক বার ইরানে ঘুরতে যাব ।
শেখ সাদির বাড়িটা দেখার খুব শখ।
১৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৬
রাজীব নুর বলেছেন: হুম।
৬| ১৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪১
সাড়ে চুয়াত্তর বলেছেন: হেমিংওয়ের আত্মহত্যা করা ঠিক হয় নাই। টমাস আলভা এডিসন ১০০০ এর মত জিনিস আবিষ্কার করেছিলেন। মুরগীর দেখা দেখি উনিও ছোট বেলায় ডিমে তা দেয়ার চেষ্টা করেছেন। এতেই বোঝা যায় ওনার জ্ঞান স্প্রিহা কেমন ছিল। ৫ নম্বর বানীটা ভাবীকে প্রতিদিন বলবেন। উনি রাজকুমারি না হতে পারলেও খুশি হবেন। এর আগে একটা পোস্টে এক মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন সেটা আবার ভাবীকে বলবেন না। ভ্রু প্লাক না করলে কি এমন হয় বুঝি না। ইরান কিভাবে যে মুভিতে এত অগ্রসর হোল। অনেক আগে বিটিভিতে কিছু ভালো ইরানী মুভি দেখিয়েছিল। যে মানুষ সব সময় প্রশংসা শোনে সে তার সমালোচনা গ্রহণ করার ক্ষমতা হারিয়ে ফেলে। তাই সে সব সময় প্রশংসা শুনতে চায়। কিছু সংসার ভাঙ্গার পিছনে তথ্য প্রযুক্তির ভূমিকা আছে।
১৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন।
সবাই সুন্দর মন্তব্য করতে পারে না।
৭| ১৭ ই জুলাই, ২০২০ রাত ৮:৫২
নেওয়াজ আলি বলেছেন: ইরানে অনেক ভালো মুভি হয় । ইরানের মুভি অস্কারেও যায়। বেশী প্রসংশা আবার অহংকারী করে
১৭ ই জুলাই, ২০২০ রাত ৯:০৮
রাজীব নুর বলেছেন: ইসলামিক দেশ এরকম মুভি বানাচ্ছে বিষয়টা আমার অনেক ভালো লাগে।
৮| ১৭ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দেখি সময় পেলে ইরানী মুভি দেখবো।
এর আগে দুই বার দেখেছি - দি মেসেঞ্জার।
সেটাও খারাপ না। বাং লা ডাবড করা ছবি।
দেখে খুবই আরাম লেগেছে।
১৭ ই জুলাই, ২০২০ রাত ১১:২৬
রাজীব নুর বলেছেন: children of heaven মুভিটা দেখেন। মন ভরে যাবে।
দি মেসেঞ্জার!!
৯| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১০:১৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এশিয়াতে ইরানিরাাই প্রথম মিনি স্কার্ট পরে কিন্ত মোল্লার সব উলট পালট করে দিয়েছে।তাদের যে জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য আছে সেটা থেকে গেছে।তারা আরবদের থেকে অনেক উন্নত,অতিতেও ছিল বর্তমানেও আছে।
আমেরিকা এবং ইসরাইল বাঁধা না দিলে তারা অনেক আগেই আনবিক বোমার অধিকারী হয়ে যেত।চীন ইরান ২৫ বছবের চুক্তির ব্যস্তবায়ন শুরু হলে মধ্যপ্রাচ্যের ভৌগলিক চিত্র পাল্টে যাবে।
৯,এমন ঘটনাও ঘটে নাকি
৬,হাদিসের রেফারেন্স দিলে ভাল হত
৫,রাজকুমার রাজকুমারী হবার দিন শেষ,এখন মানব মানবী হতে হবে।
৩,প্রতিটা মানুষের কর্মফলের জন্য সে নিজে দায়ী।বাবার জন্য ছেলে দায়ী না দাদার জন্য নাতি দায়ী না।
২,এটা বাবা ঘাস,গরুতে খায়।
১৭ ই জুলাই, ২০২০ রাত ১১:২৭
রাজীব নুর বলেছেন: হা হা হা----
যা বলেছেন। ঠিকই বলেছেন।
১০| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৪
সাইন বোর্ড বলেছেন: পড়ে ভাল লাগল ।
১৭ ই জুলাই, ২০২০ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১১| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কিছু কথা বলেছেন ।
১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:২১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ইরানের মতো মৌলবাদী ধর্মান্ধ দেশে এত ভাল মুভি তৈরি হয় কি ভাবে?