নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমার বস হুমায়ূন আহমেদ

১৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৪



পুরো বাংলাদেশ গর্ব করতে পারে এমন একজন লেখক- হুমায়ূন আহমেদ। তিনি নেই এই কথা মনে পড়লেই কোত্থেকে যেন এতগুলো কষ্ট এসে জমা হয় বুকে। আমার সবচেয়ে প্রিয় লেখক। হয়তো আজীবন লিখলেও উনার সম্পর্কে আমার সব অনুভূতি বোঝাতে পারব না। কোনোদিন না। শব্দের এই যাদুকরের কাছে আমাদের অনেক ঋণ। একবার ভাবুন, হুমায়ুন আহমেদ বলে কোনো লেখকের জন্ম হয়নি।

চোখ ভরতি জল নিয়ে আপনাকে বিদায় জানিয়ে ছিলাম। আপনার এক একটা বই পড়তাম আর সেই বইয়ের- ঘোর কাটাতে আমার অনেকদিন লাগতো। বস্তুত আপনার কাছ থেকে যা পেয়েছি- তা পরিমাপ করার সামর্থ্যও কারো নেই! দুঃখ একটাই এই বাংলায়, এত চমৎকার আর সাবলীলভাবে গল্প বলার আর কেউ রইলো না! জীবনকে বোঝার জন্য- জীবনকে উপভোগ করার জন্য, হুমায়ুন আহমেদ একটি প্রতিষ্ঠান-একটি আশ্রয়স্থল। এই দিনে মনটা খুব অস্থির হয়ে থাকে... এক আকাশ শুন্যতা ভর করে বুকে। কখনও হতে চাইনি- নজরুল অথবা আইনস্টাইন, হতে চেয়েছি সচেতনভাবে- হিমু। স্যালুট হুমায়ূন আহমেদ আপনাকে, কোনদিনও আপনাকে ভুলতে পারব না।

হুমায়ূন আহমেদের একটা স্বপ্ন ছিলো। তা হলো একটি ক্যান্সার হাসপাতাল তৈরি করা। আমি অপেক্ষায় আছি কবে সেটার কাজ শুরু হবে..... কবে আমরা একটি ক্যান্সার হাসপাতাল দেখতে পারবো... স্যার নিজেও মনে হয় অপেক্ষায় আছেন। একটা সময় ছিল হিমু সেজে দিন-রাত রাস্তায় রাস্তায় ঘুরতাম। স্যার আপনার জন্য আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। আপনার সমতুল্য আর কেউ নেই। আমার চোখে আপনি একজন মহাপুরুষ।

মৃত্যুর ওপারে ঠিক কেমন আছেন জানিনা। তবে পৃথিবী থেকে যে ভালবাসা আর দোয়া নিয়ে বিদায় নিয়েছেন তাতে বিধাতা আপনাকে ভালো'ই রাখার কথা। হোটেল গ্রেভারইন”-এ আপনার শূণ্য থেকে একশ পাবার ঘটনা পড়ে আমি নিজেকে অনুপ্রাণিত করেছিলাম। ১৯৪৮ সালের ১৩ নভেম্বরের পরে আজ পর্যন্ত হুমায়ূন আহমেদের মত আর একজন সাহিত্যিক জন্মেনি আমাদের দেশে।

মন্তব্য ৪৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: অনুভূতির সুন্দর প্রকাশ।

১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:



উনার স্বপ্নের ক্যান্সার হাসপাতাল কে করবে?

১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: অনেকেই লাফালাফি করেছিল অথচ আজ তাদের কোনো খবর নেই।

৩| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:১০

কল্পদ্রুম বলেছেন: হুমায়ূন আহমেদকে বিশ্ববিদ্যালয়গুলোতে সিরিয়াস সাহিত্য হিসেবে পড়ানো উচিত।

১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৪| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:১৩

সেলিম আনোয়ার বলেছেন: বিনম্র শ্রদ্ধা হুমায়ূন আহমেদ স্যার।

১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: জ্বী।

৫| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


যারা হাসপাতাল করতে চেয়েছিলো, তারা কি উনার বই'এর আয় থেকে করতে চেয়েছিলো?

১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: না।
তারা ফান্ড করতে চেয়েছিলো। হিমু পরিবহন নামে একটা সংগঠন। চেংড়া পোলাপান। খুব বেশি ফালিয়ে ছিল তারা। তাদের ফালানো দেখেই আমি বুঝেছিলাম কাজের কাজ কিচ্ছু হবে না।

৬| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনার কাল্পনিক গল্পের চেয়ে ওনার জীবন নিয়ে লেখা গল্পগুলি আমার বেশী ভালো লাগে। তবে উনি শেষের দিকে বাণিজ্যের দিকে বেশী ঝুকে গিয়েছিলেন ফলে ওনার মেধা ওনার নিয়ন্ত্রণে ছিল না। কিছু ব্যবসায়ী ওটাকে ওনাদের প্রয়োজন মত ব্যবহার করেছে।

১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: সহমত্।

৭| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:৪২

ঢুকিচেপা বলেছেন: আপনার অনুভূতি মিশ্রিত লেখা ভাল লাগলো।
আমি তো ভেবেছিলাম মৃতুবার্ষিকী উপলক্ষে আপনার পোস্ট আসবে সব থেকে আগে।

১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: আজ আমি সারাদিন বাসার বাইরে ছিলাম। মোবাইলে ডাটা ছিলো না।

৮| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৪

ডি মুন বলেছেন:
গল্পকার এবং নাট্যকার হিসেবে হুমায়ূন আহমেদ আমার কাছে অসাধারণ।
উপন্যাস অল্পকিছু পড়েছি। তবে খুব বেশি টানে নাই আমাকে।

হুমায়ূন আহমেদ নামটা দেখলেই আমার চোখে ভাসে আজ রবিবার, বহুব্রীহি, নক্ষত্রের রাত এইসব।
তবে জীবনের শেষদিকে এসে হুমায়ূন আহমেদ নাটকে ততোটা উজ্জ্বল থাকেননি।

হুমায়ূন আহমেদকে বাংলা ভাষাভাষী মানুষ আজীবন মনে রাখবে।

১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদকে আমি আমার বস মানি।

৯| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনাকে সামনা সামনি বেশ কয়েকবার দেখেছি।
কিন্তু কথা বলার মতো সুযোগ হয়নি।

১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: আমি উনার বাসায় গিয়েছি কয়েকবার।

১০| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মিসির আলী সিরিজ অসাধারণ।

১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: আমার কাছে শুধু মিসির আলি না তার সব গুলো বই ই অসাধারন লাগে।

১১| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:০৯

নতুন বলেছেন: হুমায়ূন আহমেদের মারা যাবার খবরে সারাদিন মনটা খারাপ ছিলো। মনে হচ্ছিলো কাছের কেউ মারা গেছেন। বুকের ভেতরে একটা কস্ট ছিলো।

১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: আমারও।

১২| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তবে তার দেয়াল নামক বইটির শুরুটা অসাধারণ ছিল । পরে আর তা অসাধারণ মনে হয়নি।
তিনি তখন অসুস্থ ছিলেন। এটা একটা কারণ হতে পারে। বেশী সময় নিয়ে লিখতে পারেননি।

১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: পাঠক যত রকম কথাই বলুক, লেখককে তা মেনে নিতে হত।

১৩| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে জানাই অন্তরের শ্রদ্ধাঞ্জলি। সুন্দর অনুভূতিতে​ ভালোলাগা।

১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

১৪| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৮

নেওয়াজ আলি বলেছেন: কোথাও কেউ নেই কিংবা অয়োময় এর মত নাটক দ্বিতীয় কেউ বানাতে পারবে না দেশে।

১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১৫| ১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

নেওয়াজ আলি বলেছেন: কোথাও কেউ নেই কিংবা অয়োময় এর মত নাটক দ্বিতীয় কেউ বানাতে পারবে না দেশে।

সময়ও ও একটা ফ্যাক্টর । সেই সময় সারাদেশে একটি মাত্র টিভি সেন্টার ছিল।
এখনকার মতো এতো শত শত নাটক হতো না।
তাই ভালো নাটক আসতো্ ।

১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: না সাজ্জার ভাই না।
হুমায়ূন আহমেদের মতোন কেউ নাটক বানাতে পারবে না।

১৬| ১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:১২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বিশেষ বয়সের ছেলে মেয়েদের কাছে উনি খুব জনপ্রিয় ছিলেন কিন্ত নাটকে সকল বয়সের কাছে জনপ্রিয় ছিলেন।

১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: উনি অলওয়েজ বস।

১৭| ১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হুমায়ূন আহমেদ প্রায় অর্ধশতাব্দী ধরে ক্রমাগত লিখে গেছেন, পাঠক-তৃষ্ণা মিটিয়েছেন।
বিচিত্র সৃষ্টিসম্ভার যেমনউপন্যাস, ছোটগল্প, ভ্রমণ-আখ্যান, ব্যক্তিগত রচনা, আত্মজীবনী,
রস-রহস্য, কবিতা, গান, নাটক, চলচ্চিত্র, ছবি আঁকা, ছোটদের রচনা, বৈজ্ঞানিক কল্পকাহিনি,
হিমু, শুভ্র, মিসির আলি, রূপা, মুক্তিযুদ্ধের উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস
লিখে তিনি আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।
জীবিতাবস্থায় ঢাকায় শেষবার যখন আসেন তিনি ইচ্ছা প্রকাশ করে গিয়েছিলেন যে একটি ক্যান্সার
হাসপাতাল প্রতিষ্ঠা করবেন। বলেছিলেন ১৬ কোটি মানুষ এক টাকা করে দিলে এই ধরনের
প্রতিষ্ঠানের ব্যয় বহন করা কোনো বিষয়ই নয়। কিন্তু কেউ কধা রাখেনি

১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদ একজন যাদুকর। গ্রেট ম্যাজিশিয়ান।

১৮| ১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: শেষ লেখাটা যদি শেষ করে যেতে পারতেন, এক অমূল্য সম্পদ আমাদের হাতে আসতো, "নবীজি"।

১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৫২

রাজীব নুর বলেছেন: এই আফসোস আমার আমৃত্যু থাকবে।

১৯| ১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এখনও মাঝে মাঝে তার এই নাটকটি দেখে খুব উপভোগ করি।
নাটকটির নাম জুতা বাবা।
অসাধারণ একটি নাটক।

সবারই দেখা উচিত।

১৯ শে জুলাই, ২০২০ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: কম করে হলেও ২০০ শ' বার দেখেছি।

২০| ২০ শে জুলাই, ২০২০ ভোর ৫:৫৮

কাছের-মানুষ বলেছেন: তিনি বেচে থাকলে আমার বিশ্বাস হাসপাতাল তিনি করতেন। তিনি টাকার আহ্বান করলে টাকার অভাব হত না! দলমত নির্বিশেষে সবাই টাকা দিত।

২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: সহমত।

২১| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:২০

ইসিয়াক বলেছেন: শ্রদ্ধা রইলো।

২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২২| ৩১ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০৮

সাহাদাত উদরাজী বলেছেন: হুমায়ুন আহমেদের কথা মনে পড়লে আমার মনে পড়ে তিনি এত কিছু এত সময়ে কি করে করলেন! কি করে এতে এত চরিত্র মাথায় রাখলেন। আমাদের বগা মিয়াদের তো সামান্য সংসারে প্রিয়তমা স্ত্রীকে নিয়েও চরিত্র হয় না! তাও আবার এত এত চরিত্র খাতা কলমে লিখেছেন, কম্পিউটার দিয়ে টাইপ না! সত্যই প্রতিভা!

৩১ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদ গ্রেটম্যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.