নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
নগরীতে আবর্জনা দিয়ে ভরে গেছে
সিটি করপোরেশন চুপ কেন?
মহাশয়, ঢাকা হবে সিঙ্গাপুর কবে?
কবিতার জন্য লাগে কোমল প্রকৃতি
আর দুঃখ, কষ্টে ভরা হৃদয়
আমার দুঃখ কষ্টে ঘাপলা আছে
এজন্য আমার কবিতা হয় অগোছালো।
তোমার চোখে চোখ রাখতে বড় ইচ্ছে
হাজার লক্ষ চুমু দিতে স্বাদ হয়-
আবেশে থরথর কেঁপে উঠবে তুমি
তবেই না যত সুখ ধরা দেবে!
মুরুব্বীরা যতই বলুক-
প্রেম ভালোবাসা একটা জঘন্য ব্যাপার!
আমি তো জানি, তুমি তো জানো-
এই পৃথিবীতে পুরুষদের সবচেয়ে আপন হলো 'বউ'।
২১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: প্রেমিকা আছে না!
২| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: যুগের লেটেষ্ট না আপনার লেটেষ্ট ভাই?
ভালই ত লিখছেন।
২১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৫১
রাজীব নুর বলেছেন: যুগের।
শুকরিয়া।
৩| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৫৯
কবিতা পড়ার প্রহর বলেছেন: বউ এর জন্য ভালোবাসা কবিতা। দারুন!
২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৩
ঢাবিয়ান বলেছেন: কাবিতা ভাল লাগে নাই দুঃখিত
২১ শে জুলাই, ২০২০ রাত ৮:০০
রাজীব নুর বলেছেন: সহমত।
৫| ২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: শেষ লাইনটা বাস্তব সত্যি
২১ শে জুলাই, ২০২০ রাত ৮:০০
রাজীব নুর বলেছেন: কিছু অভিজ্ঞতা তো আমার আছে।
৬| ২১ শে জুলাই, ২০২০ রাত ৮:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আসলেই্ আপনার দুঃখ কষ্টে ঘাপলা আছে!!
কখানো মনে হয় দুঃখ বিলাস
আবার কখনো অতি উচ্ছাস।
বিলাসিতা আর উচ্ছাস দুটোই
বর্জনীয় কবিদের জন্য!!
২১ শে জুলাই, ২০২০ রাত ৮:২১
রাজীব নুর বলেছেন: ওকে।
৭| ২১ শে জুলাই, ২০২০ রাত ৮:২৯
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
আপনার দুঃখ কষ্টে আসলেই্ ঘাপলা আছে!! তাই কবিতা আগোছালো হয়ে প্রকৃতি, প্রেম থেকে "বউ"তে গিয়ে ঠেকেছে!!!!!!
২১ শে জুলাই, ২০২০ রাত ৯:০৫
রাজীব নুর বলেছেন: কবিতায় সব সম্ভব।
৮| ২১ শে জুলাই, ২০২০ রাত ৯:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আবেগ মনে হয় উথলে উঠছে ।
ভাব-ভালোবাসা যেন পদ্মার ঢেউয়ের মতো জেগে উঠেছে।
২১ শে জুলাই, ২০২০ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: না, আসলে বয়সের দোষ।
৯| ২১ শে জুলাই, ২০২০ রাত ৯:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
২১ শে জুলাই, ২০২০ রাত ১০:২৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১০| ২১ শে জুলাই, ২০২০ রাত ৯:৪১
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা কিছুটা আগোছালো হয়েছে তবে
পাঠে ভাল লেগেছে,উঠে এসেছে অনেক
সত্য কথাই ।
এই পৃথিবীতে পুরুষদের সবচেয়ে আপন হলো 'বউ'
এমনকি স্বপ্নেও পুর্বজনমের বউকে খুঁজে কেও কেও ।
কবিগুরু রবি ঠাকুর 'স্বপ্ন' কবিতায়
তার পূর্বজনমের প্রথমা প্রিয়ারে
খুঁজতে গিয়েছিলেন শিপ্রানদীপারে।
কবিতাটি একবার পাঠ করে দেখুন
স্বপ্ন
- রবিন্দ্রনাথ ঠাকুর
দূরে বহুদূরে
স্বপ্নলোকে উজ্জয়িনীপুরে
খুঁজিতে গেছিনু কবে শিপ্রানদীপারে
মোর পূর্বজনমের প্রথমা প্রিয়ারে।
মুখে তার লোধ্ররেণু লীলাপদ্ম হাতে,
কর্ণমূলে কুন্দকলি কুরুবক মাথে,
তনু দেহে রক্তাম্বর নীবিবন্ধে বাঁধা,
চরণে নূপুরখানি বাজে আধা আধা।
বসন্তের দিনে
ফিরেছিনু বহুদূরে পথ চিনে চিনে।
মহাকাল মন্দিরের মাঝে
তখন গম্ভীর মন্দ্রে সন্ধ্যারতি বাজে।
জনশূন্য পণ্যবীথি, ঊর্ধ্বে যায় দেখা
অন্ধকার হর্ম্য-'পরে সন্ধ্যারশ্মিরেখা।
প্রিয়ার ভবন
বঙ্কিম সংকীর্ণ পথে দুর্গম নির্জন।
দ্বারে আঁকা শঙ্খ চক্র, তারি দুই ধারে
দুটি শিশু নীপতরু পুত্রস্নেহে বাড়ে।
তোরণের স্বেতস্তম্ভ-'পরে
সিংহের গম্ভীর মূর্তি বসি দম্ভভরে।
প্রিয়ার কপোতগুলি ফিরে এল ঘরে,
ময়ূর নিদ্রায় মগ্ন স্বর্ণদণ্ড-'পরে।
হেনকালে হাতে দীপশিখা
ধীরে ধীরে নামি এল মোর মালবিকা।
দেখা দিল দ্বারপ্রান্তে সোপানের-'পরে
সন্ধ্যার লক্ষ্মীর মতো সন্ধ্যাতারা করে।
অঙ্গের কুঙ্কুমগন্ধ কেশধূপবাস
ফেলিল সর্বাঙ্গে মোর উতলা নিশ্বাস।
প্রকাশিল অর্ধচ্যুত বসন-অন্তরে
চন্দনের পত্রলেখা বাম পয়োধরে।
দাঁড়াইল প্রতিমার প্রায়
নগরগুঞ্জনক্ষান্ত নিস্তব্ধ সন্ধ্যায়।
মোরে হেরি প্রিয়া
ধীরে ধীরে দীপখানি দ্বারে নামাইয়া
আইল সম্মুখে--মোর হস্তে হস্ত রাখি
নীরবে শুধাল শুধু, সকরুণ আঁখি,
"হে বন্ধু আছ তো ভালো?' মুখে তার চাহি
কথা বলিবারে গেনু, কথা আর নাহি।
সে ভাষা ভুলিয়া গেছি, নাম দোঁহাকার
দুজনে ভাবিনু কত--মনে নাহি আর।
দুজনে ভাবিনু কত চাহি দোঁহা-পানে,
অঝোরে ঝরিল অশ্রু নিস্পন্দ নয়ানে।
দুজনে ভাবিনু কত দ্বারতরুতলে!
নাহি জানি কখন কি ছলে
সুকোমল হাতখানি লুকাইল আসি
আমার দক্ষিণ করে কুলায়প্রত্যাশী
সন্ধ্যার পাখির মতো, মুখখানি তার
নতবৃন্তপদ্মসম এ বক্ষে আমার
নমিয়া পড়িল ধীরে, ব্যাকুল উদাস
নিঃশব্দে মিলিল আসি নিশ্বাসে নিশ্বাস।
রজনীর অন্ধকার
উজ্জয়িনী করি দিল লুপ্ত একাকার।
দীপ দ্বারপাশে
কখন নিবিয়া গেল দুরন্ত বাতাসে।
শিপ্রানদীতীরে
আরতি থামিয়া গেল শিবের মন্দিরে।
অনেক অনেক শুভেচ্ছা রইল
উপরে করা আমার মন্তব্য ( ১০ নং) দয়া করে মুছে দিবেন
ওটাতে মারাত্বক বানান ভুল রয়েছে একটি ।
২১ শে জুলাই, ২০২০ রাত ১০:২৭
রাজীব নুর বলেছেন: জ্বী মুছে দিয়েছি। আপনার মন্তব্যে আমি উৎসাহ পাই।
১১| ২১ শে জুলাই, ২০২০ রাত ৯:৫২
ইসিয়াক বলেছেন:
হা হা হা..................
২১ শে জুলাই, ২০২০ রাত ১০:২৮
রাজীব নুর বলেছেন: হুম।
১২| ২১ শে জুলাই, ২০২০ রাত ১০:০৬
নেওয়াজ আলি বলেছেন: এখন বর্ষাকাল রোড়ে নৌকা চলার অনুমতি দিতে পারে মেয়র।
২১ শে জুলাই, ২০২০ রাত ১০:২৮
রাজীব নুর বলেছেন: নৌকা লাগবে, দুই তিন দিন আমাদের একটু কষ্ট হবে, এই যা।
১৩| ২১ শে জুলাই, ২০২০ রাত ১০:৪১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: যার একাধিক বউ তার আপনজন কে।যেটা ইসলামে স্বীকৃত।
২১ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৮
রাজীব নুর বলেছেন: সব গুলো।
১৪| ২২ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩৭
Subdeb ghosh বলেছেন: বউ নাই ভাই।
২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: বউ আসবে। জীবনটা যন্ত্রনাময় করে তোলার জন্য একজন আসবে।
১৫| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৫৬
আরিয়ান নাঈম বলেছেন: বাহ সুন্দর তো..
২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৬| ২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১৩
ইসিয়াক বলেছেন:
পঁচা
২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৯
রাজীব নুর বলেছেন: জানি।
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৯
ডার্ক ম্যান বলেছেন: আমার মত যে সব পুরুষের বউ নেই তাদের কি হবে