নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সবাই সুন্দর করে সিগারেট খেতে পারে না
অনেকে জানেই না, সিগারেট খাওয়াটা একটা শিল্প
কিভাবে সিগারেট ধরানো হচ্ছে সেটার উপর
এই শিল্পের ভারসাম্য নির্ভর করে।
আমার বাপজান খুব সুন্দর করে সিগারেট খেতেন
এত সুন্দর করে আমি কাউকে সিগারেট খেতে দেখি নি
আব্বা'র সিগারেট খাওয়ার স্টাইল দেখলেই মনে হতো-
সিগারেট খাওয়া একটা আর্ট
আমি আমার বাপ কে দেখেই সিগারেট খাওয়া শিখেছি।
ডান হাতের দুই আঙ্গুলের ফাঁকে সুন্দর করে
সিগারেট আটকিয়ে রাখাটা চমৎকার ব্যাপার,
সিগারেটের ছাই ফেলার মধ্যেও সৌন্দর্য আছে
তবে সিগারেটে লম্বা টান দিয়ে,
ধোঁয়া ছাড়াটা সবচেয়ে উপভোগ্য।
সিগারেট খেলে ঠোঁট কালো হয়ে যায়
প্রেমিকারা কালো ঠোটেঁ চুমু দিতে চায় না
তাই আজকাল অনেক পুলাপান সিগারেটের ফিল্টারে
একটা ক্যাপ লাগিয়ে নেয়।
সব সিগারেটের স্বাদ এক রকম হয় না
গোল্ডলিফ আর বেনসনের ফিলিংস আলাদা
দরিদ্র লোকেরা খায় ডার্বি, নেভি কিংবা
এক টাকা, দুই টাকা দামের কোনো সিগারেট।
সিগারেটের গরীব ভার্সন বিড়ি
গ্রামে গঞ্জে বিড়ির প্রচলন বেশি হলেও
শহরের লোকেরা মাঝে মাঝে
ভাব দেখানোর জন্য বিড়ি খায়।
গ্রামে গঞ্জে কৃষকেরা লুঙ্গি পড়ে থাকে
লুঙ্গির কোনো পকেট থাকে না,
তাই কৃষকেরা কানে বিড়ি গুজে রাখে
শহরের মানুষ কেউ কেউ কৃষক স্টাইলে
কানে সিগারেট গুজে রেখে কৃষকদের সম্মান দেখায়।
২২ শে জুলাই, ২০২০ রাত ১:১৯
রাজীব নুর বলেছেন: সিগারেট থেকে সরকার অনেক রাজস্ব পায়। অনেক।
২| ২২ শে জুলাই, ২০২০ রাত ১২:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধুমপান স্বাস্থ্যের জন্য হানিকর
তা যে কোন স্টাইলেই করেন না কেন।
ধুমপান ত্যাগ করুন্ নিজে এবং পরিবারের
স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখুন।
২২ শে জুলাই, ২০২০ রাত ১:২১
রাজীব নুর বলেছেন: একজন সাধারনত ৫০/৬০ বছরে মরে যায়। ধূমপান করলেও ক্যান্সার হয় ৫০/৬০ বয়সেই। একই কথা। ৫০/৬০ তো মানুষ এমনিতেই মরে যায়।
৩| ২২ শে জুলাই, ২০২০ রাত ১২:৩৯
বিপ্লব০০৭ বলেছেন: সিগারেটের কবিতায় (যদিও এটা কবিতা হয়েছে কি না আমার সন্দেহ আছে) ফুলের ছবি দিয়ে কি বোঝাতে চাইলেন পরিষ্কার হল না।
২২ শে জুলাই, ২০২০ রাত ১:২৩
রাজীব নুর বলেছেন: আমার তোলা সিগারেটের কোনো ছবি নেই।
তাছাড়া হাতের কাছে এই ছবিটাই পেলান।
ছবি কোনো বিষয় না।
৪| ২২ শে জুলাই, ২০২০ রাত ১২:৫৮
নেওয়াজ আলি বলেছেন: নান্দনিকতায় নিপুণ লিখনশৈলী।
২২ শে জুলাই, ২০২০ রাত ১:২৮
রাজীব নুর বলেছেন: ভুল।
ভুল মন্তব্য।
৫| ২২ শে জুলাই, ২০২০ রাত ১:৪৮
সুপারডুপার বলেছেন: মদ ও শুয়োর অপেক্ষা সিগারেট ক্ষতিকর। অথচ ইসলামে মদ-শুয়োর হারাম কিন্তু সিগারেট মাকরূহ। বড়ই আজব ধর্ম ইসলাম।
২২ শে জুলাই, ২০২০ রাত ১:৫২
রাজীব নুর বলেছেন: সিগারেট ভালো না জেনেও মানুষ খাচ্ছে। কোরআন, হাদীস এর ভালো ভালো কথা জেনেও মানুষ মানছে না।
৬| ২২ শে জুলাই, ২০২০ রাত ১:৪৯
সুপারডুপার বলেছেন: আরো একটি ব্যাপার দেশে ছেলেরা সিগারেট খেলে সবাই স্বাভাবিক ভাবে নেয় , কিন্তু মেয়েরা খেলে সবাই অস্বাভাবিক ভাবে নেয়। বাংলাদেশও বড়ই আজব দেশ।
যাই হোক, ছেলে মেয়ে যেই সিগারেট খাক, সেই ধীরে ধীরে আত্নহত্যায় করছে।
২২ শে জুলাই, ২০২০ রাত ১:৫৩
রাজীব নুর বলেছেন: এখন মেয়েরা প্রচুর সিগারেট খায়।
সমাজ এটা মেনে নিতে পারছে না।
৭| ২২ শে জুলাই, ২০২০ রাত ২:০২
সুপারডুপার বলেছেন:
আপনি জীবনের প্রথম সিগারেট কার দ্বারা প্রভাবিত হয়ে ধরেছিলেন? সেখানেই লুকে আছে আপনি কি জেনে সিগারেট ধরেছিলেন।
যেমনঃ দেশের অনেক ছেলেরা সিগারেট পুরুষত্বর প্রতীক, স্মার্টনেসের প্রতীক, ব্রেইন ফ্রেশ করে, টেনশন দূর করে, গভীর চিন্তা ভাবনা করা যায় ইত্যাদি জেনে সিগারেট ধরে। এইগুলো ভুল হলেও সিগারেটখোরের কাছে ভালো। সেই হিসেবে মদখোরের কাছে মদও ভালো। ধর্মখোরের কাছে ধর্মও ভালো।
২২ শে জুলাই, ২০২০ রাত ২:৫৪
রাজীব নুর বলেছেন: আমি তো আমার আব্বার কাছ থেকে প্রভাবিত হয়েছিলাম।
৮| ২২ শে জুলাই, ২০২০ রাত ৩:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: সিগারেট খেলে প্রেমিকারা ঠোঁটে কিস করতে চায়না কথা বর্তমান যুগের নারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বরং সিগারেট না খেলে লেডিস মনে করে।
২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: হুম এরকমও আছে।
৯| ২২ শে জুলাই, ২০২০ ভোর ৫:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার বাপজান খুব সুন্দর করে সিগারেট খেতেন।
এর মানে কি এই যে উনি এখন আর সিগারেট খান না?
যদি না খান তাহলে সেটা খুবই ভালো একটা কাজ।
সিগারেট খাওয়া কোন ভালো কথা নয়।
বাদ দেয়া ফরজ।
২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: ডাক্তার আব্বাকে বলেছে, যদি বাঁচতে চান সিগারেট বাদ দেন। বেঁচে থাকা রন্য কোনো উপায় নাই।
আব্বার ডায়বেটিকস প্রচন্ড মাত্রায়। পায়ে ইনফেকশন হয়েছে। অপারেসন হয়েছে। ভয়াবহ অবস্থার মধ্যে আছে আব্বা।
১০| ২২ শে জুলাই, ২০২০ ভোর ৫:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুপারডুপার বলেছেন: মদ ও শুয়োর অপেক্ষা সিগারেট ক্ষতিকর। অথচ ইসলামে মদ-শুয়োর হারাম কিন্তু সিগারেট মাকরূহ। বড়ই আজব ধর্ম ইসলাম।
নবী সাহেরে সময় যে বিড়ি সিগারেট ছিল এটা তো আমার জানা ছিল না। কত কিছু যে জানি না।
তবে সিগারেট এর কোন পজিটিভ দিক নেই। এটা ক্ষতিকর।
২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: পজেটিভ দিক আছে।
১১| ২২ শে জুলাই, ২০২০ ভোর ৬:০১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ধুম পানের পক্ষে প্রচার করা কি আইনের দৃষ্টিতে অপরাধ,নাকি অপরাধ না।আপনার বস কিন্ত ধুমপানের কারনেই ক্যান্সার হয়ে মারা যান।
২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: বড় কষ্টে পেয়েছি স্যারের মৃত্যুতে।
১২| ২২ শে জুলাই, ২০২০ সকাল ১১:০৩
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
সবাই সুন্দর করে সিগারেট খেতে পারে না
অনেকে জানেই না, সিগারেট খাওয়াটা একটা শিল্প
কিভাবে সিগারেট ধরানো হচ্ছে সেটার উপর
এই শিল্পের ভারসাম্য নির্ভর করে।
সিগারেট খাওয়া একটা আর্ট
এই কথাটুকুর সাথে সম্পূর্ণ একমত।
জীবনে প্রচুর সিগারেট খেয়েছি, কিন্তু সিগারেট কখনোই আমাকে পেঁচিয়ে ধরতে পারে নি। আজ যদি বলি খাব না, তাহলে খাব না, এতে আমার কোনো সমস্যা হয় না। লকডাউনের সময় টানা তিন মাস খাইনি, কই কোন সমস্যা তো হয়নি। আমার কাছেও এটা একটা আর্ট, আমি চেষ্টা করি এটা ফুটিয়ে তুলতে।
২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: গ্রেট। এটা খুব ভালো। এই রকম আত্মবিশ্বাস সব লোকের থাকে না।
১৩| ২২ শে জুলাই, ২০২০ সকাল ১১:২০
ফেনা বলেছেন: হা হা হা হা........
২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: হাসুন হাসা স্বাস্থ্যের জন্য ভালো।
১৪| ২২ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সাবধান সিগারেট খাবেন না
আজাইরা আর্ট গুস্টি কিলাই
২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: না মানে--- আমি কম খাই।
১৫| ২২ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩৫
Subdeb ghosh বলেছেন: খুবই হাসি পেল লেখাটি পড়ে।
এই জায়গাটিতে যে সিগারেটের গরীব ভার্সন বিড়ি।
সিগারেটের স্বাদ কজনে বুঝে?
আমিও বাপকে দেখে সিগারেট খাওয়া শিখেছি।
২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: আমার বাপ কি যে সুন্দর করে সিগারেট খায়। আমি মুগ্ধ হয়ে দেখতাম!
১৬| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন: এগুলি আধুনিক কবিতার নমুনা বোধ হয়!!
২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: এই তো ঠিক ধরেছেন।
১৭| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৪০
জনৈক অপদার্থ বলেছেন: প্রতিদিন ৬ টা ডার্বি খাই
২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: ডার্বি খাবেন না।
সিগারেট যদি খেতেই হয় দামীটা খাবেন।
১৮| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৪
কল্পদ্রুম বলেছেন: সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
শিরোনাম দেখেই ঠিক করেছিলাম লেখা যেমনই হোক।মন্তব্য করবো এইটা।
কাজী ফাতেমা ছবি আপার "আজাইরা আর্ট,গুষ্টি কিলাই" পড়ে কিছুক্ষণ হাসলাম।
২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: আপা বুদ্ধিমান মানুষ।
১৯| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: B£H
২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০০
রাজীব নুর বলেছেন: !
২০| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৩৪
সুপারডুপার বলেছেন: এখন আপনার দ্বারা যদি আপনার মেয়ে এই রকম ক্ষতিকর জিনিস ধরাতে প্রভাবিত হয়, তখন আপনি এটাকে কিভাবে নিবেন?
২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: না। মেয়ের সেই সুযোগ নেই।
আমি বাসায় থাকলে ছাদে গিয়ে সিগারেট খাই।
২১| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৫০
সুপারডুপার বলেছেন: বাংলাদেশে হাশিশ, সিসা বার কেমন গড়ে উঠেছে?
২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: সংখ্যাটা একেবারে কম না।
উঠতি বয়সের ছেলেমেয়েরা আগ্রহ করে যায় সেখানে। আসলে শহরে নতুন কিছু এলে সেখানে যাওয়াটা আধুনিকতা মনে করা হয়।
দল বেঁধে ছেলেমেয়েরা সেখানে যাচ্ছে। মুখ ভরতি ধোঁয়া ছাড়ছে। ছবি তুলছে। ছবি ফেসবুকে দিচ্ছে। ফেসবুকে ছবি দেখে আরী অনেকে সেখানে যাওয়ার আগ্রহ অনুভব করছে।
২২| ২২ শে জুলাই, ২০২০ রাত ৮:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: ভাইয়ের এটাকি কবিতা?
আর যদি কবিতাই হয় সেক্ষেত্রে গদ্য কবিতা হিসেবে মন্দ হয়নি।
পাশাপাশি যদি আর্টিস্টিক স্মোকিং এর বিজ্ঞাপন হয়, সে ক্ষেত্রে বিধিসম্মত সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া সমীচিন।
শুভেচ্ছা প্রিয় ছোট ভাইকে।
২২ শে জুলাই, ২০২০ রাত ৮:০৯
রাজীব নুর বলেছেন: জ্বী দাদা এটা কবিতা। আধুনিক কবিতা।
২৩| ২২ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক হুজুরও পানের সাথে তামাক,সাদা পাতা,জর্দা খান। চিবিয়ে খাওয়ার চেয়ে ধোঁয়া কম ক্ষতিকর।
২৩ শে জুলাই, ২০২০ রাত ১২:১৫
রাজীব নুর বলেছেন: এখান কাজেই কথা বলছেন।
২৪| ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৪
ইসিয়াক বলেছেন: হো হো হো.......।
২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:৩৯
রাজীব নুর বলেছেন: হে হে
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০২০ রাত ১২:৩৫
চাঁদগাজী বলেছেন:
বাংগাদেশে সিগারেট বন্ধের চেষ্টা করার দরকার।