নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৬৭

২২ শে জুলাই, ২০২০ রাত ৮:০৮



১। গাছ লাগাতে হবে। প্রচুর গাছ লাগাতে হবে। সারা পৃথিবী গাছ দিয়ে ভরে ফেলতে হবে। অন্য কোনো উপায় নেই।

২। ডিম যে উপকারী জিনিস জানতাম কিন্তু এটা যে এত উপকারী জানতাম না। পুষ্টিবিদদের দুটি পছন্দের খাদ্য হলো ডিম আর দুধ। পুষ্টিবিদগণ ডিমকে দুধের চেয়ে এগিয়ে রাখেন এই বিবেচনায় যে দুধে ভেজাল দেয়া গেলেও ডিমে সচারচর ভেজাল দেয়া সম্ভব নয়।

৩। একজন ওয়েস্টার্ন লেখকের নাম লুই লামুর। তিনি একজন বিশ্ববিখ্যাত লেখক। জীবনে তিনি উপন্যাস লিখেছিলেন ৩৫০টি। পুরস্কার পেয়েছেন অসংখ্য। তার লেখা অনুকরণ করে বাংলাদেশে সৃষ্টি হয়েছে ওয়েস্টার্ন সিরিজ। নানা ভাষায় তার লেখা অনূদিত হয়েছে। শুনবেন তার প্রথম জীবনের কাহিনী? তার প্রথম উপন্যাস তিনশো প্রকাশক ফিরিয়ে দিয়েছিলেন। আমরা হলে লেখালেখি অনেক আগেই ছেড়ে দিতাম। কিন্তু তিনি তা করেননি। নিজ লক্ষ্য থেকে বিচ্যুত হননি। তাই তিনি সফল হয়েছিলেন।

৪। তখন সোনিয়া ছিল বড়লোকের বখে যাওয়া সুন্দরী মেয়ে। রাস্তায় দাড়িয়ে আমার সাথে চা খেত, স্লেইয়িং করতো, রাজনীতি করতো, খুব আড্ডা দিতে পছন্দ করতো এবং আমার জীবনে দেখা প্রথম সিগারেট খাওয়া মেয়ে। চার বছর আগের সোনিয়ার সাথে এখন সোনিয়ার আকাশ পাতাল তফাত। সোনিয়া এখন আইনের ছাত্রী, দিনরাত বই নিয়ে পড়ে থাকে, নামাজ পড়ে।

৫। একটি ছেলে একদিন নির্জন একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে পথের ধারে একটি খালি বোতল পরে থাকতে দেখল। তারপর বোতলে মারল এক লাথি।
'হু হু হা হা হা' করে বিরাট আকৃতি এক জ্বীন বোতল থেকে বেরিয়ে এসে বলল, 'আমি জ্বীন। ৫০০ বছর ধরে এই বোতলের মধ্যে আছি, বল তোর কি চাই?'
ছেলেটি প্রথমে ঘাবরে গেলেও, জ্বীনের কথা শুনে তো ভীষণ খুশী।

৬। দোকানে এক টাকায় একটি চকলেট বিক্রি হয়। প্রতি তিনটি খালি প্যাকেট এর জন্য একটি চকলেট ফ্রী!
যদি আপনার কাছে পনের টাকা থাকে তবে সব মিলিয়ে আপনি মোট কয়টি চকলেট পাবেন?

৭। মেয়েরা হাজবেন্ডের সাথে ঝগড়া করে আধ-ঘন্টার মধ্যে ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে যেতে পারে।
কিন্তু কোথাও বেড়াতে যাওয়ার কথা থাকলে সাত দিনেও তারা তাদের ব্যাগ গুছিয়ে শেষ করতে পারে না!

৮। দুপুরের স্বপ্ন কি সত্য হয়?
ভাস্কো দা গামাকে স্বপ্নে দেখলাম। একেবারে স্পষ্ট। বন্দরে বিরাট এক জাহাজের ব্যলকনিতে দাড়িয়ে আছে। তার একহাতে তলোয়ার, অন্যহাতে বার্গার। আমার দিকে তাকিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে পর্তুগিজ ভাষায় কী যেন বলছেন।

৯। তাইয়্যেবা'র কোনো চিন্তা ভাবনা নেই। সে বেশ আছে। খাচ্ছে, ঘুমাচ্ছে, খেলছে। ইদানিং সে আম খাওয়া শিখেছে। আমের চেয়ে আমের আটি তার বেশি পছন্দ!

১০। আমার ধারনা, অক্টোবর থেকে করোনার প্রকোপ কমতে শুরু করবে। ডিসেম্বরে পুরো বিদায়। যদিও পৃথিবীতে কোনো রোগ এলে কখনই পুরোপুরি বিদায় নেয় না। তবে এত ভয়ের কিছু থাকবে না।
সবচেয়ে বড় কথা আগস্টে করোনার ভ্যাকসিন এসে যাবে। রাশিয়া, ব্রাজিল এবং ভারত একই সাথে।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২০ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:



এই বছর বাংলাদেশ টিকা পাবে?

ঢাকায়, আপনাদের এলাকা পানির নীচে ডোবে?

২২ শে জুলাই, ২০২০ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: শুধু আমাদের এলাকা না। ঢাকার অর্ধেক এলাকায় বন্যা হয়। তবে আমাদের এলাকায় খুব বৃষ্টি হলে তবেই বন্যা হয়। এবং ৪/৫ ঘন্টা পর পানি চলে যায়।

২| ২২ শে জুলাই, ২০২০ রাত ৮:১৭

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,



৩ নম্বরেরটা আত্মপ্রত্যয়ের।
৫নম্বরের ছেলেটি আপনি হলে ঠিক আছে। :D
শেষেরটি যেন সত্যি হয় ।

আপনার মেয়েটি, তাইয়্যেবা কিন্তু খুবই কিউট। আমের মতোই মিষ্টি।


৩| ২২ শে জুলাই, ২০২০ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: তাইয়্যেবা আমার মেয়ে না। আমাদের আত্মীয়'র মেয়ে। তবে দুনিয়ার সমস্ত শিশুদের আমার ছেলেমেয়ে মনে করি।

৪| ২২ শে জুলাই, ২০২০ রাত ৮:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক একটি গাছ যেন অক্সিজেনের একটি ফ্যাক্টরি।
একটি গাছ যেন একটি ফলের সুপার স্টোর।

২২ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: জ্বী হ্যা।

৫| ২২ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের শিশুদের নাম বেশির ভাগই আরবি ভাষায় রাখা হয় ।
বাংলা ভাষার নাম কেউ রাখতে চায় না।

খুব অল্প মানুষই দেখি যারা বাচ্চাদের নাম বাংলা ভাষায় রাখেন।

২২ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: নাম কোনো ব্যাপার না বড় ভাই। মানুষের কর্মটাই আসল।

৬| ২২ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৭। মেয়েরা হাজবেন্ডের সাথে ঝগড়া করে আধ-ঘন্টার মধ্যে ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে যেতে পারে।
কিন্তু কোথাও বেড়াতে যাওয়ার কথা থাকলে সাত দিনেও তারা তাদের ব্যাগ গুছিয়ে শেষ করতে পারে না!
ব্যাগে বেশি কিছু নেয়ার দরকার কি? তারা ভাল করেই জানে কিছুক্ষন পরেই তারা আবার এখানে ফিরে আসছে।
তাইয়্যেবা মেয়েটা একেবারে পরীর ছা, তার জন্য অনেক শুভ কামনা।

২২ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।

৭| ২২ শে জুলাই, ২০২০ রাত ১০:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: ডিম আমারও পছন্দ খুব।

২২ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে সবচেয়ে বেশি খাওয়া হয় ডিম।

৮| ২২ শে জুলাই, ২০২০ রাত ১১:০১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৬,৭টা।
অন্যগুলোও ভাল লেগেছে।

২৩ শে জুলাই, ২০২০ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব নুরুল ইসলাম সাহেব।

৯| ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫৯

নতুন বলেছেন: ১। গাছ লাগাতে হবে। প্রচুর গাছ লাগাতে হবে। সারা পৃথিবী গাছ দিয়ে ভরে ফেলতে হবে। অন্য কোনো উপায় নেই।


যদি অক্সিজেনের জন্য গাছ লাগাতে বলে থাকেন তবে সাগর বাচাতে হবে। বিশ্বের ৫০ থেকে ৮০ ভাগ অক্সিজেন আছে সাগর থেকে।

https://oceanservice.noaa.gov/facts/ocean-oxygen.html

২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: সাগত তো লোকজন কেটে ফেলছে না।

১০| ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের কিছু জেলায় অন্যের জায়গায় গাছ লাগায়। পরে বিক্রি করে এর মূল্য ভাগাভাগি করে। দেশ ও পরিবেশের জন্য এটা ভালো।
২। বয়স্কদের ডিমের কুসুম বেশী খাওয়া ঠিক না। এতে অনেক চর্বি উপাদান থাকে।
৩। এই লেখকের কাছ থেকে উঠতি লেখকরা অনুপ্রানিত হতে পারেন।
৪। মানুষের নিজেকে চিনতে অনেক সময় দেরী হয়। চেনার পর সে এক মনে তার কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে চলতে থাকে আত্মবিশ্বাসের সাথে।
৫। ৫০০ বছরের জীন মানে বাচ্চা জীন। কারণ জীনদের আয়ু ২০০০ থেকে ৩০০০ বছর বলে শোনা যায়।
৬। ২০ টা চকলেট
৭। সব জিনিসের এক সেট করে বাপের বাড়িতে থাকে কিন্ত বেড়ানোর ক্ষেত্রে এই সুবিধা থাকে না। এই জন্য দেরী। এ ব্যাপারে ছেলেদের ধৈর্যশীল হতে হবে।
৮। আপনার কপাল ভালো ভোর রাতে দেখেন নি। কারণ ঐ স্বপ্ন সত্যি হয়। তলোয়ার নিশ্চয়ই আপনাকে শায়েস্তা করার জন্য ছিল।
৯। তইয়েবাকে আম আঁটির ভেপু বানিয়ে দিতে হবে। এই জন্যই আঁটি তার পছন্দ।
১০। আপনার ধারণা যেন সত্যি হয়।

১১| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: আপনি একজন সামুর মন্ত্রমুগ্ধ পাঠক।

১২| ২৪ শে জুলাই, ২০২০ ভোর ৬:১৭

ইসিয়াক বলেছেন:

বাবুটা সুন্দর।

২৪ শে জুলাই, ২০২০ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.