নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বেশ কিছুদিন আগে একটা মুভি দেখেছিলাম- ব্লাড ডায়মন্ড।
মুভির কাহিনী এই রকম- মুভির নায়ক এক সাউথ আফ্রিকান সাদা মার্সেনারী। লুকিয়ে হীরা পাচার করতে গিয়ে সীমান্ত পুলিশের কাছে ধরা পড়ে। যেতে হয় জেলে। সেখানেই তার দেখা হয় সলোমন ভ্যান্ডি'র সাথে। যে একজন স্থানীয় জেলে এবং কপালের ফেরে হীরার খনিতে দাস হিসেবে কাজ করতে গিয়ে পুলিশের রেইডে ধরা পড়ে। বিদ্রোহী বাহিনী আরইউএফ শেঞ্জি গ্রামে আক্রমণ চালায়। যুদ্ধ আর হীরা খনির জন্য তাদের মানুষ দরকার আর এ ধরণের গ্রাম থেকেই তারা তাদের অপহরণ করে।
কিছু কিছু মুভি দেখলে মুভি শেষ হওয়ার পরেও মাথার ভিতর মুভির প্লট ঘুরপাক খেতে থাকে। ব্লাড ডায়মন্ড এমন একটা আসাধারন মুভি। আশা করি এই মুভি সবাই দেখেছেন। না দেখলে অতিসত্তর দেখে ফেলুন। যাই হোক, এই মুভিটা দেখেই আমার 'সিয়েরা লিওন' দেশটি সম্পর্কে আগ্রহ জাগে।
সিয়েরা লিওন পশ্চিম আফ্রিকার একটি দরিদ্র দেশ।
সিয়েরা লিওনের মোট আয়তন ৭১,৭৪০ বর্গকিলোমিটার। এবং মোট জনসংখ্যা প্রায় নব্বই লাখ। 'ফ্রিটাউন' সিয়েরা লিওনের রাজধানী। সিয়েরা লিওনে প্রায় ১৭টি জাতিগোষ্ঠী বসবাস করে, যাদের প্রত্যেকের রয়েছে আলাদা ভাষা ও রীতিনীতি। দেশটিতে মুসলিম ও খ্রিস্টানরা একে অপরের প্রতি সহযোগী ও শান্তিপূর্ণ আচরণ করে। সিয়েরা লিওনে ধর্মীয় সহিংসতা খুবই বিরল। প্রাকৃতিক সম্পদ থাকার পরেও সিয়েরা লিওনের ৭০ শতাংশ মানুষ দারিদ্র্য সীমায় বসবাস করে। দেশটি ১৯৬১ সালে স্বাধীনতা অর্জন করে। সিয়েরা লিওনে মোট চারটি প্রদেশ রয়েছে। সিয়েরা লিওনের মুদ্রার নাম লিওন। জাতীয় ব্যাংকের নাম ব্যাংক অফ সিয়েরা লিওন। সিয়েরা লিওন একটি কৃষি ভিত্তিক দেশ। দেশের মোট জিডিপির প্রায় ৫৮ শতাংশ আসে কৃষি থেকে। দেশের মোট জনগোষ্ঠীর প্রায় ৮০ শতাংশ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। প্রধান শস্য পণ্য হল ধান, প্রায় ৮৫ শতাংশ কৃষক ধান চাষ করেন।
ইংরেজি ভাষা সিয়েরা লিওনের সরকারি ভাষা।
সিয়েরা লিওনে শান্তি স্থাপনে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিলো। ২০০৩ সালে সিয়েরা লিওনের তৎকালীন রাষ্ট্রপতি আহমদ তেজান কাব্বাহ একটি সরকারী সফরে বাংলাদেশে এসেছিলেন। ব্র্যাকসহ কিছু বাংলাদেশী এনজিও সিয়েরা লিওনে ক্ষুদ্রঋণ প্রদান, কৃষি উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে কাজ করছে। আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত দেশটিতে সোনা এবং হীরাও উৎপাদন করা হয়। সিয়েরা লিওনকে বলা হয় ‘হীরার খনির গরিব দেশ'। মূল্যবান খনি থাকলেও এদেশের মানুষজন অত্যন্ত দরিদ্র। ১৯৯১ সালে গৃহযুদ্ধ শুরু হয় সিয়েরা লিওনে। যুদ্ধে প্রায় ৫০ হাজার মানুষ মারা যায়। সিয়েরা লিওন নামের দেশের অধিকাংশ মানুষ খুবই অভাবী এবং অসুখীও। তাদের হায়ের রঙ কুচকুচে কালো।
সিয়েরা লিওনের শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব দেয়া হয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীকে। বাংলাদেশসহ ১৩টি দেশ থেকে সিয়েরা লিওনে জাতিসংঘের শান্তি মিশনে সৈন্য পাঠায়। বাংলাদেশ থেকে ৭৭৫ জন সদস্যের সেনাবাহিনীর একটি দল প্রথমে সিয়েরা লিওনের দক্ষিণ অঞ্চলে লুঙ্গি নামক স্থানের দায়িত্ব নেয়। তারপরে বাংলাদেশ থেকে আরও সেনা সদস্য সিয়েরা লিওন যায় এবং সেদেশে ছড়িয়ে পড়েন। এভাবে একসময় বাংলাদেশের প্রায় পাঁচ হাজার ৩০০ জন সেনা একত্রে সিয়েরা লিওনে কর্মরত ছিলেন। বাংলাদেশ দল ২০০৫ সালে শান্তি প্রতিষ্ঠার পর ফিরে আসে। সে দেশে শান্তি ফিরে আসার পর পরই সিয়েরা লিওনের প্রেসিডেন্ট আহমাদ তেজান কাব্বাহ কৃতজ্ঞতা জানাতে এবং বাংলাদেশি সেনা সদস্যদের ভূমিকাকে চিরস্মরণীয় করে রাখতে বাংলা ভাষাকে দেশটির সরকারি ভাষার মর্যাদা দেন।
এই করোনায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে আফ্রিকা মহাদেশের অন্যতম দরিদ্র রাষ্ট্র সিয়েরা লিওন। গত বছরের ডিসেম্বর থেকে চীনসহ অন্যান্য এশীয় দেশ থেকে ফেরা যাত্রীদেরকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠিয়েছে সিয়েরা লিওন সরকার। ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে অতিরিক্ত তাপমাত্রা নিয়ে আসা লুঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যাত্রীদেরকেও। করোনায় দেশটিতে কেউ মারা যায় নি।
আফ্রিকার সিয়েরা লিওনের অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন ভারতীয় বাঙ্গালী এয়ারফোর্স অফিসার বিভাস রায় চৌধুরী। সিয়েরা লিওন কথাটির অর্থ সিংহের পর্বত। সিয়েরা লিওন দেশটির নামকরুনণ করে পর্তুগীজরা।
২৩ শে জুলাই, ২০২০ রাত ৩:১৬
রাজীব নুর বলেছেন: জ্বী এই ডায়লগটা ছিলো।
২| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৩:২৯
অনল চৌধুরী বলেছেন: আমি সব নেশা পরীক্ষা করে দেখেছি,মানুষ কতো বোকা হলে কষ্টের বা চুরির টাকা দিয়ে মদ-সিগারেট খায় ।
আমি এসব দূরের কথা,চাও খাই না।
ভালো ভালো খাবার খাই।
২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:০৮
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
৩| ২৩ শে জুলাই, ২০২০ ভোর ৬:০৩
নেওয়াজ আলি বলেছেন: জানলাম অনেক কিছু
২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:০৮
রাজীব নুর বলেছেন: ওকে।
৪| ২৩ শে জুলাই, ২০২০ ভোর ৬:৩৬
ডঃ এম এ আলী বলেছেন:
সিয়েরা লিওনের সচিত্র ইতিহাস ও বর্ণনা ভাল লেগেছে ।এক সিয়েরা লিওন দম্পতির সাথে আমাদের বেশ জানা শুনা হয়েছিল।তাদের কাছ হতে সিয়েরা লিওনের অনেক কথাই শুনতাম।পরিকল্পনাও করেছিলাম একবার যাব তাদের দেশে । সিয়েরা লিওনে এখন উন্নয়নের ছোয়া লাগলেও সব ক্ষেত্রেই পিছিয়ে আছে। উচ্চ শিক্ষিত সিয়েরা লিওন দম্পতি কথায় কথায় বলত আমাদের দেশের এনজিউ মডেল বিশেষ করে ব্র্যাক মডেলটি নাকি তাদের দেশের দারিদ্র বিমোচনে খুবই সহায়ক ভুমিকা পালন করতে পারে ।
সিয়েরা লিওনে বাংলাদেশের শান্তি মিশনের কাজের ভুয়সি প্রসংসা তারা করেছে। একবার কথা প্রসঙ্গ তাদের কাছে জানতে পারি ব্লাড ডায়ামন্ড বিষয়টা কি ।তারা জানায় ব্লাড ডায়ামন্ড তথা রক্তের হীরাকে সংঘাতের হীরা, বাদামী হীরা, গরম হীরা বা লাল হীরাও বলা হয়ে থাকে । কোন যুদ্ধ তৎপরতার অর্থায়নে জন্য মানইনিংকৃত হিরকের অবৈধপথে বিক্রয়কৃত হিরকই নাকি ব্লাড ডায়ামন্ড নামে অভিহিত হয়ে থাকে । এই শব্দটি নির্দিষ্ট অঞ্চলে হীরা বাণিজ্যের নেতিবাচক পরিণতিগুলি হাইলাইট করে বা কোন বিশেষ হীরক কোন অঞ্চল থেকে এসেছে তা চিহ্নিত করার জন্য ব্লাড ডায়ামন্ড শব্দটি ব্যবহৃত হয়। সাম্প্রতিক কালে আফ্রকা অঞ্চলে গৃহযুদ্ধের সময় অ্যাঙ্গোলা, আইভরি কোস্ট, সিয়েরা লিওন, লাইবেরিয়া, গিনি এবং গিনি বিসাউ এর মাইনিংকৃত হিরা ব্লাড ডায়ামন্ড নামে পরিচিতি পায় ।
তথ্য সমৃদ্ধ পোষ্টটির জন্য ধন্যবাদ
শুভেচ্ছা রইল
২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১১
রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম। আপনি যা বলেছেন, গুরুত্বপূর্ন কথা বলেছেন। ব্লাড ডায়মন মুভিটা সময় পেলে দেখবেন।
৫| ২৩ শে জুলাই, ২০২০ সকাল ৭:৫৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সিয়েরা লিওন দেশটি সম্পর্কে আপনার সৌজন্যে অনেক কিছু জানা হলো। ধন্যবাদ ভাই রাজীব নুর।
২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১২
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।
৬| ২৩ শে জুলাই, ২০২০ সকাল ৮:৩৩
শোভন শামস বলেছেন: সিয়েরা লিওনের সচিত্র ইতিহাস ও বর্ণনা ভাল লেগেছে । তথ্য সমৃদ্ধ পোষ্টটির জন্য ধন্যবাদ
শুভেচ্ছা রইল
২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৭| ২৩ শে জুলাই, ২০২০ সকাল ৯:০৫
নূর আলম হিরণ বলেছেন: আফ্রিকার বেশির ভাগ দেশই গরিব দেশ।
২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১৩
রাজীব নুর বলেছেন: আমাদের চেয়েও গরীব?
৮| ২৩ শে জুলাই, ২০২০ সকাল ১০:০৩
আলমগীর সরকার লিটন বলেছেন: ভাল লেখেছেন তবে সিনেমা দেখব-------------
২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১৩
রাজীব নুর বলেছেন: আজই দেখে ফেলুন।
৯| ২৩ শে জুলাই, ২০২০ সকাল ১০:২৫
মোঃ খুরশীদ আলম বলেছেন: বর্ণনা খুব ভাল লাগলো।
২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১০| ২৩ শে জুলাই, ২০২০ সকাল ১০:৫৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: চমৎকার তথ্যবহুল লেখা। ধন্যবাদ নিন এবং আরো লিখুন।
২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১৪
রাজীব নুর বলেছেন: আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।
১১| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ব্লাড ডায়মন্ড সিনেমাটি বেশ কয়েকবার দেখেছি। অসাধারণ সিনেমা।
আগ্রহ নিয়ে আপনার লেখাটি পড়লাম। চমৎকার উপস্থাপনা।
২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১৫
রাজীব নুর বলেছেন: শুকরিয়া ভাইজান।
১২| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১:২৪
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!
অনেক কিছু জানলাম ভাই।
নামের অর্থটা ভাল লেগেছে.........!
২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১৩| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩৬
চাঁদগাজী বলেছেন:
এদের সরকারগুলো এদেরকে মানুষ হতে দেয় না; পড়ালেখা করায় না, কাজ করতে দেয় না। আফ্রিকার বেশীরভাগ দেশের সরকারগুলো দুষ্ট বানর থেকে দুষ্ট, খচ্চরের মত ইডিয়ট।
২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: তার মানে ওদের থেকে আমরা অনেক ভালো আছি?
২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: তার মানে ওদের থেকে আমরা অনেক ভালো আছি?
১৪| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওরা মারামারী কাটাকাটিই বেশি পছন্দ করে মনে হয়।
২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৯
রাজীব নুর বলেছেন: না। ওদের মধ্যেও মায়ামমতা, প্রেম ভালোবাসা সবই আছে।
১৫| ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৪৯
নতুন বলেছেন: আমিতো ভাবলাম রানু ভাই সানি লিওন সম্পকে লিখেছে
২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: সানি লিওন কে?
১৬| ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৫:০৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলা ভাষাকে ওরা ওদের রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিয়েছে এটা বাংলাদেশের সামরিক বাহিনী এবং বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সম্মানের বিষয়।
২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:৪১
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
১৭| ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২১
ইসিয়াক বলেছেন: চলেন না হয় সিয়েরা লিওনে চলে যাওয়া যাক। যা থাকে কপালে।
২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:৪১
রাজীব নুর বলেছেন: না না আমি কোনো দরিদ্র দেশে যাব না।
১৮| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১০:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার সাথে ঘানার এক ভদ্রলোকের দেখা হয়েছিল কলম্বোতে।
উনি বললেন, আফ্রিকায় অনেক সম্পদ আছে।
কিন্তু নেতারা দুষ্ট। তারা চায় না মানুষ পড়াশোনা শিখুন। ভাল জীবন লাভ করুক।
অনেক দিন পর আবার ঘানার সেই লোকটার কথা মনে পড়লো।
সেই লোকটার সাথে মাউন্ট ল্যাভিনিয়া বিচে খুব সাতার কেটে ছিলাম।
কি যে দিন গেছে!
২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:৩২
রাজীব নুর বলেছেন: বাহ!
১৯| ২৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৩
নতুন বলেছেন: ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৪২০
লেখক বলেছেন: সানি লিওন কে?
২৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫০
রাজীব নুর বলেছেন:
সানী লিওন।
অতি রুপসী এক নারী। বর্তমানে ভারতে সিনেমা করছে। লক্ষ কোটি যুবক তার জন্য পাগল।
২০| ২৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৪
নতুন বলেছেন: আমি তো তাই ভাবছিলাম যে আপনি এই নায়িকার কথাই লিখেছেন
২৯ শে জুলাই, ২০২০ রাত ১০:০৮
রাজীব নুর বলেছেন: ওকে।
©somewhere in net ltd.
১| ২৩ শে জুলাই, ২০২০ রাত ২:৪১
নিরীক্ষক৩২৭ বলেছেন: "Sometimes I wonder... will God ever forgive us for what we've done to each other? Then I look around and I realize... God left this place a long time ago."
This dialogue from the movie becomes more real everyday.