নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। বনী ইসরাইলের নবী মুসা আঃ একবার আল্লাহ তায়লাকে জিজ্ঞাসা করলেন- হে আল্লাহ আপনি যখন খুব খুশি হন তার নিদর্শন কি? আল্লাহ বললেন, আমি যখন বেশী খুশি হই তখন বৃষ্টি দেই। এবার মুসা আঃ আবার জিজ্ঞাসা করলেন এরচেয়ে বেশী খুশী হলে কি করেন? আল্লাহ বললেন- তখন মানুষকে আমি কন্যা সন্তান দান করি।
২। নায়কঃ ডাক্তার ছাব, আমার মায় বাচব তো?
ডাক্তারঃ খুব দ্রুত অপারেশন করতে হবে। অপারেশনের জন্য ৪০ লাখ টাকা লাগবে।
নায়কঃ আপনে কুনু চিন্তা করবেন না ডাক্তার ছাব! আমি রিকশা চালাইয়া, ইট ভাইঙ্গা, ঠেলাগাড়ি ঠেইল্যা দুই দিনের মইধ্যে আপনের সব টাকা জোগাড় করুম!
ডাক্তারঃ আগে কোবি তো! তাইলে এত টাকা খরচ কইরা ডাক্তারী না পইড়া ঠেলাগাড়ি চালাইতাম।
৩। মা বলছে ছেলেকে: স্কুলে যা,
ছেলে: না যাবো না, আমি জব করবো।
মা: ফাজিল, ক্লাস টু'তে পড়িস। তুই কি জব করবি?
ছেলে: ক্লাস ওয়ান এর মেয়েকে পড়াব।
৪। 'মুছে যাক আমার নাম, তবু বেঁচে থাক বাংলাদেশ'।
চির অম্লান অশ্রুঝরা এই কথাটি যিনি বলেছিলেন সেই মহান নেতার জন্মদিনে আমার সশ্রদ্ধ সালাম, হৃদয় নিংড়ানো ভালবাসা। তোমার নাম আমরা ভুলিনি, কিন্তু বাংলাদেশ আজ অতি কষ্টে বেঁচে আছে।
৫। সাংবাদিকরা নিজেদের অন্য গ্রহের প্রাণী ভাবে। এরা নিজেদের সমস্ত ভুলের উর্দ্ধে দেখাতে চায়। আসলে পুলিশ, দুর্নীতিবাজদের মতই এদের নির্দিষ্ট কোন চরিত্র নেই। এরা শুধুই- নুন খাই যার গুণ গাই তার!
৬। কবিগুরুর প্রিয় চাকর বনমালি একদিন গল্প করে বলল, তাদের দেশে মনিবাবা নামে এক সাধু আছেন। তার নাম তিনবার নিলে সাপে কাটা মানুষও ভাল হয়ে যায়।
কবিগুরু অনিল চন্দ্রকে ডেকে বললেন, “অনিল, একটা কেউটে সাপ এনে বনমালিকে কাটা, দেখা যাক মনিবাবুর মাহাত্ম্য।
বনমালি বুঝল এটা রসিকতা। সেও হাসল।
৭। হিটলার জার্মান জাতিকে এত ভালোবেসেছিল যে কোন নারীকে বিয়ে করতে সে অস্বীকৃতি জানিয়েছিল, বলেছিল তার বধূ তার দেশ, তার জাতি। সেই ভালোবাসার দম্ভ যখন পৃথিবীর অন্য সকল জাতিকে ছোট করে দেখা শুরু করল তারই প্রেক্ষাপটে রচিত হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের নারকীয় সব হত্যাযজ্ঞ।
এই সব বিধ্বংসী ভালোবাসার অকল্যাণ রুখতে তাই আল্লাহ চমৎকার একটা বিধান দিয়ে দিলেন– স্বভাবজাত ভালোবাসাকে নিয়ন্ত্রণ করতে হবে বিবেকজাত ভালোবাসা দিয়ে। অর্থাৎ ভালোবাসতে হবে কেবল আল্লাহকে। এবং আল্লাহকে ভালোবাসার অধীনে আল্লাহ যাদের আদেশ করেছেন তাদের সবাইকেই ভালোবাসতে হবে। কিন্তু কারো ভালোবাসাই আল্লাহর ভালোবাসাকে অতিক্রম করে যেতে পারবেনা।
৮। কবিতা পড়ে কেউ যখন বলে বুঝলাম না তখন বিষম মুশকিলে পড়তে হয়। কেউ যদি ফুলের গন্ধ শুঁকে বলে, "কিছু বুঝলাম না।" তাকে এই কথা বলতে হয় এটাতে বুঝবার কিছু নেই। এ যে কেবল গন্ধ।
____ রবীন্দ্রনাথ ঠাকুর
২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:২১
রাজীব নুর বলেছেন: মুসা মোটেও তোতলা ছিলেন না। উনার কন্ঠ অতি মিষ্টি এবং প্রচন্ড শ্রুতিমধুর। উনি দেখতেও দারুন সুন্দর ছিলেন।
২| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মুসা নবী সব সময় হাতে একটা লাঠি রাখতেন।
আল্লাহ সোবাহানা তায়ালা এক দিন তাকে জিজ্ঞেস করলেন- হে মুসা, তোমার হাতে ওটা কী?
মুসা নবী জবাব দিলেন- এটা একটা লাঠি।
- লাঠি দিয়ে তুমি কি কর?
- লাঠি দিয়ে আমি অনেক কাজ করি। এটা দিয়ে ছাগল, ভেড়া নিয়ন্ত্রণ করি। তাদের জন্য গাছের পাতা পেরে আনি। আমি ক্লান্ত হয়ে গেলে এটাতে হেলান দিয়ে বিশ্রাম করি।
আল্লাহ সোবাহানা তায়ালা কি জানতেন না যে মুসা নবীর হাতে ওটা কী?
২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:২৩
রাজীব নুর বলেছেন: খামোখাই প্যাচাচ্ছেন। এই লাঠির অনেক ক্ষমতা ছিলো। এই লাঠি মাঝে মাঝে সাপ হয়ে যেত। তাপর দুষ্টলোকদের কামড়ে দিত।
৩| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:২১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এত দিন পর বুঝলাম কেন সৌদি আরবে বৃষ্টি হয় না।বাকিগুলো পড়ে কিছু হাসলাম কিছু ভাবলাম।
২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:২৩
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৪| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:২১
চাঁদগাজী বলেছেন:
১ নং:
আল্লাহ মুসা (আ: ) সাথে কথা বলে থাকলে, প্রতিটি মানুষের সাথেই কথা বলতেন।
২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:২৫
রাজীব নুর বলেছেন: রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিবেন। তাহলে ঘুম ভাল হবে। মন্দ স্বপ্ন দেখবেন না।
৫| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি বলেছেন, বনী ইসরাইলের নবী মুসা-।
বনী ইসরাইল মানে কি?
এরা কি ইসরাইলের নাগরিক ?
মুসা নাকি তোতলা ছিলেন। কথাটি কি ঠিক।
আমার কথার তো জবাব দিলেন না।
২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৪১
রাজীব নুর বলেছেন:
৬| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি হুজুরদের মতো চালাকী করছেন।
মন্তব্যের জবাব দিন।
না জানা থাকলে বলুন- আমি জানি না।
না জানাতে কোন লজ্জা নেই।
শিখতে না চাওয়াটাই লজ্জার।
২৩ শে জুলাই, ২০২০ রাত ১০:০৩
রাজীব নুর বলেছেন: বড় ভাই আমি এতক্ষন বাইরে ছিলাম।
মোবাইলে সামু দেখেছি। তাই সুন্দর করে উত্তর দিতে পারি নি। মোবাইলে টাইপ করতে আমি পারি না। এখন আপনার প্রশ্ন করুন।
৭| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: আপনি ধর্ম নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন। আমি উত্তর দিতে পারবো।
৮| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৫১
সাইন বোর্ড বলেছেন: পড়ে ভাল লাগল ।
২৩ শে জুলাই, ২০২০ রাত ১০:০৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৯| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৩
নেওয়াজ আলি বলেছেন: আমি দুই মেয়ের বাবা । মা আমার দুনিয়ার স্বর্গ। রবীন্দ্রনাথ কবি গুরুজন উনি ঠিক বলেছেন।
২৩ শে জুলাই, ২০২০ রাত ১০:০৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১০| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৬
স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: "স্বভাবজাত ভালবাসাকে নিয়ন্ত্রণ করতে হবে বিবেকজাত ভালবাসা দিয়ে।" - একদম খাঁটি কথা।
যাই হোক, পোস্টটি ভালো লেগেছে অনেক।
২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:৩২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১১| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:১১
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার এইবারের পোস্ট পড়ে মনে হোল আপনার পোস্টের টাইটেল হওয়া উচিত টুকরো টুকরো ডাহা মিথ্যা- ১৭০।
২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৩
রাজীব নুর বলেছেন: হা হা হা----
১২| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১২:৩৪
জটিল ভাই বলেছেন: সুন্দর
সুন্দর
সুন্দর
টুকরো টুকরো মন্তব্য....
২৪ শে জুলাই, ২০২০ রাত ১২:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৩| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১২:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালোই !!
যে যেমন ভা্বে্ পৃথিবীটা তার জন্য তেমনই।
২৪ শে জুলাই, ২০২০ রাত ১২:৪২
রাজীব নুর বলেছেন: আমি তো ভালোই ভাবি।
১৪| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১২:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ৫ নাম্বারে খাটি কথা বলেছেন। অবশ্য আমাদের সকলের চরিত্রই পাল্টি খেয়ে যাচ্ছে।
ভালো কথা আমার দুইটি কন্যা সন্তান, আলহামদুলিল্লাহ।
২৪ শে জুলাই, ২০২০ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: মাশাল্লাহ। কন্যারা হাসি আর আনন্দ নিয়ে বড় হোক।
১৫| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১২:৫৬
রামিসা রোজা বলেছেন:
২ নম্বরটা খুব মজার আর শাবানা বড়লোক হয় হাতে সেলাই মেশিন চালাতে চালাতে, মজা পেলাম পোস্ট পড়ে।
২৪ শে জুলাই, ২০২০ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১৬| ২৪ শে জুলাই, ২০২০ সকাল ৮:২৫
কবিতা ক্থ্য বলেছেন: আপনার ব্লগ সব সময় ভালোলাগায়।
২৪ শে জুলাই, ২০২০ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: হে হে---
১৭| ২৪ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২৫
ইসিয়াক বলেছেন: আপনি সত্যি সত্যি মোবাইলে টাইপ করতে পারেন না? সাহায্য লাগলে বলবেন আমি শিখিয়ে দেবো। এখন তো আমি মোবাইলে লিখি। সময় বেঁচে যায়।
২৪ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: না মোবাইলে পারি না। আউলায়ে যায়।
©somewhere in net ltd.
১| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি বলেছেন, বনী ইসরাইলের নবী মুসা-।
বনী ইসরাইল মানে কি?
এরা কি ইসরাইলের নাগরিক ?
মুসা নাকি তোতলা ছিলেন। কথাটি কি ঠিক।