নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ফিরে দেখা অতীত

২৫ শে জুলাই, ২০২০ রাত ৯:০৪



# ২০০১ হতে ২০০৬ বিএনপির আমল।
৫ বার টানা র্দুনীতে বিশ্ব চ্যাম্পিয়ান।

# ২০০৯ হতে এখন পর্যন্ত আওয়ামীলীগ। নেই।

# ২০০১ হতে ২০০৬ বিএনপির আমল।
সেনা বাহিনী ব্যাবহার অপারেশন ক্লিন হার্ট নামে করে প্রচুর মানুষ হত্যা।

# ২০০৯ হতে এখন পর্যন্ত আওয়ামীলীগ। নেই।

# ২০০১ হতে ২০০৬ বিএনপির আমল।
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আইভি রহমান, সংসদ সদস্য কিবরিয়া ও আহসান উল্লাহ মাষ্টার কে হত্যা।

# ২০০৯ হতে এখন পর্যন্ত আওয়ামীলীগ।
বিএনপির কোন কেন্দ্রীয় নেতা বা সাংসদ খুন হয়নি।

# ২০০১ হতে ২০০৬ বিএনপির আমল।
একযোগে পুরা দেশে বোমা হামলা ও শায়েখ আব্দুর রহামান ও বাংলা ভাইয়ের উত্তাণ।

# ২০০৯ হতে এখন পর্যন্ত আওয়ামীলীগ। নেই।

# ২০০১ হতে ২০০৬ বিএনপির আমল।
চট্টগ্রামের বাশখালিতে বিএনপির প্রতিমন্ত্রী জাফরুল্লাহ বাহিনী কর্তৃক একটি হিন্দু পরিবারের সব সদস্যকে ঘরে তালা দিয়ে ঘরে আগুন ও সব সদস্যকে আগুনে পুড়েয়ে হত্যা।

# ২০০৯ হতে এখন পর্যন্ত আওয়ামীলীগ। নেই।

বিএনপির আমলে= বিএনপি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশী সময় ক্ষমতায় থাকলেও কোন রাজাকারের বিচার করতে পারিনি। বরং উল্টো রাজাকারদের তোষণ করা হযেছে।
আওয়ামীলীগ আমল= শীর্ষ রাজাকার গোলাম আজম, সাঈদী, নিজামি, মুজাহিদ, কাদের মোল্লা, সাকা চৌধুরীর বিচার শুরু।

এছাড়া, হলর্মাকের মালিক তানভির, রানা প্লাজার মালিক রানা, ডেসটিনির শীর্ষ র্কম কর্তা, সাংবাদিকে পিঠানোর জন্য গোলাম মওলাকে গ্রেফতার করে বর্তমান সরকার দেখিয়ে দিয়েছে আইনে উর্ধ্বে কেউ নয়।

জয় বাংলা ।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৯:১১

ঢাবিয়ান বলেছেন: রাজনীতিতে নামার সিদ্ধান্ত নিলেন নাকি?

২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: না।

২| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৯:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি এই ব্লগকে সবচেয়ে বেশী ভালবাসেন।

২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: তা বাসী।

৩| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জীবন্ত ইতিহাস।

২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: ইতিহাস ব্লগে জমা করে রাখলাম।

৪| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:০৪

জনৈক অপদার্থ বলেছেন: কনফিউজড হয়ে গেলাম রাজীব ভাই

২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: আমি নিজেও।

৫| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১১:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: নেই!!!!

২৬ শে জুলাই, ২০২০ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: হুম।

৬| ২৬ শে জুলাই, ২০২০ রাত ১:০২

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগের দায়িত্ব ছিলো অনেক বড়: স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন; কিন্তু আওয়ামী লীগ নিজের দলের নেতা ও কর্মীদের স্বপ্ন বাস্তবায়ন করেই চলেছে।

২৬ শে জুলাই, ২০২০ রাত ২:৪৫

রাজীব নুর বলেছেন: নিজেদের স্বপ্ন বাস্তবায়নের পর দেশের দিকে মন দিবে। কথায় আছে, আগে নিজের আখের গুছাও।

৭| ২৬ শে জুলাই, ২০২০ রাত ২:১৬

নেওয়াজ আলি বলেছেন: রাজাকারকে মন্ত্রী করে গ্রেনেড হামলা করে জাতীয় নেতা মেরে এবং সেনাবাহিনী দিয়ে নিজের লোক মেরে বিএনপি এখন রাস্তায় ঘেউ ঘেউ করে। আর ২০০৯ এ ৫৭জন সেনাবাহিনী মেরে গুম খুন করে দেশের সম্পদ পাচার করে আওয়ামী একদিন ------

২৬ শে জুলাই, ২০২০ রাত ২:৪৫

রাজীব নুর বলেছেন: আহ হা চুপ করুন।

৮| ২৬ শে জুলাই, ২০২০ ভোর ৪:২৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বিএনপির হাজার হাজার খারাপ কাজের উদাহরণ আছে আওয়ামী লীগের আছে শত শত।হেড আর টেল

২৬ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: কেউ কারো চেয়ে কম না।

৯| ২৬ শে জুলাই, ২০২০ ভোর ৬:১৯

ইসিয়াক বলেছেন: পড়লাম।

২৬ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ২৬ শে জুলাই, ২০২০ রাত ১০:৫২

জহিরুল ইসলাম সেতু বলেছেন: প্রিয় রাজীব নুর ভাই, নাম্বার সম্বলিত আপনার বিগত পোস্ট আমাকে যেমন অভিভূত করেছিল, আপনার হ্যাসযুক্ত এই পোস্ট ততোধিক হতাশ করেছে। কেমন যেন একপেশে দোষে দুষ্ট লাগছে। আপনার কথায় মনে হচ্ছে, দেশটা এখন স্বর্গের চুড়ান্ত ধাপে আছে। য়ুরোপ-আম্রিকার লোকজন এমন সুখ আর শান্তির দেশে এসে বসবাসের জন্য লাইন দিবে। যাক, আপনি আপনার মতো লিখবেন, কারোর ভাল লাগা না লাগায় কিচ্ছুটি যায় বা আসে না।
বর্তমান আম্লীগ-বিম্পি একই মূদ্রার দু'পিঠ বই তো নয়। ওদের মোটো একই। একদল চেতনা বেঁচে খায়, আরেকদল চেতনার বিপরীতের সাথে গলাগলি করে ক্ষমতার মসনদ ভোগের স্বপ্ন দেখে। লুটপাট করে খাওয়াটা উভয়েরই অভ্যাসগত স্বভাব।
একদল র‍্যাব বানায়, আরেকদল র‍্যাব দিয়ে ফায়দা লুটে। একদল গ্রেনেড হামলা চালিয়ে খুন করে, আরেকদল সাদা পোষাকে ধরে এনে গুম করে। ফিরিস্তির শেষ নেই ভাই।
অন্ধ হলেও তো প্রলয় বন্ধ হয় না ভাই। চোখ কান খুলে চারপাশটা দেখুন।

একদিন এসবের সমাপ্তি ঘটবে, আমি আশাবাদী। বাঙালী কোন এক মায়ের ঘরে মাহাথির, লি কুয়ানের মতো আসবে সূর্যসন্তান। সে গড়বে এদেশ। আমরা না হোক পরের কোন প্রজন্ম সুন্দর সমৃদ্ধ সুখী একটি বাংলাদেশের আলোবাতাসে জীবন যাপন করবে।

২৭ শে জুলাই, ২০২০ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: আমি দুঃখিত।

১১| ২৬ শে জুলাই, ২০২০ রাত ১১:৪১

জগতারন বলেছেন:
লেখক বলেছেন: নিজেদের স্বপ্ন বাস্তবায়নের পর দেশের দিকে মন দিবে। কথায় আছে, আগে নিজের আখের গুছাও।

গ্রেটবৃটেন ও অ্যামেরিকার ইতিহাস পড়েও এমনই জানা যায়। যারা ক্ষমতায় থাকে তাদেরই আগে উন্নতি হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.