নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
পৃথিবীর আসন্ন বিপদ গুলো নিয়ে কারো কোনো মাথা ব্যাথা নেই।
সব বুদ্ধিমান মানুষেরা, বিদ্বান মানুষেরা গ্রাম ছেড়ে শহরে চলে আসে। ফলে গ্রাম ফাঁকা আর অন্ধকার হয়ে যায়। তখন আজেবাজে লোকেরা গ্রামে রাজত্ব করে। ভিলেজ পলিট্রিক্স করে। দিনের পর দিন ভুল শিক্ষা, ভুল রাজনীতি, ভুল ধর্ম, ভুল নৈতিকতা নষ্ট করে দিচ্ছে আমাদের গ্রাম গুলোকে। হায়ার এডুকেশন, বেটার জব অপরচুনিটি, হায়ার স্ট্যাটাস- এইসব মানুষকে গ্রাম থেকে টেনে আনে শহরে দিকে। আমি ঠিক করেছি গ্রামে চলে যাব। কৃষক হয়ে যাবো, নিজের কাঁধে লাঙ্গল তুলে নিব। ইছে মতো গাছ লাগাবো। জমিতে সেচ দিব, ঘর আর উঠান মাটি দিয়ে নিজ হাতে লেপে দিব। আমি জানি, একদিন আমাদের সবাইকেই গ্রামে ফিরে যেতে হবে। গ্রাম ছাড়া কোনো উপায় নেই।
শহরে বড় বড় দালান তৈরি করা মানুষের খুব বড় ভুল হয়েছে।
ঢাকা শহরের বাতাস বিষিয়ে গেছে। দূষনের শেষ মাত্রায় পৌঁছে গেছে। মানুষের ভুল যেদিন ভাঙবে সেদিন মানুষ এইসব বড় বড় দালান ভেঙ্গে ফেলবে। কলকারখানা বন্ধ করে দেবে। আজ থেকে পঁচিশ/ত্রিশ বছর পর প্রকৃতি তার কঠিন প্রতিশোধ নিবে মানুষের উপর। কোনো এক প্রাকৃতিক বিপর্যয়ে ঘটিয়ে একসাথে কমপক্ষে এক কোটি লোক মারা যাবে। তখন এত মৃত দেহ কবর দেয়ার লোকও খুঁজে পাওয়া যাবে না। অলরেডি করোনা ভাইরাস তার কিছুটা নমুনা দেখাচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয় সমাজপতিরা এইসব নিয়ে ভাবছে না! সমাজ পতিরা দূর্নীতিতে ব্যস্ত। ইউরোপে সেকেন্ড হোন বানাতে ব্যস্ত। রাজনীতিবিদরা কুটকচালিতে ব্যস্ত, আমলারা ব্যস্ত প্রশাসনিক কাজে আর সাধারন মানুষ ব্যস্ত অন্ন বস্ত্র ও বাসস্থানের ধান্দায়।
এই পৃথিবীর জন্য, মাটির জন্য, গাছের জন্য-
কারো কোনো মায়া নেই, চিন্তা নেই। মানুষের এই উদাসীনতা আমার অসহ্য লাগে। আমার হাতে ক্ষমতা থাকলে- কেউ যদি গাছ কাটতো তাহলে আমি তাকে মরুভূমিতে পাঠিয়ে দিতাম। দু'টা বাচ্চা থাকার পরও যেন কেউ আর সন্তান নিতে না পারে তার জন্য জন্ম নিরোধোক পিল খাইয়ে দিতাম। যেসব কলকারখানা পরিবেশ দুষিত করে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিতাম। মাটির নীচে তেল-গ্যাস ফুরিয়ে আসছে- এইসব নিয়ে কেউ ভাবছে না! মানুষ এত নির্বোধ কেন? সবাই টাকা টাকা করে। পৃথিবীর কথা কোনো শালা ভাবে না। তিল তিল করে পৃথিবীটা শেষ করে দিচ্ছে নির্বোধ মানুষ। সারা দেশেই অবাধে গাছ কাটা হচ্ছে। এমন কি সমস্ত বন জঙ্গল পর্যন্ত উজার করা হচ্ছে। রাতের অন্ধকারে সুন্দরবন থেকে গাছ চুরী হচ্ছে বছরের পর বছর।
বিজ্ঞানীরা তাদের ইচ্ছা মতো কাজ করতে পারে না।
তারা রাজনীতিবিদ আর প্রশাসনের শিকার। বিজ্ঞানীরা আমাদের হাতে খেলনা দিয়ে আর রুপ কথার গল্প বলে আমাদের ভুলিয়ে রাখছে। রকেট উৎক্ষেপণ না করে, অস্ত্র না বানিয়ে অথবা এটম বোমা না বানিয়ে, সেই টাকা দিয়ে একটা মরুভূমিকে কিভাবে সবুজ বানানো যায় সেই কাজে সময় খরচ করলে পৃথিবীর বেশী উপকার হয়, বা আফ্রিকার প্রাচীন রাষ্ট্র ইথিওপিয়ার দরিদ্র দেশের মানূষের কল্যাণে খরচ করা অনেক বেশী ভালো। শুধু নিজের পরিবারের সদস্যদের নিয়ে ভাবলে হবে না। পুরো বিশ্বের কথা ভাবতে হবে। পৃথিবীটাকে ভালো রাখতে হবে। তাহলেই আমরা ভালো থাকবো।
২৬ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৭
রাজীব নুর বলেছেন: কার, কাদের জীবনী পড়বো?
২| ২৬ শে জুলাই, ২০২০ রাত ১১:১৯
চাঁদগাজী বলেছেন:
বাংলার গ্রামে পুরুষও নেই, সব চলে গেছে আরব, না'হয় দ: আফ্রিকা, মহিলারা একাকি ঘুমাতে যাচ্চে আজকাল।
২৭ শে জুলাই, ২০২০ রাত ১২:২৩
রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে জন্ম নিয়েছে কষ্ট তো করতে হবেই।
৩| ২৬ শে জুলাই, ২০২০ রাত ১১:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দেশের অনেক মানুষেরই সাধারণ পারিবারিক জীবন নাই। স্বামী থাকে পরদেশে। সেখানে কামলা দেয়।
২৭ শে জুলাই, ২০২০ রাত ১২:২৪
রাজীব নুর বলেছেন: কামলা বলছেন কেন? কাজ কে সম্মান করতে হবে।
৪| ২৭ শে জুলাই, ২০২০ রাত ১২:১০
আহমেদ রুহুল আমিন বলেছেন: সময়ের ভাবনা, বেশ ভালো লাগলো ।
২৭ শে জুলাই, ২০২০ রাত ১২:২৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৫| ২৭ শে জুলাই, ২০২০ রাত ১:৫১
রামিসা রোজা বলেছেন:
ভাবনাগুলো ভালো । তবে একটা সমস্যা হলো আমরা সময়ের সাথে চলি সময় আমাদের সাথে চলে না।
সময় ভালো থাকলে সবই ভালো শুধু সেটা সদ্ব্যবহার করতে হয়
২৭ শে জুলাই, ২০২০ রাত ২:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৬| ২৭ শে জুলাই, ২০২০ রাত ২:২১
নেওয়াজ আলি বলেছেন: আপনার লেখায় গ্রামের সত্য উঠে এসেছে। গ্রামের রাজনৈতিক নেতা জুয়াচোর মাটিচোর মাদকখোর ও সালিশদার। এরা আবার শিক্ষালয়ের হর্তা কর্তা । গ্রামের শিক্ষা একদম শেষ।
২৭ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩৭
রাজীব নুর বলেছেন: আমি তো দেখছি, দেশটাই শেষ।
৭| ২৭ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের সমস্যার কিছু সমাজ ও মানুষের তৈরি কিছু রাষ্ট্রের অপশাসনের দ্বারা তৈরি।
২৭ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩৮
রাজীব নুর বলেছেন: জ্বী হ্যা।
৮| ২৭ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দেশের অনেক মানুষেরই সাধারণ পারিবারিক জীবন নাই। স্বামী থাকে পরদেশে। সেখানে কামলা দেয়।
লেখক বলেছেন: কামলা বলছেন কেন? কাজ কে সম্মান করতে হবে।
আসলে সম্মান করতে হবে কাজকে নয় সততাকে। যে কাজ করে তাকে।
পারিবারিক জীবন দরকার আছে । পৃথিবীতে মানুষ এক বারই আসে । তাই জীবনটাকে উপভোগ করতে হবে। বিদেশ বিভুঁইয়ে কামনা দিয়ে একা একা জীবন শেষ করে দেওয়ার মধ্যে সার্থকতা কোথায়?
২৭ শে জুলাই, ২০২০ রাত ১১:৪৮
রাজীব নুর বলেছেন: এক জীবনে সব পাওয়া যায় না।
৯| ২৭ শে জুলাই, ২০২০ রাত ১১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: এভাবে দূর্নীতি চলতে থাকলে ইউরোপ আমেরিকায় গিয়ে ও মরবে।
২৮ শে জুলাই, ২০২০ রাত ১২:২১
রাজীব নুর বলেছেন: হা হা হা----
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০২০ রাত ১০:৩১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: “ আমার হাতে ক্ষমতা থাকলে” ক্ষমতা নেয়ার চেষ্টা না করলে কিভাবে ক্ষমতা আসবে।যারা বড় হয়েছে তাদের জীবনী পড়ুন, তারা প্রথম দিকে আপনার থেকেও সাধারন ছিল।লেখায় ভাল ইচ্ছার প্রকাশ।