নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ৬৩

২৮ শে জুলাই, ২০২০ রাত ১২:২০



একটা দারুন অফার পেয়েছি।
গ্রীস যাওয়ার। টাকা লাগবে সাত লাখ। অবশ্য যেতে হবে গোপন পথে পালিয়ে। কখনো নৌকায়, কখনও পায়ে হেঁটে। আবু বকর ভাই বলেছেন, যেতে কিছুটা কষ্ট হবে। কিন্তু একবার যাওয়ার পর শান্তি আর শান্তি। টাকা আর টাকা। ছয় মাসও লাগবে না সাত লক্ষ টাকা আয় করতে। একদম সহজ। উন্নত জীবন। প্রতিদিন ৪/৫ ঘন্টা কাজ করলেই হবে। সেখানে কাজের কোনো অভাব নাই। অলরেডি আবু বকর ভাই বাংলাদেশ থেকে ৫৭ জনকে পাঠিয়েছে। তারা সবাই ভালো আছে। অল্প সময়ে তারা অনেক টাকার মালিক হয়ে গেছে। একজন সাথে আমার কথা বলিয়ে দিলেন বকর ভাই। ফেসবুকে তার ছবি দেখলাম। গ্রীসে রাস্তার পাশে সে ফুল বিক্রি করছে। গ্রামে পাকা বাড়ি করে ফেলেছে। অনেক জমিজমা কিনে ফেলেছে।

আবু বকর ভাই সিলেট অঞ্চলের লোক।
খুব মিষ্টি ভাষা। খুব পান খান। এবং বেশ রসিক মানুষ। বয়স বড়জোর ৪০/৪৫ হবে। জানতে পারলাম আবু বকর ভাই সুনামগঞ্জ এলাকার ১৭ টা ছেলেকে গ্রীস পাঠিয়েছেন। তারা সবাই ভালো আছে। গ্রীস গিয়ে তারা গ্রামের বাড়িতে প্রচুর টাকা পাঠিয়েছে। এমনকি তাদের সবার গ্রামের বাড়ি পাকা করেছে। তাদের পরিবারের লোকজন এখন স্বচ্ছল। সংসারে কোনো অভাব নেই। আবু বকরের কারনে সুনামগঞ্জ এলাকার বহু ছেলেরা গ্রীস গিয়ে এখন ভালো আছে। সুনামগঞ্জের লোকেরা আবু বকরকে অনেক ভালোবাসে। বকর ভাই আমাকে বললেন, আপনি যেহেতু দরিদ্র লোক- আপনার সাত লাখ টাকা একবারে দিতে হবে না। আপনি তিনবারে দেন। তবে প্রথমে একসাথে তিন লাখ টাকা দিতে হবে। বাকিটা গ্রীস পৌঁছে যাবার পর দিলেই হবে।

আজ আবু বকর ভাইয়ের সাথে আমার কথা হলো।
সন্ধ্যায় একটা রেস্টুরেন্টে বসলাম। উনি আমাকে কাবাব আর নান রুটি খাওয়ালেন। কোক খাওয়ালেন। উনি কিছুই লুকান নি। সব খোলসা করেই আমাকে বললেন। যেতে অনেক সময় লাগবে এবং কষ্ট হবে। তবে পুলিশের কোনো ঝামেলা হবে না। ঐ দেশের লোকের সাথে আবু বকর ভাইয়ের খুব সুন্দর সম্পর্ক। তারা একদম রাস্তা চিনিয়ে নিয়ে যাবে। পথে খাবারের কোনো সমস্যা হবে না। সব জায়গায় লোক সেটিং করা আছে। তারা যথাসময়ে খাবার দিবে। এবং গ্রীস পৌছানোর আগ পর্যন্ত সমস্ত রকম বিপদ আপদ থেকে রক্ষা করবে। ১০০% গ্যারান্টি। আমি নিজের অজান্তেই খুশিতে এই করোনার মধ্যেও আবু বকর ভাইকে দুইবার জড়িয়ে ধরলাম। দুনিয়ার সব লোক খারাপ না। এখনও বহু ভালো লোক আছে।

আমি চালাক মানুষ।
গ্রীস গিয়েই অ্যাথেন্স এ চলে যাবো। রাজধানী বলে কথা! এথেন্সে আমার এক বন্ধু আছে জহির নাম। শুনেছি জহির অনেক বছর ধরে এথেন্সেই আছে। তাকে খুঁজে বের করবো। তাকে পেয়ে গেলে আর কোনো চিন্তা নাই। এই গ্রীসে জন্ম সক্রেটিস, প্লেটো, এরিস্টেটল, পিথাগোরাস, আলেকজান্ডার দ্যা গ্রেট। স্বপ্নের দেশ। উন্নত দেশ। আমেরিকার চেয়ে গ্রীস বেশি ভালো। দুই বছর কোনো রকমে কষ্ট করে পার করে দিয়ে বউ বাচ্চাকে এই দেশে নিয়ে আসবো। তারপর আর কোনো চিন্তা নেই। বাকিটা জীবন আনন্দে পার করে দিবো। আবু বকর লোকটা ফালতু না। ধান্দাবাজও না। আমি তার সাথে কথা বলেছি। দুষ্ট ও ফালতু লোক আমি চিনি।

মন্তব্য ৪৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১২:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গ্রীস যাবেন ভালো কথা।
সব ঠিক আছে তবে
ড্রামে করে পানির
নিচ দিয়ে যেন না
পাঠায়। তা হলে
আমও যাবে সাথে
ছালাও যাবে

২৮ শে জুলাই, ২০২০ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: একটূ রিস্ক তো নিতেই হবে।

২| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১২:৩১

ভুয়া মফিজ বলেছেন: আপনি চালাক মানুষ! জানেন তো, অতি চালাকের গলায় দড়ি!!

তার থেকে ভালো, হেটে আপনার স্বপ্নের দেশ আম্রিকা রওয়ানা দেন।

২৮ শে জুলাই, ২০২০ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: হেঁটে যাওয়া সম্ভব হলে এতদিন বসে আছি নাকি!

৩| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১:১২

নেওয়াজ আলি বলেছেন: ভাবিয়া করিও কাজ ,করিয়া ভাবিও না । মানব পাচার জন্য দেশে বিদেশে বাই রোড়গুলিতে কঠোর নজরদারি রয়েছে। মনে হয় তুর্কী দিয়ে নিয়ে যাবে আর এখন তুর্কীস্থানেও কঠোর চেক চলে । সাগর, বরফ কিংবা পাহাড়ের কথা মাথায় রাখবেন।

২৮ শে জুলাই, ২০২০ রাত ১:১৩

রাজীব নুর বলেছেন: হ্যা তুর্কীর কথা বলেছে।

৪| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১:২৯

কাতিআশা বলেছেন: বোকা কাকে বলে!

২৮ শে জুলাই, ২০২০ রাত ২:৩৬

রাজীব নুর বলেছেন: কি হিংসে হয়?

৫| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১:৪৭

ওমেরা বলেছেন: আপনি এত চালাক হয়ে বোকার মত এটা ব্লকে বলে দিলেন!! এখন তো সবাই আবু বকরকে ধরবে সাইপ্রাস যাওয়ার জন্য শেষে তো আপনিই চান্স পাবেন না!!
এত চিনি আধাসের না ——-!!

২৮ শে জুলাই, ২০২০ রাত ২:৩৬

রাজীব নুর বলেছেন: না না--- আমি একা কেন? সবাই যাক। অসুবিধা কি?

৬| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১:৪৯

আবদুল মমিন বলেছেন: গ্রীসে যান বা সাইপ্রাসে যান অথবা দেশে থাকেন দোয়া করি আল্লাহ আপনাকে সব যায়গায় ভালো রাখুন । তবে আমার কেন যানি মনে হচ্ছে এই সক্রেটিস , প্লেটো , এরিস্টেটল বা এই লেবেলের মানুশ গুলা সম্পর্কে যানা লক গুলাকে দিয়া আর যাই হোক অন্তত অঢেল পয়সা উপার্জন হয়না , কারন এদের জ্ঞান এদের কে খালি কামড়াইতে থাকে , তাই এরা পয়সার দিকে নজর না দিয়া অই যে এথেঞ্চ পেথেঞ্চ নিয়া বেস্ত হইয়া পড়ে , আর মাজখান দিয়া আবুইল্লা কোটিপতি ।

২৮ শে জুলাই, ২০২০ রাত ২:৩৭

রাজীব নুর বলেছেন: আরে নাহ!
সাহস করে সামনে এগিয়ে যেতে হবে।

৭| ২৮ শে জুলাই, ২০২০ রাত ২:১১

চাঁদগাজী বলেছেন:


সারছেন, বউ বাচ্চাকে কেন নেবেন?
ওদের নিলে, ওদেরকে গ্রীক ভাষা শিখতে হবে; আপনি চান যে, সুরভী আর পরি এত কষ্ট করে গ্রীক ভাষা শিখুক।

২৮ শে জুলাই, ২০২০ রাত ২:৩৮

রাজীব নুর বলেছেন: গ্রীক ভাষা শিখতে হলে শিখবে।

৮| ২৮ শে জুলাই, ২০২০ ভোর ৪:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: একবার বিক্রমপুর ঘুরে আসুন।

২৮ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: হুম অনেকদিন যাই না। দেখি ঈদে যাওয়ার ইচ্ছা আছে।

৯| ২৮ শে জুলাই, ২০২০ ভোর ৪:৫৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: গল্পটা বেশ সুন্দর হয়েছে।।সব কিছু বাস্তব মনে হয়েছে।আপনার লেখা গল্পগুলোর মধ্যে প্রথম সারির গল্প এটি।পথের বর্ননা দিয়ে লিখতে থাকুন।ফিরে আসা পযর্ন্ত একটা উপন্যাস হয়ে যাবে।সামনের বই মেলায় বের করতে পারবেন।সাফল্য কামনা করি।

২৮ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: গল্প নয় জনাব। বাস্তব।

১০| ২৮ শে জুলাই, ২০২০ ভোর ৬:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার লেখায় প্রলুব্ধ হয়ে অনেকে বিপদে পড়তে পারে।

২৮ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: কিছুটা রিস্ক তো নিতেই হবে ভাই।

১১| ২৮ শে জুলাই, ২০২০ সকাল ৭:৪৭

বিষন্ন পথিক বলেছেন: গিরিস যাইতে মুন্চায়

২৮ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: আমি যাই তারপর আপনাকে নেওয়া যাবে।

১২| ২৮ শে জুলাই, ২০২০ সকাল ৮:০৯

সেলিম আনোয়ার বলেছেন: আসলে উন্নত জীবনের জন্য মানুষের প্রয়োজনে ঝুঁকি নেয় সেটিই এই গল্পের প্রধান উপজীব্য ।

২৮ শে জুলাই, ২০২০ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: সেই ঝুঁকি আমি নিচ্ছি। আপনাদের ছোট ভাই। ব্লগার।

১৩| ২৮ শে জুলাই, ২০২০ সকাল ৮:৪৮

নূর আলম হিরণ বলেছেন: গল্প ভালো হয়েছে। ছোট গল্প হিসেবে ভাব অনেক বেশি।

২৮ শে জুলাই, ২০২০ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: আহ হা ভাইজান গল্প নয়। বাস্তব।

১৪| ২৮ শে জুলাই, ২০২০ সকাল ৮:৫৭

মোঃ ইকবাল ২৭ বলেছেন: আমার এক বন্ধু ও তুর্কী হয়ে আজ ৮/৯ মাস যাবৎ গ্রীসে। কিছু দিন আগেও দেশ হতে টাকা পাঠিয়েছেন বলে শুনেছি। তারা নাকি সেখানে বৈধতার জন্য আন্দোলন মান্দোলন করছেন । অনলাইনে দেখি আজকাল কথা টথা বলে না। মনে হচ্ছে ভালো নেই। একটি সময় ছিল গ্রীসে পৌছলে কিছুদিন থাকার পরে ফ্রান্সে চলে যাওয়া যেত। আমার আরেক বন্ধু ৫/৬ বছর আগে সে কাজটি করেছেন। এখন সে ফ্রান্সের বৈধতা পেয়েছেন। আজকাল দু বছর পর পর আসা যাওয়া করছেন। কিন্তু সে সময়ের মতো গ্রীস হয়ে ফ্রান্স যাওয়ার সুযোগ এখন নেই।

২৮ শে জুলাই, ২০২০ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: সুওগ থাকে না। সুযোগ করে নিতে হয়।

১৫| ২৮ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: বিয়ার গ্রিল - এর মতো- বরফ, পাহাড়, সাগর ও নদী -তে কিভাবে সার্ভাইভ করতে হয় - ইউটিিউবে ভিডিও গুলো দেইখ্যা লইয়েন! কামে লাগবো!!

২৮ শে জুলাই, ২০২০ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: হুম সেটা তো দেখবই। হয়তো আবু বকর ভাই ট্রেনিং এর ব্যবস্থা করে দিবেন।

১৬| ২৮ শে জুলাই, ২০২০ দুপুর ১:১২

ইসিয়াক বলেছেন:





আপনার মাথা খারাপ হয়ে গেছে। আম ছালা সব যাবে। সাবধান। আপনার মত শিক্ষিত লোক যদি ভুল করে তাহলে কিন্তু খারাপই লাগে। চাকরির কি হলো?

২৮ শে জুলাই, ২০২০ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: হয় সাফল্য পাবো অথবা অন্ধকারে চলে যাবো।

১৭| ২৮ শে জুলাই, ২০২০ দুপুর ১:২৯

লরুজন বলেছেন: যানগা, আফনে গিরিজ গিয়া ডেলি ৩ ডা কইরা পোস্টাইবেন
আমরা পইরা কমেন্ট করুম নে

২৮ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: তা তো অবশ্যই।

১৮| ২৮ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব হইলো গিয়া ডিপ ওয়াটার ফিস !!
জিন্জার ওয়াটার খা্ইয়া পথে নামছে !!
হয় এসপার না হয় ওসপার !!

২৮ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: আদাজল আমি খাই না।

১৯| ২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ইউরোপের মধ্যে অর্থনৈতিক দিক দিয়ে খুবই দুর্বল একটি দেশ এখন গ্রীস।গ্রিসের মত দুর্বল একটি দেশে এত ঝুঁকি নিয়ে গিয়ে করবেন কি ?

ওই দেশে গেলে তো আপনার পেটে চলবে না । আর যাবেন তো অবৈধ পথে । লিবিয়া থেকে নৌকা পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে মারা পড়বেন। আর যদি বেঁচেও থাকেন কোস্টগার্ডের সৈনিকেরা আপনাকে ঢুকতে দেবে না।

সম্ভবত আপনার মনে আছে কিছু দিন আগে লিবিয়াতে ২৭ জন বাংলাদেশিকে গুলি করে মেরে ফেলেছিল । তাদের টার্গেট ছিল সাগর পার হয়ে ইটালি অথবা গ্রিসে ঢুকা।

২৮ শে জুলাই, ২০২০ রাত ১০:০২

রাজীব নুর বলেছেন: ভয় দেখাচ্ছেন কেন বড় ভাই। দারুন এডভেঞ্চার হবে। পাহাড়, বন, সমুদ্র পাড়ি দিয়ে যাব।

২০| ২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: , ২০২০ রাত ১:৪৭১

ওমেরা বলেছেন: আপনি এত চালাক হয়ে বোকার মত এটা ব্লকে বলে দিলেন!! এখন তো সবাই আবু বকরকে ধরবে সাইপ্রাস যাওয়ার জন্য শেষে তো আপনিই চান্স পাবেন না!!
এত চিনি আধাসের না ——-!!

২৮ শে জুলাই, ২০২০ রাত ১০:০২

রাজীব নুর বলেছেন: হুম।

২১| ২৮ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দুঃখিত। প্রথমে বুঝতে পারিনি যে আপনি একটি রূপকথার গল্প লিখেছেন ।
আপনার রূপকথার গল্পটি অতি চমৎকার হয়েছে।

২৮ শে জুলাই, ২০২০ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: রুপকথা নয়, রুপকথা নয়। এই জীবনের গল্প।

২২| ২৮ শে জুলাই, ২০২০ রাত ৮:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খানসাব দুই বছর বউ বাচ্ছা ছাড়া থাকতে পারবেন ওখানে !!
নাকি একটা পার্ট টাইম সাদি করে ফেলবেন, আপনার কাজ
কর্ম করে দেবে, থালা বাসন মাজবে রান্না করবে!! এত টাকা
কামাই করে কষ্ট করে এত কাজ করার দরকার কি?? দুই বছর
পরে বাদ দিয়ে দিবেন কি বলেন !!

২৮ শে জুলাই, ২০২০ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: একজন কাউকে তো লাগবেই।

২৩| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১১:২৫

পারভীন শীলা বলেছেন: আপনার সাহস আছে বলতে হবে।

২৮ শে জুলাই, ২০২০ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে আমার সাহস বেড়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.