নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আসসালামু আলাইকুম।
আজ বেশি কিছু লিখব না। সারাদিন সামুতে আসি নাই। না মোটেও ব্যস্ত ছিলাম না। এমনিতেই আসি নাই। এই পোষ্ট দেওয়ার মানে হলো- হাজিরা দিয়ে গেলাম। আমি বেঁচে আছি। ভালো আছি। সারাদিন বাসায়ই ছিলাম। বিকেলে একবার বাসা থেকে বের হয়েছিলাম। আজ রান্না বান্না খাওয়া দাওয়া সব দোতলায় হয়েছে। আমি ছয় তলা থেকে তিনটার পর নেমেছি। মাংসের ঝামেলা শেষ তারপর নেমেছি। আমাকে ফোন দিয়েছিলো- আমি বলেছি দাঁত ব্যাথা। আসলেই রাতে দাঁত ব্যথা করেছিলো। একটা দাঁতে সমস্যা আছে।
দোতলায় নেমে খেয়ে নিয়েছি।
তখন সাড়ে তিনটা বাজে। সকালে নিচে নামলে মাংস নিয়ে নানান দিকদারির মধ্যে পড়তাম। ভাইয়েরা আর মা গাল ফুলিয়ে আছে। আমি নাকি সব সময় গা বাচিয়ে চলি। বাচিনা দাঁত ব্যথ্যায়। সকালে কিছু খাই নাই। দুপুরে খিচুড়ি, মূরগীর মাংস আর গরুর মাংস খেয়েছি। সেমাই, নুডুলস আর চটপটি ছুয়েও দেখিনি। রাতেও দোতলায় খাবো। রাতে ভাবী কি খাওয়াবে কে জানে! তবে আমি বলে দিয়েছি আমি পোলাউ খাবো না। আমি খাবো সাদা ভাত। আগে পোলাউ আমার ভীষন প্রিয় ছিলো। এখন পোলাউ খেতে ইচ্ছা করে না।
আপনাদের খবর কি?
ঈদ কে কিভাব কাটালেন? সকালে কে যেন আমার মোবাইলে এক হাজার টাকা ফ্ল্যাক্সি করেছে। কে করেছে জানি না। আমার মোবাইলে আগে তের শ' টাকা ছিলো। এখন হলো তেইশ শ' টাকা। মোবাইলে আমার মাসে পাচ শ' টাকার বেশি খরচ হয় না। যাই হোক, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে খুব সাবধান থাকুন। মাংস বেশি খাবেন না। সর্ব্বোচ দুই টুকরা। শেষে প্রেসার বেড়ে যেতে পারে। তাই সাবধান থাকা ভালো।
কোরবানীর মাংস আমি ফ্রিজে রাখি নাই।
আমার ভাগের সব মাংস বিলিয়ে দিয়েছি। ফ্রিজে জমা করে রাখার কোনো মানেই হয় না। যখন খেতে ইচ্ছা করবে তখন দুই কেজি কিনে নিয়ে আসবো। সবাই আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা।
০১ লা আগস্ট, ২০২০ রাত ৮:৪১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ০১ লা আগস্ট, ২০২০ রাত ৮:৩৮
ঢুকিচেপা বলেছেন: ঈদ মোবারক।
“ভাইয়েরা আর মা গাল ফুলিয়ে আছে।”
এসব কোন ব্যাপার না, হিমুদের কিছু গায়ে মাখতে নেই।
পরীর জন্য দোয়া রইল।
“আমার ভাগের সব মাংস বিলিয়ে দিয়েছি।”
সত্যিকার অর্থে খুব ভাল কাজ করেছেন।
০১ লা আগস্ট, ২০২০ রাত ৮:৪২
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৩| ০১ লা আগস্ট, ২০২০ রাত ৮:৩৯
চাঁদগাজী বলেছেন:
আপনার জন্য ওআপনার পরিবরের জন্য ঈদের শুভেচ্ছা।
০১ লা আগস্ট, ২০২০ রাত ৮:৪২
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
৪| ০১ লা আগস্ট, ২০২০ রাত ৯:০২
চাঁদগাজী বলেছেন:
মানুষের অবস্হা কেমন?
০১ লা আগস্ট, ২০২০ রাত ১০:৪১
রাজীব নুর বলেছেন: বুঝা যাচ্ছে না।
তবে মানুষ খটমট টাইপ হয়ে গেছে।
৫| ০১ লা আগস্ট, ২০২০ রাত ৯:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মোগো দেশি জামাইর জন্য ঈদের শুভেচ্ছা।
পরীর জন্য অনেক অনেক আদর আর তার
মা'র জন্য শুভকামনা।
০১ লা আগস্ট, ২০২০ রাত ১০:৪১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মুরুব্বী। ঈদ মুবারক।
৬| ০১ লা আগস্ট, ২০২০ রাত ৯:৫৯
মুক্তা নীল বলেছেন:
রাজীব ভাই ,
আপনাকে ও আপনার পরিবারকে ঈদের শুভেচ্ছা রইলো আমার পক্ষ থেকে ।
০১ লা আগস্ট, ২০২০ রাত ১০:৪৩
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৭| ০১ লা আগস্ট, ২০২০ রাত ১১:১৭
খায়রুল আহসান বলেছেন: ঈদ মুবারক!
দাঁত ব্যথা নিয়েও ব্লগে এসে পোস্ট দিয়ে গেছেন, এজন্য ধন্যবাদ।
“আমার ভাগের সব মাংস বিলিয়ে দিয়েছি” - এটা আপনার মহানুভবতা এবং নরম মনের পরিচয় বহন করে। খুব ভাল একটি কাজ করেছেন।
"আপনাদের খবর কি?" - গরু ক্বোরবানি থেকে গোশত ঘরে নিয়ে আসা পর্যন্ত গরমের মধ্যে ঘেমে নেয়ে সময় ও শ্রম দিয়েছি, এটাই আজ ছিল আমার একমাত্র পারিবারিক অবদান।
০২ রা আগস্ট, ২০২০ রাত ২:১৬
রাজীব নুর বলেছেন: আপনি আমার কোনো পোষ্টে মন্তব্য করলেই আমার খুশি খুশী লাগে।
৮| ০২ রা আগস্ট, ২০২০ সকাল ৭:৫৭
ইসিয়াক বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো
০২ রা আগস্ট, ২০২০ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বন্ধু।
৯| ০২ রা আগস্ট, ২০২০ বিকাল ৩:২০
ঢাবিয়ান বলেছেন: আপনি হলেই কপাইল্যা মানুষ । বাপের হোটেলে থাকেন , খান দান , ঘুরে বেড়ান কিন্ত কোন কাজের কথা বললেই হাজারটা বাহানা দেখান তারপরেও দেখি যত্ন আত্তির কমতি নাই
০২ রা আগস্ট, ২০২০ বিকাল ৫:৩০
রাজীব নুর বলেছেন: ভাগ্যটা ভালো। তাছাড়া আমার শরীরে জমিদারের রক্ত আছে।
১০| ০২ রা আগস্ট, ২০২০ বিকাল ৪:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনাদের দালানটি কত তলা?
আজ দোতলায় রান্না-বান্না খাওয়া দাওয়া সব দোতলায় হয়েছে। এই কথার মানে কী?
০২ রা আগস্ট, ২০২০ বিকাল ৫:৩১
রাজীব নুর বলেছেন: ছয় চলা। আমি ছয় তলায় থাকি। দোতলায় থাকে ভাবী। ভাবীর ঘরে দাওয়াত।
১১| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নিজের বাড়িতে দাওয়াত।
০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:৪০
রাজীব নুর বলেছেন: হুম।
১২| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৯:২০
পদাতিক চৌধুরি বলেছেন: ভাই ও ভাইয়ের পরিবারের জন্য ঈদুল আজহার শুভেচ্ছা রইলো।
০২ রা আগস্ট, ২০২০ রাত ১০:৪৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা। আপনাকে দেখা যাচ্ছে না ব্লগে!!! অনেকদিন আপনার কোনো পোষ্টও পাচ্ছি না।
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০২০ রাত ৮:৩০
ওমেরা বলেছেন: তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ।