নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। সরকারের ভালো দিকগুলো তুলে ধরলে হয় দালাল আর সরকারের বিপক্ষে কথা বললে প্রতিবাদী!
কী আজিব চিন্তা-ভাবনা!
২। দুনিয়াতে অলৌকিক কিছু ঘটে না।
মানুষের অজ্ঞতার ফলে তারা মনে করে এটা অলৌকিক।
৩। বাজরাঙ্গি ভাইজান মুভিটা দেখলাম। আসলেই ভাল একটা সিনেমা। গল্পটা সত্যিই হৃদয়স্পর্শী।
৪। পায়ের তীব্র ব্যথা উপেক্ষা করে তখন দিনরাত খোয়াবনামা লিখছিলেন আখতারুজ্জামান ইলিয়াস! ক্যান্সারকে বাত ভেবে ডাক্তাররা তখন ভুল চিকিত্সা দিচ্ছিলেন ইলিয়াসকে। প্রচন্ড পায়ের ব্যথা নিয়েই তিনি খোয়াবনামা উপন্যাসটি লেখা শেষ করেন ৩১ ডিসেম্ব।
১৯৯৬ সালে ১৩ জানুয়ারি তাঁর পায়ের হাড়ে ধরা পড়ে ক্যান্সার। ক্যান্সারের কারণে ২০ মার্চ তাঁর ডান পা সম্পূর্ণ কেটে ফেলা হয। সেই বছর বই আকারে প্রকাশিত হয় তাঁর কালজয়ী উপন্যাস খোয়াবনামা!
এই উপন্যাসটি বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টি! সমগ্র খোয়াবনামা জুড়ে শুধু মানুষ, মানুষের ভীড়। মানুষের কথা। তাদর জীবন প্রণালী, সমাজ-জীবন, আশা-আকাঙ্খা, জীবনের যন্ত্রণা, প্রেম, বিশ্বাস, ইতিহাসলগ্নতা, ঐতিহ্য, মিথষ্ক্রিয়া--জীবনকে প্রতিফলিত করতে যা কিছু প্রয়োজন --সবকিছু এতে বর্ণীত হয়েছে। মিথের সঙ্গে জীবনকে গেঁথে দেওয়া একমাত্র খোয়াবনামা ছাড়া অন্য কোনো বাংলা উপন্যাসে নেই।
৫। কেউ কি বলবেন খেজুর দিয়ে ইফতার করার পেছনে কারন কি?
আমি এটুকু জানি যে, আরব দেশে খেজুর ছিল সে সময়ের সবচেয়ে সস্তা খাদ্য। খেজুরের চেয়ে দামী ছিল রুটি।
৬। অতিরিক্ত লবণ খেলে রক্তচাপ বেড়ে যায়। উচ্চরক্তচাপ হূদরোগের প্রধান কারণ। কী খেতে হবে, কোন খাদ্যদ্রব্য স্বাস্থ্যের জন্য ভালো, এটা জানা যেমন গুরুত্বপূর্ণ, কতটুকু খেতে হবে সেটা নির্ধারণ করাও তেমন গুরুত্বপূর্ণ।
৭। ভালবাসা সব রোগের মহৌষধ। ভালবাসলে কোলেস্টেরল কমে যায়।যারা ভালবাসার কথা লেখে বা শোনে তাদের শরীরেও কোলেস্টেরলের মাত্রা কমতে থাকে। যারা ভালবাসে না, তারা এই উপকারিতা পায় না।
০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: ৫ এবং ৭ অতি চমতকার বলেছেন।
আপনাকে অনেক ধন্যবাদ। আপনি প্রতিটা পয়েন্ট পড়েছেন। সুন্দর বলেছেন।
২| ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১:৪৭
আলমগীর সরকার লিটন বলেছেন: আসলে আমরা কিছু বুঝে উঠতে পারি না শুধুই ঢিলছুড়ি সেই ঢীলে টিনকানা হবে তাও হয় না----------
০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: ওকে।
৩| ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১:৫৬
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: খোয়াবনামা উপন্যাসটি বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টি। এটা মূলত বাঙালির চিরায়ত সংগ্রামের ইতিহাস।এর সাথে জনজীবন,ঐতিহ্য, সংস্কৃতি,জনমানস সব কিছু এসেছে।উপন্যাসটা খুবই জটিল একটা উপন্যাস। এর কারণ হচ্ছে একই সাথে সুররিয়ালিজম এবং ম্যাজিক রিয়ালিজম আছে এখানে। এই ম্যাজিক রিয়ালিজম ব্যাপারটাকে এত সফলভাবে এই উপন্যাসে ব্যবহার করেছেন লেখক যেটা গার্সিয়া মার্কেজ করেছেন তার লেখায় করেছেন। আখতারুজ্জামান ইলিয়াস ছাড়া শুধুমাত্র শহীদুল জহিরের লেখায় জাদুবাস্তবতার সফল প্রয়োগ পাওয়া যায়।অথচ বাংলাদেশের প্রেক্ষাপটে এই দুজন লেখকই হতাশাজনকভাবে অবমূল্যায়িত।
০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ২:৩৯
রাজীব নুর বলেছেন: ইয়েস চমতকার বলেছেন।
৪| ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ২:৩৯
ভুয়া মফিজ বলেছেন: ৫ নং এর একটা কারন আপনি বলেছেন, আরো বেশ কয়েকটা কারন আছে। গুগল করেন। দেখি, আপনি কতোটা তথ্য বের করতে পারেন।
৭ নং এর সূত্র ধরে বলছি, আজ থেকে আপনি প্রচুর কোলেষ্টরোল সমৃদ্ধ খাবার খাবেন। কারন, আপনি যেই লেভেলের প্রেমিক পুরুষ.....আপনার কোলেষ্টরোল লেভেল শুন্য হওয়ার কথা!!!
০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ২:৪০
রাজীব নুর বলেছেন: ৫ নং আপনি তথ্য গুলো নিয়ে একটা পোষ্ট দেন।
০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ২:৪১
রাজীব নুর বলেছেন: ৭নং আমি প্রেমিক পুরুষ? কে বলল আপনাকে?
৫| ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ২:৪৩
ভুয়া মফিজ বলেছেন: না.....ভাবছি, ৭ নং নিয়ে অর্থাৎ ''রাজীব নুরের প্রেমিক মন এবং কোলেষ্টরোল লেভেল'' নিয়ে একটা পোষ্ট দিবো।
০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: আপনি কি কোনো কারনে আমার উপর রেগে আছেন?
৬| ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ২:৫৩
ভুয়া মফিজ বলেছেন: লেখক বলেছেন: আপনি কি কোনো কারনে আমার উপর রেগে আছেন? কেন আপনার এমনটা মনে হচ্ছে? অতিরিক্ত প্রেমিক পুরুষদের মন খুব কোমল ধরনের হয়। তাদের উপর রাগ করার কি কোন কারন থাকতে পারে? একেবারে পাষান হৃদয় না হলে সেটা সম্ভবও না। আমার হৃদয় অতোটা পাষান না।
০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১০:৩৭
রাজীব নুর বলেছেন: ভূয়া মফিজ নাম দেওয়ার উদ্দেশ্য কি জনাব?
৭| ০৪ ঠা আগস্ট, ২০২০ বিকাল ৩:০৬
রাফিন জয় বলেছেন: দুক্ষের কথা কারে কমু ভাই! খোয়াবনামা আর দ্যা গড স্মল থিংস বইটা বাসা থেকে চুরি। ১৯ বছর ৮ মাসেই রক্তচাপ ১৫০/১২০ হয় মাঝে মাঝে। প্রতিবাদী আর দালাল, মাঝে মাঝেই হই। খেজুরের চাইতে মাঠা উপকারী। কিন্তু এক ভদ্রলোক যা করছে তাই করতে হবে এই গোরামি খুবই বিরক্তিক।
০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১০:৩৮
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন। আমার পছন্দ হইছে।
৮| ০৪ ঠা আগস্ট, ২০২০ বিকাল ৩:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি বলুন তো খেজুর আর হুজুর এর মধ্যে পার্থক্য কী?
০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: দুইটাই খায়।
৯| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৯:২০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: অনেক দিন পর মোহাম্মদ সাজ্জাদ হোসেনের কমেন্ট পড়ে হাসলাম।
১, গঠনমূলক সমালোচনা করুন
২, সহমত।সাড়ে চুয়াত্তর সাহেব,যার কোন অস্তিত্বই নেই সেটা আবার অলৌকিক হয় কি ভাবে।
আপনি যদি আপনার আল্লাহকে প্রমান করতে যান,সেটা হবে তাকে অস্বীকার করা।সে বলেই দিয়েছে,তুমি বিশ্বাস কর( প্রমান না)আল্লাহ এক।
৪, অনেক সুন্দর আলোচনা করেছেন।প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: আপনি সুন্দর মন্তব্য করেছেন।
১০| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১০:০১
সাড়ে চুয়াত্তর বলেছেন: @ নুরুলইসলাম০৬০৪;
আপনার প্রশংসা না করে পারছি না। ব্লগে অনেকে ইনিয়ে বিনিয়ে ঘুড়িয়ে বলার চেষ্টা করে যে সৃষ্টি কর্তা বলে কেউ নাই। একমাত্র আপনাকেই দেখলাম যে সরাসরি বলছে যে আল্লাহর কোনও অস্তিত্ব নেই। আল্লাহর অস্তিত্ব যদি নাও থাকে তার মানে এই না একটি ধর্মের নবীকে নিয়ে কেউ বাজে কথা বলবে। আমার একজন ঘনিষ্ঠ বন্ধু কাম কলিগ ছিলেন নাস্তিক। আস্তিকতা নাস্তিকতা নিয়ে আমরা ঘণ্টার পর ঘণ্টা আলাপ করতাম, মজা করতাম। আমাদের উভয়ের সান্নিধ্য আমরা উভয়ে উপভোগ করতাম। আমরা খুবই ঘনিষ্ঠ বন্ধুতে পরিনত হয়েছিলাম। এখন চাকরী বদলের জন্য কথা কম হয়। অফিসের অন্য কলিগরাও মজা পেত ও আলাপে অংশ নিত। কিন্তু কখনই উনি আমাদের নবীকে নিয়ে কোনও বাজে কথা বলেন নি। আবার আমিও তার বিশ্বাস নিয়ে কোনও কটূক্তি করিনি। তাই বিশ্বাস ভিন্ন হলেই আঘাত করে কথা বলতে হবে এটা আমি মানি না।
০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১০:৪১
রাজীব নুর বলেছেন: সহমত।
১১| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১০:০৩
Subdeb ghosh বলেছেন: আমার কাছে ৭ নং টি বেশি ভালো লেগেছে।
০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১০:৪১
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১২| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ২:২০
এইচ তালুকদার বলেছেন: সব প্রশ্নের উত্তর জানা নেই
০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: জানতে হবে এমন কোনো কথাও নেই।
১৩| ০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোন মানুষই সৃষ্টি কর্তাকে সঠিক ভাবে উদঘাটন করতে পারে নাই।
আফসোস।
০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: ভুল কথা।
১৪| ০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি পার্থক্য সঠিক বলতে পারেন নাই।
আফসোস।
০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৬
রাজীব নুর বলেছেন: আমার ব্যর্থতা।
১৫| ০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আজ থেকে হাজারো বছর আগে পড়াশোনা ছিল সীমিত। জ্ঞান বিজ্ঞান ছিল অনগ্রসর। সেই আমলের মানুষ কিভাবে সৃষ্টি কর্তাকে উদঘাটন করবেন?
বর্তমান যুগের মানুষ ই তো এটা করতে ব্যর্থ।
০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: আপনার চিন্তা ভাবনা গুলো পরিস্কার ভাবে লিখুন। পোষ্ট দিন। দরকার আছে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১:৪৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: ১। ভালো কাজ করা সরকারের দায়িত্বের মধ্যে পরে। এটাকে প্রচার করার কোনও কারণ দেখি না। তাছাড়া সরকারের ভালো কাজের পরিমান এত কম যে সেটা উল্লেখ করার অর্থ সরকারের ব্যর্থতা ঢাকার চেষ্টা। আমাদের দেশে কোনও যুগে কোনও ভালো সরকার আসে নাই। একারনে এরা সব সময়ই বিরুদ্ধ মতের গলা চেপে ধরতে চায়।
২। সৃষ্টি কর্তার অস্তিত্ব কি অলৌকিক নয়। নাকি ওটার ব্যাখ্যা আপনার জানা আছে।
৩। সিনেমাটা আরও আগে দেখলে সেটা আরও আগে আপনার হৃদয় স্পর্শ করত।
৪। খোয়াবনামা কেবল শুরু করেছিলাম কিন্তু ব্যস্ততার কারণে চালিয়ে যেতে পারি নি। আপনার কথায় অনুপ্রাণিত হয়ে আবার শুরু করব আশা করি।
৫। খেজুর খেলে মানুষের মনোজগতে ১৪০০ বছর আগের রসূল ( সাঃ) ও সাহাবীদের কথা আবেগ সৃষ্টি করে। আপনি যত আবেগ দিয়ে রসূল (সাঃ) কে ভালবাসতে পারবেন তত বেশী আল্লাহর নিকটবর্তী হতে পারবেন। তবে আবেগের নামে সীমা লঙ্ঘন করা যাবে না।
৬। সুন্নত তরিকায় খাওয়া উচিত। পেটের তিন ভাগের এক ভাগ ভরতে হবে খাদ্য দিয়ে। এক ভাগ পানি দিয়ে আর এক ভাগ খালি রাখতে হবে। একটুখানি খিদে থাকতেই খাওয়া শেষ করতে হবে। আমরা সব সুন্নত মানলেও খাওয়ার সুন্নত মানতে চাই না।
৭। ভালবাসার পার্শ্বপ্রতিক্রিয়ায় অনেকে আত্মহত্যা করে। এটা হয়তো মহৌষধ তবে যে কোনও ওষুধের অতিরিক্ত প্রয়োগ ক্ষতিকর। আপনার সূত্র অনুযায়ী যার কলস্তরল বেশী সে ভালবাসে না কিংবা কম ভালবাসে।