নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

যতদিন শেখ হাসিনা আছেন, তত দিন আমাদের ভয় নেই

০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৫৩



বঙ্গবন্ধু সরকারকে সমূলে বিনাশ করার জন্য যেসব দেশি-বিদেশি প্রবল প্রতিপক্ষ কাজ করছিল, তাদের মধ্যে সিরাজ সিকদারের সর্বহারা পার্টি বা নকশালেরা অন্যতম। অন্যদিকে জাসদ নামক রাজনৈতিক দলটির গণবাহিনীর তৎপরতা ছিল আরও ভয়াবহ। আজকের হাসানুল হক ইনু, মহাজোটের মঈনউদ্দিন খান বাদল প্রমুখ ছিলেন জাসদ গণবাহিনীর লিডার, যাদের মূল উদ্দেশ্যই ছিল বঙ্গবন্ধুর রাজনীতি সমূলে বিনাশ করা। কালে কালে বঙ্গবন্ধুর পরিবারের উপর যেসব মিথ্যে অভিযোগ দেশময় ছড়িয়ে আছে তার অন্যতম বাহন ছিল গণমাধ্যম। বঙ্গবন্ধুর মৃত্যুর পর দেশের মানুষকে শান্ত রাখতে বঙ্গবন্ধুর পরিবারের প্রতি ঘৃণার জন্ম দিতে সবরকমের চেষ্টা চালিয়েছে।

শেখ কামালকে আমি কখনো দেখিনি। তবে কেন যেন অল্প বয়স থেকেই তার সম্পর্কে একটা নেতিবাচক ধারণা আমার হয়ে আছে। প্রেসিডেণ্টের ছেলে হয়েও তাঁর কাছে সবসময় টাকা থাকত না। এ নিয়ে বন্ধুরা তাকে ক্ষ্যাপাতো। আজ বঙ্গবন্ধুর জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা , ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামালের জন্মদিন। বাংলাদেশে পপ সঙ্গীতের সূচনা হয়েছিল শেখ কামালের হাত ধরে।হারমোনিয়াম বাজিয়ে শুধু গান-ই গাইতেন না, বাজাতেন সেতারও। অর্গানও বেশ ভালো বাজাতেন শেখ কামাল।

জননেত্রী শেখ হাসিনাকে আমি মায়ের মতোন ভালোবাসি, পছন্দ করি এবং এ পছন্দ নিয়ে আমি ব্যাক্তিগতভাবে বেশ গর্ববোধ করি। এটা আমার জন্য অত্যন্ত সম্মানের ও সস্তির একটি বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী, আমি নিশ্চিত যে, আল্লাহপাক আপনাকে ভালোবাসে বলেই আপনাকে ১৫ই আগস্ট এবং ২১শে আগস্টের চরম বিভীষিকাময় তাণ্ডব থেকেও বাঁচিয়ে এনেছেন। ধ্বংস হউক তারা, যারা আপনাকে ধ্বংস করতে চেয়েছিল।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে বলছিঃ দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবার পাশাপাশি মধ্যযুগীয় বর্বরতার দিকেও এগুচ্ছে, বিষয়টি দয়া করে খেয়াল রাখবেন! এবং পুরো বাংলাদেশে দূর্নীতির উৎসব চলছে। আপনার মন্ত্রী এমপিরা এবং তাদের তাদের ছত্রছায়ায় থাকা লোকজনকে থামান। গ্রেফতার করুন। তাদের অবৈধ টাকা গুলো ফেরত নিন। ভবিষ্যতে কেউ যেন দূর্নীতি করতে না পারে সেই ব্যবস্থা গ্রহন করুন। দ্রুত করুন।

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৫৯

আলমগীর সরকার লিটন বলেছেন: ভালই লেখেছেন বটে রাজীব দা
ধর্মের কথা কেউ মানতে রাজি নয়
মুখেই ঢল বাহুবল---------------

০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: !

২| ০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১১

আমি সাজিদ বলেছেন: আসল মায়ের সেবা করেন। পাতানো মায়ের সেবা করার জন্য ব্লগ জায়গা না। আপনি এই মানের লেখা দিয়ে তিনটা নাকি দুইটা বই কেমনে লিখলেন? ব্লগে এই মানের পোস্ট দিলে সন্দেহ হয় সামনে থানা কমিটির সদস্য হবেন নাকি?

০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: খুব দ্রুত উপসংহারে পৌছে যাওয়া ঠিক না।

৩| ০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৬

আমি সাজিদ বলেছেন: মাইনাস বাটন নাই কেন?

০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: নাই যখন প্লাস দেন।

৪| ০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:০৩

চাঁদগাজী বলেছেন:


শেখ কামালকে আমি দেখেছি, শেখ সাহেবের ছেলে হিসেবে সঠিক কোন কিছুর দায়িত্বে ছিলো না; ভুল কাজের দায়িড়্বে ছিলো, ছাত্রলীগ নিয়ে কাজ করছিলো; তখন দেশে ছাত্রলীগ ব্যান করার দরকার ছিলো।

০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: তখন তো আর কেউ জানতো না অনেক বছর পর ছাত্রলীগ কুপিয়ে মানুষ মেরে ফেলবে।

৫| ০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:০৬

চাঁদগাজী বলেছেন:



২০০৯ সালের পর, শেখ হাসিনা আসল ক্ষমতা পেয়েছিলেন, তিনি সেটাকে কাজে লাগিয়ে, মানুষকে সাথে নিয়ে দেশ গঠন করার কথা ছিলো; তিনি সেটা না করে, জেনারেল জিয়ার গলকায়া ক্যাপিটেলিজম চালু রেখে দেশকে এমন যায়গায় এনেছেন যে, দেশের সাধারণ মানুষ ও উনার মাঝে কোন বাঁধন নেই।

০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: না কথাটা ঠিক না। উনি কঠিন হাতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উনার দলের লোকদেরও ছাড় দিচ্ছেন না।

৬| ০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:০৬

চাঁদগাজী বলেছেন:



আপনার এই পোষ্ট আপনাকে উনার জনপ্রিয়তা সম্পর্কে কিছু ধারণা দেবে।

০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: আমার লেখার মান কি কমে যাচ্ছে?

৭| ০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০৯

চাঁদগাজী বলেছেন:


উনি নিজের দলকে এত দুর্বল করেছেন যে, উনার পরে, দেশ আফগানিস্তানের মতো হয়ে যেতে পারে।

০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: নো। নেভার।

৮| ০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১৪

ভুয়া মফিজ বলেছেন: যতদিন শেখ হাসিনা আছেন, তত দিন আমাদের ভয় নেই যা বলছেন, বুঝে-সুঝে বলছেন? বিকালে তো আবার আরেক কথা বলবেন!! =p~

মাননীয় প্রধানমন্ত্রী, আমি নিশ্চিত যে, আল্লাহপাক আপনাকে ভালোবাসে বলেই আপনাকে ১৫ই আগস্টের চরম বিভীষিকাময় তাণ্ডব থেকেও বাঁচিয়ে এনেছেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন, যারা ওই দিন মৃত্যুবরন করেছিলেন, তাদেরকে আল্লাহ ভালবাসতেন না! বিষয় একটু পরিস্কার করে বুঝিয়ে বলেন।

০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: প্যাচানোর দরকার কি? সহজ ভাবে মেনে নিন। আমাকে কেন ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিচ্ছেন?

৯| ০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি তো ভাবলাম বাংলাদেশে বুঝি তেলের খনি পাওয়া গেছে।

০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: বড় ভাই আপনিও!!!!

১০| ০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খানসাবের কথা কচু পাতার পানি
সকালে এক দুপুরে তা স্থির থাকেনি!!
কঠিন করে কেউ বললে কিছু চোখে আসে পানি !!
অতিশয় সরল দূর্বল এক প্রাণি বলেই জানি!!

০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: করুন আমাকে নিয়ে উপহাস। একদিন আপনিই আবার আমাকে নিয়ে গর্ব করবেন। দেরী হোক যায়নি সময়।

১১| ০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৫

ইসিয়াক বলেছেন: দেরী হোক যায়নি সময়।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৮

রাজীব নুর বলেছেন: জ্বী। এটাই সত্যি।

১২| ০৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: যেদিন লিখতে ইচ্ছে করবে না সেদিন লিখবেন না।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৮

রাজীব নুর বলেছেন: এইটা একটা ভালো কথা বলেছেন।
দামী কথা বলেছেন।

১৩| ০৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫২

আকন বিডি বলেছেন: উনার আমলে কোন অপরাধ হয় নাই? উনার আমলে নতুন কোন অপরাধ হয়েছে? যা আগে হয় নাই।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: উনার কোনো দোষ নাই।
আসল সমস্যা হলো দেশে দুষ্টলোক দিয়ে ভরে গেছে।

১৪| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৯

নূর আলম হিরণ বলেছেন: শেখ হাসিনা ১৫ আগস্ট হত্যার বিচার করেছেন, বিএনপি জামাতের দুষ্টদের গর্তে ঢুকিয়েছেন এগুলোই উনার সফলতা।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: সফলতা আরো আছে।

১৫| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৫

রাফা বলেছেন: বর্তমান পৃথিবিতে একা একটি সংসার পরিচালনা করাই কঠিণ। সেখানে শেখ হাসিনা একাই একটি দেশের হাল টেনে ধরার চেষ্টা করে যাচ্ছেন। জানি তার অনেক ব্যার্থতা আছে। কিন্তু বর্তমান বাংলাদেশে কি শেখ হাসিনার বিকল্প কেউ আছে⁉️ প্রশ্নটা থাকলো সবার কাছে। খালেদা জিয়া সুবর্ণ সুযোগ পেয়ে কুমিরের খামার সৃস্টি করে গেছেন বাংলাদেশে।শেখ হাসিনার চারিদিকেই সেই কুমিররা ওত পেতে আছে।সুযোগ পেলেই গিলে খাবে শেখ হাসিনাকে। একাই যুদ্ধ করে করে ক্লান্ত হাসিনা ।এমন অকর্মণ্য সা.স. আওয়ামি লীগের ইতিহাসে আমি দেখিনি.। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা ও.কা.র কোন পরিবর্তনই হয়নি। মনে করেছিলাম এবার হয়তো দেশের জন্য কিছু করবে।এতবড় দলের সা.স.হিসেবে।কিন্তু আমি আর কিছুই প্রত্যাশা করিনা এদের মত তথাকথিত নেতৃত্বের কাছে।
আরো পড়ালেখা করতে হবে রা.নুর।যদি লিখতে চান।ধন্যবাদ।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: জ্বী আরো পড়তে। আমি পড়বো। পড়ার ইচ্ছা আমার আছে।

১৬| ০৬ ই আগস্ট, ২০২০ সকাল ৭:৫৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শেখ হাসিনা,ধর্মনিরপেক্ষ নীতি থেকে সরে এসে ভুল করেছেন।অবশ্য দলের ভিতর ধর্মনিরপেক্ষ লোকের বড় অভাব।

০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: শুধু দলে না পুরো দেশের নিরপেক্ষ লোকের অভাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.