নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। বিবর্তনবাদের প্রবর্তক ডারউইন তার মৃত্যুর পূর্বে ঘোষণা দিয়ে গেলেন যে, তিনি মৃত্যুকে বিন্দুমাত্র ভয় পাচ্ছেন না। ‘লাইফ এন্ড লেটারস অভ চার্লস ডারউইন’ গ্রন্থ থেকে জানা যায়, জীবনের প্রতিটি ঘণ্টাকে তিনি কাজে লাগাবার চেষ্টা করেছেন। এক জায়গায় তিনি বলেছেন, “যে ব্যক্তি একটি ঘণ্টাও নষ্ট করার সাহস পায়, সে জীবনের মূল্য খুঁজে পায় নি।”
২। কাঠুরিয়া একদিন সিদ্ধান্ত নেয়। এসপার কী ওসপার। হয় আমি থাকব না হয় মুখরা দজ্জাল বউ থাকবে। বড় দেখে একটা মজবুত ছালা আর মোটা তাজা দড়ি সংগ্রহ করল। কথা নেই বার্তা নেই বউ এর হাত-পা বেঁধে বস্তায় ভরে বস্তার মুখটা ভালো করে টাইট বান্ধা বেঁধে ঘাড়ে তুলে সোজা গহিন বনের মধ্যে চলে গেল। তারপর একটা বড় গর্তের খোঁজ পেয়ে সেই গর্তে ফেলে দিয়ে পিছনে না তাকিয়ে সোজা বাড়ি এসে ঘরে খিল দিয়ে বিশাল এক ঘুমের রাজ্যে বিশ্রাম নিতে থাকে। তিনদিন খুব আরামে ঘুম দিল কাঠুরিয়া। চারদিনের দিন কাঠুরিয়ার মনে হলো বাড়িতে কী যেন নেই। বাড়িটা খালি খালি লাগে। সুনসান ফাঁকা বাড়ি। কেউ কোনো কথা বলে না।
৩। ফেসবুকে দেখলাম, বাংলাদেশের লেখক সমাজ নাকি টাকা সংগ্রহ করছে। বানবাসী মানুষদের সাহায্যের জন্য। এবার তাদের টার্গেট ৫০ লাখ টাকা। লোকজন প্রচুর টাকা দিচ্ছে। লেখকরা তাদের ব্যাক্তিগত ব্যাংক একাউন্ট নাম্বার, বিকাশ নম্বর দিয়েছেন। সেখানে আমজনতা টাকা দিচ্ছে। এক ব্যাংকের এমডি এক লাখ টাকা দিয়ে দিয়েছেন। আবার কেউ কেউ ৫ শ' টাকাও দিয়েছেন। যারা টাকা দিচ্ছেন, ফেসবুকে তাদের নিয়ে লেখা হচ্ছে। 'অমুক লোক ৫ হাজার টাকা দিয়েছেন বানবাসী মানুষদের জন্য। তার ভালো হোক।' সাহিত্যের প্রতি তার ভালোবাসা আছে''। ইত্যাদি ইত্যাদি। গত কয়েক বছর ধরে এরকমই চলছে। কারন প্রতি বছরই বন্যা হচ্ছে। লেখকরা এগিয়েছে এসেছেন, সমাজের আরো প্রতিষ্ঠান এগিয়ে আসবে আশা করি।
বিষয়টা আমার ভালো লাগে। দুঃখী অসহায় মানুষদের জন্য কেউ তো এগিয়ে এলো। প্রতিটা পরিবারকে দুই হাজার করে টাকা দেওয়া হবে। এবার টাকা দেওয়া হচ্ছে কুড়িগ্রামের লোকজনকে। বন্যায় তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। দুই হাজার টাকায় কি হয়? কিছুই হয় না। পাঁচ হাজার করে দিলে ভালো হতো। যাই হোক, যারা এই কাজ করছেন- তাদের জন্য আমার শ্রদ্ধা ও ভালোবাসা। কিন্তু সেদিন দেখলাম, দুইজন লোক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এই লেখক সমাজ নাকি তাদের সংগ্রহ করা টাকা দিয়ে মদ খায়। পিকনিক করে। গত বছর নাকি তারা ত্রানের টাকা থেকে তিন লাখ টাকার মদ খেয়েছে। এটা যারা বলছে আমার মনে হয় তারা মিথ্যাচার করছেন। লেখকরা তো সমাজের আয়না। তারা মন্দ কাজ করতে পারেন না। নিজেরা ভালো কাজ করবে না, অন্য কেউ করতে গেলে সেখানে বাগড়া দেয়।
৪। মানুষের চোখে ফাঁকি দিয়ে লুকায়িত অপরাধ করে হিরো হলেও জিরো হতে সময় লাগে না। এবং নিচু জাত বলিয়া যদি কেউ আপনাকে মন্দিরে ঢুকতে না দেয়, পাক-পবিত্র হয়ে মসজিদে আসার আহবান রইল, এখানে রাজা প্রজা সবাই সমান।
৫। আমাদের গ্রামে একটা পাগল ছিলো। সে হঠাৎ হঠাৎ মাঝ রাস্তায় দাড়িয়ে অকথ্য ভাষায় গালাগালি করতো। কাকে গালাগালি করতো আমি জানি না। আমারও মাঝে মাঝে মাঝ রাস্তায় দাড়িয়ে গালাগালি করতে ইচ্ছা করে।
আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন। ভালো রাখুন। নিরাপদে রাখুন। ধন্যবাদ সবাইকে। (সংগ্রহীত)
০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২৭
রাজীব নুর বলেছেন: ওকে।
২| ০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: ১। ডারউইনের এই কথার কারনেই মনে হয় আমাদের 'সময়ের মূল্য' রচনা লিখতে হত স্কুলে। উনি এভাবে না বললে সময়ের রচনা থেকে বাঁচতে পারতাম।
২। বউ জীবনের জন্য অতি দরকারি। বিয়ে করা হোল দিল্লির লাড্ডুর মত। তবে পস্তাতে যখন হবে খেয়ে পস্তানোই ভালো।
৩। যেকোনো সাংগঠনিক কাজে কিছু অনিয়ম হয়। তাই বলে বৃহত্তর স্বার্থে কাজ বন্ধ রাখা যাবে না। সমালোচনা থাকবেই।
৪। ইসলামের ব্যাপারে আপনি সকালে একরকম আর বিকালে আরেক রকম বলেন। তাই এ ব্যাপারে আপনার আসল রূপ না জেনে আমি কোনও মন্তব্য করতে পারছি না।
৫। এ ধরনের রোগীরা আসলে বেশীর ভাগই সিজফ্রেনিয়া রোগী। অডিটরি বা ভিসুয়াল হেলুসিনেশন হয় এদের। এরা অনেক কিছু দেখে বা শোনে বলে দাবি করে। পৃথিবীতে এরা কিছুই পেল না। আশা করি পরকালে পুরস্কৃত হবে। কারন এদের অবস্থা আসলে শিশুদের মত। এরা অনেক মানসিক কষ্টে থাকে কিন্তু আমরা না বুঝে এদের কষ্ট দেই।
০৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:১০
রাজীব নুর বলেছেন: ৪ নং নিয়ে ভাবছি।
৩| ০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট ব্রাদার।
০৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: ভালোবাসা।
৪| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মন্দির মসজিদ সবই সমান।তাইতো যুগে যুগে মন্দির ভেঙ্গে মসজিদ হয়,আবার মসজিদ ভেঙ্গে মন্দির হয়।পবিত্র কাবা একসময় মন্দির ছিল।তুরস্কে যেটা হল সেটাও তাই।
০৭ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৩
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধনবাদ।
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন: কাঠুরিয়ার অনুভূতী সকলের জন্য সমান