নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
এক সময় ভাবতাম লিখে লিখে পৃথিবীটা বদলে দিবো
আজ বুঝলাম, লিখে লিখে দুনিয়া বদলে দেওয়া সম্ভব নয়
তাই পুতুপুতু টাইপ সস্তা আবেগের কথা লিখে যাবো
'কথা ছিল, তোমার হাত ধরে বৃষ্টিতে ভিজব'
আজ ভীষন বৃষ্টি হচ্ছে! নীলা!
তাহলে রবীন্দ্রনাথ কেন এত লিখেছেন?
লিখে লিখে তার লাভটা কি হলো?
রবীন্দ্রনাথের বিসর্জন নাটকে একটা সংলাপ আছে-
'এইবার ফসল খুব বেশি হয়েছে। না জানি কৃষকের ভাগ্যে কী দুর্গতি আছে।
একশটি বাক্যে যা বলা যেত না, তিনি একটি মাত্র বাক্যে তা বলে দিয়েছেন।
পৃথিবীটা কেন এত খারাপ? কেন এত নিষ্ঠুর?
কেন চারদিকে সবসময়েই এত বিপদ আপদ?
এত সব ঝামেলা আর গন্ডগোলের মধ্যে
কী করে বেঁচে থাকবে ভবিষ্যত প্রজন্ম?
.
০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৪
রাজীব নুর বলেছেন: ওকে কবি।।
২| ০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৮
মুজিব রহমান বলেছেন: পৃথিবীর মানুষকে সবচেয়ে বেশি বদলানো গেছে লিখে লিখেই।
আমরা অনবরত বলতে পারলে আর লিখতে পারলেই সমাজ বদলাবে। ভাল একটি উপন্যাস যেমন- ইবসেনের দ্য ডলস হাউজ ইউরোপ বদলাতে ব্যাপক ভূমিকা রেখেছে। নজরুলে কবিতা, শামসুর রাহমানের কবিতা আমাদের মুক্তির জন্য পথ দেখিয়েছে।
০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: মন্তব্যে ভরসা পেলাম।
৩| ০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১৬
মুক্তা নীল বলেছেন:
রাজীব ভাই ,
আজকের লেখার শিরোনামটা আমার খুব ভালো লেগেছে।
পৃথিবীটা খারাপ না পৃথিবীর কিছু মানুষগুলো চরম খারাপ
মাঝেমধ্যে বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায় কিন্তু কিছু
দায়বদ্ধতা জন্য বাঁচতে হয়।
০৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:১০
রাজীব নুর বলেছেন: এইসব নিয়েই বেচে থাকতে হবে। তবে আমাদের চেস্টা করতে হবে আমরা যেন আনন্দ নিয়ে বেচে থাকতে পারি।
৪| ০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫২
ইসিয়াক বলেছেন: পৃথিবীটা খুব সুন্দর।
০৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:১০
রাজীব নুর বলেছেন: হয়তো।
৫| ০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাস্তবিকই পৃথিবীটা অনেক সুন্দর।
পৃথিবীর চেয়ে সুন্দর আর কোন জায়গা নেই।
ভালো কিছু লিখতে পারলে তার ফল ও ভালো হবে।
০৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:১১
রাজীব নুর বলেছেন: ইয়েস। বড় ভাই।
৬| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: দুনিয়া বদলাতে হবে করে করে, কিছু একটা করলেই কিছু একটা বদলাবে।পরিবর্তনের নামই বদল।
০৯ ই আগস্ট, ২০২০ রাত ২:২৭
রাজীব নুর বলেছেন: পজেটিভ পরিবর্তন চাই।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১০
আলমগীর সরকার লিটন বলেছেন: প্রজন্মরা কালো আধার যুদ্ধ করে করে জীবন বাঁচাবে নয় মর নয় বাঁচো