নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ৬৪

১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৫



সুরভি বাসায় নাই। সে তার বাবার বাড়ি গিয়েছে।
করোনা ভাইরাস তাকে আটকে রাখতে পারেনি। তবে এবার সে অনেকদিন পর গেছে। প্রায় পাঁচ মাস পর। আমি বলেছি, যতদিন ভালো লাগে থাকো। আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ভালোই থাকবো। আজ পাঁচ দিন হয়ে গেলো সুরভি বাসায় নেই। আমি একা। সারাদিন ভালোই পার করি। রাতের বেলা কেমন দম বন্ধ লাগে! আজ সারাদিন রাস্তায় রাস্তায় ইছে মতোন ঘুরে বেড়িয়েছি। ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় ঘরে ঢুকে দেখি সুরভি নেই। মনে পড়ল, সুরভি গিয়েছে তার বাবার বাড়ি। মনটা খুব খারাপ হয়ে গেল। মন ভাল করতে গেলাম বাজারে। বাজারে গেলে আমার মন ভালো হয়ে যায়। বিশেষ করে মাছের বাজারে ঘোরাঘুরি করতে আমার খুব ভালো লাগে। একসময় প্রতিদিন কোন না কোনো মাছের বাজারে না গেলে ভাল লাগত না।

আমাদের এখানে সন্ধ্যার পর রেললাইনের পাশে বিশাল মাছের বাজার বসে। সেখানে কত রকমের যে মাছ পাওয়া যায়! বাজারে কোনো মাছের অভাব নেই। মাছ দেখেই মনটা খুশিতে ভরে উঠল। সুরভির কথা একেবারেই ভুলে গেলাম। কুচি কুচি করে কাটা বরফের উপরে কি সুন্দর করেই না ইলিশ মাছ গুলো সাজিয়ে রেখেছে। সাদা লাইটের আলোতে ইলিশ গুলো ঝকমক করছে। মনে হচ্ছে এই মাত্র নদী থেকে তুলে আনা হয়েছে। এবার বাজারে প্রচুর ইলিশ উঠেছে। সাইজেও বড় বড়। দাম তুলনামূলক সস্তা। আমি লক্ষ্য করে দেখেছি, ইলিশ মাছ বিক্রেতারা সব সময় খুব হাসিখুশি হয়। মাছের মতোন তাদের চেহারাও ঝকমক করে। একলোক দেখলাম কোনো দরদাম না করে চারটা ইলিশ কিনে নিল চার হাজার টাকা দিয়ে। আমি লোকটার পেছনে অনেকক্ষন ঘুরলাম, দেখার জন্য সে আর কি কি মাছ কিনেন। আজ অন্যান্য মাছের বিক্রীও খুব ভাল। ঘুরে-ঘুরে আমি মাছ দেখছি, মাছের বেচাকেনা দেখছি। খুব ভাল লাগছে।

আমার সবচেয়ে ভাল লাগে মাছ কাটা দেখতে।
কত বড় বড় মাছ মুহুর্তের মধ্যে কেটে ফেলে! আমি নিজেও মাছ কিনলে বাজার থেকেই কেটে নিয়ে যাই। রেললাইনের পাশে যে ছেলেটা মাছ কাটে তার নাম মকবুল। মকবুল আমার পূর্ব পরিচিত। আমি এক হাজার টাকা বাজি ধরে বলতে পারি সারা ঢাকা শহরে মকবুলের মতোন আর কেউ এত সুন্দর করে মাছ কাটতে পারবে না। মকবুল মাছের দিকে না তাকিয়ে খুব দ্রুত বড় বড় মাছ মুহূর্তের মধ্যে কেটে ফেলে। মকবুলের সাথে আমার পরিচয় দীর্ঘদিনের। মকবুলের বাসাতেও আমি গিয়েছি। ঢাকা শহরে আমাকে যেক'জন পছন্দ করে তাদের মধ্যে মকবুল থাকবে এক নম্বরে।

মকবুল আমাকে দেখে ইশারায় বসতে বলল।
সে ভীষন ব্যস্ত। পাগলের মতো সে মাছ কেটে যাচ্ছে। আগে থেকে তার মাছ কাটার স্প্রীড আরো বেড়েছে। মকবুল আমার উপরে খুব রাগ করে আছে। কারন অনেকদিন তার সাথে দেখা করিনি। রাগের কারন আমি বাজারে এসেছি কিন্তু তার সাথে দেখা করি নাই বলে। মকবুলের এসিস্ট্যান্ট আমাকে চা, সিগারেট এনে দিল। এসিস্ট্যান্টের কাজ হলো- জ্যান্ত মাছের মাথায় একটা বাড়ি দেয়া। জ্যান্ত লাফানো মাছ মুহূর্তের মধ্যে মরে যায়, তারপর সে আঁশ ফেলে ওস্তাদের (মকবুল) কাছে দেয়। সরকারী জাগায় বসে মাছ কাটে তবু মকবুলকে প্রতিদিন পাঁচ শ' টাকা করে দিতে হয়। এক ঘন্টা মকবুলের মাছ কাটা দেখে আমি মুগ্ধ হয়ে বাসায় ফিরলাম।

অনেকদিন আগে একটা বই পড়েছিলাম, আর্নেস্ট হেমিংওয়ের 'দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সি'। অত্যন্ত চমৎকার একটি উক্তি বুড়ো সান্তিয়াগোর মুখ দিয়ে হেমিংওয়ে আমাদের বলেনঃ ‘Man is not made for defeat. Man can be destroyed, but not defeated!' আসলেই, মানুষের জন্ম তো হার স্বীকারের জন্য নয়। মানুষ ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু কখনো পরাজিত হয় না। শত প্রতিকূলতা, কুৎসিতের মুহূর্মুহু আক্রমণ, একে অপরের থেকে ক্রমাগত বিচ্ছিনতা, - এই চরম হতাশার মাঝেও তবু আমাদেরকে বেঁচে থাকতে হয়।

কোরিয়ান মুভি A Moment to Remember (২০০৪) নায়িকার ভুল মানুষের প্রেমে পড়া, পরিবারের সাপোর্টে আবার নতুন করে জীবন শুরু করা; নায়কের আত্মবিশ্বাস আর পরিশ্রম দিয়ে নিজের স্বপ্নকে সত্যি করা; একসময় দুজনের দেখা হওয়া, ভালবাসার বাঁধনে জড়িয়ে পড়া এভাবেই গল্প বয়ে চলে।
পারিবারিক বাঁধা কে জয় করে একসময় ওরা বিয়েও করে। কিন্তু তারপরেই নিয়তি দেয়াল হয়ে দাঁড়ায় দুজনের মাঝে।
যারা এখনো ছবিটি দেখেননি, আমি বলবো মিস করেছেন, ভয়াবহ মিস। ভালবাসা যে কত কষ্টের, কত সুখের আর কত পবিত্র, তা এই মুভি দেখে একবার হলেও অনুভব করবেন।

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

শেরজা তপন বলেছেন: মুভিটা দেখতে হবে।
মকবুলের গল্পটা ভাল লাগল। মাঝে মাঝে একদম একা হয়ে যাওয়া ভাল।

লেখায় ভাললাগা রইল

১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২| ১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কুয়ালালামপুরে মাছ কিনলে কাটার জন্য অতিরিক্ত কোন টাকা রাখে না।

কলম্বোতে আবার মাছ কাটার জন্যই আলাদা দোকান ছিল। সেখানে কাটার জন্য টাকা দিতে হতো। তারা মাছ কেটে সুন্দর করে একদিক মোমের প্রলেপ দেওয়া কাগজ দিয়ে প্যাকেট করে দিত যাতে কোন রক্ত বা পানি বের হতে না পারে।

ঢাকার বাজারে মাছ কাটতে সার্ভিস চার্জ কেমন রাখে?
তারা কি প্যাকেট করে দেয়?

১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫২

রাজীব নুর বলেছেন: তারা শুধু মাছটা কেটে দেয়। আর কিচ্ছু না.
একিটা মাঝারি সাইজের মাছ কাটতে ৫০টাকা নেয়। তবে ছোট মাছ কাটতে বেশি টাকা নেয়।

৩| ১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: সব বাজার করতে পারি শুধু মাছের বাজারের ধারেকাছে যাইনা। এখনো শ্বশুর মশাই মাছ কিনে পাঠায়।

১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

রাজীব নুর বলেছেন: আমি সবই কিনি। কিনতে হয়। অন্য অপশন থাকলে আমি কোনোদিন বাজারে যেতাম না।

৪| ১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:


সুরভী কি শহরে, নাকি গ্রামে গেছেন?

১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

রাজীব নুর বলেছেন: শহরেই। মিরপুর।
সুরভি আজ আসবে। গাড়ি পাঠিয়েছি।

৫| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: কাচা বাজার আমার সব চেয়ে অপ্রিয় জায়গা। Old man and the sea এর লেখক নিজেই জীবনের কাছে পরাজিত হয় আত্মহত্যা করেছিলেন। তাই মনে হচ্ছে শেষ জীবনে তার আত্মবিশ্বাসে ঘাটতি দেখা গিয়েছিল।

১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: প্রতিটা আত্মহত্যাই আসলে হত্যা।

৬| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ‘আমি ভালোই থাকবো’বলা ঠিক হয় নাই।এর ফল একদিন পাবেন।

১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৯

রাজীব নুর বলেছেন: সম্ভবনা আছে।

৭| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তাহলে তো মাছ কাটার কাজটা শুরু করা যেতে পারে।
রোজ 100 মাছ র্কেটে 5000 টাকা ইনকাম করে চলে আসবে।

মাছ কাটার যন্ত্র পাওয়া যায় ।
সেই যন্ত্র নিয়ে আসব একটা।

১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: আমাদের এখানে যন্ত্র দিয়ে মাছ কাটে না। বড় ধারালো বটি দিয়ে কাটে।

৮| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৬

ঢুকিচেপা বলেছেন: তার মানে আজ আর মাছ কেনা হলো না।

মুভিটার লিঙ্ক আছে?

১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: যে কোনো সাইটেই পেয়ে যাবেন।

৯| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩০

এইচ তালুকদার বলেছেন: অনেকদিন ভালো সিনেমা দেখা হয় না।

১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: আমি তো প্রতিদিন কমপক্ষে একটা সিনেমা দেখবই।

১০| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ঘরের কথা শুরু করে একেবারে সমুদ্রে চলে আসলেন
আপনি পারেনওওওওওওওওওওওওওওওওওওওও

১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৬

রাজীব নুর বলেছেন: আপনি ভালো করেই জানেন, যেহেতু আপনিও লিখেন- লিখতে শুরু করলে লেখা কত দিকে যে মোড় নেয়। আয়ত্তে আর থাকে না। যেম আড্ডায় কথা শুরু করলে সেই কথা যে কত দিকে ঘুরে। ঘুরে ঘুরে কথা কই শেষ হবে আগে থেকে কেউ জানেনা।

১১| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫৯

শোভন শামস বলেছেন: সংকটের মাঝে বেঁচে থাকাই জীবন, যত টুকু আনন্দময় আর আলোকিত করা যায়, ধন্যবাদ।

১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।

১২| ১১ ই আগস্ট, ২০২০ রাত ৩:০৩

কলাবাগান১ বলেছেন: আবারো মিথ্যা কথা....মাছ কাটার এই গল্প ৩ বছর আগেই লিখেছিলেন এখন করোনা কালে রিসাইকেল করছেন আর মিথ্যা বলছেন।

পেয়ারা নিয়ে মিথ্যা কথার লেইম যুক্তি দিলেন যেন আপনার বাসায় গিয়ে দেখে আসি...আপনার জায়গায় আমি হলে যে কাট ছাট করে পেয়ারার ছবি দিয়েছেন যাতে বুঝা না যায় এটা মাটিতে না বাসার ছাদে, সেই ছবিকে বড় করে আশপাশের জায়গা দেখিয়ে আবার পোস্ট করতাম।

মিথ্যা 'চুরি' করা পেয়ারাে ২৫ টা খালি জায়গা যেখানে ফলের বাট থাকে সেই ছবি তুলে দেখাতাম যে আসলেই ফল এখানে ছিল...।

কাজের মেয়েকে জামা কিনে দিবেন বলে ঘোষনা দিলেন...যেখানে করোনাকালে... মা বাসায় আছে, তাই বেবী সিটের দরকার নাই বললেন...

তিনটা মেয়েকে নিয়ে গল্প ফাদলেন যারা আপনাকে কিস দেয়... যেটা ভালভাবেই বুঝা যায় যে কল্পনা...সৌদিতে আপনাকে গাড়ীতে তুলে মহিলা বাসায় নিয়ে কাপড় খুলে আপনাকে আহবান জানান...। এই মিথ্যা গুলি কে একটু সাজিয়ে ও বলতে পারেন নাই

সবই আপনার মনের কল্পনা প্রসুত

১১ ই আগস্ট, ২০২০ রাত ৩:৩০

রাজীব নুর বলেছেন: তর্ক করবো না।
ভালো থাকুন।

১৩| ১১ ই আগস্ট, ২০২০ রাত ৩:৩৪

কলাবাগান১ বলেছেন: তবে আপনি মানুষ ভাল....কিন্তু আপনার উপর মার অনেক রাগ যেদিন আপনি 'গল্পে লেখেছিলেন যে আপনি রাত তিনটায় আপনার স্ত্রীকে মারধর করে এক কাপড়ে ঘর থেকে বের করে দিতে চেয়েছেন....একজন সভ্য লোক কিভাবে এটা চিন্তা করে...আপনি নিজে বের হয়ে যান রাত তিনটায় .....

১১ ই আগস্ট, ২০২০ রাত ৩:৪০

রাজীব নুর বলেছেন: সে গল্পের একটা চরিত্র একাজ করেছে। আমি না। হৃদয়হীণ কাজ করা আমার পক্ষে সম্ভব না।

১৪| ১১ ই আগস্ট, ২০২০ রাত ৩:৩৫

কলাবাগান১ বলেছেন: পেয়ারার ছবি হয়ত আপানর ছাদের কিন্তু চুরি করে নিয়ে যাওয়ার কথা অতি রন্জিত মনে হয়েছে

১১ ই আগস্ট, ২০২০ রাত ৩:৪৩

রাজীব নুর বলেছেন: আমার ছাদে ড্রামে তিনটা গাছ আছে। পেয়ারা, আম এবং লেবু। এবছর পেয়ারা খুব ভালো হয়েছে। আম হয়নি। এবছর লেবুও হয়নি। অথচ যন্ত তিনটা সমানই করেছি।

আর সত্যি সত্যি পেয়ারা গুলো চুরী হয়েছে। আমাদের বাড়ির ছাদ এবং আমাদের পাশের ছাদ গুলো একেবারে লাগানো। এক ইঞ্চি জায়গা কেউ ফাঁক রাখেনি।

আমাদের পাশের বাসায় মিস্ত্রিরা কাজ করছে হয়তো তারাই চুরী করেছে।

১৫| ১১ ই আগস্ট, ২০২০ রাত ৩:৩৬

কলাবাগান১ বলেছেন: আপনার উপর আমার অনেক রাগ পড়তে হবে..উপরের মন্তব্যে

১১ ই আগস্ট, ২০২০ রাত ৩:৪৩

রাজীব নুর বলেছেন: জ্বী সেটা বুঝতে পেরেছি।

ভালো থাকুন। শুভ রাত্রি।

১৬| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২২

অন্তরা রহমান বলেছেন: মোমেন্ট টু রিমেমবারের কথা মনে পড়ে গেলো। দারুণ একটা মুভি ছিল। আর গুরু হেমিংওয়ের কথাটা এখন আর ঠিক না। এখন মানুষ পরাজিত হয়, নিদারুণভাবে পরাজিত হয়।।

১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৭| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কলা বাগান আপনার উপর ক্ষেপছে কেন?
মিথ্যা বলে সবাইকে চমক দেওয়া যায়না!
যেমন কলাবাগানকে, আমাকেও পারেন না!
হাহাহাহ =p~

১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

রাজীব নুর বলেছেন: যে যেরকম বুঝে। বুঝুক।

১৮| ১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যন্ত্র দিয়ে মাছ কাটলে কাটা অনেক সুন্দর হয়।

১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

রাজীব নুর বলেছেন: তা ঠিক। তবে আমরা বটি দিয়ে কেটেই অভ্যস্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.