নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
মানুষের আত্মার মতো দেশেরও আত্মা থাকে।
বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের আত্মা। ১৫ই আগষ্ট আমি চুপচাপ'ই পালন করি। বঙ্গবন্ধুর আদর্শ তো আমার বুকে। আমার হিরো মারা যান নি। কোটি বাঙালীর অন্তরে সে বেঁচে আছে, বেঁচে থাকবে।
শেখ মুজিবুর রহমানের মৃত্যুসংবাদ প্রচারিত হওয়ার পরপর টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িতে স্থানীয় জনগন হামলা করে এবং বাড়ির সব জিনিসপত্র লুট করে নিয়ে যায়। মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধু হত্যার খবর শুনে নির্বিকার ভঙ্গিতে বললেন, প্রেসিডেন্ট নিহত, তাতে কী হয়েছে? ভাইস প্রেসিডেন্ট তো আছে। জিয়াউর রহমান তার শক্তি দেখাতে শুরু করলেন- মাত্র দুই মাসে জিয়াউর রহমানের নির্দেশে ১১৪৩ জন সৈনিক ও অফিসারকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়। পাকিস্তান থেকে ফিরিয়ে আনলেন যুদ্ধাপরাধী গোলাম আযমকে। নাগরিত্ব দিলেন এবং বিশেষ ক্ষমতায় বসালেন।
একজন সাধারণ ভারতীয়’র কাছে মহাত্মা গান্ধী মানে তিনি জাতীর জনক, শুধু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস’র নেতা নন। নেলসন মেন্ডেলা তার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস’র কাছে যেমন পূজনীয় ব্যাক্তি ঠিক তেমনি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির কাছেও পূজনীয় ব্যাক্তি। তাদের সম্মান জানাতে কোন দলের সমর্থক বা কর্মী হতে হয় না। কারন তারা অবিসংবাদিত নেতা। তেমনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলা ভাষা জানে কোন মানুষ যেমন রবীন্দ্রনাথকে এড়িয়ে চলতে পারেন না, তেমনি বাংলাদেশী কোন মানুষ বঙ্গবন্ধুকে এড়িয়ে চলতে পারেন না।
হুমায়ূন আহমেদ তার 'দেয়াল' উপন্যাসে লিখেছেনঃ
ঢাকা মসজিদের শহর। সব মসজিদেই ফজরের আজান হয়। শহরের দিন শুরু হয় মধুর আজানের ধ্বনিতে। আজানের ধ্বনির সঙ্গে নিতান্তই বেমানান কিছু কথা বঙ্গবন্ধুকে বলছে এক মেজর, তার নাম মহিউদ্দিন। এই মেজরের হাতে স্টেনগান। শেখ মুজিবের হাতে পাইপ। তার পরনে সাদা পাঞ্জাবি এবং ধূসর চেক লুঙ্গি।
শেখ মুজিব বললেন, তোমরা কী চাও? মেজর বিব্রত ভঙ্গিতে আমতা-আমতা করতে লাগল। শেখ মুজিবের কঠিন ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে থাকা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। শেখ মুজিব আবার বললেন, তোমরা চাও কী?
মেজর মহিউদ্দিন বলল, স্যার একটু আসুন।
কোথায় আসব?
মেজর আবারও আমতা-আমতা করে বলল, স্যার একটু আসুন।
শেখ মুজিব বললেন, তোমরা কি আমাকে খুন করতে চাও? পাকিস্তান সেনাবাহিনী যে কাজ করতে পারেনি, সে কাজ তোমরা করবে?
এই সময় স্বয়ংক্রিয় অস্ত্র হাতে ছুটে এলো মেজর নূর। শেখ মুজিব তার দিকে ফিরে তাকানোর আগেই সে ব্রাশফায়ার করল। সময় ভোর পাঁচটা চল্লিশ। বঙ্গপিতা মহামনব শেখ মুজিব সিঁড়িতে লুটিয়ে পড়লেন। তখনো বঙ্গবন্ধুর হাতে তার প্রিয় পাইপ। বত্রিশ নম্বর বাড়িতে কিছুক্ষনের জন্য নরকের দরজা খুলে গেল। একের পর এক রক্তভেজা মানুষ মেঝেতে লুটিয়ে পড়তে লাগল।
বঙ্গবন্ধুকে নিয়ে আমি যে উপন্যাসটা শুরু করেছিলাম তার শুরুটা এই রকম-
গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে আজ একটা ছেলে প্রথম ক্লাশ করতে এসেছে। ছেলেটির বয়স ছয় বছর। তাকে নিয়ে এসেছে- তার বড় বোন ফাতেমা বেগম। ছেলেটি হাসি মুখে ক্লাশে রুমে ঢুকে প্রথম বেঞ্চে বসল। অন্য ছেলেদের মতন সে কোনো কান্নাকাটি করল না। বরং তার চোখে মুখে এক আকাশ আনন্দ খেলা করছে।
এই সাহসী বালকের মায়ের নাম সায়েরা খাতুন। স্কুল ছুটির পর বালক একাএকা হেঁটে বাসায় ফিরল। তার মেজ বোন আছিয়া বেগম ভাইকে আনতে স্কুলে যেতে চেয়েছিল- কিন্তু বালক চিৎকার করে বলেছে- আমি একাই আসতে পারব- এতটুকু পথ।
এই বালক ১৯৩৮ সনে আঠারো বছর বয়সে ফজিলাতুন্নেসা নামক এক তরুনীকে বিয়ে করেন। এই দম্পতির ঘরে দুই কন্যা এবং তিন পুত্রের জন্ম হয়। কন্যারা হলেন শেখ হাসিনা এবং শেখ রেহানা।
১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: লিখে ফেলুন। দরকার আছে।
২| ১৫ ই আগস্ট, ২০২০ ভোর ৪:০৯
চাঁদগাজী বলেছেন:
স্বাধীনতার পর, শেখ সাহেব মানুষকে নিজের কাছে টেনে নেননি, মানুষের সাথে সময় ব্যয় করেননি,যেসব কাজ অন্যেরা করতে পারতো, সেসব নিয়ে তিনি অকারণ ব্যস্ত ছিলেন। উনার দরকার ছিলো গ্রামে গন্জে গিয়ে মানুষের সাথে কথা বলার।
১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৭
রাজীব নুর বলেছেন: দেশের অবস্থা তখন পুরো তছনছ ছিলো। তখন তিনি যা ভালো বুঝেছেন তাই করেছেন।
৩| ১৫ ই আগস্ট, ২০২০ ভোর ৬:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের প্রত্যেকটা মানুষই বঙ্গবন্ধু হতে পারে ।
এ জন্যএকটু সাধনা করা দরকার।
দেশের প্রতি মায়া মমতা ভালবাসা থাকা দরকার।
সততা থাকা দরকার।
সৎ সাহস থাকা দরকার।
১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
৪| ১৫ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৩৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: উইকিপিডিয়া অনুযায়ী বঙ্গবন্ধু ১৯৩৮ এ নয় বরং ১৯৩৪ সালে বিয়ে করেন। উইকিপিডিতে আছে ১৯৩৪ সনে দাদা আব্দুল হামিদের আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাবা ১৪ বছর বয়সে তার সঙ্গে তার বাবার সম্পর্কের আত্মীয় ৩ বছর বয়সের সদ্য পিতামাতাহীন বেগম ফজিলাতুন্নেসার বিয়ে দেন। বিয়ের ৯ বছর পর ১৯৪২ সালে শেখ মুজিবের ২২ বছর বয়স ও ফজিলতুন্নেসার ১২ বছর বয়সে তারা দাম্পত্যজীবন শুরু করেন।
এখানে বিয়ের সাল বলা আছে ১৯৩৪। ১৯৩৮ নয়।
কোনটা সঠিক জানাবেন।
১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: ভুলটা কোথায় হয়েছে বুঝতে পারছি না।
৫| ১৫ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৪৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: যারা হত্যা করে তারা খুনী আর যারা লুটপাট করে তারা লুটেরা ,কেহই জনগন না।খুনের বিচার যদিও বা হয়েছে কিন্ত যারা খুনের পিছনের নায়ক ছিল তাদের বিচার হয় নাই।ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে এদের খুঁজে বেরকরা দরকার।
১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: সহমত।
৬| ১৫ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসমাপ্ত আত্মজীবনী পাঠ করতে হবে।
১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: শুধু আমার একার না। প্রতিটা বাঙ্গালীর।
৭| ১৫ ই আগস্ট, ২০২০ সকাল ১০:১৩
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার ইচ্ছে আপনার। দেশের জন্য এখন একজন বন্ধুর অনেক বেশি প্রয়োজন।
১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৮| ১৫ ই আগস্ট, ২০২০ সকাল ১১:২৭
বিবেকহীন জ্ঞানি বলেছেন: দেশে অন্যায়ের বিরুদ্ধে বজ্রকন্ঠি মানুষ ই এক একজন ববঙ্গবন্ধু।
১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগে অনেক ভন্ড নেতা জুটেছে। এদের বের করতে হবে।
৯| ১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৬
ঢুকিচেপা বলেছেন: “ বঙ্গবন্ধুকে নিয়ে আমি যে উপন্যাসটা শুরু করেছিলাম তার শুরুটা এই রকম-”
আপনারটা কি শেষ হয়েছে? শুরুটা ভাল হয়েছে।
১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: না শেষ করি নাই।
১০| ১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি আপনার লেখার শেষ লাইনের আগের লাইনে লিখেছেন যে এই বালক ১৯৩৮ সনে ১৮ বছর বয়সে ফজিলাতুন্নেসা নামের এক তরুনিকে বিয়ে করেন।
১৯৩৪ সালে বঙ্গবন্ধুর স্ত্রীর বয়স ছিল ৩ বছর আর বঙ্গবন্ধুর বয়স ছিল ১৪ বছর। তাই উনি ঐ সময় তরুণী ছিলেন না। আর বিয়ের সাল আপনি লিখেছেন ১৯৩৮ কিন্তু বিয়ে হয়েছিল ১৯৩৪ সালে। আশা করি এবার বুঝতে পারবেন।
১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ২:২৬
রাজীব নুর বলেছেন: বুঝতে পেরেছি।
আমিই কোথাও ভুল করেছি। এবং ধন্যবাদ আপনাকে।
১১| ১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪৭
নেওয়াজ আলি বলেছেন: শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো । উনার আত্মত্যাগে আমরা স্বাধীন জাতি ।
১৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৫
রাজীব নুর বলেছেন: ইয়েস ব্রো।
১২| ১৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: শোকার্ত আত্মকাহিনী। উনার শ্রদ্ধাঞ্জলিতে ভাইয়ের উপন্যাসের প্রতি শুভকামনা রইল। শুরুটা বেশ ভালো লেগেছে। বঙ্গবন্ধু কিন্তু কলকাতায় পড়াশোনা করেছেন।
১৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৫
রাজীব নুর বলেছেন: জ্বী। জানি।
দাদা আছেন কেমন? আজকাল আপনার কোনো পোষ্ট পাই না!!
১৩| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনেকেরই অনেক কিছু হতে ইচ্ছা করে
ছোটবেলায় আমার পাখি হতে ইচ্ছা করতো।
এখন অদৃশ্য মানব হতে মন চায় !!
১৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৭
রাজীব নুর বলেছেন: মন তো অনেক কিছুই চায়। মনের কথা শূনতে হয় না।
১৪| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৫
অজ্ঞ বালক বলেছেন: আমার মনে হয়, দুনিয়াতেই এইরকম নেতা হাতে গোণা। হাজার বছরে এমন নেতা একবার জন্মায়।
১৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫১
রাজীব নুর বলেছেন: ইয়েস।
১৫| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১:১০
শামছুল ইসলাম বলেছেন: রাজীব ভাই, বঙ্গবন্ধু এখনো আপনার কাছে হিরো। আমার কাছেও হিরো।
যারা আমাদের হিরোকে নির্মম ভাবে হত্যা করেছে তাদের ঘৃণা জানাই।
আপনার উপন্যাসটা আবার শুরু করেন।
১৬ ই আগস্ট, ২০২০ রাত ২:১৬
রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০২০ ভোর ৪:০০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বঙ্গবন্ধুর উপর অনেক লেখা হয়েছে হয়ত আরও হবে
তবে তথ্য ভিত্তিক ও সঠিক লেখাটি অত্যন্ত গুরুত্ব পূর্ণ
............................................................................
আমি প্রতি মাসে ই যাই, প্রায় ৩৫ বৎসর যাবত অনেক কিছু
দেখেছি , শুনেছি কিন্ত লিখতে সাহস পাইনা ।