নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

গরু ও গাধা

১৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৩



নাসিরুদ্দিন হোজ্জার একটা গাধা আছে
অথচ বউয়ের পিড়াপিড়িতে হোজ্জা-
একটা গরু কিনতে বাধ্য হলো।

গরু ও গাধার জন্য গোয়াল ঘরে পর্যাপ্ত যায়গা না থাকায়,
একটা ঘুমালে আরেকটাকে দাড়িয়ে থাকতে হয়
প্রিয় গাধার এই দুরবস্থা দেখে-
হোজ্জা একদিন খোদার কাছে প্রার্থনা করলো-
হে আল্লাহ, দয়া করে গরুটাকে মেরে ফেলো, প্লীজ
যাতে আমার গাধাটা একটু আরাম করে ঘুমাইতে পারে।

পরদিন সকালে হোজ্জা গোয়াল ঘরে গিয়ে দেখে-
গাধাটা মরে পরে আছে!
প্রানপ্রিয় গাধার মৃত্যুতে দুঃখিত ও হতাশ হোজ্জা!
বিষন্ন ও হতাশ বদনে আকাশের দিকে তাকিয়ে বলল-
কোন অভিযোগ করবো না খোদা,
তুমি এতদিন ধরে সারা দুনিয়ার মালিক হয়েও,
কোনটা গরু, কোনটা গাধা এইটা চিনলে না!

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: কৈতুকটা ভালো হইছে

১৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: এটা কবিতা।

২| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:১৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এটাই যদি চিনতো তাহলে কি আর এতবড় ভুল করতো।।

১৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: হে হে---

৩| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:২২

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: মজা পাইছি :)

১৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: এটাই তো চেয়েছিলাম।

৪| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩৭

ঊণকৌটী বলেছেন: করোনা পরবর্তী কালে আপনি ইন্ডিয়া ঘুরতে বেরোবেন,আমি আপনার গাইড হব, প্রথমে আমরা শুরু করবো নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে 15 দিনের সফর খুব ঘুরব আনন্দ করবো নেক্সট আপনার সাথে পরামর্শ করে করবো উত্তরাখণ্ড ট্যুর

১৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: তাহলে তো খুব ভালো হয়।

৫| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বুমেরাং হয় দুনিয়াতে
কারো ক্ষতি চাইলে
নিজেরই ক্ষতি হয়!
তাই কারো অমঙ্গল
কামনা করতে নাই।


শিক্ষামূলক গল্প !!
আপনিতো বলবেন
এটা কবিতা !!


আমি আজও আপনার
উপরে আছি, পাশাপাশি!

১৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: সব আল্লাহর ইচ্ছা।

৬| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: হাসবো না কাঁদবো????
তবে কথাটি, তুমি এতদিন সারা দুনিয়ার মালিক হয়েও গরু গাধা চিনলে না-আমার বেশ ভাল লেগেছে। হেহেহে...

আসলে যার যেমন দেখার দৃষ্টিভঙ্গি।

১৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৬

রাজীব নুর বলেছেন: সেটাই দাদা। সেটাই।

৭| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১২:০৭

চাঁদগাজী বলেছেন:


ভাগ্যিস বউ'এর মৃত্যু চাহেনি

১৭ ই আগস্ট, ২০২০ রাত ১:২০

রাজীব নুর বলেছেন: হা হা হা---- আপনি দারুন রসিক মানুষ।

৮| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১২:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চাঁদগাজী বলেছেন: ভাগ্যিস বউ'এর মৃত্যু চাহেনি

তা হলে হোজ্জা বেটা নিজেই পটল তুলতো !!

১৭ ই আগস্ট, ২০২০ রাত ১:২০

রাজীব নুর বলেছেন: হে হে হে---

৯| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১:২১

নেওয়াজ আলি বলেছেন:
  অপূর্ব  লেখা ,পড়ে মোহিত হলাম।

১৭ ই আগস্ট, ২০২০ রাত ১:২৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১০| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১:৫৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কবিতাটা (কৌতুক?) সেরকম হয়েছে ! ++

১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: হে হে হে---

১১| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ২:৫২

ঘরহীন বলেছেন: হয়তো গোরুটা আরও বেশি ভক্তিভরে দোয়া করেছিল প্রাণ বাঁচাতে :P

১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: এটা হতে পারে।

১২| ১৭ ই আগস্ট, ২০২০ ভোর ৪:৪০

কবিতা ক্থ্য বলেছেন: আল্লাহ মনে হয় বউএর কথা শুনসে।

১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: হা হা হা হা----

১৩| ১৭ ই আগস্ট, ২০২০ সকাল ১০:২৪

শেরজা তপন বলেছেন: প্রথমে কবিতা ভেবে আমি এড়িয়ে যেতে চেয়েছিলাম- মজা পেলাম :)

১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: এটা আমার স্টাইল।

১৪| ১৭ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৩৮

আলমগীর সরকার লিটন বলেছেন: দাদা কি বলি কবিতার যে নতুন ধারা তৈরি করচ্ছে একেবারে খাঁটি অনেক অনুপ্রেরণা পেলাম আমি চেষ্টা করব আপনার মতো লেখার

১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: নতুন স্টাইল।

১৫| ১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:২৪

আলমগীর সরকার লিটন বলেছেন: রাজীব দা স্যালুট জানাই -----

১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: ভালোবাসা জানবেন।

১৬| ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Epic

১৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: হুম।

১৭| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৪

ডঃ এম এ আলী বলেছেন:



গাধাটি এবার গরু হয়ে পুণ জন্ম নিবে,
কারণ গো জন্ম হল স্বার্থক জনম,
এটা গাধার থেকেও মানুষের
বেশী উপকার করে ।

১৭ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩৪

রাজীব নুর বলেছেন: যা বলেছেন!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.